Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
যিশাইয় 23-27

লিবানোনের প্রতি ঈশ্বরের বার্তা

23 সোর সম্বন্ধে দুঃখের বার্তা:

তর্শীশের জাহাজসমূহ,
    “দুঃখ কর এবং কাঁদো!
    কেননা তোমাদের বন্দরটি ধ্বংস হয়েছে।”

সমুদ্রের ধারে বসবাসকারী লোকদের বিরত হওয়া ও বিষণ্ন হওয়া উচিৎ‌।
    সোর ছিল সমুদ্র উপকুলবর্তী সীদোনের বণিক।
    সমুদ্র তীরবর্তী হওয়ার দরুণ এই শহরটি তার ব্যবসায়ীদের জলপথে ব্যবসা করতে পাঠায়
    এবং ধনসম্পদ দিয়ে দেশটিকে ভরে দিয়েছিল।
শস্যের সন্ধানে এখানকার লোকরা জলপথে ভ্রমণ করে।
    নীলনদের ধারে জন্মানো শস্য সোরের লোকরা কিনে এনে
    অন্য জাতির কাছে তা বিক্রি করে।

সীদোন, তোমার ভীষণ বিষণ্ন হওয়া উচিৎ‌,
    কারণ সমুদ্র ও সমুদ্রের দুর্গ বলছে:
“আমার কোন সন্তান নেই।
    গর্ভ যন্ত্রণা কি তা আমি বুঝিনি।
আমি কোন শিশুর জন্ম দিই নি।
    আমি তরুণ তরুণীদের গড়ে তুলতেও সাহায্য করিনি।”

মিশর, সোর সম্বন্ধে এমন সংবাদ পাবে।
    এই খবর মিশরকে দারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণায় ফেলবে।
মালবাহী জাহাজগুলিকে তর্শীশে ফিরে আসতেই হবে।
    সমুদ্রের ধারে বসবাসকারী লোকদের বিলাপ করতে হবে।
অতীতে সোর শহর আনন্দ, উৎসবে মেতেছে।
    প্রথম থেকেই শহরটি বড় হয়ে চলেছে।
    বসতি স্থাপনের জন্য শহরটির নাগরিকরা দূর দূরান্তে ভ্রমণ করেছে।
    ঐ শহরে বাস করতে দূর দূরান্ত থেকে লোকরা এসেছে।
সোর শহরে অনেক নেতা তৈরী হয়েছে।
    শহরের বণিকরা যেন রাজপুত্র।
এখানকার যে সব লোকরা নানা জিনিসপত্র কেনাবেচা করে তারা সব জায়গায় সম্মান পেয়েছে।
    সুতরাং সোরের বিরুদ্ধে কে পরিকল্পনা করেছিল?
প্রভু সর্বশক্তিমানই এই পরিকল্পনার নেপথ্য কারিগর।
    তিনি তাদের গুরুত্বহীন করার সিদ্ধান্ত নেন।
10 তর্শীশ থেকে আসা মালবাহী জাহাজগুলি স্বদেশে ফিরে যাও।
    সমুদ্রটাকে ছোট নদী মনে করে পেরিয়ে যাও।
    কোন ব্যক্তিই এখন তোমায় থামাবে না।
11 সমুদ্রের ওপরেও প্রভু তাঁর বাহু প্রসারিত করেছেন।
    সোরের বিরুদ্ধে যুদ্ধ করতে অন্যান্য রাজ্যগুলিকে তিনি একত্রিত করছেন।
প্রভু কনানকে তার নিরাপদ জায়গা
    সোরকে ধ্বংস করার আদেশ দিয়েছেন।
12 প্রভু বলেন, “হে সীদোনের কুমারী কন্যা, তুমি ধ্বংস হবে!
    তোমার আনন্দ করবার আর কোন সুযোগ থাকবে না।
কিন্তু সোরের লোকরা বলছে, সাইপ্রাস আমাদের সাহায্য করবে।”
    কিন্তু যদি তুমি সমুদ্র পেরিয়ে সাইপ্রাসে যাও, তাহলে বিশ্রাম করার কোন জায়গা তুমি খুঁজে পাবে না।
13 তাই সোরের লোকরা বলছে, “বাবিলের লোকরা আমাদের সাহায্য করবে।”
    কিন্তু কল‌্দীয়দের দেশের দিকে তাকাও, বাবিল এখন আর দেশ নয়।
অশূররা বাবিলে আক্রমণ চালিয়ে শহরের চারিদিকে দুর্গ তৈরী করেছে।
    সৈন্যরা সুন্দর সুন্দর বাড়িঘর থেকে সব জিনিসপত্র লুঠ করে নিয়েছে।
অশূররা বাবিলকে একেবারে বন্যপ্রাণীদের থাকার জায়গায় পরিণত করেছে।
    তারা বাবিলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
14 সুতরাং তর্শীশ থেকে আসা মালবাহী জাহাজগুলি দুঃখিত হও।
    তোমার নিরাপদ জায়গা (সোর) ধ্বংস হবে।

