Chronological
প্রভু এবং মূর্ত্তিরা
10 ইস্রায়েলীয়রা, প্রভুর কথা শোন! 2 প্রভু যা বলেছেন তা হল:
“ভিন দেশীয়দের মতো বাস কোরো না।
আকাশে বিশেষ চিহ্ন দেখে ভীত হয়ো না।
অন্য দেশের লোকেরা এই চিহ্ন দেখে ভীত।
কিন্তু তোমরা এসব দেখে ভয় পেয়ো না।
3 অন্য দেশের রীতি কোন কিছুর যোগ্য নয়।
কারণ তাদের দেবতা কিছু নয়, শুধু মূর্ত্তি মাত্র।
তাদের মূর্ত্তি প্রতিমা ছোট্ট কাঠের তৈরী।
শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তাকে মূর্ত্তিসমূহের রূপ দিয়েছিল।
4 সেই মূর্ত্তিকে সুন্দর করে তোলার জন্য কাঠের মূর্ত্তিতে সোনা রূপো লাগিয়েছে।
তারপর সেই মূর্ত্তিরা যাতে পড়ে না যায় তার জন্য
তারা হাতুড়ি ও পেরেকের সাহায্যে তাদের মাটিতে আবদ্ধ করেছে।
5 অন্যান্য জাতিসমূহের মূর্ত্তিগুলো তরমুজ ক্ষেতে কাকতাড়ুয়ার মত।
ঐ মূর্ত্তিরা কথা বলতে পারে না।
তারা নিজের পায়ে হাঁটতে পারে না।
তাই লোকরা তাদের কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়।
সুতরাং ঐ মূর্ত্তিদের ভয় পেও না।
তারা তোমাদের যেমন সাহায্য করতে পারবে না,
তেমন কোন ক্ষতিও করতে পারবে না।”
6 প্রভু আপনি মহান!
আপনার মতো আর কেউ নেই।
আপনার নাম হল মহান এবং শক্তিমান!
7 হে ঈশ্বর, প্রত্যেকের আপনাকে সম্মান জানানো উচিৎ।
আপনি হলেন সমস্ত দেশের রাজা।
আপনি তাদের সম্মান পাওয়ার যোগ্য।
জাতিগুলির মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, কিন্তু কেউ আপনার মতো বিজ্ঞ নয়।
8 অন্য দেশের সমস্ত লোকরা হল নির্বোধ।
তাদের শিক্ষামালা আসে মূল্যহীন কাঠের মূর্ত্তিসমূহ থেকে।
তাদের দেবতারা হল শুধুমাত্র কাঠের মূর্ত্তি।
9 তারা সেই মূর্ত্তি তৈরী করতে তর্শীশের রূপো
এবং ঊফসের সোনা ব্যবহার করেছে।
ছুতোর মিস্ত্রী এবং স্বর্ণকার শ্রমিকরা তাদের সেই মূর্ত্তিদের তৈরী করেছে।
তারা সেই মূর্ত্তিদের বেগুনী ও নীল রঙের পোশাক পরিয়েছে।
“দক্ষ কারিগররা” ঐ “দেবতাদের” তৈরী করেছে।
10 কিন্তু প্রভুই হলেন সত্যিকারের ঈশ্বর।
তিনিই একমাত্র ঈশ্বর যিনি জীবিত।
তিনি হলেন সর্বকালের রাজা।
ঈশ্বর ক্রুদ্ধ হলে পৃথিবী কেঁপে ওঠে
এবং সেই ক্রোধ থামানোর ক্ষমতা ঐ ভিনদেশীদের নেই।
11 প্রভু বললেন, “এই বার্তা ঐ লোকদের জানিয়ে দাও।
‘ঐ ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরী করেনি।
তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ ও মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে।’”
12 ঈশ্বর হলেন সেই একজন যিনি এই পৃথিবী তৈরী করতে
তাঁর শক্তি ব্যবহার করেছিলেন।
ঈশ্বর তাঁর জ্ঞান দিয়ে এই পৃথিবীকে তৈরী করেছেন।
তাঁর জ্ঞান ও বোধশক্তি দিয়ে পৃথিবীর ওপরে আকাশের আচ্ছাদন তৈরী করেছেন।
13 ঈশ্বরই উচ্চ বজ্রনির্ঘোষ, বন্যা ও বৃষ্টির কারণ।
তিনিই পৃথিবীর সর্বত্র মেঘের সৃষ্টি করেছেন।
তিনিই বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ পাঠান।
তিনিই হাওয়ার সৃষ্টি করেন।
14 মানুষ এতো বোকা!
