Chronological
প্রত্যাশার প্রতিশ্রুতি
30 ঈশ্বরের কাছ থেকে যিরমিয়র কাছে এই বার্তা এসেছিল। 2 ইস্রায়েলের ঈশ্বর প্রভু বললেন, “আমি যা বলেছি, যিরমিয়, তুমি তা একটি খাতায় লিখে রাখো। তারপর তা দিয়ে তুমি নিজের জন্য এই বইটি লিখো। 3 যা বলছি তা কর কারণ এমন দিন আসবে যেদিন আমি ইস্রায়েল এবং যিহূদার লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব।” এই হল প্রভুর বার্তা। “আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছিলাম সেখানে তাদের ফিরিয়ে দেব। তখন আমার লোকরা আর এক বার সেই জমির মালিকানা পাবে।”
4 প্রভু ইস্রায়েলের এবং যিহূদার লোকদের সম্বন্ধে এই বার্তা উচ্চারণ করেছিলেন। 5 প্রভু যা বলেছিলেন তা হল:
“আমরা শুনতে পাচ্ছি ভয় পেয়ে লোকরা কাঁদছে!
লোকরা ভীত, সেখানে কোন শান্তি নেই!
6 “এই প্রশ্নটি করো এবং তার সম্বন্ধে ভাবো:
একজন পুরুষ কি একটি শিশুকে জন্ম দিতে পারে? নিশ্চয়ই নয়!
তাহলে কেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি শক্তিশালী পুরুষ
প্রসব বেদনায় কাতর একজন মহিলার মতো পেটে হাত দিয়ে আছে?
কেন প্রত্যেকটি মানুষের মুখ মৃত ব্যক্তির মতো পাঁশুটে বর্ণ ধারণ করেছে?
কারণ তারা প্রত্যেকে হঠাৎ ভীষণ ভয় পেয়েছে।
7 “যাকোবের জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়।
এই সময়টা একটা খুব বড় অশান্তির সময়।
আর কখনও এরকম সমস্যা সঙ্কুল সময় আসবে না।
কিন্তু যাকোব রক্ষা পাবে।”
8 এই হল সর্বশক্তিমান প্রভুর বার্তা: “সেই সময় আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের কাঁধে চাপানো জোয়াল সরিয়ে নেব। তোমাদের দড়ির বাঁধন খুলে দেব। অন্য জাতির লোকরা আর কখনও আমার লোকদের দাসত্ব করতে বাধ্য করবে না। 9 তারা আর কোন বিদেশী রাজ্যের সেবা করবে না। তারা শুধু প্রভু তাদের ঈশ্বরের সেবা করবে এবং তারা তাদের রাজা দায়ূদের সেবা করবে। আমি রাজাকে তাদের কাছে পাঠাব।
10 “সুতরাং যাকোব, আমার ভৃত্যদের ভয় পেও না!”
এই হল প্রভুর বার্তা।
“ইস্রায়েল ভয় পেও না।
আমি তোমাকে রক্ষা করব।
রক্ষা করব বন্দীদের পরবর্তী উত্তরপুরুষদেরও।
আমি তাদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব।
আবার যাকোব শান্তি ফিরে পাবে।
লোকরা তাকে আর বিরক্ত করবে না।
সেখানে আর কোন শত্রু থাকবে না
যাকে আমার লোকরা ভয় পাবে।
11 যিহূদা ও ইস্রায়েলের লোকরা আমি তোমাদের সঙ্গে আছি।”
এই হল প্রভুর বার্তা।
“আমি তোমাদের রক্ষা করবো।
একথা সত্যি যে আমি তোমাদের অন্য দেশে পাঠিয়েছিলাম।
আমি ঐসব দেশগুলিকে ধ্বংস করব,
কিন্তু তোমাদের আমি ধ্বংস করব না।
খারাপ কাজের শাস্তি তোমাদের পেতেই হবে।
আমি তোমাদের ন্যায্যভাবে শিক্ষা দেব।
আমি তোমাদের শাস্তি না নিয়ে যেতে দেব না।”
12 প্রভু বললেন:
“এমন কোন আঘাত আছে কি যা সারে না?
