Revised Common Lectionary (Semicontinuous)
পরিচালকের প্রতি: দায়ূদের গীত।
11 আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি। তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে?
তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে যেতে!”
2 মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে।
তারা ধনুকের ছিলা টেনে ধরে।
তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে।
3 সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়,
তবে সৎ লোকরা কি করবে?
4 প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন।
প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন।
এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান।
লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন।
5 প্রভু সৎ লোকদের খোঁজেন।
কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকদের পরিত্যাগ করেন।
6 মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করবেন।
ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না।
7 কিন্তু প্রভু ভালো। যেসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন।
সৎ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে।
14 বেঁচে যাওয়া লোকরা চিৎকার করতে শুরু করবে।
তাদের এই চিৎকার সমুদ্রের গর্জনের থেকেও বেশী হবে।
প্রভুর মহানুভবতায় তারা সুখী হবে।
15 সেই সব লোকরা বলবে, “প্রাচ্যের মানুষরা প্রভুর প্রশংসা কর!
দূর দেশের মানুষরা
প্রভু ইস্রায়েলের ঈশ্বরের নামে প্রশংসা কর।”
16 পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা প্রশংসা গীত শুনব।
লোকরা গাইবে: “ধার্ম্মিকজনটি, মহিমান্বিত হউন।”
কিন্তু আমি বলি, “আমি মারা যাচ্ছি।
আমার পক্ষে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠেছে।
বিশ্বাসঘাতকরা মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে।”
17 এই দেশের অধিবাসীদের বিপদ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি।
তাদের জন্য পেতে রাখা ফাঁদ, গর্ত এবং ভয় আমি দেখতে পাচ্ছি।
18 লোকরা তাদের বিপদের কথা শুনে ভীত হবে।
কিছু লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে
কিন্তু তারা গর্তে পড়ে গিয়ে ফাঁদে বন্দী হবে।
তাদের মধ্যে কয়েক জন গর্ত থেকে উঠে আসবে
কিন্তু তারা অন্য ফাঁদে ধরা পড়বে।
আকাশে বাঁধের দরজা খুলে যাবে এবং প্লাবন হবে।
পৃথিবীর ভিতগুলো নড়ে উঠবে।
19 ভূমিকম্প হবে।
পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে।
20 এই পৃথিবী পাপে ভারাক্রান্ত।
তাই তা ভারের তলায় চাপা পড়বে।
জীর্ণ বাড়ির মতো তা কেঁপে উঠবে,
মত্ত মানুষের মতো পড়ে যাবে।
পৃথিবী পড়ে গেছে এবং আর কখনও উঠে দাঁড়াবে না।
21 সেই সময়ই প্রভু তাঁর বিচার শুরু করবেন।
তিনি স্বর্গের স্বর্গীয় সেনাদের[a]
এবং পৃথিবীর পার্থিব রাজাদের বিচার করবেন।
22 তখন বহু মানুষ একত্রিত হবে।
তাদের মধ্যে কেউ আছে ভূগর্ভস্থ কয়েদে বদ্ধ।
কেউ আছে কারাগারে।
কিন্তু অবশেষে, অনেক দিন পরে তাদের সকলের বিচার হবে।
23 জেরুশালেমের সিয়োন পর্বতে প্রভু রাজার মত শাসন করবেন।
গণ্যমান্য লোকদের উপস্থিতিতে তাঁর উজ্জ্বল মহিমা প্রকাশিত হবে।
তাঁর মহিমা এত উজ্জল হবে যে তা দেখে
চাঁদ বিহবল হবে এবং সূর্য লজ্জা পাবে।
বিশ্বস্ত দাস কে?
(মথি 24:45-51)
41 তখন পিতর বললেন, “প্রভু এই দৃষ্টান্তটি কি আপনি শুধু আমাদের জন্য বললেন, না এটা সকলের জন্য?”
42 তখন প্রভু বললেন, “সেই বিশ্বস্ত ও বিচক্ষণ কর্মচারী কে, যাকে তার মনিব তাঁর অন্য কর্মচারীদের সময়মতো খাবার ভাগ করে দেবার ভার দেবেন? 43 ধন্য সেই দাস, যাকে তার মনিব এসে বিশ্বস্তভাবে কাজ করতে দেখবেন। 44 আমি তোমাদের সত্যি বলছি, মনিব সেই কর্মচারীর ওপর তাঁর সমস্ত সম্পত্তি দেখাশোনার ভার দেবেন।
45 “কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে বলে, আমার মনিবের আসতে এখন অনেক দেরী আছে। এই মনে করে সে যদি তার অন্য দাস-দাসীদের মারধর করে আর পানাহারে মত্ত হয়, 46 তাহলে যে দিন ও যে সময়ের কথা সে একটুকু চিন্তাও করবে না, সেই দিন ও সেই সময়েই তার মনিব এসে হাজির হবেন। তার মনিব তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবেন; আর অবিশ্বাসীদের জন্য যে জায়গা ঠিক করা হয়েছে, তার স্থান সেখানেই হবে।
47 “যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকে নি, অথবা যে তার মনিবের ইচ্ছানুসারে কাজ করে নি, সেই দাস কঠোর শাস্তি পাবে। 48 কিন্তু যে তার মনিব কি চায় তা জানে না, এই না জানার দরুন এমন কাজ করে ফেলেছে যার জন্য তার শাস্তি হওয়া উচিৎ, সেই দাসের কম শাস্তি হবে। যাকে বেশী দেওয়া হয়েছে, তার কাছ থেকে বেশী পাবার আশা করা হবে। যার ওপর বেশী দায়িত্ব দেওয়া হয়েছে, লোকেরা তার কাছ থেকে অধিক চাইবে।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International