15 লোকরা প্রায় 70 বছর পর্যন্ত সোরকে ভুলে থাকবে। (এটা কোন রাজার রাজত্ব কালের সীমা।) 70 বছর পর সোরের অবস্থা ঠিক এই গানের মধ্যে বেশ্যার মত হবে:

16 “ওহে বেশ্যা, পুরুষরা তোমায় ভুলে গেছে।
    তুমি বীণা নিয়ে শহর পরিক্রমায় যাও।
মধুর তালে বাজাও এবং তোমার গান মাঝে মাঝে গাও।।
    তাহলে লোকরা হয়তো তোমাকে আবার চিনতে পারবে।”

17 সত্তর বছর পর, প্রভু সোরকে স্মরণ করবেন এবং তাকে তাঁর সিদ্ধান্ত জানাবেন। সোর আবার আগের মতো ব্যবসা শুরু করবে। সোর পৃথিবীর সমস্ত জাতির সঙ্গে বেশ্যাবৃত্তিতে প্রশ্রয় দেওয়া একটি বেশ্যার মত হবে। 18 কিন্তু সে উপার্জনের টাকাপয়সা ধরে রাখতে পারবে না। ব্যবসার লাভের টাকা প্রভুর জন্য সঞ্চিত হবে। যারা প্রভুর সেবা করবে তারাই লভ্যাংশের টাকা পাবে। সুতরাং প্রভুর দাসরা সুন্দর জামাকাপড় পরবে এবং আশ মিটিয়ে খাওয়া-দাওয়া করবে।

ঈশ্বর ইস্রায়েলকে শাস্তি দেবেন

24 দেখো! প্রভু এই দেশকে ধ্বংস করবেন এবং এই দেশ থেকে তিনি সব কিছু ধুয়ে মুছে দেশটিকে পরিষ্কার করবেন। তিনি দেশের লোকদের সুদূরে তাড়িয়ে দেবেন। সেই সময়, সাধারণ লোকরা এবং যাজকগণ সমতুল্য হবে। ক্রীতদাস ও মনিব, দাসী ও কর্ত্রী, ক্রেতা ও বিক্রেতা, ঋণগ্রাহক ও ঋণদাতা সকলে সমান হবে। সমস্ত লোককে দেশের বাইরে যেতে বাধ্য করা হবে। সমস্ত সম্পদ নিয়ে নেওয়া হবে। কারণ প্রভুর আদেশেই ঐসব ঘটনা ঘটবে। দেশটি শূন্য ও দুর্বল হয়ে পড়বে। এই দেশের মহান নেতারা ক্ষমতাহীন হবেন।

এই দেশের লোকরাই দেশের মাটিকে নোংরা করে তুলেছে। কি করে এটা ঘটল? ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে লোকরা ভুল কাজ করেছিল। লোকরা ঈশ্বরের বিধি মানেনি। অনেক দিন আগে লোকরা ঈশ্বরের সঙ্গে একটি চুক্তি করেছিল। কিন্তু সেই সব লোকরাই ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করেছিল। এই দেশের লোকরা তাদের ভুল কাজের জন্য দোষী ছিল। তাই এই দেশকে ধ্বংস করার জন্য ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ। লোকদের শাস্তি দেওয়া হবে। শুধুমাত্র কিছু লোক বেঁচে থাকবে।

