Chronological
বাবিলের প্রতি ঈশ্বরের বার্তা
13 আমোসের পুত্র যিশাইয় ঈশ্বরের কাছ থেকে বাবিল বিষয়ক এই দুঃখজনক বার্তা পান।
2 ঈশ্বর বললেন, “তোমরা বৃক্ষশূন্য পর্বতের ওপরে পতাকা তোল।
লোকদের হাত নেড়ে চিৎকার করে ডাক।
তাদের বল, গুরুত্বপূর্ণ লোকদের জন্য যে প্রবেশপথ
সেই পথ দিয়ে প্রবেশ করতে।”
3 ঈশ্বর বললেন, “আমি ঐসব লোকদের অন্যান্যদের থেকে আলাদা করেছি
এবং তাদের বিষয়ে আমি নিজে আদেশ দিয়েছি।
আমি ক্রুদ্ধ।
আমি লোকদের শাস্তি দেওয়ার জন্য আমার শক্তিশালী যোদ্ধাদের একত্র করেছি,
যারা আমার গর্ব ও আনন্দ।
4 “পর্বতগুলোতে একটা বিরাট শব্দ আছে, সেই শব্দটি শোন!
এটা পর্বতমালায় বহু জনসমাগমের শব্দ।
অনেক রাজ্যের লোকরা একসঙ্গে জড়ো হয়েছে।
প্রভু সর্বশক্তিমান তাঁর সেনাবাহিনীকে ডাকছেন।
5 প্রভু এবং তার সেনাদল আসছে।
দূর দেশ থেকে তারা আসছে, দিগন্তের ওপার থেকে।
প্রভু তাঁর ক্রোধ প্রদর্শন করতে সেনাদলকে অস্ত্রের মতো ব্যবহার করবেন,
এই সেনাদল গোটা দেশকে ধ্বংস করবে।”
6 হাহাকার কর, নিজেদের জন্য দুঃখ কর। কেননা প্রভুর বিশেষ দিন আগত প্রায়। সেই সময়ে আসছে যখন শত্রুরা তোমার সম্পদ লুঠ করবে। সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তা ঘটাবেন। 7 লোকরা তাদের সাহস হারাবে। ভয় মানুষকে দুর্বল করবে। 8 প্রতিটি মানুষই ভয় পাবে। এই ভয় মহিলাদের প্রসব বেদনার মতো তাদের কষ্ট দেবে। তাদের মুখ হবে অগ্নিবর্ণ। লোকে একে অপরের দিকে ভয়ার্ত চোখে বিস্ময়ে তাকিয়ে থাকবে।
বাবিলের বিরুদ্ধে ঈশ্বরের বিচার
9 দেখ, প্রভুর বিশেষ দিন আসছে। এই দিন হবে ভয়ঙ্কর। ঈশ্বর ক্রোধে গোটা দেশকে ধ্বংস করবেন। ঈশ্বর এই দেশের সমস্ত পাপী লোকদের ধ্বংস করবেন। 10 সেই দিন আকাশে অন্ধকার ঘনিয়ে আসবে। সূর্য, চাঁদ এবং তারারা কিরণ দেবে না।
11 ঈশ্বর বললেন, “আমি পৃথিবীতে বিপর্যয় ঘটাব। আমি দুষ্ট লোকদের তাদের পাপের জন্য শাস্তি দেব। আমি অহঙ্কারী লোকদের তাদের দর্প হারিয়ে দেব। আমি নিষ্ঠুর লোকদের গর্ব চূর্ণ করে দেব। 12 শুধুমাত্র অল্প কয়েকজন লোক বেঁচে থাকবে। এদের সংখ্যা এত নগন্য হবে যে তা সোনা খোঁজার মতোই কঠিন। এবং এইসব লোকেরা খাঁটি সোনার থেকেও অনেক বেশী দামী। 13 ক্রোধে আমি আকাশমণ্ডলকে কম্পিত করব। এর ফলে পৃথিবী টলে গিয়ে স্থান ভ্রষ্ট হবে।”
