Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 24

দায়ূদের একটি গীত।

24 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর।
    এই জগৎ‌‌ এবং জগতের সব লোকও তাঁর।
প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন।
    তিনি নদীসমূহের ওপর এইসব তৈরী করেছেন।

কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে?
    কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি,
    সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি,
    সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি,
    যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে।
    ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।
সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে।
    তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
কে সেই মহিমান্বিত রাজা?
    প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক।
    প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নায়ক।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
10 কে সেই মহিমান্বিত রাজা?
    সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

গীতসংহিতা 29

দায়ূদের একটি গীত।

29 হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর!
    তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর।
প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর!
    তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর।
প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়।
    মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত।
প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে।
    প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে।
প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙে টুকরো টুকরো করে দেয়।
    প্রভু লিবানোনের এরস গাছ ভেঙে দিয়েছেন।
প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে।
    শিরিয়োণ[a] প্রকম্পিত হচ্ছে, দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে।
বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে।
প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে।
    প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে।
প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়।
    প্রভু বনস্থলী ধ্বংস করেন।
কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়।

10 প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা
    এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন।
11 প্রভু তাঁর লোকদের শক্তি দেন।
    তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

গীতসংহিতা 103

দায়ূদের একটি গীত।

103 হে আমার আত্মা, প্রভুকে ধন্যবাদ দাও!
    আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তাঁর পবিত্র নামের প্রশংসা কর!
হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!
    ভুলে যেও না যে তিনি সত্যিই দয়ালু।
ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন।
    তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন।
ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন।
    তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন।
তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন।
    তিনিই সেইজন যিনি পুরানো পালক ঘসে নতুন পালক গজানো
    একটি ঈগলের মত তোমাদের যৌবন পুনরুজ্জীবিত করেন।
প্রভুই সৎ‌।
    প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন।
ঈশ্বর মোশিকে তাঁর শিক্ষামালা দিয়েছিলেন।
    যে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সে সব তিনি ইস্রায়েলকে দেখিয়েছিলেন।
প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল।
    ঈশ্বর ধৈর্য্যশীল এবং প্রেমে পূর্ণ।
প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না।
    প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না।
10 আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম
    কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন নি।
11 যেমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে,
    তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে।
12 পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর,
    আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন।
13 পিতা যেমন পুত্রের প্রতি দয়াময়
    তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু।
14 ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন।
    ঈশ্বর জানেন যে আমরা ধূলো থেকে সৃষ্ট হয়েছি।
15 ঈশ্বর জানেন আমাদের জীবন
    ঘাসের মত অত্যন্ত সংক্ষিপ্ত।
ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মত, সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়।
16     তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে।
    আবার তুমি বলতেও পারবে না সেই সব ফুল কোথায় জন্মেছিল।
17 কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল।
    তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসবেন।
ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন।
18     যারা তাঁর চুক্তি অনুসরণ করে, তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন।
    যারা তাঁর আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন।
19 স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে
    এবং তিনিই সব কিছুর শাসন করছেন।
20 হে দূতগণ, প্রভুর প্রশংসা কর!
    তোমরা দূতরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো।
    তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর।
21 প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর।
    তোমরা তাঁর দাস।
    ঈশ্বর যা চান তোমরা তাই কর।
22 প্রভুর প্রশংসা কর।
    তাঁর রাজ্যের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর।
হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

সখরিয় 9:9-12

ভবিষ্যতের রাজা

সিয়োন, উল্লাস কর!
    জেরুশালেমের লোকেরা, আনন্দে চিৎকার কর!
দেখ, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন!
    তিনিই সেই ধার্মিক রাজা, তিনিই সেই বিজয়ী রাজা, কিন্তু তিনি নম্র।
তিনি একটি খচ্চরের পিঠে চড়ে আসছেন।
    একটি ভারবাহী গাধার বাচ্চার ওপর চড়ে আসছেন।
10 রাজা বলেন, “আমি ইফ্রয়িমের রথগুলি
    এবং জেরুশালেমের অশ্বগুলিকেও সরিয়ে ফেলব।
    আমি যুদ্ধে ব্যবহার করবার ধনু ভেঙে ফেলব।”

রাজা জাতিগুলির কাছে শান্তির সংবাদ আনবেন।
    তিনি সাগর থেকে সাগরে রাজত্ব করবেন।
    ফরাৎ নদী থেকে পৃথিবীর দূরতম প্রান্ত পর্যন্ত।

প্রভু তাঁর লোকদের রক্ষা করবেন

11 জেরুশালেম, তোমার চুক্তি রক্তের মধ্যে সীলমোহর করা হয়েছিল।
    তাই আমি তোমার বন্দীদের শূন্য আধার থেকে রক্ষা করেছি।
12 বন্দীরা, তোমাদের মাতৃভূমিতে ফিরে যাও!
    এখন তোমাদের আশার কিছু বাকী রয়েছে।
আমি আবার এই দ্বিতীয়বার বলছি
    আমি তোমাদের কাছে ফিরে আসছি!