দ্রাক্ষা ক্ষেত মৃতপ্রায়। নতুন দ্রাক্ষারস অপেয়। অতীতে মানুষ সুখী ছিল। কিন্তু তারা এখন দুঃখী। 8-9 লোকরা তাদের আনন্দ প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। সমস্ত সুন্দর শব্দ থেমে গিয়েছে। খঞ্জর এবং বীণা থেকে নির্গত মধুর সঙ্গীত থেমে গিয়েছে। দ্রাক্ষারস পানের সময় লোকরা আর আনন্দের গান গায় না। অনুগ্র সুরার স্বাদ এখন লোকদের তেতো লাগে।

10 এই শহর চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। প্রতিটি বাড়ী বন্ধ, তাই কেউ তার নিজের বাড়ীতে ঢুকতে পারছে না। 11 এখন লোকরা হাটে বাজারে দ্রাক্ষারসের খোঁজ করছে। কিন্তু সমস্ত সুখ উবে গেছে। আনন্দ চলে গেছে সহস্র যোজন দূরে। 12 শহরটি ধ্বংস হয়ে পড়ে রয়েছে। এমনকি ফটকগুলিও চূর্ণ-বিচূর্ণ।

13 শস্য সংগ্রহের পরে জলপাই গাছে
    যেমন গুটিকতক জলপাই পড়ে থাকে
ঠিক তেমনি অনেকগুলি জাতির মধ্যে এই দেশও একাকি পড়ে থাকবে।
14 বেঁচে যাওয়া লোকরা চিৎকার করতে শুরু করবে।
    তাদের এই চিৎকার সমুদ্রের গর্জনের থেকেও বেশী হবে।
    প্রভুর মহানুভবতায় তারা সুখী হবে।
15 সেই সব লোকরা বলবে, “প্রাচ্যের মানুষরা প্রভুর প্রশংসা কর!
    দূর দেশের মানুষরা
    প্রভু ইস্রায়েলের ঈশ্বরের নামে প্রশংসা কর।”
16 পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা প্রশংসা গীত শুনব।
    লোকরা গাইবে: “ধার্ম্মিকজনটি, মহিমান্বিত হউন।”
কিন্তু আমি বলি, “আমি মারা যাচ্ছি।
    আমার পক্ষে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠেছে।
    বিশ্বাসঘাতকরা মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে।”

17 এই দেশের অধিবাসীদের বিপদ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি।
    তাদের জন্য পেতে রাখা ফাঁদ, গর্ত এবং ভয় আমি দেখতে পাচ্ছি।
18 লোকরা তাদের বিপদের কথা শুনে ভীত হবে।
    কিছু লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে
কিন্তু তারা গর্তে পড়ে গিয়ে ফাঁদে বন্দী হবে।
    তাদের মধ্যে কয়েক জন গর্ত থেকে উঠে আসবে
    কিন্তু তারা অন্য ফাঁদে ধরা পড়বে।
আকাশে বাঁধের দরজা খুলে যাবে এবং প্লাবন হবে।
    পৃথিবীর ভিতগুলো নড়ে উঠবে।
19 ভূমিকম্প হবে।
    পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে।
20 এই পৃথিবী পাপে ভারাক্রান্ত।
    তাই তা ভারের তলায় চাপা পড়বে।
জীর্ণ বাড়ির মতো তা কেঁপে উঠবে,
    মত্ত মানুষের মতো পড়ে যাবে।
    পৃথিবী পড়ে গেছে এবং আর কখনও উঠে দাঁড়াবে না।

