Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 81

সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীৎ সহযোগে আসফের একটি গীত।

81 সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও।
    ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও।
সঙ্গীত শুরু কর।
    খঞ্জনীগুলি বাজাও।
    সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও।
অমাবস্যার সময় মেষের শিঙা বাজিও।
    পূর্ণিমার দিনে যখন আমাদের ছুটির উৎসব হয় তখন শিঙা বাজিও।
ইস্রায়েলের লোকের জন্য এটাই বিধি।
    ঈশ্বর যাকোবকে সেই আজ্ঞা দিয়েছিলেন।
ঈশ্বর যখন যোষেফকে[a] মিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন,
    সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন।
মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, যেটা আমরা বুঝতে পারি নি।
ঈশ্বর বলেন, “তোমার কাঁধ থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম
    এবং তোমার হাতের ভারী ঝাঁকাগুলিও আমি বিলি করেছিলাম।
তোমরা সমস্যার মধ্যে ছিলে। তোমরা সাহায্য চেয়েছিলে।
    আমি তোমাদের মুক্ত করে দিলাম। ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম।
    মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম।”

“হে আমার লোকজন, আমার কথা শোন।
    তোমাদের আমি আমার চুক্তি দেব, হে ইস্রায়েল, আমার কথা শোন!
বিদেশীরা যে সব মূর্ত্তি পূজা করে,
    তোমরা তাদের উপাসনা কর না।
10 আমিই প্রভু, তোমাদের ঈশ্বর,
    যে তোমাদের মিশর থেকে বার করে এনেছিলাম।
হে ইস্রায়েল, তোমার মুখ খোল,
    আমি তোমাকে আহার দেবো।

11 “কিন্তু আমার লোকরা আমার দিকে মনোযোগ দেয় নি।
    ইস্রায়েল আমায় মানে নি।
12 তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি।
    ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে।
13 যদি আমার লোকরা আমার কথা শুনতো এবং আমি যে ভাবে চাই সেভাবে বাঁচতো,
14     তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম।
    যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব।
15 প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে যেতো।
    চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো।
16 ঈশ্বর তাঁর লোকদের সবার সেরা গম দিতেন।
    যতক্ষণ না তারা পরিতৃপ্ত হয়, ততক্ষণ তাঁর লোকদের ঈশ্বর মধু দেবেন।”

যিরমিয় 2:4-13

হে যাকোবের পরিবার, ইস্রায়েল পরিবারের সকল গোষ্ঠী
    প্রভুর বার্তা শোন।

প্রভু যা বললেন তা হল,
“তোমরা কি মনে করো যে আমি তোমাদের পূর্বপুরুষদের প্রতি সুবিচার করি নি?
    সেই জন্যই কি তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে?
তোমাদের পূর্বপুরুষরা মূল্যহীন মূর্ত্তিসমূহের পূজা করেছিল
    এবং নিজেরাই মূল্যহীন হয়ে পড়েছিল।
তোমাদের পূর্বপুরুষরা বলেনি যে,
    ‘তিনি কোথায় যিনি আমাদের
শুষ্ক পাথুরে জমির মধ্য দিয়ে, অন্ধকার বন্ধ্যা জমির মধ্য দিয়ে
    এবং বিপজ্জনক রাস্তার মধ্য দিয়ে
    মরুভূমি পার করে এনেছিলেন?’”

প্রভু বললেন, “আমিই সেই
    যে তোমাদের এই ভালো উর্বর দেশে নিয়ে এসেছিলাম
যাতে তোমরা এর ফল ও শস্যসমূহ খেতে পাও এবং খাদ্য জোগাতে পারো।
    তোমরা আমার মাটিকে ‘নোংরা’ করে দিলে।
আমি তোমাদের একটি ভালো জমি দিয়েছিলাম,
    কিন্তু তোমরা তাকে একটি খারাপ জায়গায় পরিণত করে দিলে।

“যাজকরা প্রশ্ন করেনি,
    ‘কোথায় সেই প্রভু?’
যারা বিধিটি জানত তারা আমাকে জানতে চায়নি।
    ইস্রায়েলের নেতারা আমার বিরুদ্ধাচরণ করেছিল।
ভাববাদীগণ বাল মূর্ত্তির নাম নিয়ে ভাববাণী করেছিল।
    তারা মূল্যহীন মূর্ত্তিগুলোর পূজা করেছিল।
তারা মূর্ত্তির অজুহাত দেখিয়ে ইস্রায়েলের লোকদের পূজায় বসিয়েছে।
    ইস্রায়েলবাসী ভেবেছিল এই মূর্ত্তিই তাদের জন্য ফলনশীল জমি তৈরী করেছে।
তারা বিশ্বাস করেছিল,
    মূর্ত্তিই বুঝি ঝড়, বৃষ্টি এনে দিয়েছে।”

প্রভু বললেন, “তাই আমি তোমাদের আবার অভিযুক্ত করছি।
    অভিযুক্ত করব তোমাদের পুত্র পৌত্রগণদেরও।
10 যাও, সমুদ্রের ওপারে কিত্তীয়দের দ্বীপে।
    কোন একজনকে কেদরের দেশে পাঠাও।
দেখ আর কেউ কখনও এরকম করেছে কিনা।
    সেখানে দেখো কেউ তোমাদের মতো এই কাজ করছে কিনা।
11 কোনও দেশ কি তাদের পুরানো দেবতাকে ছুঁড়ে ফেলে
    নতুন দেবতার উপাসনা করেছে?
কিন্তু তাদের সেই দেবতারা সত্যিকারের দেবতা নয়।
    কিন্তু আমার লোকরা তাদের মহিমাময় ঈশ্বরের পরিবর্তে
    মূল্যহীন মূর্ত্তিগুলোর পূজা শুরু করেছিল।

