Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
বিলাপ 1:1-3:36

সর্বনাশ দেখে জেরুশালেমের কান্না

হায় জেরুশালেম! এক কালে সে ছিল লোকে পরিপূর্ণ।
    কিন্তু বর্তমানে শহরটি একেবারে জনশূন্য!
জেরুশালেম একদা বিশ্বের সেরা শহর ছিল।
    কিন্তু এখন তার রূপ বিধবা মহিলার মতো।
একসময় সে[a] ছিল অনেক শহরের মধ্যে রাণীর মতো।
    কিন্তু এখন সে দাসে পরিণত।
রাতে করুণ সুরে কাঁদে জেরুশালেম।
    তার গাল বেয়ে অশ্রুধারা নামে।
    সান্ত্বনা দেওয়ার মতো তার কেউ নেই।
অনেক প্রেমিক তার প্রতি বন্ধুভাবাপন্ন ছিল।
    কিন্তু এখন তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।
তার সব বন্ধুরাই তাকে প্রতারণা করেছে।
    বন্ধুরা এখন তার শত্রুতে পরিণত হয়েছে।
যিহূদা ভীষণ রকমের শাস্তি ও যন্ত্রনা পেয়েছিল
    এবং তারপর যিহূদাকে বন্দী করা হয়।
যিহূদা অন্য দেশে বাস করছে।
    কিন্তু সে বিশ্রাম পাচ্ছে না।
লোকরা তাকে তাড়া করছে।
    তাকে তারা সঙ্কীর্ণ উপত্যকাগুলির ওপর তাড়া করছে এবং তাকে ধরে ফেলছে।
সিয়োনে যাবার পথঘাটগুলি শোকাহত।
    কারণ উৎসব পালন করতে কেউ সিয়োনে আসছে না।
সিয়োনের প্রবেশ দ্বারগুলি ধ্বংস হয়ে গিয়েছে।
    যাজকরা সেখানে গভীর দীর্ঘশ্বাস ফেলছে।
সিয়োনের যুবতী মেয়েরা হতবাক।
    মোট কথা সে দুঃখে ভারাক্রান্ত।
জেরুশালেমের শত্রুরা জয়ী হয়েছে।
    তার শত্রুরা এখন নিয়ন্ত্রনাধীন।
তার বিপক্ষীরা আরামে বাস করে।
    এটা ঘটেছে কারণ বহু পাপের জন্যই প্রভু তাকে শাস্তি দিয়েছেন।
তাঁর সন্তানরা চলে গিয়েছেন,
    শত্রুরা তাদের বন্দী করে নিয়ে গিয়েছেন।
সিয়োনের লোকদের সৌন্দর্য আর নেই।
    তার নেতারা হরিণের মতো।
শক্তি না থাকলেও তারা ছুটে পালাচ্ছে।
    কারণ অনেকেই তাদের ধরার জন্য তাড়া করছে।
পুরানো দিনের কথা জেরুশালেম ভাবছে।
ভাবছে সেই সময়ের কথা
    যখন সে যন্ত্রণা ভোগ করছিল এবং ছড়িয়ে পড়েছিল।
তার সমস্ত মূল্যবান জিনিষ হারানোর কথা।
    পুরানো দিনের উল্লেখযোগ্য মধুর ঘটনার কথা।
শত্রুদের হাতে নিজের লোকদের
    বন্দী হওয়ার কথাও সে স্মরণ করছে।
ধ্বংসের সময় শত্রুরা
    তাকে দেখে উপহাস করেছিল।
সে সময় তাকে
    সাহায্য করার কেউ ছিল না।
জেরুশালেম দারুণ পাপ কাজ করেছে।
আর এই পাপের জন্যই সে এখন অশুদ্ধ।
    অতীতে লোকরা তাকে সম্মান করত
কিন্তু এখন সেই সব লোকরাই তাকে ঘৃণা করে কারণ সে সম্মান হারিয়েছে।
    এমন কি সে যন্ত্রণায় বিলাপ করে এবং দীর্ঘশ্বাস ফেলে
    এবং নিজের দিক থেকেই মুখ ফিরিয়ে নেয়।
তার অপরিচ্ছন্নতা, তার পোষাককে নোংরা করেছে।
    এমন যে হতে পারে তা সে কখনও ভাবতেও পারেনি।
তার পতন বিস্ময়কর।
    তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই।
সে বলে, “হে প্রভু, দেখো আমি কিভাবে আঘাতপ্রাপ্ত!
    দেখো আমার শত্রুরা নিজেদের কত বড় বলে মনে করে!”

