Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 79:1-9

আসফের প্রশংসা গীতের অন্যতম।

79 হে ঈশ্বর, অন্য জাতিসমূহের কিছু লোক আপনার লোকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলো।
    ওই সব লোক আপনার পবিত্র মন্দির ধ্বংস করেছে।
    ওরা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
হিংস্র পাখীদের খাওয়ানোর জন্য ওরা আপনার সেবকদের দেহ ফেলে রেখে গেছে।
    বুনো পশুদের খাওয়ানোর জন্য ওরা আপনার অনুগামীদের দেহ ফেলে রেখে গেছে।
হে ঈশ্বর, যতক্ষণ না জলের মত রক্ত বয়েছে, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার লোকদের হত্যা করেছে,
    মৃতদেহগুলোকে কবর দেওয়ার মত একজনও অবশিষ্ট নেই।
আমাদের চারপাশের দেশগুলো আমাদের অপমান করেছে।
    আমাদের চারপাশের লোকেরা আমাদের নিয়ে উপহাস করেছে এবং আমাদের নিয়ে মজা করেছে।
ঈশ্বর, চিরদিনই কি আপনি আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবেন?
    আপনার তীব্র আবেগ কি আগুনের মতই জ্বলতে থাকবে?
হে ঈশ্বর, যে সব জাতি আপনাকে জানে না তাদের ওপর আপনার ক্রোধ দেখান।
    সেই সব রাজ্য যারা আপনার নামের উপাসনা করে না, তাদের ওপর আপনার ক্রোধ উজাড় করে দিন।
ওইসব জাতি যাকোবকে বিনষ্ট করেছে।
    ওরা যাকোবের দেশকে ধ্বংস করেছে।
ঈশ্বর, আমাদের পূর্বপুরুষের পাপের জন্য আমাদের শাস্তি দেবেন না।
    শীঘ্রই আপনার করুণা প্রদর্শন করুন!
    আমাদের ভীষণভাবে আপনাকে প্রয়োজন!
হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের সাহায্য করুন! সাহায্য করুন! পরিত্রাণ করুন!
    তা আপনার নামের মহিমা এনে দেবে।
আপনার নামের ধার্ম্মিকতার জন্য
    আমাদের পাপ মুছে দিন।

যিরমিয় 8:1-13

এই হল প্রভুর বার্তা: “সেই সময় যিহূদার রাজা এবং গুরুত্বপূর্ণ কর্মচারীদের অস্থিসমূহ, যাজকগণ ও ভাববাদীগণের অস্থিসমূহ এবং জেরুশালেমের লোকদের অস্থিসমূহ তাদের কবরগুলির থেকে বার করে আনা হবে। তারপর তারা সংগ্রহ করা সমস্ত অস্থি ছড়িয়ে দেবে আকাশভরা সূর্য, চন্দ্র এবং তারাদের নীচে এই মাটিতে। জেরুশালেমের লোকরা সূর্য, চন্দ্র, তারাদের ভালোবাসতো। তারা ওদের সেবা করতো, অনুসরণ করতো, উপদেশ চাইতো এবং পূজা করতো। কিন্তু কেউ সেই অস্থি একত্রিত করে পুনরায় সমাধিস্থ করবে না। সুতরাং সেই অস্থিগুলো পশুদের বিষ্ঠার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে।

“আমি জোর করে যিহূদার লোকদের ভিটেমাটি ছাড়া করব। তাদের বিদেশের মাটিতে পাঠিয়ে দেব। যুদ্ধে যে সমস্ত যিহূদার মানুষ বেঁচে গিয়েছে তারাও মৃত্যু কামনা করবে।” এই ছিল প্রভুর বার্তা।

পাপ এবং শাস্তি

“যিরমিয় এই কথাগুলি যিহূদার লোকদের বলে দাও: ‘প্রভু এই কথাগুলি বললেন:

“‘যদি কোন মানুষ পড়ে যায়,
    সে আবার উঠে দাঁড়ায়
এবং যদি কেউ ভুল পথে যায় সে আবার সঠিক পথে ফিরে আসে।
    যিহূদার লোকরা ভুল পথে গিয়েছিল।
কিন্তু জেরুশালেমের ঐসব লোকরা
কেন সেই একই ভুল পথে চলতে লাগল?
তারা ফিরে এল না,
    বরং তারা নিজেদের তৈরী মিথ্যেকেই বিশ্বাস করল।
আমি তাদের কথা মন দিয়ে শুনেছি।
    কিন্তু তারা সততার সঙ্গে কথা বলে না।
তাদের পাপের জন্য তারা দুঃখ প্রকাশ করল না।
    তারা চিন্তা করল না তারা কতখানি অসৎ‌।
তারা চিন্তা না করে কাজ করে।
    তারা যুদ্ধক্ষেত্রে ছুটে বেড়ানো ঘোড়াদের মত।
এমন কি আকাশের পাখীরাও
    কাজ করবার সঠিক সময়টি জানে।
সারস, পায়রা, বেগবান এবং গায়ক পাখীরাও জানে
    নতুন বাসায় কখন উড়ে যেতে হয়।
কিন্তু আমার লোকরা জানেনা প্রভু তাদের কাছ থেকে কি চান।

