Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
যিশাইয় 59-63

দুষ্ট লোকদের তাদের জীবনযাত্রার পরিবর্তন করা উচিৎ‌

59 দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট। তোমরা যখনই তাঁর সাহায্য চাইবে তখনই তিনি তা শুনতে পান। কিন্তু তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদের বিচ্ছিন্ন করেছে। প্রভু তোমাদের পাপ দেখে তোমাদের কাছ থেকে দূরে চলে যান। তোমাদের হাত নোংরা এবং রক্তে ভেজা। তোমাদের আঙ্গুলগুলি অপরাধ দিয়ে আচ্ছাদিত। তোমরা তোমাদের মুখ দিয়ে বেশি মিথ্যা কথা বলো। তোমাদের জিহ্বা কু-কথা বলে। কেউ অন্যের নামে সত্যি কথা বলে না। একে অন্যের বিরুদ্ধে আদালতে লড়াই করে এবং নিজেদের মামলা জিততে ভূয়ো তর্কের ওপর নির্ভর করে। একে অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। তারা সব সমস্যায় ভরা এবং তারা শয়তানির জন্ম দেয়। তারা বিষাক্ত সাপের ডিমের মতো শয়তানির জন্ম দেয়। তোমরা যদি ঐ ডিমগুলির একটিও খাও তবে মৃত্যু অনিবার্য এবং যদি একটি ডিম ভাঙো তাহলে বিষাক্ত সাপ বেরিয়ে আসবে।

মিথ্যাবাদীদের কথা মাকড়সার জালের মতো। এই জাল কাপড় বানানোর কাজে ব্যবহার করা যায় না। তোমরা এইসব জাল দিয়ে নিজেদের আবৃত করতে পার না।

কিছু লোক দুষ্ট কাজ করে এবং অন্য লোকদের আঘাত করার জন্য তাদের হাত ব্যবহার করে। তারা তাদের পা শয়তানির পিছনে দৌড়বার কাজে ব্যবহার করে। যারা কোন ভুল কাজ করেনি তাদের হত্যা করবার জন্য তারা তাড়াহুড়ো করে। তারা শুধুই দুষ্ট চিন্তা করে। হিংস্রতা, চুরি-জোচচুরি হল তাদের একমাত্র বাঁচার পথ। তারা জানে না শান্তির পথ। তাদের মধ্যে একজনও সৎ‌ নয়। তারা খুব অসাধু জীবনযাপন করে। এবং যারা এইসব লোকদের মতো জীবনযাপন করে তারা সারা জীবন কখনও শান্তি পায় না।

