Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 80:1-7

সঙ্গীত পরিচালকের প্রতি: “চুক্তির লিলিফুল” গানটির পর্দায় গাওয়া আসফের একটি প্রশংসা গীত।

80 হে ইস্রায়েলের মেষপালক, আমার কথা শুনুন।
    আপনি যোষেফের লোকদের মেষের মত পরিচালিত করেছেন।
করূব দূতের ওপর আপনি রাজার মত বসেন।
    আপনাকে আমাদের দেখতে দিন।
হে ইস্রায়েলের মেষপালক ইফ্রয়িম, বিন্যামীন এবং মনঃশির প্রতি আপনার মহত্ব প্রদর্শন করুন।
    আপনি এসে আমাদের রক্ষা করুন।
ঈশ্বর, পুনর্বার আমাদের গ্রহণ করুন।
    আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন!
প্রভু, হে সর্বশক্তিমান ঈশ্বর, কখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন?
    আপনি কি চিরদিনের মত আমাদের ওপর ক্রুদ্ধ হয়ে থাকবেন?
খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন।
    আপনার লোকদের আপনি তাদেরই চোখের জলে ভর্ত্তি গামলা দিয়েছেন।
    সেটাই ছিল তাদের পানীয় জল।
আমাদের শত্রুদের জন্য আপনি আমাদের ঝগড়ার কারণ হবার লক্ষ্য বানিয়েছেন
    এবং শত্রুরা আমাদের বিদ্রূপ করে।
হে সর্বশক্তিমান ঈশ্বর, পুনরায় আমাদের গ্রহণ করুন।
    আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন।

গীতসংহিতা 80:17-19

17 হে ঈশ্বর, যে সন্তান আপনার ডানদিকে দাঁড়িয়ে ছিল তার দিকে হাত বাড়ান।
    যে সন্তানকে আপনি বড় করেছেন তার দিকে হাত বাড়ান।
18 সে আর আপনাকে ছেড়ে যাবে না।
    তাকে বাঁচতে দিন, সে আপনার নামের উপাসনা করবে।
19 হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের কাছে ফিরে আসুন।
    আমাদের গ্রহণ করুন। আমাদের রক্ষা করুন।

মীখা 2

লোকেদের দুষ্ট পরিকল্পনা সমূহ

যারা পাপ করার পরিকল্পনা করে
    তাদের ক্লেশ হবে।
ওই লোকেরা বিছানায় শুয়ে শুয়ে দুষ্ট পরিকল্পনাগুলি করে।
তারপর সকালের আলো ফুটলে তারা সেই সব পরিকল্পনা অনুযায়ী কাজ করে।
    কিন্তু কেন? কারণটা সহজ, তারা যেটা চাইছে সেটা করবার ক্ষমতা তাদের আছে।
মাঠগুলো তাদের দরকার হয়,
    সেজন্য তারা সেগুলি নিয়ে নেয়।
তাদের বাড়ির দরকার হয়,
    তাই তারা সেগুলি নিয়ে নেয়।
তারা কোন একটা লোককে ঠকিয়ে তার বাড়িটা নিয়ে নেয়,
    আবার একটা লোককে ঠকিয়ে তার জমি নিয়ে নেয়।

লোককে শাস্তি দেবার জন্য প্রভুর পরিকল্পনা

সেজন্য প্রভু এই কথাগুলো বলেছেন:
“দেখো, আমি এই পরিবারের বিরুদ্ধে অমঙ্গলের চিন্তা করছি।
তোমরা নিজেদের রক্ষা করতে ব্যর্থ হবে।
তোমাদের অহঙ্কার করা বন্ধ হবে।
    কেন? কারণ, খারাপ সময় আসছে।
তখন লোকে তোমাদের বিষয়ে নিয়ে গান করবে।
    তারা এই দুঃখের গানটি গাইবে:
‘আমাদের সর্বনাশ হয়ে গেছে!
    প্রভু আমাদের দেশ নিয়ে নিয়েছেন এবং অন্যদের তা দিয়েছেন।
হ্যাঁ, তিনি আমার জমি আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন।
    প্রভু আমাদের জমিগুলি ভাগ করে শত্রুদের দিয়ে দিয়েছেন।
সেজন্য আমরা আর জমি জরিপ করতে
    এবং তা প্রভুর লোকেদের মধ্যে ভাগ করে দিতে পারব না।’”

