Revised Common Lectionary (Complementary)
একটি ধন্যবাদার্হ গীত।
100 হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও!
2 যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো!
আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো!
3 এটা জেনো যে প্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের সৃষ্টি করেছেন।
আমরা তাঁরই মেষের পাল।
4 ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো।
প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো।
তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর।
5 প্রভু ভালো!
তাঁর ভালোবাসা চিরন্তন।
আমরা সর্বদাই তাঁর ওপর আস্থা রাখতে পারি!
বাবিল সম্পর্কে একটি বার্তা
50 প্রভুর এই বার্তাটি বাবিল দেশ ও বাবিলীয়দের সম্পর্কে। যিরমিয়র মাধ্যমে প্রভু এই বার্তাগুলি জানিয়েছেন।
2 “সমস্ত জাতিগুলির মধ্যে এই ঘোষণা করে দাও!
পুরো বার্তাটি পড়ে বল
‘বাবিলের জাতিকে বন্দী করা হবে।
বেল মূর্ত্তি লজ্জিত হবে।
মরোদক মূর্ত্তি খুবই ভীত হয়ে পড়বে।
বাবিলের দেবমূর্ত্তিদের লজ্জায় পড়তে হবে।
তার দেবমূর্ত্তিগুলি প্রচণ্ড ভয় পাবে।’
3 উত্তরের একটি জাতি বাবিলকে আক্রমণ করবে।
এই জাতির আক্রমণে বাবিল এক শুষ্ক মরুভূমিতে পরিণত হবে।
কোন মানুষই সেখানে বাস করতে পারবে না।
শুধু মানুষই নয় জীবজন্তুরাও ঐ জায়গা ছেড়ে পালিয়ে আসবে।”
4 প্রভু বললেন, “ঐ সময়ে
ইস্রায়েল ও যিহূদার অধিবাসীরা একত্র মিলিত হবে।
কাঁদতে কাঁদতে লোকেরা একত্রে খুঁজে ফিরবে
প্রভু, তাদের ঈশ্বরকে।
5 ঐসব লোকরা সিয়োনে যাওয়ার পথ জানতে চাইবে।
তারপর তারা সিয়োনের উদ্দেশ্যে রওনা হবে।
যেতে যেতে তারা একে অপরের উদ্দেশ্যে বলবে, ‘এস, আমরা প্রভুর সঙ্গে মিলিত হই।
এসো, আমরা এক চুক্তি করি যা চিরকাল স্থায়ী হবে।
একটা চুক্তি করা যাক যা আমরা কখনও ভুলব না।’
6 “আমার লোকরা হারিয়ে যাওয়া মেষের মতো।
তাদের মেষপালকরা (নেতারা) তাদের ভুলপথে চালিত করেছে।
নানা পাহাড়ে পর্বতমালায় তাদের পথহারা করেছে।
লোকরা উদ্ভ্রান্তের মতো এক পর্বত থেকে অন্য পর্বতে ভ্রমণ করেছে।
তারা তাদের বিশ্রামের জায়গা ভুলে গিয়েছে।
7 যারা আমার লোকদের দেখেছে তারাই তাদের আঘাত করেছে।
এবং ঐসব শত্রুরা বলেছে,
‘আমরা মোটেই অন্যায় করিনি।
ঐসব লোকরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছে।
এই প্রভুই তাদের সত্যিকারের বিশ্রামস্থল।
এই প্রভুই তাদের ঈশ্বর যা তাদের পিতারাও বিশ্বাস করত।’
17 তোমাদের নেতাদের আদেশ মেনে চলো, তাঁদের কর্তৃত্ত্বের অধীন হও, কারণ তোমাদের আত্মাকে নিরাপদে রাখার জন্য তাঁরা সতর্ক দৃষ্টি রাখছেন। তাঁদের কথা মেনে চলো কারণ তাঁদের এব্যাপারে হিসেব নিকেশ করতে হবে, যাতে তাঁরা আনন্দে এই কাজ করতে পারেন, যন্ত্রণা ও দুঃখ নিয়ে নয়। তাঁদের কাজকে কঠিন করে তুললে তোমাদের লাভ হবে না।
18 আমাদের জন্য প্রার্থনা করো। আমরা নিশ্চয় করে বলতে পারি যে, আমাদের শুদ্ধ বিবেক আছে; আর জীবনে যা কিছু করি তা শ্রেষ্ঠ উদ্দেশ্য নিয়ে করি। 19 আমি তোমাদের বিশেষভাবে এই প্রার্থনা করতে বলছি যে, আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি। এটাই আমি অন্য সব কিছু থেকে বেশী করে চাইছি।
20-21 শান্তির ঈশ্বর যিনি মৃতদের মধ্য থেকে আমাদের প্রভু যীশুকে ফিরিয়ে এনেছেন, রক্তের মাধ্যমে শাশ্বত চুক্তি অনুযায়ী যিনি মহান মেষপালক, প্রার্থনা করি সেই ঈশ্বর যেন তোমাদের প্রয়োজনীয় সব উত্তম বিষয়গুলি দেন যাতে তোমরা তাঁর ইচ্ছা পালন করতে পার। আমি নিবেদন করি যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই তিনি তা সাধন করেন। যুগে যুগে যীশুর মহিমা অক্ষয় হোক্।
22 প্রিয় ভাই ও বোনেরা, এই চিঠিতে আমি সংক্ষেপে যে উৎসাহজনক কথা তুলে ধরলাম তা ধৈর্য্য ধরে শুনবে। 23 তোমাদের জানাচ্ছি আমাদের ভাই তীমথিয় জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি যদি শীঘ্রই আসেন তবে আমি তাঁকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে যাব।
24 তোমাদের নেতাদের ও ঈশ্বরের সকল লোককে আমাদের শুভেচ্ছা জানিও। যাঁরা ইতালী থেকে এখানে এসেছেন তাঁরা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
25 ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক্।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International