10 শত্রুরা তার হাত ধরে টানছে।
    শত্রুরা তার সুন্দর জিনিসগুলি ছিনিয়ে নিয়েছে।
বিদেশী জাতির লোকরা তার উপাসনালয়ে ঢুকে পড়েছে।
    অথচ প্রভু আপনি বলেছিলেন, আমাদের সমাজে যোগ দিতে পারবেন না!
11 জেরুশালেমের সমস্ত জনগণ যন্ত্রণায় কাতরাচ্ছে।
    প্রত্যেকেই খাদ্যের সন্ধানে লিপ্ত।
    খাদ্যের জন্য তারা তাদের সমস্ত মূল্যবান বস্তু দিয়ে দিচ্ছে।
শুধুমাত্র বাঁচার জন্যই তারা এটা করছে।
    জেরুশালেম বলছে, “হে প্রভু, আমার দিকে তাকান!
    দেখুন লোকরা আমায় কত ঘৃণা করে!
12 তোমরা যারা পাশ দিয়ে যাচ্ছ মনে হচ্ছে,
    তাদের কাছে কিছুই নয়।
কিন্তু আমার দিকে তাকিয়ে দেখ,
    আমার যন্ত্রণার মতো কি কোন যন্ত্রণা আছে?
    আমার যে দুর্দশা হয়েছে এমন দুর্দশা কি আর আছে?
    প্রভু আমায় যে শাস্তি দিয়েছেন সেই শাস্তির যন্ত্রণার মতো কি কোন যন্ত্রণা আছে?
তিনি তাঁর ভয়ঙ্কর ক্রোধের দিনে
    আমাকে শাস্তি দিয়েছেন।
13 প্রভু ওপর থেকে আগুন পাঠালেন।
    ওই আগুন আমার হাড় ভেদ করে চলে গেল।
তিনি আমার চলার পথে একটি জাল বিছিয়ে দিয়ে
    পথের চারিদিকে আমাকে ঘোরালেন।
তিনি আমাকে পরিত্যক্ত দেশে রূপান্তরিত করলেন।
    আমি সারাদিন অসুস্থ।

14 “তিনি আমার পাপগুলো
    একটা যোয়ালের মত তাঁর হাত দিয়ে বেঁধে দিয়েছেন।
    তিনি আমাকে দুর্বল করে দিয়েছেন।
তিনি আমাকে এমন লোকের হাতে সমর্পন করেছেন,
    যাদের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি না।
15 প্রভু আমার অধীনস্থ সমস্ত শক্তিশালী সৈন্যদের সরিয়ে দিয়েছেন।
    ঐসব সৈন্যরা শহরের মধ্যে ছিল।
তারপর প্রভু একটি উৎসব করলেন।
    আমার যুবক সৈন্যদের হত্যা করার জন্য তিনি ঐসব তীর্থ যাত্রীদের পাঠালেন।
দ্রাক্ষারস তৈরীর জন্য যেমন একজন দ্রাক্ষা দলিত করে
    তেমনিভাবে প্রভু তাঁর প্রিয়তম শহরকে[b] পিষে ফেলেছেন।

16 “আমি এ সবের জন্য কাঁদলাম।
    আমার দুচোখ বেয়ে অঝোরে জল গড়াতে থাকলো।
আমাকে শান্তি দেওয়ার, সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না।
    এমন কেউ ছিল না যে আমাকে একটু স্বস্তি দিতে পারত।
শত্রুরা জয়লাভ করায় আমার সন্তানগণ
    পরিত্যক্ত ভূমির মতো হয়ে উঠলো।”

17 সিয়োন তার দুহাত বাড়িয়ে দিল
    কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না।
প্রভু যাকোবের শত্রুদের শহর
    ঘিরে ফেলার আদেশ দিলেন।
জেরুশালেম শত্রুদের কাছে
    একটি অশুদ্ধ স্ত্রীলোক হয়ে পড়েছে।