ইস্রায়েলের পাপ সমস্যা নিয়ে আসে

সব সততা ও ধার্মিকতা অদৃশ্য হয়েছে।
আমাদের কাছাকাছি রয়েছে কেবলই অন্ধকার।
    তাই আমরা আলোর জন্য অপেক্ষা করি
কিন্তু তার পরিবর্তে আমরা অন্ধকার পাই,
    আমরা আশা করি উজ্জ্বল আলো আসবে, কিন্তু আমরা অন্ধকারে পথ চলি।
10 আমরা চোখহীন মানুষের মতো।
    অন্ধ লোকেদের মত আমরা দেওয়ালে ধাক্কা খাই।
আমরা রাতের মতো হোঁচট খেয়ে পড়ে যাই।
    এমনকি দিবালোকেও দেখতে পাই না।
    দিন দুপুরে মরা মানুষের মতো পড়ে যাই।
11 আমরা সবাই খুব দুঃখিত,
    ঘুঘু ও ভাল্লুকের মতো দুঃখের শব্দ করি।
আমরা মানুষের ন্যায়বোধের জন্য অপেক্ষা করছি।
    কিন্তু এখনও পর্যন্ত কোন ন্যায়বোধের লক্ষণ নেই।
আমরা রক্ষা পাবার জন্য অপেক্ষা করছি।
    কিন্তু পরিত্রাণ এখনও অনেক দূরে।
12 কেন? কারণ আমরা আমাদের ঈশ্বরের প্রতি
    অনেক অনেক খারাপ কাজ করেছি।
আমাদের পাপ দেখিয়ে দিচ্ছে যে আমরা ভুল করেছি।
    আমরা জানি এসব করে আমরা দোষী হয়েছি।
13 আমরা পাপ করে
    প্রভুর কাছ থেকে সরে গিয়েছি।
আমরা তাঁর থেকে দূরে চলে গিয়েছি,
    তাঁকে ত্যাগ করেছি।
আমাদের পাপ প্রমাণ করে যে আমরা দোষী।
    আমরা জানি যে এইসব কাজ করে আমরা দোষ করেছি।
আমরা পাপ করেছি এবং প্রভুর বিরুদ্ধাচরণ করেছি। আমরা তাঁর বিরুদ্ধাচরণ করে তাঁকে ত্যাগ করেছি।
    আমরা ঈশ্বরের বিরুদ্ধে খারাপ কাজের পরিকল্পনা করেছি।
আমরা এইসব জিনিসগুলির কথা ভেবেছি
    এবং মনে মনে তার পরিকল্পনা করেছি।
14 আমরা বিচারবোধশূন্য হয়ে পড়েছি।
    ন্যায়বোধ চলে গেছে অনেক দূরে।
সত্য রাস্তায় হোঁচট খেয়ে পড়েছে।
    ধার্মিকতাকে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
15 সত্য অন্তর্হিত হয়েছে।
    যারা ভাল করতে চায় তাদের আক্রমণ করা হচ্ছে।
প্রভু লক্ষ্য রাখলেও তিনি কোন ন্যায় দেখতে পাচ্ছেন না।
    প্রভু এইসব পছন্দ করেন না।
16 প্রভু দেখে অবাক হচ্ছেন যে
    মানব জাতির স্বপক্ষে বলবার জন্য কেউ দাঁড়াচ্ছে না।
তাই প্রভু তাঁর নিজের ক্ষমতা ও ধার্মিকতা দ্বারা বিজয়ী হচ্ছেন।
    তিনি সমর্থন পাচ্ছেন, তাঁর নিজের মহত্ত্বের দ্বারা।
17 প্রভু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন।
    তিনি পরেন ধার্মিকতার বর্ম,
    মুক্তির শিরস্ত্রাণ,
    শাস্তির পোশাক-সমূহ
    ও তাঁর দৃঢ় আগ্রহশীলতার আবরণ।
18 প্রভু নিজের শত্রুদের প্রতি ক্রুদ্ধ,
    অতএব তিনি তাদের উপযুক্ত শাস্তি দেবেন।
    প্রভু তাঁর শত্রুদের ওপর ক্রুদ্ধ।
তাই তিনি দূরবর্তী এলাকার লোকদের শাস্তি দেবেন।
19 পশ্চিমের লোকরা প্রভুকে ভয় পাবে এবং প্রভুর নামের প্রতি শ্রদ্ধাশীল হবে।
পূর্বের লোকরা তাকে ভয় পাবে এবং তারা প্রভুর মহিমাকে শ্রদ্ধা করবে।
    প্রভু ঈশ্বরের বাতাসের জোরে বহমান খরস্রোতা নদীর মতো দ্রুত আসবেন।
20 তখন সিয়োনে একজন পরিত্রাতা আসবে।
    তিনি যাকোবের লোকদের কাছে আসবেন যারা পাপ কাজ করেও ঈশ্বরের কাছে ফিরে এসেছে।

21 প্রভু বলেন, “ঐসব লোকদের সঙ্গে আমি একটা চুক্তি করব। আমি প্রতিশ্রুতি করছি যে, আমার আত্মা ও আমার বাক্য যেগুলি আমি তোমাদের মুখে দিচ্ছি সেগুলো তোমাদের ত্যাগ করবে না। সে সব তোমাদের সন্তান ও তাদের সন্তানদের মধ্যেও থেকে যাবে। সেইসব তোমাদের মধ্যে এখন থেকে চিরকাল থেকে যাবে।”