ইস্রায়েল এবং যিহূদার লোকেরা, তোমাদের ক্ষত এমন যে তা সারবে না।
13 এমন কোন ব্যক্তি নেই যে তোমাদের ক্ষতের যত্ন নিতে পারে।
তাই তোমাদের আঘাত সারবে না।
14 তোমরা বহু দেশের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলে
কিন্তু তোমাদের দিকে তারা প্রয়োজনের সময় ফিরেও তাকায়নি।
তোমাদের ‘বন্ধুরা’ তোমাদের ভুলে গিয়েছে।
আমি তোমাদের শত্রুর মতো কঠিন আঘাত করেছিলাম।
আমি তোমাদের কঠোর শাস্তি দিয়েছিলাম।
তোমরা বহু মারাত্মক পাপ করেছিলে বলে
তোমাদের সঙ্গে আমি ঐ ব্যবহার করেছি।
15 ইস্রায়েল ও যিহূদার লোকরা কেন তোমরা তোমাদের ক্ষত নিয়ে এতো চিৎকার করেছো?
ক্ষতের যন্ত্রণা তো হবেই এবং কেউ তা সারাতে পারবে না।
আমি প্রভু, তোমাদের বহু ভয়ঙ্কর
পাপের ফলস্বরূপ এই শাস্তি দিয়েছি।
16 আমি প্রভু, তোমাদের ধ্বংস করেছিলাম।
কিন্তু এখন ওদের ধ্বংস হবার পালা।
ইস্রায়েল ও যিহূদা তোমাদের শত্রুরা এবার বন্দী হবে।
ওরা তোমাদের জিনিস চুরি করেছিল।
এবার অন্যরা ওদের জিনিসপত্র চুরি করবে।
ওরা যুদ্ধের সময় তোমাদের জিনিস নিয়ে গিয়েছিল।
এবার যুদ্ধের সময় ওদের জিনিস অন্যরা নিয়ে যাবে।
17 আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব।
আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব।” এই হল প্রভুর বার্তা।
“কেন? কারণ লোকরা তোমাদের জাতিচ্যূত বলে উল্লেখ করেছে।
ওরা বলেছিল, ‘সিয়োনকে দেখাশোনা করবার কেউ নেই।’”
18 প্রভু বলেছেন:
“যাকোব পরিবারগোষ্ঠীর লোকরা বর্তমানে নির্বাসিত হলেও
তারা ফিরে আসবে
এবং আমি যাকোবের বাড়ীগুলির ওপর করুণা দেখাব।
এখন শহরটি ধ্বংসপ্রাপ্ত গৃহগুলি দ্বারা আবৃত একটি শূন্য পাহাড় মাত্র।
কিন্তু এই শহর আবার পুনর্নিমিত হবে
এবং আবার রাজপ্রাসাদ তৈরী হবে নির্দিষ্ট স্থানে।
19 আবার শহরটি গমগম করবে লোকদের গানে ও প্রশংসায়।
কেউ তাদের উপহাস করবে না।
আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের অনেক সন্তান দেব।
আমি তাদের জন্য গৌরব আনব।
কেউ তাদের নীচ নজরে দেখবে না।
20 অনেক আগে যেমন ইস্রায়েলের পরিবার ছিল তেমনই হবে যাকোবের পরিবার।
যিহূদা ও ইস্রায়েলের যেমন পরিবার ছিল তেমনই হবে যাকোবের পরিবার।
যিহূদা ও ইস্রায়েলকে আমি শক্তিশালী করে তুলব।
এবং যারা তাদের ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের শাস্তি দেব।”
21 প্রভু বলেন,
“তাদের নিজেদের একজনই নেতৃত্ব দেবে।
সেই শাসক আমারই লোকের থেকে আসবে।
তারা আমার কাছের লোক হবে।
আমি তাদের নেতাকে আমার কাছে আসতে বলব
এবং সে হবে আমার কাছের লোক।
22 তোমরা হবে আমার লোক
আর আমি হব তোমাদের ঈশ্বর।”
23 প্রভু ভীষণ ক্রুদ্ধ ছিলেন!