18 সে বলল, “আমি প্রভুর কথা শুনতে অস্বীকার করেছিলাম।
    তাই প্রভুর অধিকার আছে আমাকে এমন শাস্তি দেওয়ার।
তাই জনগণ, তোমরা শোন!
    আমার দুর্ভোগের দিকে তাকাও!
আমার যুবক যুবতীদের
    নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছে।
19 আমাকে যারা ভালোবাসতো তাদের আমি ডাকলাম।
    কিন্তু ওরা আমায় ঠকালো।
আমার যাজকগণ ও প্রবীণ ব্যক্তিরা
    এই শহরে মারা গেছে।
আমার যাজকগণ ও নেতারা যখন বেঁচে থাকার জন্য খাদ্যের সন্ধান করছিল
    তখন তারা এই শহরে মারা যায়।

20 “হে প্রভু, আমার দিকে তাকিয়ে দেখুন! আমি দুর্দশাগ্রস্ত!
    আমি অন্তর থেকে বিপর্যস্ত, আমার মনে হচ্ছে যে আমার ভেতরে হৃদয়টা উল্টো হয়ে রয়েছে!
আমার এমন খারাপ লাগছে!
    রাস্তায়, আমার ছেলেমেয়েদের তরবারি দিয়ে হত্যা করা হয়েছে।
মৃত্যুর পচা গন্ধ সর্বত্র ছড়িয়ে আছে!

21 “আমার বিলাপ শুনুন!
    আমাকে সান্তনা দেবার কেউ নেই।
আমার সমস্ত শত্রুরা আমার দুর্দশা সম্পর্কে শুনেছে।
    তারা খুশী যে আপনি আমাকে এমন করেছেন।
আপনি বলেছিলেন যে শাস্তির একটা সময় থাকবে।
    আপনি বলেছিলেন যে আপনি আমার শত্রুদের শাস্তি দেবেন।
এখন আপনি যে সবগুলো বলেছিলেন
    সেগুলো করুন।

22 “আমার শত্রুদের নিষ্ঠুরতার দিকে তাকিয়ে দেখুন।
তাহলে আমার জন্য আমার সঙ্গে আপনি যে রকম ব্যবহার করেছেন
    সে রকম ওদের সঙ্গেও করতে পারবেন।
এরকম করুন কারণ আমি ক্রমাগতই বিলাপ করে যাচ্ছি।
এটা করুন কারণ আমার হৃদয় অসুস্থ।”

প্রভু জেরুশালেম ধ্বংস করলেন

দেখ, প্রভু সিয়োনের লোকেদের কেমন করে বাতিল করেছেন।
    তিনি ইস্রায়েলের মহিমাকে আকাশ থেকে মাটিতে নিক্ষেপ করেছেন।
    তাঁর ক্রোধের দিনে প্রভু তাঁর পাদানি অর্থাৎ‌ মন্দিরের কথা পর্যন্ত মনে রাখেননি।
প্রভু যাকোবের গোচারণ ভূমিগুলি ধ্বংস করেছেন।
    তিনি সেগুলিকে নির্মম ভাবে ধ্বংস করেছেন।
ক্রোধের বশে তিনি যিহূদার দূর্গগুলি ধ্বংস করেছেন।
    প্রভু যিহূদা রাজ্য এবং তার শাসকবর্গকে মাটিতে ছুঁড়ে ফেলেছেন।
    তিনি যিহূদা রাজ্যকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন।
প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ইস্রায়েলের সব শক্তি চূর্ণ করেছিলেন।
    ইস্রায়েলের ওপর থেকে তিনি তাঁর দক্ষিণ হস্ত সরিয়ে নিয়েছিলেন।
তিনি এটা করেছিলেন যখন শত্রুরা এসেছিল।
    যাকোবে তিনি লেলিহান আগুনের মত জ্বলেছিলেন।
তিনি ছিলেন একটি আগুনের মত
    যা চতুর্দিক পুড়িয়ে দেয়।
একজন শত্রুর মত প্রভু তাঁর ধনুক বেঁকিয়ে দিয়েছিলেন।
    তিনি তাঁর দক্ষিণ হস্তে নিয়েছিলেন একটি তরবারি।
তিনি যিহূদার সমস্ত সুদর্শন লোকদের হত্যা করেছিলেন।
    প্রভু তাদের হত্যা করলেন যেন তিনি তাদের শত্রু।
প্রভু তাঁর ক্রোধ অগ্নির মত
    সিয়োনের গৃহগুলির উপর বর্ষণ করলেন।