যেদিন প্রভু সর্বশক্তিমান তাঁর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাবেন সেদিন এসব ঘটনা ঘটবে। 14 তখন বাবিল থেকে লোকরা আহত হরিণের মতো, মেষপালকবিহীন মেষের মতো নিজ নিজ দেশের দিকে ছুটে পালাবে। 15 কিন্তু শত্রুরা বাবিলের লোকদের তাড়া করবে এবং যে ধরা পড়বে তাকেই তারা তরবারি দিয়ে হত্যা করবে। 16 তাদের বাড়িগুলি লুণ্ঠিত হবে। তাদের স্ত্রীরা ধর্ষিত হবে। আর তাদের চোখের সামনেই তাদের ছোট ছোট ছেলেমেয়েদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে।
17 ঈশ্বর বললেন, “দেখ আমি মাদীয়দের সেনা দ্বারা বাবিলকে আক্রমণ করাব। রূপো ও সোনা দেওয়া হলেও মাদীয়র সেনারা লড়াই থামাবে না। 18 তীরন্দাজরা যুবকদের হত্যা করবে। শিশুদের তারা ক্ষমা করবে না। তারা ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিও করুণা করবে না। 19 ঈশ্বর বাবিলকে ধ্বংস করবেন ঠিক যে ভাবে তিনি সদোম ও ঘমোরাকে ধ্বংস করেছিলেন।
“যদিও বাবিল হচ্ছে সব চেয়ে সুন্দর রাজ্য এবং সেখানকার নাগরিকদের গর্বস্বরূপ 20 কিন্তু বাবিল আর সুন্দর থাকবে না। ভবিষ্যতে লোক সেখানে বাস করবে না। আরবীও সে স্থানে তাঁবু ফেলবে না। মেষপালকরা সেখানে মেষ চরাবে না। 21 শুধুমাত্র মরুভূমির হিংস্র বন্য জন্তু জানোয়াররাই সেখানে বাস করবে। বাবিলের বাড়িতে কোন লোক বাস করবে না। সেখানে বন্য জন্তুরা শুয়ে থাকবে। বন্য ছাগলরা খেলা করবে। পেঁচা এবং বড় বড় পাখিতে বাড়িগুলি ভর্ত্তি হয়ে যাবে। 22 বাবিলের সুন্দর প্রাসাদোপম মনোরম বাড়িগুলিতে বন্য কুকুর এবং নেকড়েরা চিৎকার করতে থাকবে। বাবিলকে ধ্বংস করা হবে। বাবিলের শেষ সময় ঘনিয়ে এসেছে। বাবিলের দিন আর বাড়ানো হবে না।”
ইস্রায়েলের লোকরা স্বদেশে ফিরবে
14 ভবিষ্যতে প্রভু যাকোবকে পুনরায় করুণা করবেন। প্রভু আবার একবার ইস্রায়েলের লোকদের বেছে নেবেন এবং তাদের দেশ তাদের ফিরিয়ে দেবেন। তখন বিদেশী লোকরা যাকোবের পরিবারবর্গের সঙ্গে সংযুক্ত হবে এবং তারা একই পরিবারের লোক যাকোবের বংশোদ্ভূত বলে পরিগণিত হবে। 2 ঐ জাতির লোকরা ইস্রায়েলীয়দের ইস্রায়েলে ফিরিয়ে আনবে। ঐ জাতির লোকরা ইস্রায়েলের দাসে পরিণত হবে। তখন ইস্রায়েলকে যারা দখল করেছিল, ইস্রায়েল তাদের দখল করবে এবং যারা তাদের অত্যাচার করেছিল তাদের শাসন করবে। 3 প্রভু তোমাদের কঠোর পরিশ্রম দূর করে তোমাদের আরামের ব্যবস্থা করবেন। অতীতে তোমরা দাস ছিলে। লোকরা তোমাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছিল। কিন্তু প্রভু তোমাদের কঠোর পরিশ্রমের অবসান ঘটাবেন।
বাবিলের রাজা সম্পর্কে একটি গান
4 সেদিন তোমরা বাবিলের রাজা সম্পর্কে এই গানটি গাইতে শুরু করবে। গানটি হল:
রাজা তাঁর শাসনকালে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলেন।
কিন্তু তাঁর শাসনকাল এখন শেষ হয়ে গেল।
5 প্রভু দুষ্ট শাসকদের রাজদণ্ড ভেঙে দিয়েছেন।
প্রভু তাদের ক্ষমতা কেড়ে নিয়েছেন।
6 বাবিলের রাজা ক্রোধে তাঁর প্রজাদের মারধর করতেন।
তিনি কখনোই তাঁর প্রজাদের মারধর থেকে রেহাই দেননি।
তিনি ক্রোধে প্রজাদের শাসন করেছেন।
তিনি প্রজাদের আঘাত না করে ক্ষান্ত থাকেন নি।
7 কিন্তু এখন গোটা দেশ শান্ত ও সুস্থির হয়েছে।
সকলে আনন্দ করতে শুরু করেছে।
8 তুমি একজন শয়তান রাজা ছিলে।
কিন্তু তোমার শাসন শেষ হয়েছে।
এমন কি দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষরাও
তোমার পতনে খুশী।
এই গাছরা বলে, “রাজা আমাদের কেটে ফেলত।
কিন্তু রাজার পতন হয়েছে।
সে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না।”
9 পাতাল তোমার আগমনে বিচলিত হচ্ছে।
পাতাল পৃথিবীর সমস্ত প্রধানদের প্রেতাত্মাদের তোমার জন্য জাগিয়ে তুলছে।
পাতাল রাজাদের তাদের সিংহাসন থেকে দাঁড় করাচ্ছে এবং তারা তোমার আগমনের জন্য প্রস্তুত।
10 এইসব নেতারা তোমার সঙ্গে মজা করবে।
তারা বলবে, “তুমি এখন আমাদের মতোই একটি মৃতদেহ।
তুমি ঠিক আমাদের মতোই।”
11 তোমার দম্ভ, তোমার অহঙ্কার পাতালে নামিয়ে দেওয়া হয়েছে।
তোমার বীণার সুর তোমার সেই গর্বিত আত্মার আগমন ঘোষণা করছে।
পোকামাকড় তোমার দেহকে কুরে কুরে খাবে।
তুমি তাদের ওপর বিছানার মতো শুয়ে থাকবে।
কৃমিরা তোমার দেহকে কম্বলের মতো ঢেকে রাখবে।
12 তুমি সকালের তারার মতো ছিলে।
কিন্তু এখন তোমার আকাশ থেকে পতন হয়েছে।
একদা পৃথিবীর সমস্ত জাতি তোমার সামনে মাথা নত করেছে।
কিন্তু এখন তোমাকে কেটে ফেলা হয়েছে।
13 তুমি সর্বদা নিজেকে বলতে: “আমি হব পরাৎপরের মতো।
আমি স্বর্গারোহণ করব।
ঈশ্বরের নক্ষত্রমণ্ডলীর উর্দ্ধে আমার সিংহাসন উন্নীত করব।
আমি পবিত্র দেবতাদের সমাগম পর্বতে অধিষ্ঠান করব এবং ঐ পর্বতের ওপর দেবতাদের সঙ্গে আমার সাক্ষাত হবে।
14 আমি মেঘের বেদীতে উঠব।
আমি পরাৎপরের তুল্য হব।”
15 কিন্তু সেটা ঘটেনি।
তুমি ঈশ্বরের সঙ্গে স্বর্গে যেতে পারো নি।
তোমাকে সমাধিস্থলের গভীর অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে।
16 লোকরা তোমাকে দেখে তোমার কথা ভাববে এবং দেখবে তুমি শুধুই একটা মৃতদেহ।
তারা দেখবে যে তুমি একটি শবদেহের চেয়ে বেশী কিছু নও এবং বলবে,
“এ-ই কি সেই একই ব্যক্তি যে পৃথিবীর সমস্ত রাজ্যের প্রচণ্ড ভয়ের কারণ ছিল?
