Chronological
ইস্রায়েলের কাছ থেকে সুসময়টুকু নিয়ে নেওয়া হবে
6 সিয়োনের তোমরা যারা খুব আরামে জীবনযাপন করছ
এবং শমরিয়া পর্বতে যারা নিরাপত্তা অনুভব করছ তাদের জন্য খারাপ সময় আসছে।
সব চেয়ে গুরুত্বপূর্ণ জাতিতে গুরুত্বপূর্ণ নেতাসমূহ।
ইস্রায়েলবাসীরা তোমাদের কাছে সাহায্যের জন্য আসে।
2 কল্নীতে গিয়ে দেখো।
সেখান থেকে বৃহৎ শহর হমাতে যাও।
পলেষ্টীয়দের শহর গাতে যাও।
তোমরা কি এই রাজ্যগুলি থেকে বেশী ভাল আছো?
না। তাদের দেশগুলি তোমাদের দেশগুলির থেকে বড়।
3 তোমরা যারা খারাপ সময় এড়িয়ে যেতে চাইছ,
তারা হিংসার শাসন এমশঃ কাছে নিয়ে আসছ।
4 কিন্তু এখন তোমরা সব রকম আরাম উপভোগ করছ।
তোমরা হাতির দাঁতের খাটে শুয়ে আছো এবং তোমরা শয্যায় হাত-পা ছড়িয়ে দিয়েছ।
তোমরা আস্তাবল থেকে বাছুর
এবং মেষের দল থেকে ছোট ছোট মেষগুলো এনে খাচ্ছো।
5 তোমরা তোমাদের বীণা বাজাচ্ছো
এবং দায়ূদের মত, বাজনা বাজানো অভ্যাস করছ।
6 শৌখীন পেয়ালা থেকে তোমরা দ্রাক্ষারস পান করছ।
এবং সব চেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করছ।
এবং যোষেফের পরিবার যে নষ্ট হয়ে যাচ্ছে
তার জন্য মোটেই উদ্বিগ্ন নও।
7 ওই লোকরা এখন তাদের শয্যায় শরীর এলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সুসময় শেষ হবে। তাদের বন্দী হিসাবে বিদেশী রাজ্যে নিয়ে যাওয়া হবে। এবং তারাই হবে প্রথম নিয়ে যাওয়া বন্দী লোকের দল। 8 প্রভু, আমার সদাপ্রভু তাঁর নাম ব্যবহার করেছেন এবং এই প্রতিশ্রুতি করেছেন:
“যে জিনিসের জন্য যাকোব গর্ব করে সে জিনিসকে আমি ঘৃণা করি।
আমি তাদের প্রাসাদগুলিকে ঘৃণা করি।
তাই আমি শত্রুদের এই শহর
এবং এর মধ্যে সব কিছু নিয়ে নিতে দেব।”
ইস্রায়েল জাতির মধ্যে অল্প কয়েকজনই বেঁচে থাকবে
9 সেই সময়, কোন বাড়ীতে যদি দশ জনও বেঁচে থাকে তবে তারাও মারা যাবে। 10 এবং যখন কেউ মারা যায় তখন একজন আত্মীয় সেই দেহ নিতে আসবে যাতে সে মৃতদেহ বার করে নিয়ে গিয়ে দাহ করতে পারে। আত্মীয়স্বজন অস্থিগুলোকে নিয়ে যাবার জন্য আসবে। আর ঘরের পিছনে থাকা কোন লোককে উদ্দেশ্য করে চিৎকার করে বলবে, “এখানে কি তোমার কাছে কোন মৃতদেহ আছে?”
সেই ব্যক্তিটি উত্তরে বলবে, “না!”
তখন সেই লোকটির আত্মীয় বাধা দিয়ে বলবে, “চুপ করো। আমরা প্রভুর নাম ব্যবহার করতে চাই না।”
11 দেখো, ঈশ্বর আদেশ দেবেন
এবং বৃহৎ বাড়ীগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে
এবং ছোট বাড়ীগুলি ছোট ছোট খণ্ডে ভেঙে পড়বে।
12 ঘোড়ারা কি আলগা পাথরের উপর দিয়ে ছোটে?