প্রভু একজন শত্রুর মত হয়ে উঠেছেন।
    তিনি ইস্রায়েলকে গিলে ফেলেছেন।
তিনি তার সব প্রাসাদগুলি গিলে ফেলেছেন।
    তিনি তার সব দুর্গগুলি গ্রাস করেছেন।
যিহূদার কন্যাতে (ইস্রায়েলে)
    তিনি প্রভুতঃ দুঃখ এবং মৃতের জন্য অশ্রুপাত ঘটিয়েছিলেন।

প্রভু নিজের তাঁবুটিকে
    একটি বাগানের মতো উপড়ে ফেলেছিলেন।
তাঁকে উপাসনা করার জন্য লোকে যে স্থানে গিয়ে জড়ো হত
    তিনি সেই স্থানটিও নষ্ট করে দিয়েছিলেন।
সিয়োনে প্রভু লোকদের বিশেষ সভাগুলির কথা
    এবং বিশেষ বিশ্রামের দিনগুলি ভুলিয়ে দিয়েছিলেন।
প্রভু রাজা এবং যাজকদের বাতিল করে দিয়েছিলেন।
    তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাদের বাতিল করেছিলেন।
প্রভু তাঁর বেদীটি বাতিল করেছিলেন।
    তিনি তাঁর উপাসনার পবিত্র স্থানটি বাতিল করেছিলেন।
জেরুশালেমের প্রাসাদের দেওয়ালগুলি
    তিনি শত্রুদের ভূমিস্যাৎ করতে দিয়েছিলেন।
প্রভুর মন্দিরে শত্রুরা আনন্দে চিৎকার করছিল
    যেন সেটা ছিল কোন এক ছুটির দিন।
সিয়োনের লোকদের চারপাশে যে দেওয়াল ছিল
    সেটা প্রভু ধ্বংস করবার পরিকল্পনা করেছিলেন।
দেওয়ালটি কোথা থেকে ভাঙতে হবে তা বোঝানোর জন্য
    তিনি দেওয়ালে একটি মাপের দাগ কেটে ছিলেন।
তিনি নিজেকে ধ্বংসকার্য্য থেকে বিরত করেননি।
    সব দেওয়ালগুলিকে তিনি দুঃখে কাঁদিয়ে ছিলেন।
    সবগুলো একই সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

জেরুশালেমের ফটকগুলি মাটিতে ডুবে গিয়েছিল।
    তিনি ফটকের স্তম্ভগুলি ধ্বংস করে চূর্ণ করেছিলেন।
তার রাজা এবং রাজপুত্ররা অন্য জাতির মধ্যে রয়েছে
    তাদের জন্য আর কোন শিক্ষা নেই।
জেরুশালেমের ভাববাদীরাও প্রভুর কাছ থেকে আর কোন দিব্য দৃষ্টি পায় নি।

10 সিয়োনের বয়োবৃদ্ধরা মাটিতে বসেন
    তাঁরা শান্ত হয়ে মাটিতে বসে থাকেন।
তাঁরা তাঁদের মাথায় ধূলো ছড়ান
    তাঁরা চটের বস্ত্র পরেন।
জেরুশালেমের যুবতী নারীরা দুঃখে
    তাঁদের মাথা আভূমি নত করেন।

11 আমার চোখ কেঁদে কেঁদে ক্লান্ত,
    আমার অন্তর বিচলিত।
মনে হচ্ছে যেন আমার হৃদয়কে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।
আমার লোকরা ধ্বংস হয়েছে বলেই আমার এমন মনে হচ্ছে।
ছেলেমেয়েরা এবং শিশুরা অজ্ঞান হয়ে যাচ্ছে।
    শহরের প্রকাশ্য চৌপাটিতে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে।
12 সেই বালক-বালিকারা তাদের মায়েদের বলে,
    “কোথায় আছে রুটি আর দ্রাক্ষারস?”
তারা মরে যেতে যেতে এই প্রশ্ন করে তারা তাদের মায়ের কোলে মারা যায়।
13 জেরুশালেমের জনগণ, আমি কাদের সঙ্গে তোমাদের তুলনা করব?
    সিয়োনের জনগণ, আমি কিসের সঙ্গে তোমাদের তুলনা করব?
আমি কেমন করে তোমায় স্বাচ্ছন্দ্য দেব?
    তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল
    মনে হয় না কেউ তোমায় সারিয়ে তুলতে পারবে!