নিজের হাতে তৈরী মূর্ত্তিদের কাছেই স্বর্ণকার শ্রমিকরা বোকা বনে গেল।
ঐ মূর্ত্তিরা মিথ্যে ছাড়া আর কিছু নয়,
ওরা বোধ-বুদ্ধিহীন।
15 ঐ মূর্ত্তিরা কোন কিছুর যোগ্য নয়।
ওদের নিয়ে কৌতুক করা যায়।
বিচারের সময় ঐ মূর্ত্তিদের ধ্বংস করা হবে।
16 কিন্তু যাকোবের ঈশ্বর ঐ মূর্ত্তিদের মতো নয়।
ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন।
ইস্রায়েলের পরিবারবর্গকে তিনি তাঁর নিজের লোক বলে নির্বাচন করেছিলেন।
ঈশ্বরের নাম হল “প্রভু সর্বশক্তিমান।”
ধ্বংস আসছে
17 তোমাদের যথাসর্বস্ব নিয়ে চলে যাবার জন্য তৈরী হও।
যিহূদার লোকরা তোমরা শহরের মধ্যে বন্দী হয়ে আছো
এবং তোমাদের চারিদিকে শত্রুরা ঘিরে রয়েছে।
18 প্রভু বললেন,
“এই বার আমি যিহূদার লোকদের এই দেশের বাইরে বার করে দেব।
আমি তাদের কাছে যন্ত্রণা ও অশান্তি আনব।
তারা যাতে উচিৎ শিক্ষা পায় তার জন্য আমি এগুলি করব।”
19 হায় আমি (যিরমিয়) খুব বাজেভাবে আঘাত পেয়েছি।
এই আঘাতে আমি আহত এবং সেরে উঠতে পারব না।
তবুও আমি নিজেকে বললাম, “এটা আমার অসুখ
এবং এর মধ্যে দিয়েই আমাকে কষ্ট পেতে হবে।”
20 আমার তাঁবু ধ্বংস হয়ে গিয়েছে।
তাঁবুর সমস্ত দড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।
আমার সন্তানরা আমায় ত্যাগ করে চলে গিয়েছে।
আমার তাঁবু খাটিয়ে দেবার জন্য কোন লোক নেই।
আমাকে স্থায়ী একটা আস্তানা
গড়ে দেবার জন্যও কেউ নেই।
21 মেষপালকরা হল নির্বোধ।
তারা প্রভুকে খোঁজার চেষ্টা করেনি।
তারা জ্ঞানী নয়, তাই তাদের মেষের পাল
বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হারিয়ে গিয়েছে।
22 শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে।
একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে।
যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে।
সেখানে শুধু শেয়াল চরে বেড়াবে।
23 প্রভু, আমি জানি যে লোকরা সত্যি সত্যি জানে না কি করে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হয়।
লোকরা সত্যি সত্যি জানে না কিভাবে সঠিক পথে জীবনযাপন করতে হয়।
24 প্রভু, আমাদের শোধন করুন!
কিন্তু ন্যায়নিষ্ঠ হোন।
ক্রোধে আমাদের আর শাস্তি দেবেন না!
অথবা আপনি আমাদের ধ্বংস করে দেবেন!