তিনি দুষ্ট ব্যক্তিদের শাস্তি দিয়েছিলেন।
তাঁর দেওয়া শাস্তি এসেছিল
ঘূর্ণি ঝড়ের মতো।
24 প্রভুর ক্রোধ প্রশমিত হবে না
যতক্ষণ না যেরকম পরিকল্পনা করেছেন সেই ভাবে শাস্তি দেন।
শেষের দিনগুলিতে তোমরা এসব বুঝতে পারবে।
নতুন ইস্রায়েল
31 প্রভু এই কথাগুলি বলেছিলেন, “সে সময় আমি ইস্রায়েলের সমস্ত পরিবারবর্গের ঈশ্বর হব। এবং তারা হবে আমার লোক।”
2 প্রভু বলেছেন:
“যারা শত্রুর তরবারির আক্রমণ থেকে পালিয়ে বেঁচেছিল তারা মরুভূমিতেই আরাম খুঁজে পাবে।
ইস্রায়েল সেখানে বিশ্রামের জন্য যাবে।”
3 বহুদূর থেকে প্রভু
লোকদের দৃষ্টিগোচরে আসবেন।
প্রভু বলেছেন, “আমি তোমাদের একটি অফুরন্ত ভালবাসা দিয়ে ভালবেসে ছিলাম।
সেই জন্য আমি তোমাদের প্রতি
দয়া দেখানো চালিয়ে গিয়েছিলাম।
4 ইস্রায়েল, আমার কনে, তোমাকে আবার নতুন করে তৈরী করব।
তুমি আবার একটি দেশ হবে।
পুনরায় তুমি তোমার খঞ্জনীসমূহ তুলে নেবে।
খুশীর জোয়ার ভাসা লোকদের সঙ্গে তালে তাল মিলিয়ে তুমিও নেচে উঠবে।
5 ইস্রায়েলের কৃষক, তোমরা আবার দ্রাক্ষা চাষ করবে।
শময়িয়র শহরের চারপাশের পাহাড় ঘিরে
তোমরা দ্রাক্ষাক্ষেত তৈরী করবে।
কৃষকরা সেই দ্রাক্ষাক্ষেত থেকে উৎপন্ন হওয়া দ্রাক্ষার ফসল তুলবে
এবং ঐ দ্রাক্ষা খেয়ে উপভোগ করবে।
6 একটা নির্দিষ্ট সময়ে পাহারাদার
এই বাণী চিৎকার করে বলবে:
‘চলো, সিয়োনে গিয়ে আমাদের প্রভু,
আমাদের ঈশ্বরের উপাসনা করি!’
এমন কি ইফ্রয়িম পার্বত্য প্রদেশে পাহারাদাররাও ঐ বাণী চিৎকার করে বলবে।”
7 প্রভু বললেন,
“সুখী হও এবং যাকোবের জন্য গান গাও!
ইস্রায়েলের জন্য চিৎকার করো, ইস্রায়েল হল মহান রাষ্ট্র।
প্রশংসা কর এবং চিৎকার করে বলো:
‘প্রভু তাঁর লোকদের রক্ষা করেছেন!