না! লোকরা কি লাঙ্গল দেওয়ার জন্য গরুগুলোকে পাথরের ওপর ব্যবহার করে?
না! কিন্তু তোমরা সব কিছু উল্টে ফেলো।
তোমরা ধার্ম্মিকতাকে বিষে পরিণত করেছিলে আর ন্যায় বিচারকে তিক্ত বিষে পরিণত কর।
13 তোমরা লো-দেবরে[a] আনন্দ কর।
তোমরা বলছ, “আমরা আমাদের নিজস্ব শক্তিবলে কার্নেম অধিকার করেছি।”
14 “কিন্তু ইস্রায়েল, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতিকে পাঠাব। সেই জাতি তোমাদের সমস্ত দেশের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করবে। লেবো-হমাৎ থেকে আরবাহ্-ব্রুক পর্যন্ত সবটা জুড়ে।” প্রভু সর্বশক্তিমান ঈশ্বর ওই কথাগুলো বলেছিলেন।
পঙ্গপাল বিষয়ক দর্শন
7 প্রভু এই জিনিসটি আমাকে দেখিয়েছিলেন: যখন দ্বিতীয়বার শস্য বাড়তে আরম্ভ করেছে সেই সময়ে তিনি পঙ্গপালদের তৈরী করেছিলেন। রাজা প্রথম শস্য কেটে নেওয়ার পর এটা ছিল দ্বিতীয় শস্য চাষ। 2 যখন পঙ্গপাল দেশের সমস্ত ঘাস ধ্বংস করে ফেলেছিল, তখন আমি বলেছিলাম, “হে প্রভু, আমার সদাপ্রভু, দয়া করে আমাদের ক্ষমা করুন! যাকোব কিভাবে উদ্ধার পাবে? সে এত ক্ষুদ্র! কারণ সে খুব দুর্বল!”
3 তখন প্রভু এই বিষয়ে তার মন পরিবর্তন করে বললেন, “এই রকম ঘটবে না।”
আগুনের দর্শন
4 প্রভু আমার সদাপ্রভু এই বিষয়গুলি আমাকে দেখালেন: আমি দেখলাম প্রভু ঈশ্বর বিচারের জন্য আগুনকে ডাকছেন। সেই আগুন গভীর সাগরকে ধ্বংস করেছিল এবং ভূমিকেও গ্রাস করতে শুরু করেছিল। 5 তখন আমি বললাম, “হে প্রভু ঈশ্বর, দয়া করে ক্ষান্ত হোন। যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে ক্ষুদ্র।”
6 তখন প্রভু এবিষয়ে তাঁর মন পরিবর্তন করে বললেন, “এই ঘটনাও ঘটবে না।”
ওলন দড়ির দর্শন
7 প্রভু আমাকে এই দর্শন দেখালেন: প্রভু তাঁর হাতে ওলন দড়ি নিয়ে এক দেওয়ালের ধারে দাঁড়িয়েছিলেন। 8 প্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছ?”
আমি বললাম, “একটি ওলন-দড়ি।”
তখন আমার সদাপ্রভু বললেন, “দেখ, আমি ইস্রায়েলের লোকের মধ্যে ওলন-দড়ি রাখব। তাদের ‘অসাধুতাকে’ আমি আর ফস্কাতে দেব না। আমি কালো দাগগুলি[b] 9 সরিয়ে দেব। ইস্হাকের উচ্চ স্থানগুলি ধ্বংস হবে। ইস্রায়েলের পবিত্র স্থানগুলো পাথরের ঢিবিতে পরিণত করা হবে। আমি যারবিয়ামের পরিবারকে আক্রমণ করে তরবারি দ্বারা হত্যা করব।”
অমৎসিয় আমোষকে থামাতে চেষ্টা করলেন
10 অমৎসিয়, বৈথেলের প্রধান যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে এই বার্তা পাঠালেন: “আমোষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। ইস্রায়েলের লোকরা যাতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করে সে তার চেষ্টা করছে। সে এত কথা বলছে যে তার সব কথা এই দেশ ধরে রাখতে পারছে না। 11 আমোষ বলছে, ‘যারবিয়াম তরবারি দ্বারা নিহত হবে এবং ইস্রায়েলের লোকদের বন্দী হিসাবে তাদের দেশ থেকে বের করে নিয়ে যাওয়া হবে।’”
12 আর অমৎসিয় আমোষকে বলল, “হে দর্শক যিহূদায় চলে যাও, সেখানে খাও দাও আর প্রচার কর। 13 কিন্তু বৈথেলে আর কখনও ভাববাণী কর না। এ হল যারবিয়ামের পবিত্র জায়গা, ইস্রায়েলের মন্দির!”
