Revised Common Lectionary (Semicontinuous)
40 ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন।
তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!
41 ঈশ্বর তাঁর লোকেদের,[a] কেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন।
ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন।
42 ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো
এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো।
43 ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন
কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।[b]
অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল।
44 কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে
এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন।
45 ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন
এবং তাঁর মহৎ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন।
46 অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো।
কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন।
47 হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন!
আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন
যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি
এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি।
48 ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর। ঈশ্বর চির বিরাজমান
এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন।
সব লোকরা বলল, “আমেন!”
প্রভুর প্রশংসা কর!
প্রভু এবং মূর্ত্তিরা
10 ইস্রায়েলীয়রা, প্রভুর কথা শোন! 2 প্রভু যা বলেছেন তা হল:
“ভিন দেশীয়দের মতো বাস কোরো না।
আকাশে বিশেষ চিহ্ন দেখে ভীত হয়ো না।
অন্য দেশের লোকেরা এই চিহ্ন দেখে ভীত।
কিন্তু তোমরা এসব দেখে ভয় পেয়ো না।
3 অন্য দেশের রীতি কোন কিছুর যোগ্য নয়।
কারণ তাদের দেবতা কিছু নয়, শুধু মূর্ত্তি মাত্র।
তাদের মূর্ত্তি প্রতিমা ছোট্ট কাঠের তৈরী।
শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তাকে মূর্ত্তিসমূহের রূপ দিয়েছিল।
4 সেই মূর্ত্তিকে সুন্দর করে তোলার জন্য কাঠের মূর্ত্তিতে সোনা রূপো লাগিয়েছে।
তারপর সেই মূর্ত্তিরা যাতে পড়ে না যায় তার জন্য
তারা হাতুড়ি ও পেরেকের সাহায্যে তাদের মাটিতে আবদ্ধ করেছে।
5 অন্যান্য জাতিসমূহের মূর্ত্তিগুলো তরমুজ ক্ষেতে কাকতাড়ুয়ার মত।
ঐ মূর্ত্তিরা কথা বলতে পারে না।
তারা নিজের পায়ে হাঁটতে পারে না।
তাই লোকরা তাদের কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়।
সুতরাং ঐ মূর্ত্তিদের ভয় পেও না।
তারা তোমাদের যেমন সাহায্য করতে পারবে না,
তেমন কোন ক্ষতিও করতে পারবে না।”
6 প্রভু আপনি মহান!
আপনার মতো আর কেউ নেই।
আপনার নাম হল মহান এবং শক্তিমান!
7 হে ঈশ্বর, প্রত্যেকের আপনাকে সম্মান জানানো উচিৎ।
আপনি হলেন সমস্ত দেশের রাজা।
আপনি তাদের সম্মান পাওয়ার যোগ্য।
জাতিগুলির মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, কিন্তু কেউ আপনার মতো বিজ্ঞ নয়।
8 অন্য দেশের সমস্ত লোকরা হল নির্বোধ।
তাদের শিক্ষামালা আসে মূল্যহীন কাঠের মূর্ত্তিসমূহ থেকে।
তাদের দেবতারা হল শুধুমাত্র কাঠের মূর্ত্তি।
9 তারা সেই মূর্ত্তি তৈরী করতে তর্শীশের রূপো
এবং ঊফসের সোনা ব্যবহার করেছে।
ছুতোর মিস্ত্রী এবং স্বর্ণকার শ্রমিকরা তাদের সেই মূর্ত্তিদের তৈরী করেছে।
তারা সেই মূর্ত্তিদের বেগুনী ও নীল রঙের পোশাক পরিয়েছে।
“দক্ষ কারিগররা” ঐ “দেবতাদের” তৈরী করেছে।
10 কিন্তু প্রভুই হলেন সত্যিকারের ঈশ্বর।
তিনিই একমাত্র ঈশ্বর যিনি জীবিত।
তিনি হলেন সর্বকালের রাজা।
ঈশ্বর ক্রুদ্ধ হলে পৃথিবী কেঁপে ওঠে
এবং সেই ক্রোধ থামানোর ক্ষমতা ঐ ভিনদেশীদের নেই।
11 প্রভু বললেন, “এই বার্তা ঐ লোকদের জানিয়ে দাও।
‘ঐ ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরী করেনি।
তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ ও মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে।’”
12 ঈশ্বর হলেন সেই একজন যিনি এই পৃথিবী তৈরী করতে
তাঁর শক্তি ব্যবহার করেছিলেন।
ঈশ্বর তাঁর জ্ঞান দিয়ে এই পৃথিবীকে তৈরী করেছেন।
তাঁর জ্ঞান ও বোধশক্তি দিয়ে পৃথিবীর ওপরে আকাশের আচ্ছাদন তৈরী করেছেন।
13 ঈশ্বরই উচ্চ বজ্রনির্ঘোষ, বন্যা ও বৃষ্টির কারণ।
তিনিই পৃথিবীর সর্বত্র মেঘের সৃষ্টি করেছেন।
তিনিই বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ পাঠান।
তিনিই হাওয়ার সৃষ্টি করেন।
14 মানুষ এতো বোকা!
নিজের হাতে তৈরী মূর্ত্তিদের কাছেই স্বর্ণকার শ্রমিকরা বোকা বনে গেল।
ঐ মূর্ত্তিরা মিথ্যে ছাড়া আর কিছু নয়,
ওরা বোধ-বুদ্ধিহীন।
15 ঐ মূর্ত্তিরা কোন কিছুর যোগ্য নয়।
ওদের নিয়ে কৌতুক করা যায়।
বিচারের সময় ঐ মূর্ত্তিদের ধ্বংস করা হবে।
16 কিন্তু যাকোবের ঈশ্বর ঐ মূর্ত্তিদের মতো নয়।
ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন।
ইস্রায়েলের পরিবারবর্গকে তিনি তাঁর নিজের লোক বলে নির্বাচন করেছিলেন।
ঈশ্বরের নাম হল “প্রভু সর্বশক্তিমান।”
19 আমি স্বাধীন! আমি কারোর অধীনে নেই, তবু আমি সকলের দাস হলাম, যাতে অনেককে আমি খ্রীষ্টের জন্য লাভ করতে পারি। 20 ইহুদীদের জয় করার জন্য আমি ইহুদীদের কাছে ইহুদীদের মতো হলাম। যারা বিধি-ব্যবস্থার অধীনে জীবন কাটাচ্ছে, তাদের লাভ করার জন্য আমি নিজে বিধি-ব্যবস্থার অধীন না হলেও আমি তাদের মত হলাম। 21 আবার যারা বিধি-ব্যবস্থার অধীনে নেই তাদের জয় করার জন্য আমি তাদের মতো হলাম। অবশ্য এর মানে এই নয় যে আমি বিধি-ব্যবস্থা মানি না, আমি তো খ্রীষ্টের বিধি-ব্যবস্থার অধীনে জীবনযাপন করছি। 22 যারা দুর্বল, তাদের কাছে আমি দুর্বল হলাম, যেন তাদেরকে জয় করতে পারি। আমি সকলের কাছে তাদের মনের মত হলাম, যাতে সম্ভাব্য সকল উপায়ে তাদের বাঁচাতে পারি। 23 আমি এসব সুসমাচারের জন্যই করি, যেন এর আশীর্বাদের সহভাগী হই।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International