25 যদি আপনি ক্রুদ্ধ হন তাহলে অন্য দেশগুলিকে শাস্তি দিন।
তারা আপনাকে চেনে না, সম্মান করে না।
তারা আপনার উপাসনাও করে না।
ওই দেশগুলি যাকোবের পরিবারকে ধ্বংস করেছিল।
ধ্বংস করেছিল ইস্রায়েলকে।
তারা ধ্বংস করেছিল ইস্রায়েলের স্বদেশকে।
বন্দোবস্ত ভঙ্গ হল
11 প্রভুর এই বার্তা যিরমিয়র কাছে এসে পৌঁছালো: 2 “চুক্তির ভাষা শোন যিরমিয়। তুমি যা শুনবে তা যিহূদার লোকেদের বলবে। জেরুশালেম বাসীদেরও বলবে। 3 প্রভু, ইস্রায়েলের ঈশ্বর এইগুলি বললেন: ‘যারা এই চুক্তি মানবে না তাদের অমঙ্গল হবে। 4 তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে আমি যে চুক্তি করেছিলাম তার সম্বন্ধে বলছি। মিশর থেকে যখন তাদের আমি নিয়ে এসেছিলাম তখনই এই চুক্তি করেছিলাম। মিশরের প্রচুর সমস্যা ছিল। লোহা গলানো গরম ছিল সেখানে।’ আমি ওদের বলেছিলাম, ‘আমাকে মেনে চলো এবং আমার আদেশমতো কাজ করো। যদি তা করো তাহলে তোমরা হবে আমার লোক। আমি হব তোমাদের ঈশ্বর।’
5 “আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম তা বজায় রাখতে এটা করেছিলাম। আমি কথা দিয়েছিলাম যে, তাদের এমন উর্বর জমি দেব যা থেকে দুধ আর মধু সংগৃহীত হবে। এবং তোমরা এখন সেই দেশেই বাস করছো।”
আমি (যিরমিয়) উত্তরে জানালাম, “আমেন, প্রভু।”
6 প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এই বার্তা তুমি যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তাগুলিতে ধর্মোপদেশ দ্বারা প্রচার করো। এই হল বার্তা: ‘চুক্তির বয়ান শোন এবং বিধিগুলিকে মান্য করো। 7 আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময় সতর্কবাণী দিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত বারে বারে আমি তাদের সতর্ক করে এসেছি। আমি তাদের আমাকে মেনে চলার কথা বলেছিলাম। 8 কিন্তু তোমাদের পূর্বপুরুষ আমার কথা শোনেনি। তারা ছিল একগুঁয়ে, জেদী। তারা তাদের দুষ্ট অন্তরে যা ভাবত তাই করত। চুক্তিতে বলা হয়েছে যে যদি তারা ঈশ্বরকে অমান্য করে তাহলে তাদের অমঙ্গল হবে। আমি তাদের আদেশ দিয়েছিলাম এই বন্দোবস্ত মানতে। কিন্তু তারা তা মানেনি। তাই আমি তাদের অমঙ্গল ঘটাবো।’”
9 প্রভু আমাকে বললেন, “যিরমিয়, আমি জানি যিহূদা ও জেরুশালেমের লোকরা গোপন ছক কষেছে। 10 তারা তাদের পূর্বপুরুষদের মতো পাপ কাজ করছে। তাদের পূর্বপুরুষরা আমার বার্তা শুনতে অস্বীকার করেছিল। তারা অন্য দেবতার পূজা করেছিল। আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে যে চুক্তি করেছিলাম তা যিহূদা ও ইস্রায়েলের পরিবার ভঙ্গ করেছে।”
11 তাই প্রভু বললেন, “আমি খুব শীঘ্রই যিহূদার লোকদের ভয়ঙ্কর অনিষ্ট করব। তারা পালাতে পারবে না। তারা অনুতপ্ত হবে এবং তারা আমার কাছে এসে চিৎকার করে সাহায্য চাইবে। কিন্তু আমি তাদের কথা কানেই তুলব না। 12 যিহূদা ও জেরুশালেম শহরের লোকরা তখন সাহায্যের প্রার্থনায় ছুটে যাবে তাদের মূর্ত্তিদের কাছে। ঐ লোকরা মূর্ত্তিদের সামনে ধুপধূনো জ্বালাবে। কিন্তু সেই ভয়ঙ্কর সময় যখন আসবে তখন মূর্ত্তিরা যিহূদার লোকদের কোন সাহায্যই করতে পারবে না।
13 “যিহূদার লোকরা, তোমাদের অসংখ্য মূর্ত্তি আছে। যিহূদার যত শহর আছে ততগুলি সংখ্যক মূর্ত্তি আছে। তোমরা ঐ বিরক্তিকর মূর্ত্তি ‘বাল’ এর জন্য বহু বেদী তৈরী করেছিলে। জেরুশালেমে যতগুলি সংখ্যক রাস্তা আছে ততগুলি বেদী তৈরী করেছিলে।
14 “যিরমিয় তোমায় বলেছি যিহূদার লোকদের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কিছু চেয়ো না। তাদের জন্য প্রার্থনা করলে আমি শুনব না। ওরা কষ্ট পাবেই। কষ্ট পেলে তখন তারা আমার সাহায্যের জন্য কাঁদবে। কিন্তু আমি তাদের কথা শুনব না।
15 “আমার প্রেমিকা (যিহূদা) আমার উপাসনা গৃহে কেন?