17 এ কি সেই ব্যক্তি যে নগরের পর নগর ধ্বংস করে তাকে মরুভূমিতে পরিণত করত?
এ কি সেই ব্যক্তি যে যুদ্ধবন্দী লোকদের বাড়ি ফিরতে দিত না?”
18 পৃথিবীর সব রাজা সসম্মানে মারা গেছেন।
প্রত্যেক রাজারই নিজস্ব সমাধি রয়েছে।
19 কিন্তু তোমার মতো অত্যাচারী রাজাকে কবরও প্রত্যাখ্যান করেছে।
তোমার অবস্থা এখন গাছের কাটা ডালের মতো।
গাছের ডালকে কেটে যেমন ছুঁড়ে ফেলে দেওয়া হয় তেমনি তুমিও নিজ কবরস্থান থেকে দূরে নিক্ষিপ্ত হয়েছ।
তুমি যুদ্ধে নিহত সেইসব ব্যক্তির শরীর দিয়ে ঢাকা যারা গর্তের মধ্যে পাথরের মত গড়িয়ে যায়।
তুমি সেই মৃতদেহের মত যাকে মাড়িয়ে যাওয়া হয়।
20 অনেক রাজা মারা গিয়েছে এবং তাদের নিজস্ব কবর রয়েছে।
কিন্তু তুমি তাদের সঙ্গে যোগ দিতে পারো না।
কারণ তুমি তোমার নিজের দেশকেই ধ্বংস করেছ।
তুমি তোমার প্রজাদের হত্যা করেছ।
তোমার ছেলেমেয়েরা তোমার মতো ধ্বংসকার্য চালিয়ে যাবে না, তাদের বিরত করা হবে।
21 তোমরা তার ছেলেমেয়েদের হত্যার জন্য নিজেদের প্রস্তুত কর।
তাদের হত্যা কর কারণ তাদের পিতা দোষী।
তার ছেলেমেয়েরা আর কখনোই দেশের শাসন কর্তৃত্ব হাতে নিতে না পারে।
তার ছেলেমেয়েরা আবার কখনও পৃথিবীটাকে তাদের নিজেদের শহরে ভরিয়ে ফেলতে পারবেনা।
22 প্রভু সর্বশক্তিমান বললেন, “আমি বিখ্যাত শহর বাবিলের খ্যাতিকে শেষ করব। আমি এখানকার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি বাবিলের সমস্ত লোককে ধ্বংস করব। আমি তাদের ছেলেমেয়েদের, তাদের পৌত্র-পৌত্রীদের এবং তাদের প্রপৌত্র-পৌত্রীদের ধ্বংস করব।” প্রভু নিজে একথাগুলি বলেছেন।
23 প্রভু বললেন, “আমি বাবিলকে পশুদের (অবাধ) বিচরণ ভূমিতে পরিণত করব। এই দেশ (শহর) জলাভূমিতে পরিণত হবে। আমি ‘ধ্বংসের ঝাঁটা’ দিয়ে বাবিলকে বিদায় করব।” প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন।
ঈশ্বর অশূরকেও শাস্তি দেবেন
24 প্রভু সর্বশক্তিমান প্রতিশ্রুতি দিয়ে বললেন, “আমি শপথ করছি যে এইসব ঘটনাগুলি আমার ভাবনা, পরিকল্পনা এবং সঙ্কল্প মতো ঘটবেই। 25 আমি আমার দেশে অশূর রাজাকে ধ্বংস করব। আমি আমার পর্বতগুলোর ওপরে ঐ রাজার ওপর দিয়ে হেঁটে যাব। এই রাজাটি আমার লোকদের দাসে পরিণত করেছিল। সে তাদের দিয়ে ভারী বোঝা বহন করিয়েছে। এই ভার সরিয়ে ফেলা হবে। 26 পৃথিবীব্যাপী আমার সমস্ত লোকদের আমি এগুলি করার পরিকল্পনা করেছি। সমস্ত দেশকে শাস্তি দেওয়ার জন্য আমি আমার ক্ষমতাকে কাজে লাগাব।”