21 সেই সময়ই প্রভু তাঁর বিচার শুরু করবেন।
    তিনি স্বর্গের স্বর্গীয় সেনাদের[a]
    এবং পৃথিবীর পার্থিব রাজাদের বিচার করবেন।
22 তখন বহু মানুষ একত্রিত হবে।
    তাদের মধ্যে কেউ আছে ভূগর্ভস্থ কয়েদে বদ্ধ।
    কেউ আছে কারাগারে।
    কিন্তু অবশেষে, অনেক দিন পরে তাদের সকলের বিচার হবে।
23 জেরুশালেমের সিয়োন পর্বতে প্রভু রাজার মত শাসন করবেন।
    গণ্যমান্য লোকদের উপস্থিতিতে তাঁর উজ্জ্বল মহিমা প্রকাশিত হবে।
    তাঁর মহিমা এত উজ্জল হবে যে তা দেখে
    চাঁদ বিহবল হবে এবং সূর্য লজ্জা পাবে।

ঈশ্বরের প্রতি প্রার্থনাগীত

25 প্রভু, আপনিই আমার ঈশ্বর।
আপনাকে আমি সম্মান করি এবং আপনার নামের প্রশংসা করি।
    আপনি বিস্ময় সৃষ্টি করেছেন।
বহুদিন আগে আপনি যা যা বলেছিলেন তা বর্ণে বর্ণে সত্যে পরিণত হয়েছে।
    আপনি যা যা ঘটার কথা বলেছিলেন ঠিক তাই তাই ঘটেছে।
আপনি শহর ধ্বংস করেছেন।
    যে শহর ছিল শক্তিশালী প্রাচীর দিয়ে ঘেরা তা এখন ধ্বংসস্তূপ মাত্র।
বিদেশী প্রাসাদ সব ধ্বংস হয়ে গিয়েছে।
    তা আর কোন দিনও নির্মাণ করা যাবে না।
শক্তিমান দেশগুলি আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে।
    শক্তিশালী শহরের ক্ষমতাবান লোকরা আপনাকে ভয় পাবে এবং সম্মান করবে।
প্রভু আপনিই দরিদ্রদের কাছে এক নিরাপদ আশ্রয়।
    এদের পরাজিত করতে প্রভুত সমস্যা শুরু হবে।
    কিন্তু আপনি তাদের রক্ষা করবেন।
প্রভু, আপনি লোকদের কাছে বন্যা ও দাবদাহ থেকে রক্ষা পাবার মতো সুরক্ষিত গৃহ।
    ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মতো সংকটসমূহ আসবে এবং দেওয়ালে ধাক্কা মারবে, কিন্তু গৃহের ভেতরের লোকরা আঘাত পাবে না।
শত্রুরা এসে চিৎকার চেঁচামেচি গোলমাল শুরু করবে।
    ভয়ঙ্কর শত্রুরা আরও ভয়ঙ্কর হয়ে উঠে আহবান জানাবে।
কিন্তু ঈশ্বর আপনিই তাদের থামিয়ে দেবেন।
    যদিও গ্রীষ্মে মরুভূমিতে কয়েকটি উদ্ভিদ জন্মায়, পরিশেষে তারা শুকিয়ে যাবে এবং ভূমিতে পতিত হবে।
একইভাবে, আপনিও আপনার শত্রুদের পরাজিত করবেন এবং তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন।
    ঘন মেঘ যেমন গ্রীষ্মের প্রখর উত্তাপকে আটকে দেয় ঠিক সেইভাবে আপনিও শত্রুদের ভয়ঙ্কর চিৎকার থামিয়ে দেবেন।

অনুগতদের জন্য ঈশ্বরের মহাভোজ

সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্যায়িত করবেন। সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে। মাংস হবে নরম ও সুস্বাদু।

কিন্তু এখন, সমস্ত জাতি ও লোকদের একটি ঘোমটা আচ্ছাদিত করছে। তিনি এই ঘোমটা নষ্ট করে দেবেন। কিন্তু মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে। আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিয়ে দেবেন। অতীতে তাঁর সমস্ত অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ন। কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্নতা। এ সমস্তই ঘটবে কারণ প্রভু এসব ঘটনার কথাই বলেছেন।