14 তখন আমোষ উত্তরে অমৎসিয়কে বললেন, “আমি একজন পেশাগত ভাববাদী নই; এমনকি ভাববাদীদের পরিবার থেকেও নই। আমি গো-পালন করি ও ডুমুর গাছের যত্ন নিই। 15 আমি একজন মেষপালক ছিলাম। কিন্তু প্রভু মেষপাল তত্ত্বাবধানের কাজ থেকে আমায় ডেকে নিলেন এবং বললেন, ‘যাও এবং আমার লোক ইস্রায়েলকে ভবিষ্যদ্বাণী কর।’ 16 তাই প্রভুর বার্তা শোন। তুমি আমায় ইস্রায়েলের বিরুদ্ধে কোন ভাববাণী বলতে ও ইস্হাক পরিবারের কাছে প্রচার করতে নিষেধ করেছ। 17 কিন্তু প্রভু বলেন, ‘তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে। তোমার পুত্র-কন্যাদের তরবারি দ্বারা হত্যা করা হবে। অন্য লোকরা তোমার জমি হস্তগত করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে আর এক বিজাতীয় দেশে তোমার মৃত্যু হবে। ইস্রায়েলের লোকদের নিশ্চিতভাবে এই দেশ থেকে বন্দী হিসাবে নিয়ে যাওয়া হবে।’”
পাকা ফলের দর্শন
8 প্রভু আমাকে এই রকম দেখালেন: আমি দেখলাম এক ঝুড়ি গ্রীষ্মের ফল। 2 প্রভু আমায় বললেন, “আমোষ তুমি কি দেখছ?”
আমি বললাম, “এক ঝুড়ি গ্রীষ্মকালীন ফল।”
তখন প্রভু আমায় বললেন, “আমার লোক ইস্রায়েলের পরিণাম এসে গেছে। আমি আর তাদের পাপ উপেক্ষা করব না। 3 মন্দিরের গানগুলি শবযাত্রার করুণ গানে পরিণত হবে।” প্রভু আমার সদাপ্রভুই আমায় এই কথাগুলো বলেছেন। “চারিদিকে শবদেহ, নীরবে লোকে সেই সব শব দেহ বহন করে এনে স্তূপ করে ফেলে রাখবে।”
ইস্রায়েলের ব্যবসায়ীরা কেবল টাকা উপায়ে উৎসাহী
4 তোমরা যারা অসহায় লোকদের দাবিয়ে চলো,
যারা এই দেশের দরিদ্র লোকদের ধ্বংস করতে চেষ্টা করছ, আমার কথা শোন!
5 তোমরা ব্যবসায়ীরা বলে থাক,
“কখন অমাবস্যা গত হবে যাতে আমরা আবার বেচাকেনা করতে পারি?
কখন বিশ্রামদিন শেষ হবে
যাতে আমরা গম এনে বেচতে পারি?