27 প্রভু যখন কোন পরিকল্পনা করেন তখন কারও পক্ষেই তা ব্যর্থ করা সম্ভব নয়। যখন প্রভু লোকদের শাস্তি দেওয়ার জন্য তাঁর হাত তোলেন তখন কারও পক্ষেই তাঁকে থামানো সম্ভব নয়।
পলেষ্টীয়র প্রতি ঈশ্বরের বার্তা
28 যে বছর আহস রাজার মৃত্যু হয় সে বছর এই বার্তা প্রদান করা হয়েছিল।
29 হে পলেষ্টীয়, যে রাজা তোমাদের ওপর অত্যাচার করত সে মারা যাওয়ায় তোমরা খুবই খুশী হয়েছ। কিন্তু তোমরা সত্যি সত্যিই আনন্দিত হয়ো না। এটা সত্যি যে তার শাসনের অবসান ঘটেছে। কিন্তু এরপর রাজার পুত্র শাসন করবে। এবং এটা কোন সাপের আরও বিষাক্ত সাপের জন্ম দেওয়ার মতো ব্যাপার। এই নতুন রাজা তোমাদের কাছে একটি অতি বেগবান এবং ভয়ঙ্কর সাপের মতো হবে। 30 তবে আমার দীনহীন লোকরা নিরাপদে খেতে পারবে, ঘুমাতে পারবে এবং নিজেদের নিরাপদ মনে করবে। তাদের ছেলেমেয়েরা নিরাপদে থাকবে। আমার দরিদ্র লোকরা শুতে পারবে এবং নিজেদের নিরাপদ ভাবতে পারবে। কিন্তু আমি দুর্ভিক্ষ দ্বারা তোমার পরিবারকে হত্যা করব এবং তোমার অবশিষ্ট সমস্ত লোক মারা যাবে।
31 হে পুরদ্বারবাসী তোমরা কাঁদ!
হে পুরবাসী তোমরা বিলাপ কর!
হে পলেষ্টীয়বাসী তোমরা ভয় পাবে।
তোমাদের সাহস গরম মোমের মতো গলে যাবে।
দেখ, ধোঁয়া উত্তরের দিক থেকে আসছে!
অশূর থেকে শক্তিশালী সেনাবাহিনী আসছে।
32 এই সেনারা তাদের দেশে বার্তাবাহক পাঠাবে।
এই বার্তাবাহকরা তাদের লোকদের কি বলবে?
তারা ঘোষণা করবে: “পলেষ্টীয় পরাজিত হয়েছে।
কিন্তু প্রভু সিয়োনকে শক্তিশালী করেছেন,
এবং তার দীন দরিদ্র লোকরা নিরাপদে সেখানে আশ্রয় নেবে।”
মোয়াব বিষয়ক ঈশ্বরের বার্তা
15 এটা মোয়াব সম্পর্কে একটি বার্তা:
এক দিন রাতে মোয়াবের আর নগর থেকে সেনারা সমস্ত ধনসম্পদ লুঠ করল।
ঐ রাতেই নগরটিকে ধ্বংস করা হল।
এক দিন রাতে সেনারা মোয়াবের কীর নগর লুঠ করল।
ঐদিন রাতেই নগরটিকে ধ্বংস করা হল।
2 রাজার পরিবার এবং দীবন শহরের লোকরা কান্নাকাটি করার জন্য উচ্চ স্থানে যাচ্ছে।
মোয়াবের লোকরা নবো ও মেদবা শহরের জন্য কাঁদছে।
সকলে তাদের শোকপ্রকাশের জন্য তাদের মাথা ও দাড়ি কামিয়ে ফেলেছে।
3 বাড়ির ছাদ থেকে রাস্তাঘাট পর্যন্ত
সর্বত্রই মোয়াবের লোকরা
শোকের পোশাক পরে কান্নাকাটি করছে।
4 হিশ্বোন ও ইলিয়ালী শহরের লোকরা এত জোরে কান্নাকাটি করছে যে,
সুদূর যহস পর্যন্ত তার শব্দ শোনা যাচ্ছে।
এমনকি সেনারাও আকস্মিক ভয় পেয়ে গিয়েছে।
তারা ভয়ে কাঁপছে।
