Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 121

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

121 সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি।
    কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে?
আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে,
    যে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না।
    তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়বেন না।
ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না।
    ঈশ্বর কখনও নিদ্রা যান না।
প্রভুই তোমার রক্ষাকর্তা।
    তাঁর মহৎ‌‌ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন।
দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারে না।
    রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না।
সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন।
    প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন।
যখনই তুমি আসবে এবং যাবে তখন প্রভু তোমায় সাহায্য করবেন।
    প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন!

গীতসংহিতা 123-125

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

123 হে ঈশ্বর, আমি আমার নয়ন যুগল ঊর্দ্ধে তুলি এবং আপনার কাছে প্রার্থনা করি।
    স্বর্গে আপনি রাজার মত বসেন।
দাসরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য
    তাদের মনিবের ওপর নির্ভর করে।
সেইভাবে আমরাও আমাদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করি।
    প্রভু আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন, এই প্রতীক্ষায় আমরা রয়েছি।
প্রভু, আমাদের প্রতি সদয় হোন,
    কারণ দীর্ঘদিন ধরে আমরা অপমানিত হয়ে এসেছি।
ঐসব অলস এবং উদ্ধত লোকদের কাছ থেকে
    আমরা যথেষ্ট অপমান ও নিন্দা পেয়েছি।

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের রচিত একটি গীত।

124 যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি হতে পারত?
    হে ইস্রায়েল, আমাকে উত্তর দাও।
যখন লোকে আমাদের আক্রমণ করেছিলো,
    তখন যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি অবস্থা হত?
যখন আমাদের শত্রুরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলো,
    তখন হয়তো তারা আমাদের জ্যান্ত গিলে ফেলত।
আমাদের শত্রুরা আমাদের বন্যার মত ধুয়ে দিয়ে যেতো,
    নদীর মত ডুবিয়ে দিয়ে যেতো।
ঐ গর্বিত লোকরা মুখের ওপর ছাড়িযে যাওয়া জলের মত হত
    এবং আমাদের ডুবিয়ে দিত।

প্রভুর প্রশংসা কর!
    প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি।

আমরা সেই পাখির মত, যে জালে জড়িয়ে পড়েও পালিয়ে গিয়েছিলো।
    জাল ছিঁড়ে গেল এবং আমরা পালিয়ে গেলাম।
প্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে।
    প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন।

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

125 যে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে।
    তারা কখনই কাঁপবে না
    এবং তারা চিরদিন অব্যাহত থাকবে।
জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চারদিকে রয়েছেন।
    তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন।
দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না।
    যদি তাই হত তাহলে সৎ‌ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো।

হে প্রভু, ভাল ও সৎ‌ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন।
    শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সৎ‌ ব্যবহার করুন।
মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে।
    প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন।

ইস্রায়েলের শান্তি বজায় থাকুক!

গীতসংহিতা 128-130

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

128 প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী।
    ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে।

যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে।
    তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে।
গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষালতার মতই হবে।
    তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে।
এইভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন।
সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন।
    সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর।
তুমি যেন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর।

ইস্রায়েলের শান্তি বজায় থাকুক।

মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত।

129 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো।
    হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল।
সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো।
    কিন্তু তারা কখনই জয়ী হয় নি।
আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল।
    আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল।
কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন।
    আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন।
যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে।
যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে।
ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত।
    সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়।
একজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না।
    এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না।
পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন।”
    ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি।”

মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত।

130 হে প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি,
    তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি।
হে আমার প্রভু, আমার কথা শুনুন।
    সাহায্যের জন্য আমার প্রার্থনা শুনুন।
হে প্রভু, আপনি যদি লোকদের তাদের পাপ সমূহের জন্য শাস্তি দেন
    তাহলে কেউই আর জীবিত থাকবে না।
প্রভু আপনার লোকদের ক্ষমা করে দিন।
    তাহলে আপনার উপাসনা করার মত লোক থাকবে।

প্রভু আমায় সাহায্য করবেন আমি এই প্রতীক্ষায় রয়েছি।
    আমার আত্মা তাঁর জন্য প্রতীক্ষা করে।
    প্রভু যা বলেন আমি তা বিশ্বাস করি।
আমি আমার প্রভুর প্রতীক্ষায় রয়েছি,
    যেমন একজন প্রহরী সকাল হওয়ার প্রতীক্ষায় থাকে।
হে ইস্রায়েল, প্রভুকে বিশ্বাস কর।
    প্রকৃত প্রেম একমাত্র প্রভুতেই খুঁজে পাওয়া যায়।
প্রভু আমাদের বারে বারে রক্ষা করেন
    এবং প্রভু ইস্রায়েলকে তাদের সব পাপের জন্যই ক্ষমা করবেন।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International