ঈশ্বর আসছেন

60 “জেরুশালেম, আমার আলো উঠে পড়!
    তোমার আলো (ঈশ্বর) আসছেন।
তোমার উপর প্রভুর মহিমা প্রতিভাত হবে।
অন্ধকার পৃথিবীকে ঢেকে দিয়েছে।
    লোকরা অন্ধকারাচ্ছন্ন।
কিন্তু প্রভু তোমার উপর তাঁর কিরণ বিকীরণ করবেন।
    তাঁর মহিমা তোমার উপর দেখা যাবে।
সব জাতি তোমার আলোর কাছে আসবে।
    রাজারাও তোমার উজ্জ্বল আলোর (ঈশ্বর) কাছে আসবেন।
তোমার চারপাশে দেখো!
    দেখ, লোকরা তোমার চারপাশে জড়ো হচ্ছে
এবং তোমার কাছে আসছে।
    তোমার পুত্রদের সঙ্গে দূর দূরান্ত থেকে কন্যারাও আসছে।

“ভবিষ্যতে এসব ঘটবে এবং সেই সময় তুমি তোমার লোকদের দেখতে পাবে।
    তোমার মুখে সুখের বহিঃপ্রকাশ থাকবে।
প্রথম তুমি ভীত হলেও
    পরে উচ্ছসিত হয়ে উঠবে।
সাগর পারের সমস্ত ধনসম্পদ তোমার সামনে রাখা হবে।
    জাতিসমূহের ধনসম্পদও তোমার কাছে পৌঁছবে।
মিদিয়ন ও ঐফা থেকে উটের দল
    তোমার জমি পার হবে।
শিবা থেকে দীর্ঘ উটের সারি আসবে তোমার কাছে।
    তারা বয়ে আনবে সোনা ও ধূপ।
তারা প্রভুর প্রশংসা করে গান গাইবে।
লোকরা কেদরের সমস্ত মেষকে একত্রিত করে তোমাকে এনে দেবে।
    নবায়োত থেকে তারা মেষও আনবে।
তুমি সেগুলি আমার বেদীতে নৈবেদ্য হিসাবে দেবে।
    এবং আমি তা গ্রহণ করব।
আমি আমার মন্দির
    আরও সুন্দর করে বানিয়ে তুলবো।
লোকের দিকে তাকাও।
    আকাশে দ্রুত পার হয়ে যাওয়া মেঘের মতো তারা তোমার দিকে অগ্রসর হচ্ছে।
    তারা হল খুব দ্রুত বাসায় উড়ে যাওয়া ঘুঘু পাখীদের মত।
দূরবর্তী এলাকায় লোকরা আমার জন্য অপেক্ষা করছে।
    বিশাল যাত্রীবাহী জাহাজগুলি জলযাত্রার জন্য প্রস্তুত।
এই জাহাজগুলি তোমাদের ছেলেমেয়েদের দূরদেশ থেকে আনার প্রতিক্ষায় রয়েছে।
    তারা তাদের ঈশ্বর ইস্রায়েলের পবিত্র একজনকে শ্রদ্ধা জানানোর জন্য
    সোনা এবং রূপো নিয়ে আসবে।
প্রভু তোমাদের জন্য চমৎ‌‌কার কাজ করবেন।
10 অন্য দেশের ছেলেমেয়েরা তোমাদের প্রাচীরগুলো আবার গড়ে তুলবে।
    তাদের রাজারা তোমাদের সেবা করবে।

“আমি যখন তোমাদের উপর ক্রুদ্ধ ছিলাম, তখন আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম।
    কিন্তু এখন তোমরা আমার স্বপক্ষে,
    এবং আমি তোমাদের জন্য করুণাময় হব।
11 তোমার ফটক সব সময় খোলা থাকবে।
    সেগুলি দিনরাত কখনই বন্ধ হবে না।
সব জাতি ও রাজারা তোমাকে তাদের সম্পদ দেবে।
12 কোন জাতি বা দেশ যদি তোমার সেবা না করে তবে তারা ধ্বংস হয়ে যাবে।
13 লিবানোনের সব মহৎ‌‌ দ্রব্যই তুমি পাবে।
    লোকরা তোমাকে পাইন, ফার ও সাইপ্রাসের মতো মূল্যবান গাছ দেবে।
এই গাছগুলি জেরুশালেমে আমার জেরুশালেমস্থিত উপাসনাগৃহকে
    আরও সুন্দর করে তৈরি করতে ব্যবহৃত হবে।
এই জায়গাটা আমার সিংহাসনের সামনে চৌকির মতো হবে।
    এবং আমি এই জায়গাটিকে যথেষ্ট সম্মান দেব।
14 অতীতে যারা তোমাকে কষ্ট দিয়েছে
    তারা এখন তোমার সামনে মাথা নত করবে।
অতীতে যারা তোমাকে ঘৃণা করত
    তারা এখন তোমার পায়ে মাথা নত করবে।
তারা তোমাকে ডাকবে, ‘প্রভুর নগরী,’ ‘ইস্রায়েলের পবিত্র একজনের সিয়োন।’