ইস্রায়েলের যারা বন্দী হয়েছিল তাদের সবাইকে প্রভু রক্ষা করেছেন।’
8 মনে রেখো, আমি ইস্রায়েলকে
ঐ উত্তরের দেশ থেকে ফিরিয়ে নিয়ে আসব।
আমি উত্তরের বহু দূরের জায়গা থেকে
ইস্রায়েলীয়দের একত্রিত করব।
তাদের মধ্যে কিছু লোক থাকবে অন্ধ ও পঙ্গু।
কিছু মহিলা থাকবে গর্ভবতী।
কিন্তু অনেক অনেক মানুষ ফিরে আসবে সেখানে।
9 তারা কাঁদতে কাঁদতে ফিরে আসবে
কিন্তু আমি তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেব।
আমি তাদের জলপ্রবাহের পাশ দিয়ে নেতৃত্ব দেব।
আমি তাদের মসৃণ রাস্তার ওপর নেতৃত্ব দেব
যাতে তারা হোঁচট না খায়।
আমি এরকম করব যেহেতু আমি ইস্রায়েলের পিতা
এবং ইফ্রয়িম আমার প্রথম সন্তান।
10 “জাতিসমূহ, প্রভুর কথাগুলি শোন!
সমুদ্রের ধারে দূর দেশগুলিতে এই বার্তা বল।
‘ঈশ্বর ইস্রায়েলের লোকদের ছড়িয়ে দিয়েছিলেন,
কিন্তু তিনি তাদের একত্র করে ফিরিয়ে আনবেন।
এবং তিনি তাঁর মেষপালের (লোকেদের) ওপর
নজর রাখবেন মেষপালকের মতো।’
11 প্রভু যাকোব পরিবারকে ফিরিয়ে আনবেন।
তিনি তাঁর লোকদের তাদের চেয়ে শক্তিশালী লোকদের হাত থেকে রক্ষা করবেন।
12 সিয়োনের শিখরে উঠে আসবে ইস্রায়েলের মানুষ।
তারা আনন্দে উল্লাস করবে।
তাদের মুখমণ্ডলের ওপর আনন্দ ও সুখের দীপ্তি দেখা দেবে।
প্রভু যে সমস্ত ভালো জিনিষগুলি তাদের দেবেন সে সম্বন্ধে তারা খুশী হবে।
প্রভু তাদের শস্যসমূহ, নতুন দ্রাক্ষারস,
জলপাইয়ের তেল, মেষ এবং গরুসমূহ দেবেন।
ইস্রায়েলের লোকের
আর কোন সমস্যা থাকবে না।
তাদের জীবন হয়ে উঠবে একটি বাগানের মত
যাতে অনেক জল আছে।
13 যুবতীরা আনন্দে নৃত্য করবে।
যুবক ও বৃদ্ধরাও সেই নৃত্যে অংশ নেবে।
আমি তাদের শোককে আনন্দে পরিণত করব।
আমি ইস্রায়েলের লোকদের আরাম দেব
এবং দুঃখের বদলে তাদের আনন্দ দেব।
14 আমি তাদের যাজকদের প্রচুর খাদ্য দেব।
আমার লোকরা, আমি তাদের যে ভালো জিনিষগুলি দেব তাতে সন্তুষ্ট হবে।”
এই হল প্রভুর বার্তা।
15 প্রভু বললেন,
“রামা থেকে—কান্না ও দুঃখের শব্দ শোনা যাবে।
রাহেলা[a] তার সন্তানদের জন্য কাঁদবে।
মৃত সন্তানদের জন্য
রাহেল আরাম নিতে অস্বীকার করবে।”
16 কিন্তু প্রভু বললেন, “কান্না থামাও।
চোখের জল মুছে নাও!
