Revised Common Lectionary (Semicontinuous)
9 প্রভু যে সব বিস্ময়কর কাজ আপনি করেন, সে সম্পর্কে আমি একটা নতুন গান গাইবো।
দশতারা বীণা বাজিয়ে আমি আপনার প্রশংসা করবো।
10 রাজাদের তাঁদের যুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন।
প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন।
11 এই বিদেশীর হাত থেকে আমায় রক্ষা করুন।
এইসব শত্রুরা মিথ্যাবাদী।
ওরা এমন কথা বলে যা সত্য নয়।
12 আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত।
আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মত।
13 আমাদের গোলাগুলি
সব রকম ফসলে পূর্ণ।
আমাদের চারণক্ষেত্রে
হাজারে হাজারে মেষ রয়েছে।
14 আমাদের সৈন্যরা সুরক্ষিত।
কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না।
আমরাও যুদ্ধ করতে যাচ্ছি না।
রাস্তাগুলোতে লোকজন চিৎকার করছে না।
15 এই রকম সময় লোকজন ভীষণ খুশী।
প্রভু যদি স্বয়ং তাদের ঈশ্বর হন লোকজন ভীষণ খুশী হয়।
নারীর উক্তি
2 আমি ঘুমিয়ে রয়েছি
কিন্তু আমার অন্তর জেগে রয়েছে।
শোন, আমার প্রিয়তম দুয়ারে করাঘাত করছে।
“আমার কাছে উন্মুক্ত হও, বধূ আমার, আমার প্রিয়া, কপোতি আমার, পূর্ণমূর্তি আমার!
আমার মাথা শিশিরে সিক্ত হয়ে গেছে।
আমার মাথার চুল রাতের কুয়াশায় আর্দ্র হয়ে গেছে।”
3 “আমি আমার বসন ত্যাগ করেছি।
আবার আমি তা পরতে চাই না।
আমি আমার পা দুটি ধুয়ে ফেলেছি।
আমি তাতে আর কাদা লাগাতে চাই না।”
4 আমার প্রিয়তম দ্বারে ছিদ্রে হাত রাখলো
এবং তার জন্য আমার অন্তর ব্যাকুল হল।
5 প্রিয়তমের জন্য খুলে দিতে আমি উঠলাম
এবং আমার হাত থেকে সুগন্ধি পড়ছিল,
এবং আমার হাতের তরল সুগন্ধি আমার আঙ্গুল দিয়ে দরজার খিলের ওপর গড়িয়ে পড়ছিল।
6 আমি আমার প্রিয়তমের কাছে উন্মুক্ত হয়েছিলাম
কিন্তু আমার প্রিয়তম চলে গিয়েছিল!
সে যখন ফিরে গেল
তখন আমার প্রায় মরার মত অবস্থা।
আমি তাকে খুঁজেছিলাম
কিন্তু আমি তাকে খুঁজে পাই নি।
আমি তাকে ডেকেছিলাম
কিন্তু সে আমাকে সাড়া দেয় নি।
7 যে প্রহরীরা নগর পাহারা দিচ্ছিলো
তারা আমাকে দেখতে পেলো।
তারা আমায় আঘাত করলো।
তারা আমায় আহত করলো।
প্রাচীরের রক্ষীরা আমার কাপড়-চোপড় কেড়ে নিল।
8 হে জেরুশালেমের কন্যাগণ, তোমাদের বলে রাখছি,
যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো, আমি তার প্রতি ভালবাসায় কাতর।
জেরুশালেমের নারীদের উত্তর
9 সকল নারীদের মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা,
কোন্ দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভাল?
অন্যান্য প্রেমিকদের চেয়ে সে কিভাবে ভাল
যে তুমি আমাদের এমন প্রতিশ্রুতি করতে বলছো?
জেরুশালেমের নারীদের প্রতি তার প্রত্যুত্তর
10 আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ।
সে 10,000 লোকের মধ্যে বিশিষ্ট।
11 তার মাথা খাঁটি সোনার মতোই উন্নত।
তার কোঁকড়ানো চুল দাঁড়কাকের রঙের মতই মিশ্কালো।
12 তার দুটি চোখ ঝর্ণার ধারের কপোতের মত।
দুধের সাগরে কপোতের মত,
অলঙ্কারের মত।
13 তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়।
পদ্মফুলের পাপড়ির মত তার ওষ্ঠাধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে।
14 তার বাহু রত্নখচিত সোনার দণ্ডের মত।
তার উদর হাতির দাঁতের তৈরী এবং নীল মরকতে ঢাকা।
15 তার পা দুটি সোনার পায়ার ওপরে
মর্মর স্তম্ভের মত।
তার চেহারা
লিবানোনের শ্রেষ্ঠতম গাছের মত!
16 জেরুশালেমের যুবতী রমণীরা,
তার মুখই মিষ্টস্বাদস্বরূপ।
সে সবকিছু নিয়েই মনোরম।
এই আমার প্রেমিক।
এই আমার প্রিয়।
নারীর প্রতি জেরুশালেমের নারীদের উক্তি
6 রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা,
তোমার প্রেমিক কোথায় গেছে?
তোমার প্রিয়তম কোন দিকে গেছে?
আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি।
জেরুশালেমের নারীদের প্রতি তার উত্তর
2 আমার প্রিয়তম
তার মশলার বাগানে গিয়েছে।
সে তার বাগানে ঘুরে বেড়াতে
ও পদ্ম ফুল তুলতে গেছে।
3 আমি একমাত্র আমার প্রেমিকের
এবং আমার প্রেমিক একমাত্র আমারই।
সে পদ্ম বনে ঘুরে বেড়ায়।
19 কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। 20 বাস্তবে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও এবং তা সহ্য কর তাতে প্রশংসার কিছু আছে কি? কিন্তু ভাল কাজ করে যদি কষ্টভোগ সহ্য কর তবে ঈশ্বরের চোখে তা প্রশংসার যোগ্য। 21 ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন। খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তাঁর পদাঙ্ক অনুসরণ কর।
22 “তিনি কখনও কোন পাপ করেন নি,
এবং তাঁর মুখে কখনও কোন ছলনার কথা শোনা যায় নি।”(A)
23 তাঁকে অপমান করলে, তিনি তার জবাবে কাউকে অপমান করেন নি। তাঁর কষ্টভোগের সময় তিনি প্রতিশোধ নেবার ভয় দেখান নি। কিন্তু যিনি ন্যায় বিচার করেন, তাঁরই ওপর বিচারের ভার দিয়েছিলেন। 24 ক্রুশের ওপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি। তাঁর দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। 25 তোমরা ভুল পথে যাওয়া মেষের মত ঘুরে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও রক্ষকের কাছে ফিরে এসেছ।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International