15 “তুমি আর কখনও পরিত্যক্ত হবে না।
    তুমি পুনরায় ঘৃণার পাত্র হবে না, তুমি কখনও শূন্য হবে না।
আমি তোমাকে চিরকালের জন্য মহান করে দেব।
    তুমি চিরকালের জন্য এখন থেকেই সুখী হবে।
16 জাতিগুলি তোমার প্রয়োজনীয় সব কিছুই দেবে।
    তুমি হবে মাতৃদুগ্ধপায়ী শিশুর মতো।
কিন্তু তুমি রাজার ধন ‘পান’ করবে।
    তখন তুমি বুঝবে যে তিনি আমি, প্রভু, যিনি তোমাকে রক্ষা করেন।
    তুমি জানতে পারবে যাকোবের মহান ঈশ্বর তোমার পরিত্রাতা।

17 “এখন তোমার তামা রয়েছে।
    আমি তোমাকে সোনা এনে দেব।
এখন তোমার লোহা রয়েছে।
    আমি তোমাকে দেব রূপা।
আমি তোমার কাঠকে তামায় পরিণত করব।
    আমি তোমার পাথরকে লোহাতে পরিণত করব।
আমি তোমার শাস্তিকে শান্তিতে রূপান্তরিত করব।
এখন তোমাকে লোকরা কষ্ট দিলেও
    পরে তারাই তোমার জন্য ভাল ভাল কাজ করবে।
18 তোমার দেশে আর কখনও হিংসাত্মক ঘটনার খবর থাকবে না।
লোকে আর তোমাকে বা তোমার দেশকে
    আক্রমণ করবে না।
তুমি তোমার প্রাচীর সমূহের নাম দেবে ‘পরিত্রাণ’
    এবং তোমার ফটকগুলির নাম দেবে ‘প্রশংসা।’

19 “দিনের বেলায় সূর্য আর কখনও তোমার আলো হবে না।
    রাত্রে আর কখনও চাঁদ তোমার আলো হবে না।
কারণ প্রভুই তোমার চিরকালের আলো।
    তোমার ঈশ্বরই তোমার জ্যোতি।
20 তোমার সূর্য কখনও অস্তমিত হবে না।
    তোমার চাঁদ আর কখনও অন্ধকার হবে না।
কারণ প্রভু চিরকালের জন্য তোমার আলো হবেন
    এবং শোকের সময় শেষ হবে।

21 “তোমার সব লোক ভাল হবে।
    তারা পৃথিবীকে চিরকালের জন্য পাবে।
তাদের আমি সৃষ্টি করেছি।
    তারা আমার নিজের হাতে
    গড়ে তোলা চমৎ‌‌কার বৃক্ষ।
22 সব চাইতে ছোট্ট পরিবার হবে বড় পরিবারগোষ্ঠী।
    ক্ষুদ্রতম পরিবার হবে শক্তিশালী জাতি।
সঠিক সময়ে,
    আমি প্রভু দ্রুত চলে আসব।
    আমি এইসব ঘটনাগুলো ঘটাব।”