5 মোয়াবের দুঃখে আমার হৃদয় ব্যথিত।
লোকরা নিরাপত্তার জন্য ছুটছে।
তারা সোয়র, ইগ্লত্-শলিশীয়ায় পর্যন্ত যাচ্ছে।
তারা লূহীতের পার্বত্যময় পথ ধরে ওঠার সময়
বিশ্রীভাবে চিৎকার করে কাঁদছে।
হোরোণয়িমের পথে হাঁটার সময়
লোকরা চিৎকার করে কাঁদছে।
6 কিন্তু নিম্রীমের ক্ষুদ্র নদী মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে।
সমস্ত ছোট গাছপালা শুকিয়ে গিয়েছে।
কোন কিছুই আর সবুজ নেই।
7 তাই, মোয়াব ত্যাগ করার আগে লোকরা তাদের নিজ নিজ জিনিসপত্র সংগ্রহ করে জড় করছে
এবং উইলো ক্রিক এর ওপারে নিয়ে যাচ্ছে।
8 মোয়াবের সর্বত্রই আর্তনাদ শোনা যাচ্ছে।
ইগ্লয়িম এবং বের্-এলীম শহরের লোকরা কাঁদছে।
9 দীমোনের জল রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে।
এবং আমি দীমোনের জন্য আরো দুঃখ আনব।
মোয়াবের খুব অল্পসংখ্যক লোক শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে।
কিন্তু এইসব লোকদের ভক্ষণ করার জন্য আমি অনেক সিংহ পাঠাব।
16 হে লোকরা, দেশের শাসকের জন্য তোমরা একটি উপহার পাঠাও। সেলা থেকে একটি মেষশাবক মরুভূমির মধ্যে দিয়ে সিয়োন কন্যা পর্বতের কাছে পাঠিয়ে দাও।
2 মোয়াবের মেয়েরা অর্ণোন নদী পার হওয়ার চেষ্টা করছে।
তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সাহায্যের জন্য ছুটছে।
তাদের অবস্থা যেন নীড় ভেঙে হারিয়ে যাওয়া ছোট্ট পাখির মতো।
3 তারা বলছে, “আমাদের সাহায্য কর,
বলে দাও আমরা এখন কি করব!
যেমন করে ছায়া মধ্যাহ্নের গনগনে সূর্য থেকে আমাদের রক্ষা করে,
তেমনি প্রভু শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা কর।
আমরা শত্রুদের হাত থেকে পালিয়ে বেঁচেছি।
আমাদের আড়াল কর।
আমাদের শত্রুদের হাতে তুলে দিও না।
4 মোয়াবের লোকদের জোর করে বাড়ি ছাড়া করা হয়েছে।
তাই তাদের তোমাদের দেশে বাস করতে দাও।
শত্রুদের চোখ থেকে তাদের লুকিয়ে রাখো।”
লুঠতরাজ বন্ধ হবে, শত্রুরা পরাস্ত হবে।
অত্যাচারী লোকরা দেশ ছেড়ে চলে যাবে।
5 তারপর দায়ূদের পরিবার থেকে
একজন নতুন রাজা আসবেন।
তিনি বিশ্বস্ত, দয়ালু এবং প্রেমিক হবেন।
এই রাজা ন্যায্য বিচার করবেন।
যা কিছু ভাল এবং সঠিক সে সব কাজ তিনি তাড়াতাড়ি করবেন।
6 আমরা মোয়াববাসীদের অহঙ্কার এবং দাম্ভিকতার কথা শুনেছি।
তারা অহঙ্কারী এবং হিংস্র।
তারা দম্ভ করে,
কিন্তু তাদের দম্ভগুলি শুধুই কতগুলি ফাঁকা বুলি।