তার ওখানে থাকার কোন অধিকার নেই।
সে অনেক পাপ কাজ করেছে।
যিহূদা তুমি কি মনে কর বিশেষ প্রতিশ্রুতিসমূহ ও পশুবলিসমূহ তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে?
তুমি কি মনে কর আমাকে নৈবেদ্য উৎসর্গ করে তুমি শাস্তির হাত থেকে রেহাই পাবে?”
16 প্রভু তোমাকে একটি নাম দিয়েছিলেন।
তিনি তোমাকে “মনোরম এক হরিৎপর্ণ জিতবৃক্ষ” বলে ডাকতেন।
কিন্তু এক প্রবল ঝড়ের সাহায্যে প্রভু ঐ গাছে আগুন লাগিয়ে
তার শাখাপ্রশাখা পুড়িয়ে ছাই করে দেবেন।
17 প্রভু সর্বশক্তিমান তোমাকে রোপণ করেছিলেন
এবং তিনি বলেছিলেন যে বিপর্যয় তোমার কাছে আসবে।
কারণ ইস্রায়েল ও যিহূদার পরিবার
অনেক ক্ষতিকর অনিষ্ট কাজ করেছে।
তারা বাল মূর্ত্তির উদ্দেশ্যে বলি দিয়েছে
এবং আমাকে ক্রুদ্ধ করেছে।
যিরমিয়র বিরুদ্ধে চক্রান্ত
18 প্রভু আমাকে দেখালেন অনাথোতের মানুষ কিভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। প্রভু আমাকে এইসব দেখালেন, যাতে আমি জানতে পারি যে তারা আমার বিরুদ্ধে। 19 আমার বিরুদ্ধে লোকদের এই ষড়যন্ত্রের কথা প্রভু আমাকে জানাবার আগে আমি ছিলাম একজন নিরীহ মেষশাবকের মত, জবাই এর অপেক্ষারত। আমি এই ষড়যন্ত্রের কথা ঘুণাক্ষরেও টের পাইনি। তারা আমার সম্বন্ধে এই কথাগুলি বলেছিল: “চলো ঐ গাছকে এবং গাছের ফলকে আমরা ধ্বংস করে দিই। চলো তাকে হত্যা করি। তাহলে মানুষ তাকে ভুলে যাবে।” 20 কিন্তু প্রভু আপনি হলেন নিরপেক্ষ বিচারক। আপনি জানেন কিভাবে মানুষের হৃদয় ও মনের পরীক্ষা নিতে হয়। আমি আপনাকে আমার যুক্তিগুলো সাজিয়ে দেব এবং আপনিই আমার হয়ে ওদের যোগ্য শাস্তি দেবেন।
21 অনাথোতের মানুষ যিরমিয়কে হত্যার পরিকল্পনা করেছিল। তারা যিরমিয়কে বলেছিল, “প্রভুর হয়ে ভাববাণী করলে তোমাকে আমরা হত্যা করব।” প্রভু সেই অনাথোতের লোকদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিলেন। 22 প্রভু সর্বশক্তিমান বললেন, “আমি অনাথোতের সেই লোকগুলোকে খুব শীঘ্রই যোগ্য শাস্তি দেব। তাদের যুবকরা যুদ্ধে মারা যাবে। তাদের ছেলেমেয়েরা খাদ্যের অভাবে মারা যাবে। 23 অনাথোত শহরের কেউ বেঁচে থাকবে না। আমি তাদের শাস্তি দেব। আমিই ওদের অমঙ্গল ঘটাবো।”
ঈশ্বরের কাছে অভিযোগ জানালো যিরমিয়
12 প্রভু, আমি যদি আপনার সঙ্গে তর্ক করি,
তাহলে আপনিই সর্বদা সঠিক, ধর্মময়।
তবুও আমি আপনার কাছে কয়েকটি ভুল-ভ্রান্তি সম্বন্ধে প্রশ্ন করতে চাই।
কেন দুষ্ট লোকরাই সফলতা প্রাপ্ত?