সে সময় লোকরা বলবে,
    “এই তো আমাদের ঈশ্বর।
তিনিই সেই যাঁর জন্য আমরা প্রতীক্ষারত।
    তিনি আমাদের রক্ষা করতে এসেছেন।
আমরা আমাদের প্রভুর প্রতীক্ষায় আছি।
    তাই তিনি আমাদের রক্ষা করার সময় আমরা সুখী এবং আনন্দিত হব।”
10 এই পর্বতে প্রভুর শক্তি বিরাজমান।
    তাই মোয়াব পরাজিত হবে।
আবর্জনার স্তূপে খড়ের ওপর দিয়ে হেঁটে যাবার মতো
    প্রভু শত্রুদের পদদলিত করবেন।
11 সাঁতার কাটা মানুষের মতো প্রভু তাঁর বাহু প্রসারিত করে
    লোকে যেসব জিনিস নিয়ে গর্ব করে সেসব জিনিসকে একত্রিত করবেন।
তিনি মানুষের তৈরী সুন্দর সুন্দর জিনিসগুলোকে
    দূরে ছুঁড়ে ফেলে দেবেন।
12 প্রভু মানুষের লম্বা প্রাচীর ও নিরাপদ জায়গাগুলিকে ধ্বংস করে
    মাটির ধূলোয় মিশিয়ে দেবেন।

ঈশ্বরের প্রশংসা গীত

26 সে সময়ে যিহূদার লোকরা এই গান গাইবে:

প্রভু আমাদের পরিত্রাণ দিন।
    আমাদের একটি শক্তিশালী দুর্ভেদ্য নগর আছে।
ফটকগুলি খোলো। এক ন্যায়পরায়ণ জাতি প্রবেশ করবে।
    এরা ঈশ্বরের সুশিক্ষা মেনে চলে।

প্রভু, যেসব লোকরা আপনার ওপর নির্ভর করে
    এবং আপনার ওপর আস্থা রাখে
    তাদের প্রকৃত শান্তি দিন।

সদা সর্বদা প্রভুকে বিশ্বাস কর।
    তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়।
কিন্তু প্রভু দাম্ভিক শহরকে ধ্বংস করবেন
    এবং তার অধিবাসীদের শাস্তি দেবেন।
দাম্ভিক শহরকে তিনি মাটিতে ছুঁড়ে ফেলবেন।
    সেই শহর ধূলোয় মুখ থুবড়ে পড়বে।
তখন দীনহীন এবং বিনয়ী মানুষরা সেই ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাবে।

সততাই ভাল লোকের বেঁচে থাকার পথ।
    যা কিছু সরল ও সত্য ভাল লোকরা তাকেই অনুসরণ করে।
ঈশ্বর আপনি সেই পথকে মসৃণ করুন
    যাতে সহজে তাকে মেনে চলা যায়।
কিন্তু প্রভু আমরা আপনার বিচারের দিকে তাকিয়ে রয়েছি।
    আমাদের আত্মাগুলি আপনাকে এবং আপনার নামকে স্মরণ করতে চাইছে।
আমার আত্মা আপনার সাথে রাত্রিবাস করতে চায়।
    আমার আত্মা প্রতিটি নতুন দিনের ভোরে আপনার সঙ্গে থাকতে চায়।
পৃথিবীতে আপনার বিচার যখন নেমে আসবে
    তখন মানুষ বেঁচে থাকার সঠিক পথ শিখবে।
10 দুষ্ট লোকদের প্রতি যদি আপনি শুধু দয়া দেখান
    তাহলে তারা কোন কিছু ভাল করতে শিখবে না।
এমনকি দুষ্ট লোকরা ভালো পৃথিবীতে বাস করলেও তারা খারাপ কাজ করবে।
    তারা কখনও প্রভুর মহত্ব দেখতে পায় না।
11 কিন্তু প্রভু সেই সব লোকদের শাস্তি দেবার জন্য প্রস্তুত হোন।
    নিশ্চিত ভাবেই তারা এটা দেখতে পাবে।
তারা কি এটা দেখতে পাবে না?
    প্রভু, দুষ্টরা দেখুক যে আপনার লোকদের জন্য আপনার যে ভালবাসা তা খুব দৃঢ়।
    নিশ্চিতভাবে তারা লজ্জিত হবে।
    আপনার শত্রুদের জন্য যে আগুন রাখা আছে তা ওদের পুড়িয়ে শেষ করে ফেলুক।
12 প্রভু, আমরা যে সব কাজ করার চেষ্টা করেছিলাম সে সব কাজে আপনি সফল হয়েছেন।
    তাই আমাদের শান্তি দিন।