তুমি তোমার কৃতকার্যের জন্য পুরস্কৃত হবে।”
এই হল প্রভুর বার্তা।
“ইস্রায়েলের লোকরা তাদের শত্রুর দেশ থেকে ফিরে আসবে।
17 ইস্রায়েল, তোমার জন্য আশা আছে।”
এই হল প্রভুর বার্তা।
“তোমার সন্তানরা তাদের স্বদেশে ফিরে আসবে।
18 ইফ্রয়িমের কান্না আমি শুনতে পেয়েছি।
ইফ্রয়িম কাঁদতে কাঁদতে বলছে: ‘প্রভু আপনি আমাকে সত্যি শাস্তি দিয়েছেন এবং আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি।
আমি ছিলাম একটি বাছুরের মতো যাকে কখনও শিক্ষা দেওয়া হয়নি।
আপনিই আমার প্রভু ঈশ্বর।
অনুগ্রহ করে আমার শাস্তি তুলে নিন।
আমি আপনার কাছে ফিরে আসব।
19 প্রভু আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম
কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি।
তাই আমি আমার হৃদয় এবং আমার জীবন পরিবর্তন করেছি।
আমি আমার বোকামিতে নিজেই ভীষণ লজ্জিত।
আমার যৌবনের খারাপ কাজগুলো আজ আমাকেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে।’”
20 প্রভু বললেন,
“তুমি জানো যে ইফ্রয়িম আমার প্রিয় পুত্র।
আমি তাকে ভালোবাসি।
ভীষণ ভালোবাসি
এবং আমি তাকে সত্য স্বাচ্ছন্দ্য দিতে চাই।”
21 “ইস্রায়েলবাসী, রাস্তার সংকেত চিহ্নগুলিকে স্থাপন কর।
পথ চিহ্নগুলি তুলে ধরো যেগুলি বাড়ীর দিকে নির্দেশ করে।
যে রাস্তায় তুমি হেঁটে এসেছ
তা লক্ষ্য করো এবং মনে রেখো।
ইস্রায়েল, আমার কনে, ঘরে ফিরে এসো।
ফিরে এসো তোমার নিজের শহরগুলিতে।
22 অবিশ্বস্ত কন্যা, কতদিন তুমি এভাবে ঘুরে বেড়াবে?
কবে তুমি ঘরে ফিরবে?
“প্রভু যখন দেশে কোন নতুন কিছু সৃষ্টি করেন
(তখন) একজন পুরুষকে একজন মহিলা ঘিরে থাকে।”
23 ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বললেন: “যিহূদার লোকদের জন্য আমি আবার ভাল কিছু করব। যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের আমি ফিরিয়ে আনব। সেই সময়, যিহূদা শহরগুলির লোকরা আবার ঐ কথাগুলি বলবে: ‘ধার্মিক বাসস্থান ও পবিত্র পর্বত, প্রভু তোমাদের আশীর্বাদ করুন।’
24 “যিহূদার সমস্ত শহরে শান্তি বিরাজ করবে। কৃষক এবং মেষপালকরা উভয়েই শান্তিতে বসবাস করবে। 25 যারা ক্লান্ত এবং অসুস্থ তাদের আমি বিশ্রাম ও শক্তি যোগাব এবং যারা দুঃখিত ছিল তাদের ইচ্ছাসমূহ পূর্ণ করব।”
26 একথা শোনার পর আমি (যিরমিয়) জেগে উঠে চারি দিকে তাকালাম। আমার খুব ভাল ঘুম হয়েছিল।
27 এই হল প্রভুর বার্তা। “সেই দিন আসছে যখন আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের তাদের সংখ্যায় বৃদ্ধি পেতে সাহায্য করব। আমি তাদের সন্তান ও গবাদি পশুদের সংখ্যায় বেড়ে উঠতে সাহায্য করব এটা হবে গাছ পোঁতা ও তার দেখাশোনা করবার মত। 28 অতীতে আমি ইস্রায়েল ও যিহূদার ওপর নজর রেখেছিলাম কিন্তু সেটা ছিল তাদের ভেঙে ফেলবার জন্য। আমি তাদের ধ্বংস করেছিলাম। আর এখন তাদের গড়ে তোলবার জন্য এবং তাদের শক্তিশালী করবার জন্য তাদের ওপর নজর রাখব।” এই হল প্রভুর বার্তা।