মীখাকে প্রচার করতে নিষেধ করা হল

লোকেরা বলছে, “আমাদের ধর্মোপদেশ দিও না।
    আমাদের সম্বন্ধে ঐসব খারাপ বিষয়গুলি বোলো না।
কোন কিছু খারাপ আমাদের প্রতি ঘটবে না।”

কিন্তু হে যাকোবের বংশ,
    আমাকে অবশ্যই এই কথাগুলো বলতে হবে।
তোমরা যেসব খারাপ কাজ করেছো
    তার জন্য প্রভু তাঁর ধৈর্য্য হারিয়ে ফেলেছেন।
যদি তোমরা ঠিকভাবে জীবনযাপন করতে
    তাহলে আমি তোমাদের কাছে ভালো কথা বলতে পারতাম।
কিন্তু আমার প্রজাদের কাছে তারা যেন শত্রুর মত।
    যেসব লোকেরা তোমাদের সামনে দিয়ে পথ চলে, তাদের তাদের জামাকাপড় তোমরা চুরি করেছো।
ওইসব লোকেরা ভাবে যে তারা নিরপদে আছে।
    কিন্তু তোমরা তাদের কাছে থেকে এমন জিনিস ছিনিয়ে নাও যেন তারা যুদ্ধের বন্দী কয়েদী।
তোমরা আমার লোকেদের স্ত্রীদের বিবাহ বিচ্ছেদ করিয়েছ
    এবং তাদের আরামের গৃহ থেকে বার করে দিয়েছ।
তাদের শিশুদের কাছ থেকে
    তোমরা আমার সম্পদ চিরকালের জন্য কেড়ে নিয়েছিলে।
10 ওঠো, চলে যাও!
    এটা তোমাদের বিশ্রামের জায়গা নয় কারণ তোমরা এই জায়গাটিকে ধ্বংস করেছো!
    তোমরা একে অশুচি করেছো, সেজন্য একে ধ্বংস করা হবে!
    সেটা এক ভয়ঙ্কর বিধ্বংসী কাণ্ড হবে!

11 এইসব লোকেরা আমার কথা শুনতে চায় না,
কিন্তু যদি কোন লোক মিথ্যা কথা বলতে আসে তখন
    কিন্তু তারা তাকে মেনে নেবে।
তারা একজন মিথ্যা ভাববাদীকে মেনে নেবে যদি সে আসে এবং বলে,
    “ভবিষ্যতে সুসময় আসছে, তখন দ্রাক্ষারস ও সুরার বাহুল্য হবে।”

প্রভু তাঁর লোকদের একত্রিত করবেন

12 হ্যাঁ, যাকোবের লোকেরা,
আমি তোমাদের সকলকে একত্রিত করবো।
    আমি ইস্রায়েলের যুদ্ধে অবশিষ্ট জীবিত ব্যক্তিদের একত্রিত করে আনবো।
যেমন মেষদের মেষখোঁয়াড় একত্রিত করা হয়,
    মেষপাল যেমন চরানোর মাঠে একত্রিত করা হয়,
    সেইভাবেই আমি তাদের একত্রিত করবো,
তখন জায়গাটি বহু লোকজনের
    কোলাহলে ভরে যাবে।
13 তারপর “চূর্নকারী”[a] ব্যক্তিটি পথ খুলে দেবে
    এবং তার লোকেদের সামনে যাবে।
তারা দরজাগুলো ভাঙবে এবং শহর ছেড়ে চলে যাবে।
তাদের রাজা তাদের সঙ্গে আগে আগে হাঁটবেন
    আর প্রভু তাঁর লোকেদের সামনে থাকবেন।