প্রভুর স্বাধীনতার বার্তা

61 প্রভুর দাস বলেন, “প্রভু, আমার সদাপ্রভু, তাঁর আত্মা আমার মধ্যে দিয়েছেন। গরীবদের সঙ্গে কথা বলবার জন্য, তাদের ভগ্নহৃদয়ের ক্ষতে বন্ধনী জড়াবার জন্য এবং দুঃখীকে আরাম দেবার জন্য প্রভু আমাকে মনোনীত করেছেন। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন নির্যাতিতদের ও বন্দীদের জানাতে যে, তারা মুক্ত হচ্ছে। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তাঁর উদারতা কখন দেখা যাবে সে সময়ের কথা ঘোষণা করার জন্য। দুষ্ট লোকদের তাদের শাস্তির সময় ঘোষণা করবার জন্য প্রভু আমাকে পাঠিয়েছেন। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দুঃখীদের স্বস্তি দিতে। ঈশ্বর আমাকে সিয়োনের বিমর্ষ লোকদের কাছে পাঠিয়েছেন। আমি তাদের তা ভোগ করার জন্য প্রস্তুত করে তুলব। আমি তাদের মাথার ছাই দূরে সরিয়ে দেব। আমি তাদের রাজমুকুট দেব। আমি তাদের দুঃখকে সরিয়ে দিয়ে সুখের তেল দেব। আমি তাদের দুঃখ দূর করব এবং উপাচারের বস্ত্র দেব। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এইসব লোকদের ‘ভাল বৃক্ষ’ এবং ‘প্রভুর বিস্ময়কর চারা গাছ’ হিসেবে নাম দিতে।”

সেই সময় যে সব পুরানো শহরগুলি ধ্বংস হয়েছিল তা আবার নতুন করে গড়ে উঠবে। সেই শহরগুলি প্রারম্ভিক সৃষ্টির সময়ের মত আবার নতুন হয়ে উঠবে। শহরগুলি বহুকাল আগে ধ্বংস হয়েছিল। কিন্তু আবার তা নতুন করে গড়ে উঠবে।

তখন তোমার শত্রুরা তোমার কাছে এসে মেষদের যত্ন নেবে। তোমার শত্রুদের শিশুরা তোমার মাঠে ও বাগানে কাজ করবে। তোমাকে বলা হবে ‘প্রভুর যাজক।’ ‘আমাদের ঈশ্বরের দাস।’ পৃথিবীর সব জাতিদের ধনসম্পদ তুমি পাবে এবং এর জন্য তুমি গর্বিত হবে।

অতীতে, লোকে তোমাকে লজ্জায় ফেলত এবং তোমার কাছে খারাপ কথা বলত। তুমি অন্য লোকদের চেয়ে অনেক বেশী লজ্জিত হয়েছিলে। তাই তুমি অন্যদের তুলনায় তোমার ভূখণ্ডে দ্বিগুণ সুবিধা পাবে। তুমি চিরকালের জন্য সুখ পাবে। এসব কেন ঘটবে? কারণ আমি প্রভুর ধার্মিকতা ও ন্যায়বোধকে ভালবাসি। আমি চুরি করা এবং অন্যান্য মন্দ কাজকে ঘৃণা করি। তাই আমি লোকেদের তাদের প্রাপ্য পুরস্কার দেব। আমি চিরকালের মতো আমার লোকদের সঙ্গে একটি চুক্তি করব। সব জাতির প্রতিটি লোক আমার লোকদের জানবে। যারাই তাদের দেখবে, জানতে পারবে যে প্রভুই তাদের আশীর্বাদ করেছেন।

ঈশ্বরের দাস মুক্তি আনে

10 প্রভু আমাকে খুব সুখী করেছেন।
    আমার সমগ্র সত্ত্বা আমার ঈশ্বরে সুখী।
ঈশ্বর আমাকে পরিত্রাণের বস্ত্র পরিয়েছেন।
    এটা হচ্ছে যেমন একজন বিয়ের বর নিজেকে মালা দিয়ে সাজায় সেই রকম।
ঈশ্বর আমার ওপর ধার্মিকতার আবরণ বস্ত্র পরিয়েছেন।
    যেন বিয়ের বধূ বিবাহের চমৎ‌‌কার পোশাক পরেছে।
11 পৃথিবীই গাছদের জন্মানোর কারণ।
    লোকরা বাগানে বীজ লাগায় এবং বাগান তাদের বড় করে তোলে।
একই রকম ভাবে প্রভু ধার্মিকতা বৃদ্ধি করতে সাহায্য করবেন।
    প্রভু সমস্ত জাতির সামনে প্রশংসাকে বৃদ্ধি করবেন।

