Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 63

দায়ূদের একটি গীত: যখন থেকে তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন।

63 ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর।
    আমি আপনাকে ভীষণভাবে চাই।
রৌদ্রদগ্ধ শুকনো জমির মত,
    আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে।
হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি।
    আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি।
আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম।
    আমার ওষ্ঠদ্বয় আপনারই প্রশংসা করে।
হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো।
    আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো।
আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি।
    এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো।
যখন আমি বিছানায় শুতে যাবো তখন আমি আপনাকে স্মরণ করবো।
    মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব।
আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন!
    আপনি যখন আমায় সুরক্ষা দেন তখন আমি আনন্দোল্লাস করি!
আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে।
    আপনার ডান হাত আমাকে সহায়তা দেয়।

যারা আমায় মেরে ফেলতে ইচ্ছা করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে।
    ওরা ওদের কবরে তলিয়ে যাবে।
10 তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে।
    বুনো কুকুর ওদের মৃতদেহ ছিঁড়ে খাবে।
11 কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে
    এবং যারা তাঁকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন।

যোয়েল 3:9-21

যুদ্ধের প্রস্তুতি

তোমরা জাতিগণের কাছে এই কথা ঘোষণা কর:
    তোমরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর!
বলবান সৈন্যদের জাগিয়ে তোল!
    সমস্ত যোদ্ধা যুদ্ধে প্রবেশ করুক।
10 তোমাদের লাঙ্গল ভেঙে খড়্গ তৈরি কর
    এবং কাস্তে ভেঙে বর্শা তৈরি কর।
দুর্বল যে, সেও বলুক,
    “আমি একজন বলবান যোদ্ধা।”
11 হে চারি দিকের জাতিগণ,
    তোমরা তাড়াতাড়ি এস এবং এখানে এসে জড়ো হও!
    হে প্রভু তোমার বলবান সৈন্যদের আনো!
12 জাতিগণ জেগে ওঠ!
    যিহোশাফটের উপত্যকায় এস!
আমি সেখানে বসে
    চারিদিকের জাতির বিচার করব!
13 কাস্তে লাগাও
    কারণ শস্য পাকছে!
এস দলন কর
    কারণ দ্রাক্ষা মাড়বার কুণ্ড পূর্ণ!
পিপে ভরে উপচে পড়ছে
    কারণ তাদের দুষ্টতা মহান।

14 দণ্ডাজ্ঞার উপত্যকায় প্রচুর লোকের ভীড়
    কারণ দণ্ডাজ্ঞার উপত্যকায় প্রভুর বিশেষ দিন এগিয়ে আসছে।
15 সূর্য ও চন্দ্র অন্ধকার হয়ে যাবে,
    আকাশের নক্ষত্রও আর আলো দেবে না।
16 আর প্রভু ঈশ্বর সিয়োন থেকে গর্জন করবেন
এবং তিনি জেরুশালেম থেকেও চিৎকার করবেন।
    ফলে আকাশ ও পৃথিবী কেঁপে উঠবে।
কিন্তু প্রভু ঈশ্বর
    তাঁর লোকদের পক্ষে এক নিরাপদ আশ্রয়
এবং তিনিই ইস্রায়েল সন্তানদের
    পক্ষে দৃঢ় দুর্গ হবেন।
17 “তখন তোমরা জানবে যে আমিই প্রভু তোমাদের ঈশ্বর,
    আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বাস করি।
আর জেরুশালেম পবিত্র হবে।
    বিদেশীরা আর তার মধ্যে দিয়ে যাতায়াত করবে না।

যিহূদার জন্য নতুন জীবনের প্রতিশ্রুতি

18 “সেই দিনে পর্বত থেকে মিষ্ট দ্রাক্ষারস ঝরে পড়বে
    এবং উপপর্বত থেকে দুধের স্রোত বইবে।
    যিহূদার সমস্ত শূন্য নদী জলে পূর্ণ হয়ে বইবে।
প্রভুর মন্দির হতে এক উৎস বার হবে,
    যা আকশিয়া উপত্যকাকে জল যোগাবে।
19 মিশর ধ্বংস স্থান হবে
    এবং ইদোম ধ্বংসিত প্রান্তরে পরিণত হবে।
কারণ তাদের নিষ্ঠুরতা যিহূদার লোকদের বিরুদ্ধে দেখানো হয়েছে।
    তারা নির্দোষ লোকদের তাদের দেশেই হত্যা করেছিল।
20 কিন্তু যিহূদাতে সর্বদাই লোকে বাস করবে,
    লোকে বহু বংশ পরম্পরায় জেরুশালেমে বাস করবে।
21 ওই লোকরা আমার লোকদের হত্যা করেছিল,
    তাই সত্যি সত্যিই আমি তাদের লোকদের শাস্তি দেব!”

প্রভু ঈশ্বর সিয়োনে বাস করবেন!

মথি 24:29-35

29 “মহাক্লেশের সেই দিনগুলির পরই,

‘সূর্য অন্ধকার হয়ে যাবে,
    চাঁদ আর আলো দেবে না।
তারাগুলো আকাশ থেকে খসে পড়বে
    আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে।’[a]

30 “সেই সময় আকাশে মানবপুত্রের চিহ্ন দেখা দেবে। তখন পৃথিবীর সকল গোষ্ঠী হা-হুতাশ করবে; আর তারা মানবপুত্রকে মহাপরাক্রম ও মহিমামণ্ডিত হয়ে আকাশের মেঘে করে আসতে দেখবে। 31 খুব জোরে তূরীধ্বনির সঙ্গে তিনি তাঁর স্বর্গদূতদের পাঠাবেন। তাঁরা আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চার দিক থেকে তাঁর মনোনীত লোকদের জড়ো করবেন।

32 “ডুমুর গাছ দেখে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা এলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে। 33 ঠিক সেই রকম, যখন তোমরা দেখবে এসব ঘটছে, বুঝবে মানবপুত্রের পুনরুত্থানের সময় এসে গেছে, তা দরজার গোড়ায়় এসে পড়েছে। 34 আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই যুগের লোকদের শেষ হবে না। 35 আকাশ ও সমগ্র পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার কোন কথা বিলুপ্ত হবে না।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International