তখন আমরা দাম বাড়াতে পারব
এবং মাপের পাত্র ছোট করতে পারব।[c]
আমরা ওজনের হের ফের করে
লোক ঠকাতে পারব।
6 গরীবরা তাদের ঋণ শোধ করতে পারবে না।
তাই আমরা তাদের ক্রীতদাসের মত কিনে নেব।
ওই সব অসহায় লোকদের
আমরা এক জোড়া জুতোর দামে কিনে নেব।
আমরা মাটিতে পড়ে যাওয়া
গম বিক্রি করব।”
7 প্রভু তার নামে প্রতিশ্রুতি করলেন, “যাকোবের গর্ব।”
“এইসব লোকরা যে সব কাজ করেছে তা আমি কখনই ভুলে যাব না।
8 সমস্ত দেশ ঐসব বিষয়ের জন্য কেঁপে উঠবে।
দেশে বসবাসকারী প্রতিটি লোক মৃতদের জন্য এন্দন করবে।
মিশরের নীল নদের মত সমস্ত দেশ উথাল—পাতাল করবে।”
9 প্রভু আরও বলেছেন:
“সেই সময় আমি সূর্যকে দুপুরবেলাতেই অস্তগত করব।
আকাশ পরিষ্কার থাকলেও পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করব।
10 তোমাদের ছুটির দিনগুলোকে মৃতদের জন্য শোকের দিনে পরিণত করব।
তোমাদের সমস্ত গানগুলি (মৃতদের জন্য) বিলাপ গীতে পরিণত হবে।
প্রত্যেক লোককে শোকবস্ত্র পরাব
ও প্রত্যেকের মাথায় টাক পড়াব।
একমাত্র পুত্রের বিয়োগের
শোকের মত শোক করাব।
আর শেষটা বড় তিক্ত হবে।”
ঈশ্বরের কথার জন্য প্রবল আকুতির সময় আসছে
11 প্রভু বলেছেন:
“দেখ, এমন দিন আসছে
যখন দেশে দুর্ভিক্ষ হবে।
লোকে তখন রুটির জন্য ক্ষুধিত
বা জলের জন্য পিপাসিত হবে না।
না, লোকে প্রভুর বাক্যের জন্য ক্ষুধিত হবে।
12 লোকে ঈশ্বরের বাক্যের জন্য
মৃত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত
এবং উত্তরের দেশ থেকে পূর্বের দেশ পর্যন্ত ঘুরে বেড়াবে।
লোকরা প্রভুর বাক্যের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াবে
কিন্তু তা পাবে না।
13 সেই সময় সুন্দর, তরুণ ও তরুণীরা
তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়বে।
14 তারা শমরিয়ার পাপের[d] নামে শপথ করেছিল,
এই বলে,
‘হে দান, আমরা তোমার দেবতার নামে শপথ করেছি।’
‘আমরা তোমার দেবতা বের্-শেবার নামে শপথ করছি।’
কিন্তু তারা পড়ে যাবে
এবং আর কখনো উঠতে পারবে না।”
বেদীর সামনে দণ্ডায়মান প্রভুর দর্শন
9 আমি আমার সদাপ্রভুকে বেদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি বললেন,
“স্তম্ভের মাথায় আঘাত কর
তাহলে সমস্ত অট্টালিকা নড়ে উঠবে।
এমনকি চৌকাঠ পর্যন্ত পড়ে যাবে।
সেই স্তম্ভ লোকেদের মাথায় ভেঙে ফেলো
আর তাও যদি কেউ কেউ বেঁচে থাকে
তবে আমি তরবারির দ্বারা
তাদের হত্যা করব।
পালালেও,
একজনও রক্ষা পাবে না।
2 তারা যদি পাতাল পর্যন্ত গভীর গর্ত খুঁড়ে
তার মধ্যে যায়ও
আমি তাদের সেখান থেকেও
টেনে বার করে আনব।
তারা আকাশে উঠে গেলেও
সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
3 কর্ম্মিল পর্বতের চূড়ায় লুকিয়ে থাকলেও
আমি সেখানে তাদের খুঁজে বার করব।
এবং সেখান থেকে নিয়ে আসব।
যদি তারা সমুদ্রের তলায় গিয়ে আমার কাছ থেকে লুকোবার চেষ্টা করে,
তবে আমি সেখানে সাপকে আদেশ করব আর সে তাদের কামড়াবে।
4 যদি তারা বন্দী হতে শত্রুদের সামনে যায়
তবে সেখানে আমি তরবারিকে আদেশ করব