জেরুশালেম: ধার্ম্মিকতায় পূর্ণ একটি শহর

62 “সিয়োনকে আমি ভালবাসি,
    তাই আমি তার জন্য কথা বলে যাব।
জেরুশালেমকে আমি ভালবাসি, তাই আমি কথা বন্ধ করব না।
    যতক্ষণ না ধার্মিকতা উজ্জ্বল আলোর মতো কিরণ দেয়
ততক্ষণ আমি কথা বলে যাব।
    অগ্নিশিখার মত পরিত্রাণ জ্বলে না ওঠা পর্যন্ত আমি কথা বলব।
তখন সব জাতি তোমার ধার্মিকতা দেখতে পাবে।
    সমস্ত রাজারা তোমাকে সম্মান দেখাবে।
তখন তোমার নতুন নাম হবে।
    প্রভু নিজেই সেই নাম দেবেন।
প্রভু তোমার জন্য গর্বিত হবেন।
    তুমি হবে প্রভুর হাতের সুন্দর মুকুটের মত।
তোমাকে আর কেউ ‘ত্যাজ্য লোক’ বলবে না।
    তোমার ভূমিকে কেউ ‘ধ্বংসস্থান’ বলবে না।
তারা তোমাকে বলবে, ‘ভালোবাসার লোক।’
    তোমার দেশকে বলা হবে, ‘কনে।’
কেন? কারণ ঈশ্বর তোমাদের ভালবাসেন।
    তোমাদের দেশ বিবাহিত হবে।
যখন কোন যুবক কোন যুবতীকে ভালবাসে
    তখন সে তাকে বিয়ে করে এবং যুবতীটি বিয়ের পর তার স্ত্রী হয়।
    একই পথে তোমার জমি হবে তোমার শিশুদের।
একজন লোক তার নতুন স্ত্রীকে পেয়ে খুব খুশী হয়।
    একই রকম ভাবে, ঈশ্বরও তোমাদের নিয়ে খুব সুখী হবেন।”

জেরুশালেম, তোমার প্রাচীরে আমি রক্ষী মোতায়েন করব।
    সেই রক্ষীরা নীরব থাকবে না।
    তারা দিন রাত প্রার্থনা করবে।

রক্ষীরা, তোমরা প্রভুর প্রতি প্রার্থনা অব্যাহত রেখো।
    তোমরা অবশ্যই তাকে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবে।
    কখনই প্রার্থনা থামাবে না।
যতক্ষণ না প্রভু জেরুশালেমকে লোকের প্রশংসার শহর করে তুলছেন ততক্ষণ তুমি প্রার্থনা চালাবে।
    প্রভু একটি প্রতিশ্রুতি করেছেন।
প্রভু প্রমাণ হিসেবে তাঁর নিজের ক্ষমতা প্রয়োগ করবেন।
    এবং প্রতিশ্রুতি পালনে নিজের ক্ষমতা ব্যবহার করবেন।

প্রভু বলেছেন, “আমি আর কখনও তোমার খাদ্য শত্রুদের দেবো না।
    আমি প্রতিশ্রুতি করছি তোমার তৈরি দ্রাক্ষারস শত্রুরা আর নেবে না।
যে সব লোকরা শস্য সংগ্রহ করবে তারাই তা খাবে এবং এইসব লোকরা প্রভুর প্রশংসা করবে।
    যে সব লোকরা দ্রাক্ষা সংগ্রহ করবে তারাই দ্রাক্ষা থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করতে পারবে এবং এই সবই আমার পবিত্রস্থানে ঘটবে।”

10 ফটক দিয়ে এসো!
    পথটাকে লোকদের জন্য পরিষ্কার করো।
রাস্তা প্রস্তুত করো।
    রাস্তার পাথর সরিয়ে দাও।
মনুষ্যজাতির জন্য প্রতীক হিসাবে ধ্বজাটি ওড়াও।