সখরিয় 12:9-11

প্রভু বলেন, “সেই সময়ে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে যেসব জাতি আসবে তাদের আমি ধ্বংস করব। 10 আমি দায়ূদের ও পরিবারের সদস্যদের এবং জেরুশালেমে বাসকারী লোকদের আমি ক্ষমাশীল ও দয়ায় ভরা আত্মা দেব। তারা আমার দিকে তাকাবে, সেই একজন যাকে তারা বিদ্ধ করেছিল এবং তারা বিলাপ করবে। একমাত্র পুত্রের বিয়োগে লোকে যেমন শোক করে তারা সেরকম তীব্রভাবে কাঁদবে। একজনের প্রথমজাত পুত্রের মৃত্যুতে লোকে যেমন শোক করে, তারা তেমনই শোক করবে। 11 সেসময় জেরুশালেমে রোদন ও মহাশোকের দিন উপস্থিত হবে। মগিদ্দোন উপত্যকায় হদদ্-রিম্মোণের মৃত্যুতে লোকে যেমন রোদন করেছিল এসময় সেরকমই হবে।

সখরিয় 13:1

13 সেইদিন দায়ূদ পরিবারের সদস্যদের জন্য ও জেরুশালেমে বসবাসকারী অন্যান্য লোকেদের জন্য এক নতুন ঝর্ণা খোলা হবে। এই ঝর্ণাটি হবে পাপ ও অশুদ্ধি থেকে শুদ্ধিকরণের নিমিত্ত।

সখরিয় 13:7-9

সর্বশক্তিমান প্রভু বলেছেন, “আমার তরবারি মেষপালকদের আঘাত করুক! সেটা আমার বন্ধুকে আঘাত করুক! মেষপালকদের আঘাত কর এবং মেষরা পলায়ন করবে। এবং আমি সেই ক্ষুদ্রগণকে শাস্তি দেব। দেশের দুই-তৃতীয়াংশ লোক আঘাতে মারা যাবে কিন্তু এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকবে। তখন আমি ঐ অবশিষ্ট এক তৃতীয়াংশ লোকদের পরীক্ষা করব। আমি তাদের বিভিন্ন সংকটে ফেলব। সেগুলো হবে তাদের অগ্নিপরীক্ষার মত ঠিক যেমন লোকে আগুন ব্যবহার করে রূপোকে খাঁটি করতে অথবা সোনা খাঁটি কিনা তা পরীক্ষা করতে। তখন তারা আমার নামে ডাকবে আর আমি তাদের ডাকে সাড়া দেব। আমি বলব, ‘তোমরা আমার লোক।’ আর তারা বলবে, ‘প্রভু আমাদের ঈশ্বর।’”

1 তীমথিয় 6:12-16

12 বিশ্বাস রক্ষা করার দৌড়ে জয়লাভ করতে প্রাণপন চেষ্টা কর। যে জীবন চিরায়ত তা পাবার বিষয়ে সুনিশ্চিত হও। তুমি সেই জীবন গ্রহণ করার জন্য আহুত। 13 অনেক সাক্ষীর সামনে এবং সেই যীশু খ্রীষ্টের সামনে আমি তোমাকে এই আদেশ করছি, পন্তীয় পীলাতের সামনে যীশুও সেই মহান সত্যের পক্ষে নির্ভীক স্বীকারোক্তি দিয়েছিলেন। 14 যা তোমাকে আদেশ করা হয়েছে, তা পালন কর। এখন থেকে প্রভু যীশু পুনরায় না আসা পর্যন্ত অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন করে চল। 15 নিরুপিত সময়ে ঈশ্বর এসমস্ত সম্পন্ন করবেন; তিনি সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র শাসনকর্তা যিনি রাজার রাজা ও প্রভুর প্রভু। 16 যিনি অমরতার একমাত্র অধিকারী এবং অগম্য জ্যোতির মধ্যে বাস করেন, যাঁকে কেউ কোন দিন দেখতে পায় নি, পাবেও না। সম্মান ও অনন্ত পরাক্রম ও কর্তৃত্ত্ব যুগে যুগে তাঁরই হোক্। আমেন।

মথি 21:12-17

যীশু মন্দিরে গেলেন

(মার্ক 11:15-19; লূক 19:45-48; যোহন 2:13-22)

12 এরপর যীশু মন্দির চত্বরে ঢুকলেন; আর যারা সেই মন্দির চত্বরের মধ্যে বেচাকেনা করছিল, তাদের তাড়িয়ে দিলেন। যারা টাকা বদল করে দেবার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যাঁরা ডালায় করে পায়রা বিক্রি করছিল তিনি তাদের টেবিল ও ডালা উল্টে দিলেন। 13 যীশু তাদের বললেন, “শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনা গৃহ।’(A) কিন্তু তোমরা তা দস্যুদের আস্তানায় পরিণত করেছ।(B)

14 এরপর মন্দির চত্বরের মধ্যে অনেক অন্ধ ও খঞ্জ যীশুর কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন। 15 প্রধান যাজকরা ও ব্যবস্থার শিক্ষকরা দেখলেন যে, যীশু অনেক অলৌকিক কাজ করছেন, আর যখন দেখলেন মন্দির চত্বরের মধ্যে ছেলেমেয়েরা চিৎকার করে বলছে, “প্রশংসা, দায়ূদের পুত্রের প্রশংসা হোক্,” তখন তাঁরা রেগে গেলেন।

16 তাঁরা যীশুকে বললেন, “ওরা যা বলছে, তা কি তুমি শুনতে পাচ্ছ?”

যীশু তাদের জবাব দিলেন, “হ্যাঁ, পাচ্ছি, তোমরা কি শাস্ত্রে পড় নি, ‘তুমি ছোট ছোট ছেলেমেয়ে ও দুগ্ধপোষ্য শিশুদেরই প্রশংসা করতে শিখিয়েছ?’”(C)

17 এরপর যীশু তাদের ছেড়ে শহরের বাইরে বৈথনিয়ায় গিয়ে রাতে সেখানেই থাকলেন।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International