ঈশ্বর তাঁর লোকদের নতুন জীবন দেবেন

13 প্রভু আপনিই আমাদের ঈশ্বর, কিন্তু অতীতে আমরা অন্য দেবতাদের মেনে চলতাম।
আমরা ছিলাম অন্য মনিবদের।
    কিন্তু এখন আমরা লোকদের শুধু আপনার নামই স্মরণ করাতে চাই।
14 সেই সব মৃত দেবতারা বেঁচে ওঠে না।
    সেই সব প্রেতগণ মৃত্যু থেকে আর জেগে ওঠে না।
আপনি তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
    এবং তাদের সম্বন্ধে আমাদের ভাবনা উদ্রেক করবার যা কিছু তা সবই আপনি ধ্বংস করেছেন।
15 হে প্রভু, এই জাতিতে আরো যোগ কর।
    এতে যোগ কর এবং সম্মানিত হও।
    দেশটির সর্বদিকের সীমা বৃদ্ধি কর।
16 প্রভু, লোকে যখন বিপদে পড়ে, তখন আপনাকে স্মরণ করে।
    আপনি যখন তাদের শাস্তি দেন, তখন তারা আপনার কাছে নীরব প্রার্থনা করে।
17 ঠিক যেমন একটি গর্ভবতী মহিলা জন্ম দিতে যাচ্ছে
    এবং প্রসব যন্ত্রনায় চিৎকার করে কাঁদে,
    তেমনি, হে প্রভু, আমরা আপনার সামনে এসেছি।
18 একইভাবে, আমাদের যন্ত্রণা আছে
    এবং আমরা জন্ম দিই, কিন্তু শুধুই বাতাস।
আমরা পৃথিবীর জন্য নতুন মানুষ তৈরী করতে পারি না।
    আমরা দেশের জন্য মুক্তি আনতে পারি না।
19 কিন্তু প্রভু বলেন,
“তোমাদের লোকরা মারা গিয়েছে,
    তবে তারা আবার বেঁচে উঠবে।
আমার মানুষদের মৃতদেহগুলি
    মৃত্যু থেকে জেগে উঠবে।
মৃত মানুষরা মাটিতে উঠে দাঁড়াবে এবং সুখী হবে।
    তোমাদের আচ্ছাদিত শিশিরসমূহ নতুন দিনের আলোর মতো ঝলমল করবে।
এর অর্থ এই—নতুন সময় আসছে
    যখন পৃথিবী মৃত মানুষদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে।”

বিচার: পুরস্কার অথবা শাস্তি

20 আমার লোকরা, তোমরা তোমাদের ঘরের ভেতরে যাও।
    দরজা বন্ধ কর।
ক্ষণিকের জন্য লুকিয়ে ঘরে থাক।
    ততক্ষণ পর্যন্ত লুকাও যতক্ষণ না ঈশ্বরের ক্রোধ পড়ে যায়।
21 পৃথিবীর লোকদের কুকর্মের বিচার করতে
    প্রভু জেরুশালেমের মন্দির ছেড়ে চলে যাবেন।
পৃথিবী নিহত লোকদের রক্ত প্রকাশিত করবে।
    পৃথিবী আর মৃত মানুষদের আচ্ছাদিত করবে না।

27 সেই সময় প্রভু তাঁর শত্রুদের বিরুদ্ধে মামলা রুজু করবেন।
তিনি লিবিয়াথন, বাঁকা সাপটিকে শাস্তি দেবেন।
    ঐ প্যাঁচানো সাপটিকে তাঁর বিরাট এবং শক্তিশালী তরবারি দিয়ে শাস্তি দেবেন।
    এবং তিনি ঐ সামুদ্রিক দৈত্যকে হত্যা করবেন।

