Revised Common Lectionary (Semicontinuous)
40 ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন।
তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!
41 ঈশ্বর তাঁর লোকেদের,[a] কেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন।
ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন।
42 ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো
এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো।
43 ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন
কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।[b]
অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল।
44 কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে
এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন।
45 ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন
এবং তাঁর মহৎ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন।
46 অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো।
কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন।
47 হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন!
আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন
যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি
এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি।
48 ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর। ঈশ্বর চির বিরাজমান
এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন।
সব লোকরা বলল, “আমেন!”
প্রভুর প্রশংসা কর!
ধ্বংস আসছে
17 তোমাদের যথাসর্বস্ব নিয়ে চলে যাবার জন্য তৈরী হও।
যিহূদার লোকরা তোমরা শহরের মধ্যে বন্দী হয়ে আছো
এবং তোমাদের চারিদিকে শত্রুরা ঘিরে রয়েছে।
18 প্রভু বললেন,
“এই বার আমি যিহূদার লোকদের এই দেশের বাইরে বার করে দেব।
আমি তাদের কাছে যন্ত্রণা ও অশান্তি আনব।
তারা যাতে উচিৎ শিক্ষা পায় তার জন্য আমি এগুলি করব।”
19 হায় আমি (যিরমিয়) খুব বাজেভাবে আঘাত পেয়েছি।
এই আঘাতে আমি আহত এবং সেরে উঠতে পারব না।
তবুও আমি নিজেকে বললাম, “এটা আমার অসুখ
এবং এর মধ্যে দিয়েই আমাকে কষ্ট পেতে হবে।”
20 আমার তাঁবু ধ্বংস হয়ে গিয়েছে।
তাঁবুর সমস্ত দড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।
আমার সন্তানরা আমায় ত্যাগ করে চলে গিয়েছে।
আমার তাঁবু খাটিয়ে দেবার জন্য কোন লোক নেই।
আমাকে স্থায়ী একটা আস্তানা
গড়ে দেবার জন্যও কেউ নেই।
21 মেষপালকরা হল নির্বোধ।
তারা প্রভুকে খোঁজার চেষ্টা করেনি।
তারা জ্ঞানী নয়, তাই তাদের মেষের পাল
বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হারিয়ে গিয়েছে।
22 শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে।
একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে।
যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে।
সেখানে শুধু শেয়াল চরে বেড়াবে।
23 প্রভু, আমি জানি যে লোকরা সত্যি সত্যি জানে না কি করে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হয়।
লোকরা সত্যি সত্যি জানে না কিভাবে সঠিক পথে জীবনযাপন করতে হয়।
24 প্রভু, আমাদের শোধন করুন!
কিন্তু ন্যায়নিষ্ঠ হোন।
ক্রোধে আমাদের আর শাস্তি দেবেন না!
অথবা আপনি আমাদের ধ্বংস করে দেবেন!
25 যদি আপনি ক্রুদ্ধ হন তাহলে অন্য দেশগুলিকে শাস্তি দিন।
তারা আপনাকে চেনে না, সম্মান করে না।
তারা আপনার উপাসনাও করে না।
ওই দেশগুলি যাকোবের পরিবারকে ধ্বংস করেছিল।
ধ্বংস করেছিল ইস্রায়েলকে।
তারা ধ্বংস করেছিল ইস্রায়েলের স্বদেশকে।
ব্যবস্থার শিক্ষকদের প্রতি সতর্কবাণী
(মথি 23:1-36; মার্ক 12:38-40; লূক 11:37-54)
45 সমস্ত লোক যখন এসব কথা শুনছিল, তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, 46 “ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান। তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটে বাজারে লোকদের কাছ থেকে সম্মান পেতে ভালবাসে; আর সমাজগৃহে বিশেষ সম্মানের স্থানে বসতে ও ভোজসভায় সম্মানের আসন দখল করতেও ভালবাসে। 47 তারা একদিকে লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে, অপরদিকে বিধবাদের সর্বস্ব গ্রাস করে, এদের ভয়ঙ্কর শাস্তি হবে।”
প্রকৃত দান
(মার্ক 12:41-44)
21 যীশু তাকিয়ে দেখলেন, ধনী লোকেরা মন্দিরের দানের বাক্সে তাদের দান রাখছে। 2 এরই মাঝে একজন অতি গরীব বিধবা তাতে খুব ছোট্ট ছোট্ট তামার মুদ্রা রাখল। 3 তখন যীশু বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, এই গরীব বিধবা অন্য আর সকলের থেকে অনেক বেশী দান করল। 4 আমি একথা বলছি কারণ অন্য আর সব লোক তাদের সম্পত্তির বাড়তি অংশ ঐ বাক্সে ফেলে গেল, কিন্তু এই বিধবার অভাব থাকা সত্ত্বেও জীবন ধারণের জন্য তার যা সম্বল ছিল, তার সবটাই দিয়ে গেল।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International