কেন বিশ্বাসঘাতকরা শান্তিতে থাকে?
2 আপনিই সেই একজন যিনি দুষ্ট লোকদের এখানে রেখেছেন।
বৃক্ষের মতো, তারা এখন তাদের শিকড় মাটির অনেক গভীরে বিস্তার করেছে, ফুলে ফেঁপে উঠেছে ফলমুল।
মুখে তারা বলে বেড়ায় আপনি ওদের খুবই কাছের এবং প্রিয়।
কিন্তু হৃদয়ে ওরা আপনার কাছ থেকে বহুদূরে।
3 কিন্তু প্রভু, আপনি আমার হৃদয় জানেন।
আপনি আমাকে দেখেছেন এবং আমার হৃদয় ও মনের পরীক্ষা নিয়েছেন।
জবাই করার আগে মেষদের যেমন টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তেমন করেই ঐ পাপী লোকদের তাড়িয়ে নিয়ে যান।
জবাইয়ের দিনে ওদের জবাইয়ের জন্য বেছে নিন।
4 কতদিন আর এই দেশ শুষ্ক থাকবে?
ঐ দুষ্ট লোকদের কারণে এই দেশের পশু এবং পাখীরা মারা গিয়েছে।
কিন্তু তবুও দুষ্ট লোকরা বলে,
“আমাদের কি দশা হবে তা দেখার জন্য
যিরমিয় ততদিন পর্যন্ত জীবিত থাকবে না।”
ঈশ্বর যিরমিয়কে উত্তর দিলেন
5 “যিরমিয়, তুমি যদি লোকদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ক্লান্ত হয়ে পড়ো,
তাহলে কি করে তুমি ঘোড়াদের সঙ্গে প্রতিযোগিতা করবে?
তুমি যদি নিরাপদ স্থানেই হাঁপিয়ে ওঠো,
তাহলে বিপদ সঙ্কুল জায়গায় কি করবে?
যর্দনের নদী তীরে বেড়ে ওঠা কাঁটা ঝোপে পড়লে
তুমি কি করবে?
6 তোমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে
তারা হল তোমার নিজের ভাইরা এবং তোমার নিজের পরিবারের লোকরা।
তোমারই পরিবারের লোকরা তোমার বিরুদ্ধে গর্জে উঠেছে।
ওরা তোমার সঙ্গে বন্ধুর মতো কথা বললেও
ওদের বিশ্বাস করো না।”
প্রভু তার লোকদের বাতিল করলেন, যিহূদা
7 “আমি প্রভু আমার সমস্ত ঘরবাড়ি
এবং আমার সমস্ত সম্পত্তি[a] পরিত্যাগ করেছি।
আমি যাকে ভালবাসি সেই তাকে (যিহূদা)
আমি তার শত্রুদের তাকে দিয়ে দিয়েছি।
8 হিংস্র সিংহের মতো আমার লোকরা আমার বিরুদ্ধে চলে গিয়েছে।
তারা আমার দিকে তাকিয়ে গর্জন করেছিল
তাই আমি তাদের ছেড়ে চলে গিয়েছি।
9 আমার লোকরা শকুন পরিবৃত
মৃত প্রায় জন্তুর মতো হয়ে উঠেছে।
তাদের ঘিরে পাক খাচ্ছে লোভী শকুনের দল।
বন্য জন্তুরা এসো,
এসো কিছু খাবার তোমাদের জন্য পড়ে আছে।
10 বহু মেষশাবক (নেতারা) আমার দ্রাক্ষাক্ষেত নষ্ট করে দিয়েছে।
তারা আমার ক্ষেতে চারা গাছগুলিকে পায়ে মাড়িয়ে গিয়েছে।
তারা আমার সবুজ শস্যে ভরা ক্ষেতকে মরুভূমিতে পরিণত করেছে।
11 আমার মাঠকে তারা মরুভূমি বানিয়ে ফেলেছে।
সবুজ ক্ষেত এখন সম্পূর্ণরূপে শুকনো।
সেখানে কেউ বাস করে না।
পুরো দেশটাই এখন শুকনো।
ঐ দেশকে যত্ন করবার জন্য
কেউ সেখানে পড়ে নেই।
12 সৈন্যরা ঐ মরুভূমিতে এসেছিল জিনিষপত্র লুঠ করতে।
প্রভু সেই সৈন্যদের ব্যবহার করেছিলেন ঐ দেশকে শাস্তি দেবার জন্য।
দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লোকেরা শাস্তি পেয়েছিল।