7 এই অহঙ্কারের জন্য গোটা মোয়াব দেশ ভুগবে।
মোয়াবের সমস্ত লোক হাহাকার করবে।
তারা দুঃখিত হবে এবং অতীতে তাদের যা যা ছিল তারা তা ফিরে পেতে চাইবে।
8 হিশ্বোনের ক্ষেত ও সিব্মার দ্রাক্ষাক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।
বিদেশী শাসকরা তাদের সব দ্রাক্ষাগাছ কেটে ফেলেছে।
সুদূর যাসের শহর পর্যন্ত এমনকি মরুভূমির ভেতর পর্যন্ত তাদের দ্রাক্ষা বাগান ছড়িয়ে থাকত।
তাদের শাখাগুলি একেবারে সমুদ্রের ওপার পর্যন্ত ছড়িয়ে পড়ত।
9 আমি যাসের এবং সিব্মার লোকদের সঙ্গে কাঁদব
কারণ দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করা হয়েছে।
আমি হিশ্বোন এবং ইলিয়ালীর লোকদের সঙ্গে কাঁদব
কারণ কোন শস্য সংগ্রহ হবে না।
কোন গ্রীষ্মকালীন ফসল উঠবে না।
তাই কোন আনন্দ উল্লাস হবে না।
10 কারমেলে কোন আনন্দ গান হবে না।
শস্য সংগ্রহের সময়কার আনন্দের আমি পরিসমাপ্তি ঘটাব।
দ্রাক্ষারস তৈরীর জন্য যে সমস্ত দ্রাক্ষা তৈরি হয়ে আছে
তা সব নষ্ট হয়ে যাবে।
11 তাই আমি মোয়াব এবং কীর্-হেরস
এই দুটি শহরের জন্য খুবই দুঃখিত।
12 মোয়াবের লোকরা তাদের উপাসনালয়ে যাবে।
লোকরা প্রার্থনা জানানোর চেষ্টা করবে।
কিন্তু তারা তাদের পরিণাম কি হবে তা দেখতে পেয়ে এত দুর্বল হয়ে পড়বে যে আর প্রার্থনা করতে পারবে না।
13 প্রভু মোয়াব সম্পর্কে এই ঘটনাগুলির কথা বহুবার বলেছেন। 14 এবং প্রভু এখন বলেন, “তিন বছরের মধ্যে এই বিপুল জনসংখ্যা এবং অন্যান্য জিনিষ, যার জন্য মোয়াব গর্বিত, তার বিশেষ কিছুরই অস্তিত্ব থাকবে না (ঠিক যেমন ভাড়া করা সহকারীরা সময় গোনে)। শুধুমাত্র ক্ষীণবল গুটিকতক লোক পড়ে থাকবে।”
অরামের উদ্দেশ্যে ঈশ্বরের বার্তা
17 এটা দম্মেশকের জন্য দুঃখের বার্তা। প্রভু বললেন এই ঘটনাগুলি দম্মেশকে ঘটবে:
“দম্মেশক এখন একটি শহর, কিন্তু এই শহর ধ্বংস হয়ে যাবে।
শহরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই থাকবে না।
2 লোকরা অরোয়ের শহরগুলি ত্যাগ করে পালাবে।
এইসব খালি শহরে মেষের পাল যেখানে সেখানে অবাধে ঘুরে বেড়াতে পারবে।
তাদের বিরক্ত করা বা ভয় দেখানোর কেউ থাকবে না।
3 ইফ্রয়িমের দুর্গ নগরীগুলি (ইস্রায়েল) ধ্বংস হয়ে যাবে।
দম্মেশকের সরকার শেষ হয়ে যাবে।
ইস্রায়েলে যে ঘটনা ঘটেছে অরামে তাই ঘটবে।
সমস্ত গুরুত্বপূর্ণ লোকদের অপসারণ করা হবে।”
প্রভু সর্বশক্তিমান বললেন এই ঘটনাগুলি ঘটবে।
4 “যাকোবের সমস্ত মহিমা অবদমিত হবে।