11 শোন, প্রভু দূরবর্তী দেশগুলির লোকদের বলেছেন,
“সিয়োনের লোকদের বল:
    ‘দেখ, তোমাদের পরিত্রাতা আসছেন।
    তিনি তোমাদের পুরস্কার আনছেন।
    তিনি সেই পুরস্কার সঙ্গে করে আনছেন।’”
12 তাঁর লোকদের বলা হবে “পবিত্র লোক।”
    “প্রভুর রক্ষা করা মানুষ।”
জেরুশালেমকে বলা হবে, “আকাঙ্খিত শহর।”
    “সেই শহর যা পরিত্যাগ করা হয়নি।”

প্রভু তাঁর লোকদের বিচার করেন

63 ইদোম থেকে কে আসছে?
    তিনি আসছেন বস্রা শহর থেকে।
এবং তাঁর বস্ত্র উজ্জ্বল লাল রঙে রঞ্জিত।
    তাঁকে তাঁর বস্ত্রে মহিমান্বিত দেখাচ্ছে।
তিনি তাঁর মহান ক্ষমতাবলে মাথা উঁচু করে হাঁটছেন।
    তিনি বলেন, “তোমাদের রক্ষা করার ক্ষমতা আমার আছে
    এবং আমি সত্য কথা বলব।”

“কেন আপনার বস্ত্র লাল?
    দ্রাক্ষাফল থেকে যারা দ্রাক্ষারস বানায় তাদের মত লাল!”

তাঁর জবাব, “আমি দ্রাক্ষারস বানাবার জায়গায়,
    যেখানে দ্রাক্ষাফল পা দিয়ে চটকিয়ে রস বার করা হয়, সেখানে হেঁটেছি।
আমাকে কেউ সাহায্য করেনি।
আমি ক্রুদ্ধ ছিলাম এবং দ্রাক্ষার ওপর দিয়ে হেঁটে যাই।
    সেই রস[a] আমার কাপড়ের ওপর ছলকে পড়েছিল, তাই এখন আমার বস্ত্র নোংরা।
আমি লোককে শাস্তি দিতে একটা সময় বেছে নিয়েছি।
    এখন আমার লোকদের রক্ষা করার সময় এসেছে।
আমি চারি দিকে তাকালাম।
    কিন্তু আমাকে সাহায্য করার মত কাউকে দেখলাম না।
আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে কেউ আমাকে সমর্থন করল না।
    তাই আমি আমার লোকদের রক্ষা করতে আমার নিজের ক্ষমতা ব্যবহার করেছিলাম।
    আমার নিজের ক্রোধ আমাকে সমর্থন করেছিল।
যখন আমি ক্রুদ্ধ ছিলাম, তখন মানুষের ওপর দিয়ে হেঁটে গিয়েছি।
    আমি যখন রাগে উন্মত্ত ছিলাম আমি তাদের শাস্তি দিয়েছি এবং তাদের রক্ত মাটিতে ফেলেছি।”

প্রভু তাঁর লোকদের প্রতি সদয় ছিলেন

আমি স্মরণ করব যে প্রভু উদার।
    আমি তাঁকে প্রশংসা করবার কথা স্মরণ করব।
ইস্রায়েলের পরিবারকে প্রভু অনেক ভাল জিনিস দিয়েছেন।
প্রভু আমাদের ওপর খুব সদয়।
    প্রভু আমাদের ক্ষমা প্রদর্শন করেছেন।
প্রভু বলেন, “এরা সবাই আমার লোক।
    এরা সত্যই আমার শিশু।”
তাই প্রভু এদের রক্ষা করেছেন।
তাদের সমস্ত বিপদে, তিনিও তাদের সাথে উদ্বিগ্ন ছিলেন।
    প্রভু এইসব লোকদের ভালবাসতেন এবং তাদের জন্য দুঃখ বোধ করতেন।
তাই প্রভু তাদের রক্ষা করেন।
    তাই তিনি তাদের রক্ষা করতে তাঁর বিশেষ দূত পাঠিয়েছিলেন।
তিনি তাদের উঠিয়ে বয়ে নিয়ে যান
    এবং চিরকালের জন্য তাঁদের যত্ন নেন।
10 কিন্তু মানুষ তাঁর বিরুদ্ধাচরণ করে।
    তারা তাঁর পবিত্র আত্মাকে দুঃখী করে তুলেছিল।
তাই প্রভু তাদের শত্রু হয়ে গিয়েছিলেন।
    প্রভু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