কোন ব্যক্তি নিরাপদ ছিল না।
13 মানুষ গমের চাষ করবে।
কিন্তু ফসল কাটার দিনে গাছে শুধু কাঁটাই খুঁজে পাবে।
যদি তারা সম্পূর্ণরূপে পরিশ্রান্ত হয়ে যাওয়া পর্যন্তও কাজ করে,
তবু তারা তাদের কঠিন পরিশ্রমের মূল্য পাবে না।
তারা তাদের শস্য দেখে লজ্জিত হবে।
প্রভুর ক্রোধই এগুলি ঘটার কারণ।”
ইস্রায়েলের প্রতিবেশীদের প্রতি প্রভুর প্রতিশ্রুতি
14 প্রভু যা বললেন তা হল: “ইস্রায়েলের চারপাশের দেশগুলিতে যারা বাস করে তাদের সঙ্গে আমি কি করব তা আমি তোমাকে বলে দেব। তারা দুষ্ট লোক। আমি ইস্রায়েলের লোকদের যে দেশ দিয়েছিলাম তা তারা ধ্বংস করে দিয়েছিল। আমিও ঐ পাপীদের দেশ থেকে ছুঁড়ে বাইরে বার করে দেব। তাদের সঙ্গে যিহূদার লোকদেরও একই অবস্থা করব। 15 দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়ার পর আমি তাদের জন্য সমব্যথিত হব। আমি প্রত্যেক পরিবারকে তাদের সম্পত্তিতে এবং তাদের দেশে আবার ফিরিয়ে আনব। 16 আমি চাই তারা ভাল করে শিক্ষা নিক। অতীতে তারা আমার লোকেদের বাল মূর্ত্তির নামে প্রতিশ্রুতি নিতে শিখিয়েছিল। এখন আমি চাই তারা তাদের নতুন শিক্ষা একই ভাবে পাক। আমি চাই তারা আমার নাম ব্যবহার করতে শিখুক। আমি চাই তারা বলুক, ‘যেমন প্রভু আছেন।’ যদি ওরা এরকম করে তাহলে ওরা সাফল্য পাবে এবং আমি ওদের আমার লোকদের সঙ্গে থাকতে দেব। 17 কিন্তু যদি ঐ জাতিটি আমার বাণী না শোনে তাহলে আমি তাদের পুরোপুরি ধ্বংস করে দেব। আমি তাদের মৃত গাছের মতো উপড়ে ফেলবো।” এটি হল প্রভুর বার্তা।
কটিবস্ত্রের সংকেত
13 প্রভু আমাকে যা বলেছেন তা হল: “যিরমিয়, যাও একটি ক্ষৌম কটি বস্ত্র কিনে আনো এবং ওটি তোমার কটিদেশের চারপাশে শক্ত করে জড়াও। ওটিকে ভিজতে দিও না।”
2 সুতরাং আমি একটি কটি বস্ত্র কিনে আনলাম। প্রভুর কথা মতো কোমরে জড়িয়ে নিলাম। 3 দ্বিতীয়বার প্রভুর বার্তা আমার কাছে এলো। 4 এই ছিল বার্তা: “যিরমিয়, কিনে আনা কটিটি পরে তুমি ফরাৎ নদীর কাছে যাও। সেখানে কটিটি একটি পাথরের ফাঁকে লুকিয়ে রাখো।”
5 সুতরাং আমি প্রভুর কথা মতো ফরাৎ নদীর কাছে গিয়ে কটিটি লুকিয়ে রাখলাম। 6 অনেকদিন পরে প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এখন তুমি আবার ফরাৎ নদীর কাছে গিয়ে লুকোনো কটিটি নিয়ে এসো।”
7 তখন আমি আবার ফরাতের কাছে গিয়ে পাথরের ফাঁক থেকে কটিটি বার করার পর দেখলাম যে ওটা নষ্ট হয়ে গিয়েছে। আর কোন মতেই ওটা পরার মতো অবস্থায় নেই।
