Revised Common Lectionary (Semicontinuous)
মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত।
129 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো।
হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল।
2 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো।
কিন্তু তারা কখনই জয়ী হয় নি।
3 আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল।
আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল।
4 কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন।
আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন।
5 যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে।
যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে।
6 ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত।
সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়।
7 একজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না।
এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না।
8 পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন।”
ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি।”
বাবিল সম্পর্কে একটি বার্তা
50 প্রভুর এই বার্তাটি বাবিল দেশ ও বাবিলীয়দের সম্পর্কে। যিরমিয়র মাধ্যমে প্রভু এই বার্তাগুলি জানিয়েছেন।
2 “সমস্ত জাতিগুলির মধ্যে এই ঘোষণা করে দাও!
পুরো বার্তাটি পড়ে বল
‘বাবিলের জাতিকে বন্দী করা হবে।
বেল মূর্ত্তি লজ্জিত হবে।
মরোদক মূর্ত্তি খুবই ভীত হয়ে পড়বে।
বাবিলের দেবমূর্ত্তিদের লজ্জায় পড়তে হবে।
তার দেবমূর্ত্তিগুলি প্রচণ্ড ভয় পাবে।’
3 উত্তরের একটি জাতি বাবিলকে আক্রমণ করবে।
এই জাতির আক্রমণে বাবিল এক শুষ্ক মরুভূমিতে পরিণত হবে।
কোন মানুষই সেখানে বাস করতে পারবে না।
শুধু মানুষই নয় জীবজন্তুরাও ঐ জায়গা ছেড়ে পালিয়ে আসবে।”
4 প্রভু বললেন, “ঐ সময়ে
ইস্রায়েল ও যিহূদার অধিবাসীরা একত্র মিলিত হবে।
কাঁদতে কাঁদতে লোকেরা একত্রে খুঁজে ফিরবে
প্রভু, তাদের ঈশ্বরকে।
5 ঐসব লোকরা সিয়োনে যাওয়ার পথ জানতে চাইবে।
তারপর তারা সিয়োনের উদ্দেশ্যে রওনা হবে।
যেতে যেতে তারা একে অপরের উদ্দেশ্যে বলবে, ‘এস, আমরা প্রভুর সঙ্গে মিলিত হই।
এসো, আমরা এক চুক্তি করি যা চিরকাল স্থায়ী হবে।
একটা চুক্তি করা যাক যা আমরা কখনও ভুলব না।’
6 “আমার লোকরা হারিয়ে যাওয়া মেষের মতো।
তাদের মেষপালকরা (নেতারা) তাদের ভুলপথে চালিত করেছে।
নানা পাহাড়ে পর্বতমালায় তাদের পথহারা করেছে।
লোকরা উদ্ভ্রান্তের মতো এক পর্বত থেকে অন্য পর্বতে ভ্রমণ করেছে।
তারা তাদের বিশ্রামের জায়গা ভুলে গিয়েছে।
7 যারা আমার লোকদের দেখেছে তারাই তাদের আঘাত করেছে।
এবং ঐসব শত্রুরা বলেছে,
‘আমরা মোটেই অন্যায় করিনি।
ঐসব লোকরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছে।
এই প্রভুই তাদের সত্যিকারের বিশ্রামস্থল।
এই প্রভুই তাদের ঈশ্বর যা তাদের পিতারাও বিশ্বাস করত।’
17 “ইস্রায়েল সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেষের পালের মতো।
সিংহসমূহের তাড়া খাওয়া মেষের মত ইস্রায়েল ছড়িয়ে পড়ছে।
প্রথম আক্রমণকারী সিংহ হল অশূরের রাজা।
এবং শেষ আক্রমণকারী যে সিংহ ইস্রায়েলের হাড়গোড় গুঁড়িয়ে দেবে
সে হল বাবিলের রাজা নবূখদ্রিৎসর।
18 তাই প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেন,
‘আমি খুব শীঘ্রই বাবিল এবং তার রাজাকে শাস্তি দেব।
অশূরের রাজাকে আমি যেমন শাস্তি দিয়েছি বাবিলকে আমি তেমনই শাস্তি দেব।
19 “‘আমি ইস্রায়েলকে তার নিজের শস্য ক্ষেতে ফিরিয়ে আনব।
কর্মিল পাহাড়ের ওপর এবং বাশনের সমতলে যে সমস্ত শস্য জন্মায়,
ইস্রায়েলীয়রা তাই খাবে।
ইফ্রয়িম এবং গিলিয়দের পার্বত্য দেশগুলিতে তারা পেট ভরে খাবে।’”
20 প্রভু বলেন, “সেই সময় লোকরা ইস্রায়েলের দোষত্রুটি খুঁজতে জোরদার ভাবে চেষ্টা করবে।
কিন্তু খুঁজে পাওয়ার মত কোন দোষ থাকবে না।
লোকরা যিহূদার পাপও খুঁজে বার করতে চেষ্টা করবে।
কিন্তু তারা কোন পাপ খুঁজে পাবে না।
কেন? কারণ আমিই ইস্রায়েলের ও যিহূদার কিছু বেঁচে যাওয়া লোকদের পাপসমূহ ক্ষমা করব এবং আমি তাদের রক্ষা করব।”
যীশু প্রেরিতদের প্রার্থনা করতে বললেন
(মথি 26:36-46; মার্ক 14:32-42)
39-40 এরপর তিনি তাঁর নিয়ম অনুসারে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। শিষ্যরা তাঁর পেছন পেছনে চললেন। সেই জায়গায় পৌঁছে তিনি তাঁদের বললেন, “প্রার্থনা কর যেন তোমরা প্রলোভনে না পড়।”
41 পরে তিনি শিষ্যদের থেকে কিছুটা দূরে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলেন। 42 তিনি বললেন, “পিতা যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। হ্যাঁ, তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক্!” 43 এরপর স্বর্গ থেকে একজন স্বর্গদূত এসে তাঁকে শক্তি জোগালেন। 44 নিদারুণ মানসিক যন্ত্রণার সঙ্গে যীশু আরও আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। সেই সময় তাঁর গা দিয়ে রক্তের বড় বড় ফোঁটার মতো ঘাম ঝরে পড়ছিল।[a] 45 প্রার্থনা থেকে উঠে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন, মনের দুঃখে অবসন্ন হয়ে তারা সকলে ঘুমিয়ে পড়েছেন। 46 তিনি তাঁদের বললেন, “তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠ, প্রার্থনা কর যেন প্রলোভনে না পড়।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International