29 “লোকরা আর কখনও বলবে না:
‘পিতামাতা টক দ্রাক্ষা খেয়েছিল,
কিন্তু তাদের সন্তানরা টক স্বাদ পেয়েছিল।’
30 না, প্রত্যেক ব্যক্তি তার নিজের পাপের জন্যই মারা যাবে। যে ব্যক্তি টক দ্রাক্ষা খাবে সে নিজেই টক স্বাদ পাবে।”
নতুন বন্দোবস্ত
31 প্রভু এই কথাগুলি বলেছেন: “সময় আসছে যখন আমি নতুন একটি চুক্তি করব যিহূদা ও ইস্রায়েলের পরিবারের সঙ্গে। 32 আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে যে চুক্তি করেছিলাম এটা সেরকম নয়। তাদের মিশর থেকে বাইরে নিয়ে আসার সময় আমি ঐ চুক্তি করেছিলাম। আমি ছিলাম তাদের প্রভু, কিন্তু তারা সেই চুক্তি ভেঙে ফেলেছিল।” এই হল প্রভুর বার্তা।
33 “ভবিষ্যতে, আমি এই বন্দোবস্ত ইস্রায়েলীয়দের সঙ্গে করব।” এটি হল প্রভুর বার্তা। “আমি আমার শিক্ষামালা তাদের মনে গেঁথে দেব এবং তাদের হৃদয়ে লিখে দেব। আমি হব তাদের ঈশ্বর আর তারা হবে আমার লোক। 34 লোকদের তাদের প্রতিবেশীদের অথবা তাদের আত্মীয়দের প্রভুকে জানতে শেখাবার কোন প্রয়োজন পড়বে না। কারণ ক্ষুদ্রতম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যন্ত সব লোকরা আমায় জানবে।” এই হল প্রভুর বার্তা। “আমি তাদের দুষ্ট কাজগুলি ক্ষমা করে দেব এবং তাদের পাপসমূহ মনে রাখব না।”
প্রভু কখনও ইস্রায়েল ত্যাগ করবেন না
35 দিনের রৌদ্র কিরণ প্রভুর সৃষ্টি
এবং তিনিই সৃষ্টি করেছেন চাঁদ, তারাদের ঔজ্জ্বল্য।
প্রভু সৃষ্টি করেছেন সমুদ্রতট যেখানে ঢেউ এসে আছড়ে পড়ে।
তাঁর নাম হল সর্বশক্তিমান প্রভু।
36 প্রভু একথাগুলি বললেন, “ইস্রায়েলের উত্তরপুরুষ একটি জাতি হওয়া থেকে বিরত হবে।
তারা একটি জাতি হওয়া থেকে বিরত হবে তখনই যদি আমি সূর্য, চন্দ্র, তারা এবং সমুদ্রের ওপর থেকে আমার নিয়ন্ত্রণ হারাই।”
37 প্রভু বললেন: “ইস্রায়েলের উত্তরপুরুষকে আমি কখনও অস্বীকার করব না।
তাদের তখনই বাতিল করব যখন তারা আকাশের পরিমাপ করতে পারবে
এবং পৃথিবীর নীচের সমস্ত গোপন তথ্য জানতে পারবে।
একমাত্র তখনই আমি তাদের অসৎ কর্মসমূহের জন্য বাতিল করব।”
এই হল প্রভুর বার্তা।
নতুন জেরুশালেম
38 এই হল প্রভুর বার্তা, “দিন আসছে যখন প্রভুর জন্য জেরুশালেম শহর পুর্ননির্মিত হবে। হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত শহরে প্রতিটি জিনিষকে আবার গড়ে তোলা হবে। 39 শহরের সীমান্তরেখা টানা হবে প্রান্তিক ফটক থেকে সোজাসুজি গারেব পাহাড় পর্যন্ত, তারপর সেই রেখা ঘুরে যাবে গোয়া পর্যন্ত। 40 উপত্যকাটি, যেখানে মৃতদেহগুলি ও ছাই ইতস্ততঃ ছড়ানো রয়েছে, প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে। কিদ্রোণ উপত্যকার একেবারে নীচ পর্যন্ত সমস্ত ছাদগুলি, অশ্বফটকের কোণ পর্যন্ত সমস্ত রাস্তাগুলিও প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে। জেরুশালেম শহরকে আর কখনো ধ্বংস করা হবে না অথবা বিচ্ছিন্ন করা হবে না।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International