8 তখন আবার প্রভুর বার্তা আমার কাছে এলো। 9 প্রভু যা বলেছিলেন, “যেমন ঐ কটিটি নষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি আমি যিহূদা এবং জেরুশালেমের অহঙ্কারী মানুষদের ধ্বংস করে দেব। তাদের দর্প চূর্ণ করব। 10 আমি যিহূদার সমস্ত দুষ্ট ও অহঙ্কারী লোকদের ধ্বংস করে দেব। তারা আমার বার্তাসমূহ শুনতে অস্বীকার করেছিল। তারা একগুঁয়ে, জেদী। তারা নিজের মতো করে চলেছে। তারা অন্য দেবতাদের পূজা করেছে। যিহূদার লোকদের অবস্থা হবে ঐ কটির মতো। তারা ধ্বংস হবেই। 11 একজন ব্যক্তি যেমন করে কোমরে কটি বস্ত্র জড়ায ঠিক তেমন করে আমি ইস্রায়েল এবং যিহূদার সমস্ত লোককে আমার কোমরের চারপাশে জড়িয়ে নিলাম।” এটি হল প্রভুর বার্তা। “আমি ঐ সব মানুষদের নিজের লোকে পরিণত করার জন্যই এটা করেছিলাম। ওরা আমার নিজস্ব লোকে পরিণত হলে আমি মান সম্মান খ্যাতি সব কিছু পেতাম। কিন্তু ওরা আমার কথা শুনল না।”
যিহূদার প্রতি সতর্কবাণী
12 “যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিৎ।’ ওরা তোমাকে মৃদু হেসে বলবে, ‘আমরা কি জানি না যে প্রতিটি চামড়ার তৈরী দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে পূর্ণ থাকা উচিৎ?’ 13 তখন তুমি তাদের বলবে, ‘প্রভু যা বলেছেন তা হল: আমি এই দেশের সমস্ত লোককে অর্থাৎ দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজাদের, যাজকদের, ভাববাদীদের এবং জেরুশালেমের সমস্ত লোকদের মত্ততায় পূর্ণ করব। 14 যিহূদার লোকরা আমার কারণে হোঁচট খাবে এবং পরস্পরের ঘাড়ে পড়বে। পিতাপুত্র মিলেও পা জড়াজড়ি করবে আর হোঁচট খেয়ে আছড়ে পড়বে।’ এই হল প্রভুর বার্তা। ‘আমার সমবেদনাকে আমি যিহূদার লোকদের ধ্বংস করা থেকে বিরত করতে দেব না। যিহূদার লোকদের ধ্বংস করার ক্ষেত্রে আমি বিন্দুমাত্র বিচলিত হব না।’”
15 মনোযোগ দিয়ে শোন।
প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছেন।
তোমরা গর্ব করো না।
16 তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো।
তাঁর প্রশংসা করো, না হলে তিনি অন্ধকার বয়ে আনবেন।
যেখানে তোমরা আলোর জন্য অপেক্ষা করছ এবং আশা করছ,
সেই অন্ধকার পাহাড়গুলিতে হোঁচট খাবার আগে এবং পড়বার আগে
প্রভুর প্রশংসা কর, নাহলে তিনি সেটাকে ভয়াবহ অন্ধকারে পরিণত করবেন।
তিনি আলোটিকে গাঢ় অন্ধকারে পরিবর্তিত করবেন।
17 যদি তোমরা প্রভুর কথা না শোন,
তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে।
আমি মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদব।
আমার চোখ দিয়ে অঝোরে অশ্রু-ধারা বইতে থাকবে।
কারণ প্রভুর পালকে বন্দী করে নিয়ে যাওয়া হবে।
18 রাজা এবং তাঁর স্ত্রীকে বলো,
“সিংহাসন থেকে নেমে এসো।
তোমাদের চোখ ধাঁধানো রাজমুকুট মাথা থেকে খসে পড়ছে।”
19 নেগেভের মরু শহরগুলিতে তালা লাগানো হয়েছে
এবং কোন ব্যক্তি তা খুলতে পারবে না।
যিহূদার সমস্ত মানুষকে নির্বাসনে পাঠানো হয়েছে।
তাদের জেলের কয়েদীদের মতো বয়ে নিয়ে যাওয়া হয়েছে।
20 জেরুশালেম দেখ! উত্তর দিক থেকে শত্রুরা আসছে।
তোমার মেষের পাল[b] কোথায়?