তার সমৃদ্ধি ক্ষয়লাভ করবে।
5 “ঐ সময়টা রফায়ীম উপত্যকায় ফসল তোলার সময়ের মতো হবে। শ্রমিকরা ক্ষেত থেকে ফসল তুলে তা এক জায়গায় জড়ো করে, তারপর তারা চারা গাছগুলি থেকে শস্যের মাথা কেটে নেয় এবং শস্য সংগ্রহ করে।
6 “সে সময়টা জলপাই (অলিভ) সংগ্রহের কালের মতো হবে। লোকরা জলপাই গাছ থেকে জলপাই তোলে। কিন্তু কয়েকটা জলপাই সাধারণত গাছের মাথায় থেকে যায়। কিছু কিছু গাছের ডালের মাথায় চার-পাঁচটা করে জলপাই পড়ে থাকে। এখানকার শহরগুলির অবস্থাও সেরকম হবে।” প্রভু সর্বশক্তিমান এই ঘটনাগুলোর কথা বললেন।
7 সে সময়ে লোকরা তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের খোঁজ করবেন। তাদের চোখ ইস্রায়েলের পবিত্রতমের দিকে চেয়ে থাকবে। 8 লোকরা তাদের তৈরী বেদীগুলোর দিকে যাবে না। তারা তাদের আশেরার খুঁটির কাছে এবং নিজেদের হাতে তৈরী সূর্য দেবতার মূর্ত্তির কাছে বেদীতে যাবে না। 9 সে সময় সমস্ত দুর্গ শহর পরিত্যক্ত হবে। ঐ শহরগুলির অবস্থা ইস্রায়েলের লোকরা আসার আগে দেশের পর্বত ও জঙ্গলের পরিত্যক্ত ভূমির মতো হবে। অতীতে ইস্রায়েলের লোকদের আগমনের সময় অন্য সমস্ত লোকরা পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতে এই দেশ আবার পরিত্যক্ত হবে। 10 কারণ তোমরা তোমাদের রক্ষাকর্তা ঈশ্বরকে ভুলে গিয়েছ। ঈশ্বর যে তোমাদের নিরাপদ জায়গা তা তোমরা স্মরণ করছ না।
তোমরা অনেক দূরদূরান্ত থেকে খুব ভালো জাতের দ্রাক্ষা এনেছ। কিন্তু এগুলোকে রোপণ করলে গাছগুলো জন্মাবে না। 11 এক দিন তোমরা তোমাদের দ্রাক্ষা গাছগুলোকে রোপণ করবে। এবং তাদের বড় করার চেষ্টা করবে। পরের দিন গাছগুলো বড় হতে আরম্ভ করবে। কিন্তু ফসল তোলার সময়ে তোমরা যখন দ্রাক্ষা তুলতে যাবে, দেখবে যে সব গাছগুলো মরে গেছে। কোন রোগ সব গাছকে মেরে ফেলবে।
12 অনেক লোকের কান্নার রোল শোন।
তারা সমুদ্রের ঢেউয়ের মতো,
সমুদ্র জলোচ্ছাসের শব্দের মতো গর্জন করছে।
13 লোকরা এই ঢেউয়ের মতো গর্জন করবে।
কিন্তু ঈশ্বর তাদের ধমক দেবেন।
তাই তারা দূরে পালাবে।
তারা ঝড়ের সামনে ভূষির মতো কিংবা ঝড়ের মুখে ছোট শিকড়ওয়ালা গাছের মতো উড়ে যাবে।
14 ঐ দিন রাতে লোকরা ভয় পাবে।
সকাল হওয়ার আগেই সবাই পালিয়ে যাবে।
কোন কিছুই পড়ে থাকবে না।
তাই শত্রুরা কিছুই পাবে না।
তারা আমাদের দেশে আসবে।
কিন্তু দেশে তখন কিছুই থাকবে না।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International