মথি 24:15-31

15 “তোমরা তখন দেখবে যে, ভাববাদী দানিয়েলের মধ্য দিয়ে যে ‘সর্বনাশা ঘৃণার বস্তুর’[a] কথা বলা হয়েছিল তা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে।” (যে একথা পড়ছে সে বুঝুক এর অর্থ কি।) 16 “সেই সময় যারা যিহূদিয়াতে থাকবে, তারা পাহাড় অঞ্চলে পালিয়ে যাক্। 17 যে ছাদে থাকবে, সে যেন ঘর থেকে তার জিনিস নেবার জন্য নীচে না নামে। 18 ক্ষেতের মধ্যে যে কাজ করবে, সে তার জামা নেবার জন্য ফিরে না আসুক।

19 “হায়! সেই মহিলারা, যারা সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে, বা যাদের কোলে থাকবে দুধের শিশু। 20 তাই প্রার্থনা কর যেন শীতকালে বা বিশ্রামবারে তোমাদের পালাতে না হয়। 21 সেই দিনগুলিতে এমন মহাকষ্ট হবে যা জগতের শুরু থেকে এই সময় পর্যন্ত আর কখনও হয় নি এবং হবে ও না।

22 “আরো বলছি, সেই দিনগুলির সংখ্যা ঈশ্বর যদি কমিয়ে না দিতেন তবে কেউই অবশিষ্ট থাকত না। কিন্তু তাঁর মনোনীত লোকদের জন্য তিনি সেই দিনের সংখ্যা কমিয়ে রেখেছেন।

23 “সেই সময় কেউ যদি তোমাদের বলে, ‘দেখ, মশীহ (খ্রীষ্ট)’ এখানে, অথবা ‘দেখ, তিনি ওখানে,’ তাহলে সে কথায় বিশ্বাস করো না। 24 আমি একথা বলছি, কারণ অনেক ভণ্ড খ্রীষ্ট ও ভণ্ড ভাববাদীর উদয় হবে। তারা মহা আশ্চর্য কাজ করবে ও চিহ্ন দেখাবে, যেন লোকদের ঠকাতে পারে। যদি সম্ভব হয়, এমনকি ঈশ্বরের মনোনীত লোকদেরও ঠকাবে। 25 দেখ, আমি আগে থেকেই তোমাদের এসব কথা বলে রাখলাম।

26 “তাই তারা যদি তোমাদের বলে, ‘দেখ, খ্রীষ্ট প্রান্তরে আছেন!’ তবে তোমরা সেখানে যেও না, অথবা যদি বলে দেখ, ‘তিনি ভেতরের ঘরে লুকিয়ে আছেন,’ তাদের কথায় বিশ্বাস করো না। 27 আকাশে বিদ্যুত যেমন পূর্ব দিকে দেখা দিয়ে পশ্চিম দিক পর্যন্ত চমকে দেয়, তেমনি করেই মানবপুত্রের আবির্ভাব হবে। 28 যেখানে শব, সেখানেই শকুন এসে জড় হবে।

29 “মহাক্লেশের সেই দিনগুলির পরই,

‘সূর্য অন্ধকার হয়ে যাবে,
    চাঁদ আর আলো দেবে না।
তারাগুলো আকাশ থেকে খসে পড়বে
    আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে।’[b]

30 “সেই সময় আকাশে মানবপুত্রের চিহ্ন দেখা দেবে। তখন পৃথিবীর সকল গোষ্ঠী হা-হুতাশ করবে; আর তারা মানবপুত্রকে মহাপরাক্রম ও মহিমামণ্ডিত হয়ে আকাশের মেঘে করে আসতে দেখবে। 31 খুব জোরে তূরীধ্বনির সঙ্গে তিনি তাঁর স্বর্গদূতদের পাঠাবেন। তাঁরা আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চার দিক থেকে তাঁর মনোনীত লোকদের জড়ো করবেন।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International