14 তোমার জন্য তোমার ভাববাদীদের দিব্যদর্শন হয়েছিল।
    কিন্তু তাদের দিব্যদর্শনগুলি ছিল একেবারেই মূল্যহীন ও মিথ্যা।
তারা তোমার পাপের বিরুদ্ধে প্রচার করেনি,
    তারা অবস্থার উন্নতি করার চেষ্টা করেনি,
তারা তোমার জন্য বার্তা প্রচার করেছিল
    কিন্তু সেগুলি ছিল মিথ্যা বার্তা যা তোমাকে বোকা বানিয়েছিল।

15 যেসব লোকরা রাস্তা দিয়ে যায়
    তারা তোমায় দেখে বিস্ময়ে অভিভূত
এবং জেরুশালেমের লোকদের প্রতি হাততালি দেয়।
    জেরুশালেমের কন্যার প্রতি তারা শিস্‌ দেয় আর মাথা নাড়ে।
তারা প্রশ্ন করে, “এই কি সেই শহর
    যাকে লোকে বলত ‘নিখুঁত সুন্দর শহর’
    এবং ‘সারা পৃথিবীর আনন্দ’?”

16 তোমার সব শত্রুরা তোমায় পরিহাস করে
    তারা তোমার প্রতি শিস্ দেয় ও দাঁত কিড়মিড় করে।
তারা বলে, “আমরা তাদের গিলে খেয়েছি!
    আজ সত্যিই সেই দিন এসেছে যে দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম।
    অবশেষে আমরা এটি ঘটতে দেখলাম।”

17 প্রভু যা পরিকল্পনা করেছিলেন তাই করেছেন।
    তিনি যা করবেন বলেছিলেন তাই করেছেন।
    বহু পূর্ব থেকে তিনি যা আদেশ দিয়েছিলেন তাই করেছেন।
তিনি ধ্বংস করেছিলেন এবং তাঁর কোন দয়া ছিল না।
    তোমার প্রতি যা ঘটেছিল তার দ্বারা তিনি তোমার শত্রুদের সুখী করেছিলেন।
    তিনি তোমার শত্রুদের শক্তিশালী করেছিলেন।

18 তুমি তোমার হৃদয় দিয়ে প্রভুর কাছে কেঁদে বল,
    হে সিয়োন কন্যার দেওয়াল, নদীর মত অশ্রু গড়িয়ে পড়ুক!
    দিনে এবং রাতে তোমার অশ্রু বয়ে যাক্।
তুমি থেমো না!
    তোমার চোখকে স্থির থাকতে দিও না!

19 ওঠ! রাত্রে চিৎকার করে কাঁদ।
    রাত্রের প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার করে কাঁদ!
    তোমার হৃদয়কে জলের মত ঢেলে দাও!
প্রভুর সামনে তোমার হৃদয়কে ঢেলে দাও!
    প্রভুর কাছে প্রার্থনায় তোমার হাত তুলে ধর।
তাঁকে বল তোমার ছেলেমেয়েদের যেন বাঁচিয়ে রাখেন।
    তাঁকে বল তোমার যে ছেলেমেয়েরা উপবাসে মূর্ছা যাচ্ছে তাদের যেন তিনি বাঁচিয়ে রাখেন।
    শহরের রাস্তায় রাস্তায় তারা উপবাসে মূর্ছা যাচ্ছে।