সে সময়, একটি মনোরম দ্রাক্ষাক্ষেত থাকবে।
    সেখানকার জমি তৈরীর কাজ শুরু কর।
“আমি, প্রভু, সেই বাগানে ঠিক সময়ে জল দেব।
    দিন রাত্রি পাহারা দেব, তার যত্ন নেব।
    কেউ সেই বাগানের ক্ষতি করতে পারবে না।
আমি ক্রুদ্ধ নই,
কিন্তু যুদ্ধ করবার জন্য কেউ একটি কাঁটাঝোপের বেড়া তৈরী করবার চেষ্টা করুক,
    আমি তার ওপরে মাড়িয়ে এগিয়ে যাব এবং তাকে পুড়িয়ে ফেলব।
যদি কেউ নিরাপত্তা ও শান্তির জন্য আমার কাছে আসে, তবে তাকে আসতে দাও।
    এবং আমার শান্তি তাকে পেতে দাও।
লোকরা আমার কাছে আসবে।
    সেই সব লোকরা যাকোবকে দৃঢ়মূল বৃক্ষের মতো শক্তিশালী হতে সাহায্য করবে।
তারা উদ্ভিদের ফুটে ওঠার মতো ইস্রায়েলের বৃদ্ধিতে সাহায্য করবে।
    তখন দেশটি গাছের ফলের মতো ইস্রায়েলের শিশুতে ভরে যাবে।”

ঈশ্বর ইস্রায়েলকে দূরে ঠেলে দেবেন

প্রভু কিভাবে তার লোকদের শাস্তি দেবেন? অতীতে শত্রুরা লোকদের আঘাত করেছিল। প্রভু কি একই উপায়ে তাদের আঘাত করবেন? অতীতে অনেক লোককে হত্যা করা হয়েছিল। প্রভু কি একইভাবে অনেক লোককে হত্যা করবেন?

ইস্রায়েলকে দূরে সরিয়ে দিয়ে ঈশ্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। তিনি তাকে তাঁর ঝোড়ো বাতাস দিয়ে সরিয়ে দিয়েছিলেন, ঠিক সেই দিনের মত যখন পূবের বাতাস বয়।

যাকোবের দোষকে কিভাবে ক্ষমা করা হবে? তার পাপ দূরীভূত হওয়ার জন্য কি ঘটবে? এইগুলি ঘটবে: বেদীর পাথরগুলি চূর্ণ হয়ে ধূলোয় পরিণত হবে। মূর্ত্তিগুলি ও বেদীগুলি ধ্বংস করা হবে।

10 সেই সময় বিশাল শহরটি হবে পরিত্যক্ত। এটার অবস্থা হবে মরুভূমির মতো। সমস্ত মানুষ ছুটে পালাবে। শহরটি হবে চারণভূমির মত মুক্ত। সেখানে গবাদি পশুরা ঘাস খাবে। তারা দ্রাক্ষা গাছ থেকে পাতা ছিঁড়ে খাবে। 11 দ্রাক্ষা ক্ষেত শুষ্ক হয়ে যাবে। তার শাখাগুলি ভেঙে পড়বে। মহিলারা সেগুলিকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করবে।

লোকে বুঝতে চাইবে না, তাই প্রভু, তাদের সৃষ্টিকর্তা তাদের স্বস্তি দেবেন না, তাদের প্রতি দয়ালুও হবেন না।

12 সেই সময় প্রভু তার লোকদের অন্যদের থেকে আলাদা করতে শুরু করবেন। ফরাৎ নদীর কিনারা থেকে তিনি শুরু করবেন।

তিনি তাঁর লোকদের এই নদী থেকে মিশরের নদী পর্যন্ত একত্রিত করবেন। 13 ইস্রায়েলের লোকরা এক এক করে সংঘবদ্ধ হবে। অশূরের হাতে আমার অনেক লোক হারিয়ে গেছে। আমার কিছু লোক মিশরে পালিয়ে গেছে। কিন্তু সেই সময়ে বেজে উঠবে এক দারুন তূর্যধ্বনি। এবং সেই সব লোকরা জেরুশালেমে ফিরে আসবে। তারা সেই পবিত্র পর্বতের ওপর প্রভুর সামনে নতজানু হবে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International