ঈশ্বর তোমাদের ঐ চমৎকার মেষের পালটি দিয়েছিলেন।
তোমাদের ওটার দেখাশোনা করবার কথা ছিল।
21 প্রভু যখন তোমার কাছে তোমার মেষের পালের হিসেব দিতে বলবেন,
তখন তুমি কি বলবে?
কথা ছিল তুমি তোমার লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেবে।
তোমার নেতাদের তাদের নেতৃত্ব দেবার কথা ছিল।
কিন্তু তারা তাদের কাজ করেনি।
তাই তোমাকে বেশী দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে।
সে যন্ত্রণা হবে একজন মহিলার প্রসব যন্ত্রণার মতো।
22 তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করবে,
“আমার ক্ষেত্রে এইসব খারাপ ব্যাপারগুলো কেন ঘটল?”
তোমার অনেক পাপের জন্য ঐ সব ঘটেছে।
তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার জুতোকেই নিয়ে চলে গেছে।
তারা তোমাকে বিব্রত, বিরক্ত করার জন্যই ওগুলো করেছে।
23 একজন কালো চামড়ার মানুষ কখনও তার গায়ের রক্ত পাল্টাতে পারে না।
এবং চিতাও তার গায়ের দাগ পাল্টাতে পারে না।
সেই রকম ভাবে জেরুশালেম তুমি কোনদিন পালটাবে না এবং ভাল কাজ করতে পারবে না।
তুমি সর্বদাই খারাপ কাজ করবে।
24 “আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো।
তুমি দিক্বিদিকে ছোটাছুটি করবে।
তুমি ভূষির মতো মরু ঝড়ে উড়ে যাবে।
25 এসবই তোমাদের ভাগ্যে ঘটবে।
তোমাদের ব্যাপারে আমার এটাই পরিকল্পনা।”
এই হল প্রভুর বার্তা।
“কেন এটা ঘটবে?
কারণ তুমি আমায় ভুলে গিয়েছিলে।
তুমি মূর্ত্তিদের বিশ্বাস করেছিলে।
26 জেরুশালেম আমি তোমাকে উলঙ্গ করে ছাড়ব।
সবাই তোমাকে দেখবে।
তুমি লজ্জিত হবে।
27 তোমার ভয়াবহ কাজ আমি দেখেছি।
আমি তোমাকে একজন ব্যাভিচারিণীর মত হাসিমুখে
তোমার প্রেমিকদের সঙ্গে যৌনসহবাস করতে দেখেছি।
আমি তোমাকে মাঠে-ঘাটে এবং পাহাড় চূড়ায় বেশ্যার মত ব্যবহার করতে দেখেছি।
জেরুশালেম! এর জন্য তোমার জীবনে চরম দুর্দিন ঘনিয়ে আসবে।
আমি অবাক হয়ে ভাবছি আর কতদিন তুমি এইসব নোংরা পাপ কাজ করে যাবে।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International