20 হে প্রভু, আমার দিকে তাকান!
    আমার দিকে দেখুন যার সঙ্গে আপনি এভাবে আচরণ করেছেন!
আমাকে এই প্রশ্নটি করতে দিন: নারীদের কি সেই সন্তানদের খাওয়া উচিৎ‌ যাদের তারা জন্ম দিয়েছে?
    যাদের তারা আদর-যত্ন করেছে সেই ছেলেমেয়েদের কি নারীরা ভক্ষণ করবে?
    প্রভুর মন্দিরে কি যাজক এবং ভাববাদীরা নিহত হবেন?
21 যুবকরা এবং বৃদ্ধরা শহরের রাস্তার মাটিতে পড়ে আছে।
    আমার যুবতী নারীরা এবং যুবকরা তরবারির আঘাতে নিহত।
প্রভু, আপনার ক্রোধের দিনে আপনি তাদের হত্যা করেছিলেন,
    আপনি তাদের ক্ষমাহীনভাবে হত্যা করেছিলেন!

22 আপনি চারদিক থেকে
    সন্ত্রাসকে ডেকে এনেছিলেন।
আমার কাছে আসার জন্য আপনি সন্ত্রাসকে আমন্ত্রণ করেছিলেন
    যেন সে একটি ছুটির দিন।
প্রভুর ক্রোধের সেই দিনে
    কোন ব্যক্তিই রেহাই পায় নি।
যাদের আমি জন্ম দিয়েছি এবং লালন-পালন করেছি
    তাদের আমার শত্রুরা হত্যা করেছে।

যন্ত্রণার অর্থ

আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে।
আমি তাকে দেখেছি
    যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!
প্রভু আমাকে আলোয় নয়,
    অন্ধকারে নিয়ে এলেন।
প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন।
    তিনি আমাকে বারবার মারলেন।
তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন।
    তিনি হাড়গোড় ভেঙে দিলেন।
প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন।
    তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন।
যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো
    তিনি আমাকে অন্ধকারে বসিয়ে রাখলেন।
তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন।
    তাই আমি বেরোতে পারলাম না, ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন।
এমনকি যখন আমি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদলাম
    প্রভু আমার সেই প্রার্থনায় কর্ণপাত করেন নি।
তিনি ভাঙা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন।
    তিনি ঐ পথকে আঁকাবাঁকা করে দিয়েছেন।
10 প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক।
    তিনি যেন গুহায় লুকিয়ে থাকা এক সিংহ।
11 প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন।
    তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন।
12 তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন।
    আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম।
13 আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন।
    তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন।
14 লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র।
    সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেয়ে গেয়ে তারা আমায় উপহাস করে।
15 এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন।
    তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন।
16 তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন।
    তিনি আমায় নোংরায় ফেলে দিলেন।
17 আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না।
    সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম।
18 নিজে নিজে বললাম,
    “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই।”
19 আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে
    ঘুরে বেড়ানো মনে রাখবেন।
যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন।
20 সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে
    এবং আমি খুবই বিষন্ন।
21 কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি।
    যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই এবং আমার ভাবনাগুলি হল এইরকম:
22 প্রভুর করুণা ও ভালোবাসা অসীম।
    তাঁর দয়ার কোন শেষ নেই।
23 প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন!
    আপনি খুব নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত!
24 আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু।
    তাঁর ওপর আমার আস্থা আছে।”

25 যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয় হন।
    প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয়।
26 নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল
    শান্তভাবে প্রভুর অপেক্ষায় থাকা।
27 কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই
    যোয়াল বহন করা ভালো।
28 প্রভু যখন তাঁর যোয়াল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন
    তখন শান্তভাবে একাকী তার বসে থাকা উচিত।
29 উদ্ধার পাবার আশায়
    তাকে তার মুখ আভূমি নত করতে হবে।
30 ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত।
    ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া।
31 ওই ব্যক্তির মনে রাখা উচিত
    যে প্রভু কাউকেই চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
32 প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন।
    এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে।

33 প্রভু কাউকে শাস্তি দিতে চান না।
    লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না।
34 প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না।
    তিনি কাউকে পেষণ করতে চান না।
35 একজন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না।
    কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাৎ‌‌পরের সামনে এরকম কাজ করে।
36 একজন ব্যক্তি আর একজনকে আদালতে প্রতারণা করুক
    এটা প্রভু একেবারে পছন্দ করেন না।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International