Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 45:1-2

পরিচালকের প্রতি: “শোশন্নীম” গানটি যে পর্দায় গাওয়া সেই পর্দায় গাওয়া। কোরহ পরিবার থেকে মস্কীল একটি গীত। একটি প্রেম গীত।

45 রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি,
    আমার মন চমৎ‌‌কার শব্দসমূহে ভরে যাচ্ছে।
একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে,
    তেমনি ভাবে আমার মুখে শব্দগুলো আসছে।

যে কোন লোকের থেকেই তুমি সুন্দর!
    তুমি একজন দারুণ বক্তা।
    তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন!

গীতসংহিতা 45:6-9

হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে!
    আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন।
আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন।
    তাই ঈশ্বর, আপনার ঈশ্বর
    আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন।
আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত।
    হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে।
আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী
    আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন।

পরমগীত 1

শলোমনের অনন্য সাধারণ গীত।

ভালবাসার পুরুষটিকে নারীর উক্তি

চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও।
    কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভাল।
তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময়।
    তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মত।
তাই যুবতী নারীরা তোমাকে ভালোবাসে।
আমাকে তোমার সঙ্গে নিয়ে চল!
    চল, তোমাতে আমাতে কোথাও পালিয়ে যাই!

রাজা আমাকে তাঁর কক্ষে নিয়ে গেলেন।

পুরুষটির প্রতি জেরুশালেমের রমণীগণ

আমরা তোমাতে উল্লসিত এবং আনন্দিত।
    আমরা তোমার প্রেমাচরণের প্রশংসা করব—যা দ্রাক্ষারসের চেয়েও ভাল।
    যুবতী নারীরা যে তোমায় ভালোবাসে তা আর আশ্চর্য কি?

রমণীগণের সঙ্গে নারী কথা বলল

হে জেরুশালেমের কন্যারা,
    আমি কৃষ্ণবর্ণা এবং সুন্দরী,
    আমি কেদরের তাঁবুর মতো কালো এবং শলোমনের পর্দার মতো সুন্দর।

আমি কি কালো!
    সে দিকে তোমরা দেখো না কারণ সূর্য আমাকে কালো করেই দেখায়।
আমার ভাইরা আমার প্রতি রাগে জ্বলছে।
    তারা আমাকে তাদের দ্রাক্ষা ক্ষেতের দেখাশোনা করতে বাধ্য করেছে।
    তাই আমি আমার নিজের দ্রাক্ষাক্ষেতের[a] যত্ন নিতে পারি নি।

পুরুষের প্রতি নারীর কথা

আমি আমার সকল অন্তঃকরণ দিয়ে তোমাকে ভালোবাসি!
আমায় বল, কোথায় তুমি তোমার মেষ চরাও?
    দুপুরে কোথায় তুমি ওদের বিশ্রাম করাও?
    যদি না হয়, তোমাকে খুঁজতে গিয়ে আমাকে তোমার সঙ্গী বন্ধুদের চার পাশে ভ্রাম্যময়ী বেশ্যার মত দেখাবে!

নারীর প্রতি পুরুষের উক্তি

আমাকে কোথায় খুঁজতে হবে যদি তুমি না জানো,
    তবে হে সুন্দরী নারী,
তুমি মেষের পালগুলিকে অনুসরণ কর
    এবং তোমার ছাগল ছানাগুলিকে মেষপালকদের তাঁবুর কাছে চরাও।

হে আমার প্রিয়তমা, আমার কাছে তুমি ফরৌণের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোন ঘোড়ীর চেয়ে বেশী উদ্দীপক।
    ঐ ঘোড়াগুলোর মুখের পাশে এবং গলার চারপাশে অপূর্ব নক‌্শা করা আছে।
10 তোমার কপোল গহনার দ্বারা সুন্দরভাবে সজ্জিত।
    তোমার কণ্ঠদেশ একটি কণ্ঠহার দ্বারা সজ্জিত।
11 চল আমরা তোমার জন্য
    রৌপ্য খচিত সোনার গহনা তৈরী করি।

নারীর উক্তি

12 রাজা যখন আমার পাশে তাঁর কেদারায় শুয়েছিলেন
    তখন আমার সুগন্ধির ঘ্রাণ তাঁর কাছে গিয়ে পৌঁছেছিল।
13 আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধির সৌরভের মত,
    আমার স্তনযুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে।
14 আমার প্রিয়তম আমার কাছে,
    ঐন্-গদীয় দ্রাক্ষা ক্ষেতের মেহেন্দি ফুলের মত সুন্দর।

পুরুষের উক্তি

15 হে আমার প্রিয়তমা, তুমি সত্যিই সুন্দর!
    আহা! কি সুন্দর!
তোমার চোখ দুটি পারাবতের মতই কোমল।

নারীর উক্তি

16 হে মম প্রিয়তম, তুমি অনুপম!
    এবং তুমি প্রচণ্ড আকর্ষণীয়!
আমাদের শয্যা সবুজ ঘাসের বাগানের মতোই মনোরম!
17 আমাদের ঘরের কড়িকাঠগুলি এরস কাঠের
    এবং বরগাগুলি দেবদারু কাঠে নির্মিত।

যাকোব 1:1-8

আমি যাকোব, ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের দাস, নানা দেশে ছড়িয়ে থাকা ঈশ্বরের বারো গোষ্ঠীর লোকদের শুভেচ্ছা জানাচ্ছি।

বিশ্বাস ও প্রজ্ঞা

আমার ভাই ও বোনেরা, তোমরা যখন নানারকম প্রলোভনের মধ্যে পড়, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে কর। একথা জেনো, এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে ও তোমাদের ধৈর্য্য্যগুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্য্য্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও। এর ফলে তোমরা নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোন বিষয়ে তোমাদের কোন অভাব থাকবে না।

তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব হয়, তবে সে তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। ঈশ্বর দয়াবান; তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন। অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন। কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে কোনরকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে, কারণ যে সন্দেহ করে, সে ঝোড়ো হাওয়ায় আলোড়িত উত্তাল সমুদ্র তরঙ্গের মতো। 7-8 এই প্রকার লোক দুই মনের মানুষ, প্রত্যেকটি কাজেই চঞ্চল ও অস্থির। এমন লোকের মনে করা উচিত নয় যে প্রভুর কাছে সে কিছু পাবে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International