আর তা তাদের হত্যা করবে।
হ্যাঁ, আমি তাদের উপর নজর রাখব
দেখব কিভাবে তাদের উপর অমঙ্গল আনতে পারি,
মঙ্গল নয়।”
শাস্তি ধ্বংস পর্যন্ত
5 আমার সদাপ্রভু সর্বশক্তিমান প্রভু দেশকে স্পর্শ করলে
তা গলে যাবে।
তখন দেশে বসবাসকারী সকলে মৃতদের জন্য শোক করবে।
দেশ মিশরীয় নীল নদের মতো উথাল পাতাল করবে।
6 প্রভু তাঁর ওপরের ঘরগুলো আকাশের অধিকতর উচ্চে তৈরি করেছেন।
তিনি তাঁর লোকদের পৃথিবীর ভিত্তির ওপর স্থাপন করেছেন।
তিনি সমুদ্রের জলকে ডাকেন
এবং বৃষ্টিরূপে তা দেশের ওপর ঢেলে দেন।
যিহোবা তাঁর নাম।
ইস্রায়েলের বিনাশ সম্বন্ধে প্রভুর প্রতিশ্রুতি
7 প্রভু এই কথা বলেন:
“হে ইস্রায়েল, তুমি আমার কাছে কূশীয়দের মতো।
আমি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বাইরে এনেছিলাম।
আমি কপ্তোর থেকে পলেষ্টীয়দের
এবং কীর থেকে অরামীয়দের বার করে এনেছিলাম।”
8 প্রভু আমার সদাপ্রভু পাপপূর্ণ রাজ্য, ইস্রায়েলের দিকে চেয়ে আছেন।
প্রভু বলেন,
“আমি পৃথিবীর বুক থেকে ইস্রায়েলকে উৎপাটন করব
কিন্তু যাকোবের পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না।
9 আমি ইস্রায়েল জাতিকে ধ্বংস করবার আদেশ দিচ্ছি।
আমি ইস্রায়েলের লোকদের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দেব।
যখন সে চালনিতে শস্য ঝাড়ে
তখন ভালো শস্যগুলি চালনির ভেতর দিয়ে নীচে পড়ে
কিন্তু খারাপ ডেলাগুলি ধরা পড়ে, যাকোবের পরিবারের সঙ্গেও তেমনটি করা হবে।
10 “আমার লোকদের মধ্যে পাপীরা বলে,
‘আমাদের কোন মন্দ ঘটবে না।’
কিন্তু তাদের সবাইকে তরবারির আঘাতে হত্যা করা হবে!”
রাজ্য পুনঃস্থাপনের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি
11 “দায়ূদের তাঁবু[e] পতিত হয়েছে।
কিন্তু সেই সময় আমি আবার তা স্থাপন করব।
আমি দেওয়ালের গর্তগুলো সারাবো।
আমি এর ধ্বংসস্তূপ থেকে আবার গড়ব।
আমি তাকে পূর্বে যেমন ছিল
সেই ভাবে আবার গড়ে তুলব।
12 তারপর, তারা, যারা আমার নামে অভিহিত হয়,
তারা ইদোমের এবং দেশের অন্যান্য অবশিষ্ট অংশের সত্ত্ব গ্রহণ করবে।”
প্রভু বলেন,
তিনি এগুলো করেন।
13 প্রভু বলেন, “সেই সময় আসছে
যখন হালবাহক শস্য ছেদকের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলবে।
দ্রাক্ষা মর্দনকারী, দ্রাক্ষা চয়নকারীকে ছাড়িয়ে যাবে।
পর্বত এবং উপপর্বত থেকে
মিষ্ট দ্রাক্ষারস ঝরে পড়বে।
14 আমি আমার লোকদের ইস্রায়েলকে
বন্দী দশা থেকে ফিরিয়ে আনব।
তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলি আবার গড়বে
এবং সেখানে বাস করবে।
তারা দ্রাক্ষাক্ষেত স্থাপন করবে
এবং তাদের উৎপন্ন দ্রাক্ষারস পান করবে।
তারা বাগান করবে
এবং তা থেকে ফল আহরণ করে খাবে।
15 আমি আমার লোকদের তাদের দেশে স্থায়ীভাবে বসবাস করাব।
যে দেশ আমি তাদের দিয়েছি, সেখান থেকে তাদের আর কখনও বিচ্ছিন্ন করা হবে না।”
প্রভু তোমার ঈশ্বরই এইসব বলেছেন।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International