Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 25:1-10

দায়ূদের একটি গীত।

25 প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি।
হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি।
    তাই আমাকে লজ্জিত করবেন না।
    আমার শত্রুরা যেন আমার ওপর জয়লাভ না করে।
যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না।
    কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে।
    তারা কিছুই পাবে না।

হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান।
    আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন।
আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন।
    আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা।
    প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি।
হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন।
    যে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন।
আমার তরুণ বয়সের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না।
    হে প্রভু, আপনার সুনামের জন্য, আমায় ভালোবেসে স্মরণ করবেন।

প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সৎ‌।
    তিনি পাপীদের ঠিক পথে জীবনযাপন করবার শিক্ষা দেন।
যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান।
    তিনি ন্যায়পথে তাদের পরিচালিত করেন।
10 প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে
    তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন।

নহিমিয় 9:26-31

26 তারা তোমার বিরুদ্ধে গেল
    এবং তোমার শিক্ষামালা ছুঁড়ে ফেলে দিল।
    তারা তোমার ভাববাদীদেরও হত্যা করল,
যারা তাদের সতর্ক করে
    তোমার কাছে ফেরাতে চেয়েছিল।
    কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমার বিরুদ্ধে বীভৎ‌স সব কাজ করলো।
27 তাই তুমি তাদের শত্রুদের হাতে ওদের পরাজিত হতে দিলে।
    শত্রুরা তাদের নানান সংকটের মধ্যে ফেললো।
তাই বিপদের সময়ে তারা তোমার সাহায্যের জন্য কেঁদে পড়ল।
    স্বর্গে বসে তুমি তাদের আর্ত চিৎকার শুনলে।
তুমি করুণাময়,
    তাই লোক পাঠালে তাদের পরিত্রাণের জন্য।
    তারা এসে শত্রুদের হাত থেকে ওদের উদ্ধার করলো।
28 কিন্তু যে মূহুর্তে আমাদের পূর্বপুরুষরা তাদের শত্রুদের হাত থেকে মুক্তি পেল,
    তারা পাপ কার্য শুরু করলো।
তাই তুমি তাদের শত্রুদের পরাজিত করতে এবং তাদের ওপর নিষ্ঠুরভাবে শাসন করতে দিলে।
তারা তোমার সাহায্যের জন্য কান্নাকাটি করল।
    স্বর্গে তুমি তাদের কান্না শুনলে
এবং তোমার করুণাবশতঃ আবার তাদের উদ্ধার করলে।
    এ ঘটনা বহুবার ঘটেছে।
29 তুমি তাদের সতর্ক করেছিলে,
যাতে তারা তোমার শিক্ষামালার শরণ নেয়,
    কিন্তু ওরা উদ্ধত ছিল
    এবং তোমার আজ্ঞাসমূহ মানতে অস্বীকার করেছিল।
তারা তোমার বিধিসমূহ, যে সেগুলো পালন করে
    তাকে সত্য জীবন দেয়, তা ভেঙেছিল।
কিন্তু তারা তাদের জেদবশতঃ তোমার বিধিসমূহ ভেঙেছিল।
    তারা তোমার দিকে পেছন ফিরে ছিল
    এবং শুনতে অস্বীকার করেছিল।

30 “তুমি আমাদের পূর্বপুরুষদের প্রতি
    বহু বছর ধরে খুব ধৈর্য্যশীল ছিলে,
তোমার আত্মায় পূর্ণ তোমার ভাববাদীদের মাধ্যমে
    তুমি তাদের সতর্ক করেছিলে।
কিন্তু তারা শুনতে অস্বীকার করেছিল,
    তাই তুমি তাদের বিজাতীয়দের হাতে তুলে দিয়েছিলে।

31 “কত দরদী এবং করুণাময় ঈশ্বর তুমি।
    তবুও তুমি তাদের ধ্বংস করোনি,
ছেড়েও যাওনি।
    তুমি দয়াময়, করুণাধর ঈশ্বর!

লূক 21:20-24

জেরুশালেমের ধ্বংসের দিন

(মথি 24:15-21; মার্ক 13:14-19)

20 “তোমরা যখন দেখবে যে সৈন্যসামন্তরা জেরুশালেমকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন বুঝবে যে তার ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। 21 তখন যারা যিহূদিয়ায় থাকবে তারা যেন পালিয়ে যায়। যারা জেরুশালেমে থাকবে তারা যেন অবশ্যই নগর ছেড়ে পালায়; আর যারা গ্রামে থাকবে তারা যেন নগরে না আসে। 22 কারণ এই দিনগুলো হচ্ছে শাস্তির দিন, যা শাস্ত্রের বাণী অনুসারে পূর্ণ হবে। 23 ঐ দিনগুলোতে যাদের প্রসবকাল ঘনিয়ে এসেছে ও যাদের কোলে দুধের বাচ্চা আছে, সেই সব স্ত্রীলোকদের ভয়ঙ্কর দুর্দশা হবে। আমি একথা বলছি কারণ দেশে মহাসংকট আসছে ও এই লোকদের ওপর ঈশ্বরের ক্রোধ নেমে আসছে। 24 তরবারির আঘাতে তারা মারা পড়বে, আর তাদের বন্দী করে সকল জাতির কাছে নিয়ে যাওযা হবে। যতদিন না অইহুদীদের নিরুপিত সময় পূর্ণ হচ্ছে, জেরুশালেম অইহুদীদের দ্বারা অবজ্ঞা ভরে পদদলিত হবে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International