“‘তোমরা বলে চলেছো, “আমরা প্রভুর শিক্ষায় জ্ঞানী হয়ে উঠেছি!”
কিন্তু তা সত্যি নয়। কারণ শাস্ত্রবিদরা মিথ্যা লিখেছিলেন।
ঐ “জ্ঞানী ব্যক্তিরা” প্রভুর শিক্ষামালা মেনে চলতে অস্বীকার করেছে।
    সুতরাং তারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি নয়।
সেই “জ্ঞানী ব্যক্তিদের” ফাঁদে ফেলা হয়েছিল।
    তারা বিহ্বল এবং লজ্জিত হয়েছে।
10 তাই আমি তাদের স্ত্রীদের অন্য পুরুষদের হাতে তুলে দেব।
    আমি তাদের জমিসমূহ দান করে দেব অন্য মালিকদের।
ক্ষুদ্র থেকে গুরুত্বপূর্ণ সবাই শুধু বেশী পয়সা চায়।
    ভাববাদী থেকে যাজকদের প্রত্যেকেই মিথ্যা কথা বলে।
11 আমার লোকরা খুব বাজে ভাবে আহত হয়েছে।
    কিন্তু ভাববাদী ও যাজকরা ক্ষতগুলিতে পট্টি বেঁধে দেবার বদলে ওগুলোকে সামান্য আঁচড় বলে গণ্য করেছে।
তারা বলে, “সব কিছু ঠিকঠাক আছে!”
    আসলে কিছুই ঠিক নেই!
12 মন্দ কাজের জন্য তাদের লজ্জিত হওয়া উচিৎ‌।
    কিন্তু তারা এতটুকু লজ্জিত নয়।
তারা তাদের পাপের ব্যাপারে যথেষ্ট বিব্রত নয়।
    তাই অন্যদের মতো তারাও শাস্তি পাবে।
    যখন আমি অন্যদের শাস্তি দেব তখন তাদেরও ছুঁড়ে ফেলব মাটিতে।’”
প্রভু এই কথাগুলি বললেন।

13 “‘তোমাদের ফসল ঘরে তোলার উৎসব আর পালিত হবে না।
    আমি তোমাদের সমস্ত ফল ও শস্যসমূহ কেড়ে নেব তাই আর ফসল তোলা হবে না।
এই ছিল প্রভুর বার্তা।
    দ্রাক্ষা-ক্ষেতে কোন দ্রাক্ষা থাকবে না এবং কোন ডুমুর গাছ থাকবে না।
এমন কি গাছের পাতা পর্যন্ত শুকিয়ে যাবে।
    আমি তোমাদের যা দিয়েছিলাম সব কিছু নিয়ে নেব।’”

রোমীয় 8:31-39

খ্রীষ্ট যীশুর মধ্যেই ঈশ্বরের ভালবাসা

31 এইসব দেখে আমরা কি বলব? ঈশ্বর যখন আমাদেরই পক্ষে তখন আমাদের বিপক্ষে কে যাবে? 32 যিনি তাঁর নিজ পুত্রকেই নিষ্কৃতি দেন নি, এমন কি আমাদের সকলের জন্যে তাঁকে মৃত্যুর হাতে সঁপে দিলেন, তখন তিনি তাঁর পুত্রদানের সঙ্গে সবকিছুই কি আমাদের দান করবেন না? 33 ঈশ্বর নিজের বলে যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ কে আনবে? ঈশ্বরই তাদের ধার্মিক করেছেন। 34 খ্রীষ্ট যীশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডানদিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করছেন। 35 খ্রীষ্টের ভালবাসা থেকে কোন কিছুই কি আমাদের বিচ্ছিন্ন করতে পারে? দুঃখ, দুর্দশা, ক্লেশ, সঙ্কট, তাড়না, দুর্ভিক্ষ, নগ্নতা বা প্রাণসংশয় কি তরবারির মৃত্যু? 36 যেমন শাস্ত্রে লেখা আছে:

“তোমার জন্য আমরা সমস্ত দিন মৃত্যুবরণ করছি।
    লোকচক্ষে আমরা বলির মেষের মতো।” (A)

37 কিন্তু ঈশ্বর, যিনি আমাদের ভালবাসেন তাঁর দ্বারা আমরা ঐ সবকিছুতে পূর্ণ বিজয়লাভ করি। 38-39 কারণ আমি নিশ্চিতভাবে জানি যে কোন কিছুই প্রভু যীশু খ্রীষ্টের নিহিত ঐশ্বরিক ভালবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না, মৃত্যু বা জীবন, কোন স্বর্গদূত বা প্রভুত্বকারী আত্মা, বর্তমান বা ভবিষ্যতের কোন কিছু, উর্দ্ধের বা নিম্নের কোন প্রভাব কিংবা সৃষ্ট কোন কিছুই আমাদের সেই ভালবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International