11 কিন্তু প্রভু এখনও স্মরণ করেন বহুকাল আগে কি ঘটেছিল।
    তিনি স্মরণ করেন মোশি ও তাঁর লোকদের।
প্রভু সেই একজন যিনি মানুষকে সমুদ্রের মধ্য দিয়ে নিয়ে এসেছেন।
    প্রভু তাঁর লোকদের নেতৃত্ব দেবার কাজে মেষপালকদের ব্যবহার করেছেন।
কিন্তু মোশির মধ্যে তাঁর আত্মা সঞ্চারকারী প্রভু এখন কোথায়?
12 প্রভু তাঁর ডান হাত দিয়ে মোশিকে নেতৃত্ব দিয়েছিলেন।
প্রভু মানুষকে সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটার জন্য
    জলকে দুভাগ করে দেন।
এইসব মহৎ‌‌ কাজ করে প্রভু নিজেকে
    বিখ্যাত করে তোলেন।
13 গভীর সমুদ্রের মধ্য দিয়ে প্রভু তাঁর লোকদের নেতৃত্ব দিয়েছিলেন।
    ঘোড়ারা যেমন করে মরুভূমি পার হয়,
    তেমনি করে লোকরা পড়ে না গিয়ে হেঁটেছিল।
14 মাঠে বিচরণের সময় গরু যেমন পড়ে যায় না
    তেমনি সমুদ্রের মধ্য দিয়ে যাওয়ার সময়ও লোকেরা পড়ে যায়নি।
লোকদের বিশ্রামস্থলের দিকে প্রভুর আত্মা নিয়ে যায়।
    সর্বদাই লোকরা সেখানে নিরাপদে ছিল।
প্রভু সেই পথেই তাঁর লোকদের নেতৃত্ব দিয়েছেন।
    আপনি নেতৃত্ব দিয়ে নিজের নামকে চমৎ‌কৃত করে তুলেছেন।

তাঁর লোকদের সাহায্য করতে ঈশ্বরের জন্য একটি প্রার্থনা

15 প্রভু, স্বর্গ থেকে নিজে তাকিয়ে দেখুন।
    এখন কি ঘটে চলেছে?
আপনি স্বর্গস্থিত আপনার পবিত্র আবাস থেকে আমাদের দেখুন।
    আমাদের প্রতি আপনার সেই গভীর প্রেম কোথায়?
    আপনার ভিতর থেকে বার হয়ে আসা শক্তিশালী কর্মকাণ্ড কোথায়?
    আমার জন্য আপনার ক্ষমা কোথায়?
    আমার থেকে কেন আপনার উদার প্রেম সরিয়ে রেখেছেন?
16 দেখুন, আপনি আমাদের পিতা!
    অব্রাহাম আমাদের জানে না।
    ইস্রায়েল (যাকোব) আমাদের স্বীকার করে না।
প্রভু, আপনি আমাদের পিতা!
    আপনি আমাদের ঈশ্বর যিনি সর্বদা আমাদের রক্ষা করেন।
17 প্রভু, কেন আপনি আমাদের আপনার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন?
    কেন আপনি আপনাকে অনুসরণ করা আমাদের পক্ষে কঠিন করে তুলেছেন?
প্রভু আমাদের কাছে ফিরে আসুন।
    আমরা আপনার দাস।
আমাদের কাছে এসে আমাদের সাহায্য করুন।
    আমাদের পরিবারসমূহ আপনার অধিকারভুক্ত।
18 আপনার পবিত্র লোকরা মাত্র কিছু সময়ের জন্য তাদের জায়গায় বাস করত।
    তখন আমাদের শত্রুরা আপনার পবিত্র মন্দিরের ওপর দিয়ে হেঁটে গিয়েছিল।
19 বহুকাল ধরে আমরা সেই লোক ছিলাম যারা আপনার দ্বারা শাসিত ছিলাম না।
    যাদের আপনার নামে ডাকা হয়নি।
কেন আপনি আকাশ ছিন্ন করে নেমে আসেন না?
    তাহলে পর্বতগুলি আপনার সামনে কাঁপবে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International