12 “হে আকাশমণ্ডল, যা সব ঘটেছিল তাতে আশ্চর্য হও!
    প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকো!”
এই ছিল প্রভুর বার্তা।
13 “আমার দেশের লোকরা দুটি ভুল কাজ করেছে।
    প্রথমতঃ যদিও আমি একটি জীবন্ত জলের ঝর্ণা
    তবু তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে।
আমিই জলের অস্তিত্ব।
    দ্বিতীয়তঃ তারা নিজেদের জন্য কূপ খনন করেছে।
    তারা ভিন্ন দেবতার উপর আস্থা রেখেছে।
কিন্তু সেগুলি ভাঙা কূপ।
    জলাধার হতে পারে না।

যোহন 7:14-31

জেরুশালেমে যীশুর শিক্ষা

14 পর্বের আধা-আধি সময়ে যীশু মন্দিরে গিয়ে লোকদের মাঝে শিক্ষা দিতে লাগলেন। 15 ইহুদীরা এতে খুব আশ্চর্য হয়ে বলল, “এই লোক কোন কিছু অধ্যয়ন না করেই কিভাবে এত সব জ্ঞান লাভ করল?”

16 এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি যা শিক্ষা দিই তা আমার নিজস্ব নয়। যিনি আমায় পাঠিয়েছেন এসব সেই ঈশ্বরের কাছ থেকে পাওয়া। 17 যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় তাহলে সে জানবে আমি যা শিক্ষা দিই তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজের থেকে এসব কথা বলছি। 18 যদি কেউ নিজের ভাবনার কথা নিজে বলে, তাহলে সে নিজেই নিজেকে সম্মানিত করতে চায়; কিন্তু যে তার প্রেরণ কর্তার গৌরব চায়, সেই লোক সত্যবাদী, তার মধ্যে কোন অসাধুতা নেই। 19 মোশি কি তোমাদের কাছে বিধি-ব্যবস্থা দেন নি? কিন্তু তোমরা কেউই সেই বিধি-ব্যবস্থা পালন কর না। তোমরা কেন আমাকে হত্যা করতে চাইছ?”

20 জনতা উত্তর দিল, “তোমাকে ভূতে পেয়েছে, কে তোমাকে হত্যা করতে চাইছে?”

21 এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি একটা অলৌকিক কাজ করেছি, আর তোমরা সকলে আশ্চর্য হয়ে গেছ। 22 মোশিও তোমাদের সুন্নতের বিধি-ব্যবস্থা দিয়েছিলেন। যদিও মুলতঃ সেই বিধি-ব্যবস্থা মোশির নয় কিন্তু এই বিধি-ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে। আর তোমরা বিশ্রামবারেও শিশুদের সুন্নত করে থাকো। 23 মোশির বিধি-ব্যবস্থা যেন লঙ্ঘন করা না হয়, এই যুক্তিতে বিশ্রামবারেও যদি কোন মানুষের সুন্নত করা চলে, তাহলে আমি বিশ্রামবারে একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করেছি বলে তোমরা আমার ওপর এত ক্রুদ্ধ হয়েছ কেন? 24 বাহ্যিকভাবে কোন কিছু দেখেই তার বিচার করো না। যা সঠিক সেই হিসাবেই ন্যায় বিচার কর।”

লোকেরা সংশয়গ্রস্ত যীশুই কি খ্রীষ্ট?

25 তখন জেরুশালেমের লোকেদের মধ্যে কেউ কেউ বলল, “এই লোককেই না ইহুদী নেতারা হত্যা করতে চাইছে? 26 কিন্তু দেখ! এ তো প্রকাশ্যেই শিক্ষা দিচ্ছে; কিন্তু তারা তো এঁকে কিছুই বলছে না। এটা কি হতে পারে যে নেতারা সত্যিই জানে যে, ইনি সেই খ্রীষ্ট? 27 আমরা জানি ইনি কোথা থেকে এসেছেন; কিন্তু মশীহ যখন আসবেন তখন কেউ জানবে না তিনি কোথা থেকে এসেছেন।”

28 তখন যীশু মন্দিরে শিক্ষা দিতে দিতে বেশ চেঁচিয়ে বললেন, “তোমরা আমায় জান, আর আমি কোথা থেকে এসেছি তাও তোমরা জান। তবু বলছি, আমি নিজের থেকে আসি নি, তবে যিনি আমায় পাঠিয়েছেন তিনি সত্য; আর তোমরা তাঁকে জান না। 29 কিন্তু আমি তাঁকে জানি, কারণ তিনি আমায় পাঠিয়েছেন। আমি তাঁরই কাছ থেকে এসেছি।”

30 তখন তারা তাঁকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করতে লাগল। তবু কেউ তাঁর গায়ে হাত দিতে সাহস করল না, কারণ তখনও তার সময় আসে নি। 31 কিন্তু সেই জনতার মধ্যে থেকে অনেকেই তাঁর ওপর বিশ্বাস করল; আর বলল, “মশীহ এসে কি তাঁর চেয়েও বেশী অলৌকিক চিহ্ন করবেন?”

যোহন 7:37-39

যীশু পবিত্র আত্মার বিষয়ে বললেন

37 পর্বের শেষ দিন, যে দিনটি বিশেষ দিন, সেই দিন যীশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, “কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক। 38 শাস্ত্রে এ কথা বলে, যে আমার ওপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে।” 39 যীশু পবিত্র আত্মা সম্পর্কে এই কথা বললেন, “সেই পবিত্র আত্মা তখনও দেওয়া হয় নি, কারণ যীশু তখনও মহিমান্বিত হন নি; কিন্তু পরে যারা যীশুকে বিশ্বাস করে তারা সেই আত্মা পাবে।”

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International