Revised Common Lectionary (Semicontinuous)
সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি প্রশংসা গীত।
65 সিয়োনে বিরাজমান হে ঈশ্বর, আমি আপনার প্রশংসা করি।
আপনাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি দিয়েছি।
2 আপনি যে সব কাজ করেছেন সে সম্পর্কে আমরা বলে থাকি।
আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন।
যারা আপনার কাছে আসে, তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন।
3 যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়,
তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন।
4 ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন।
আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন।
আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে,
যে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!
5 ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন।
ভালো লোকরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন।
তাদের জন্য আপনি আশ্চর্য কার্য করেন।
সারা পৃথিবীতে লোকরা আপনাতে আস্থা রাখে।
6 ঈশ্বর তাঁর শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন।
আমাদের চারপাশে আমরা তাঁর শক্তিকে দেখতে পাই।
7 উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন।
ঈশ্বরই পৃথিবীতে “জনসমুদ্রসমূহ” সৃষ্টি করেছেন।
8 আপনি যেসব বিস্ময়কর জিনিস করেন, তাতে সারা পৃথিবীর লোক বিস্ময়-বিহ্বল হয়েছে।
সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের প্রচণ্ড সুখী করে!
9 আপনিই জমির যত্ন নেন।
আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান।
হে ঈশ্বর, আপনিই সেই জন, যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন
এবং ফসল ফলাতে সাহায্য করেছেন।
10 হাল দেওয়া জমিতে আপনিই বৃষ্টি ঝরান।
আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন।
আপনিই বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন
এবং আপনিই কচি চারা জন্মাতে দেন।
11 আপনি ভালো ফসল দিয়ে নতুন বছর শুরু করেন।
আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়ীগুলি ভরে দেন।
12 পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে।
13 চারণ ভূমিগুলো মেষে ভরে রয়েছে।
উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে।
প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে।
প্রভুর আগমনের দিন
2 সিয়োনে শিঙা বাজাও।
আমার পবিত্র পর্বতে জোরে চিৎকার করো।
দেশের সমস্ত বাসিন্দারা
ভয়ে কেঁপে উঠুক।
কারণ প্রভুর দিন আসছে
এবং তা সন্নিকট।
2 সেটা এক অন্ধকার, বিষণ্ন দিন হবে।
এটা অন্ধকার এবং মেঘলা দিন হবে।
অন্ধকার যেভাবে পর্বতে ছেয়ে যায়
সেইভাবে বিশাল ও শক্তিশালী সৈন্য দেখা যাবে।
এর আগে কখনও এমন হয় নি।
আর এর পরেও এমন হবে না।
3 আগুন তাদের সামনে গ্রাস করবে
এবং অগ্নিশিখা তাদের পশ্চাতে জ্বলবে।
তাদের সামনের দেশ হবে
যেন এক এদোন উদ্যান।
কিন্তু তাদের পশ্চাতে দেশ
যেন শূন্য মরুভূমি।
কোন কিছুই তাদের এড়িয়ে যাবে না।
4 তাদের দেখতে ঘোড়ার মত।
আর যুদ্ধের ঘোড়ার মতো তারা দৌড়ায়।
5 ঐ শোন পর্বতের ওপর তাদের রথের শব্দ।
সেই শব্দ খড় জ্বালানো আগুনের শব্দের মতো
এবং একটি শক্তিশালী সৈন্য বাহিনীর মত
যারা যুদ্ধ করতে আসছে।
6 ঐ সৈন্যদলের সামনে লোকে ভয়ে কাঁপে।
তাদের মুখ ভয়ে বিবর্ণ হবে।
7 তারা দ্রুত দৌড়ায়
এবং যোদ্ধাদের মতো তারা প্রাচীরে চড়তে পটু।
তারা কুচকাওয়াজ করে সামনে এগিয়ে যায়।
তারা তাদের পথ থেকে সরে যায় না।
8 তারা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করে না।
প্রত্যেক সৈন্য তার নিজের পথে চলে।
এমনকি যদি একজন সৈন্য আহত হয়ে পড়ে
অন্যরা ঠিক ভাবেই কুচকাওয়াজ করে চলে।
9 তারা শহরের মধ্যে দৌড়ে যায়।
তারা দ্রুত প্রাচীরের উপর ওঠে।
ঘরের মধ্যে উঠে পড়ে।
জানালা দিয়ে চোরের মত ঢুকে পড়ে।
10 তাদের সামনে যেন পৃথিবী ও আকাশ কেঁপে ওঠে।
সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায় এবং তারারা উজ্জ্বলতা প্রকাশ বন্ধ করে।
11 প্রভু নিজে তাঁর সৈন্যদের চিৎকার করে ডাকছেন।
তাঁর শিবির খুব বড়।
সত্যি সেই সৈন্যরা তাঁর আদেশ মানে।
তারা খুবই শক্তিশালী।
প্রভুর দিন হবে সত্যি তীব্র ও ভয়ানক;
কে তা সহ্য করতে পারে?
শেষ নির্দেশ
10 কিন্তু তুমি আমার সব কথাই জান। যা আমি শেখাই, যেভাবে আমি চলি সবই তুমি জান। আমার জীবনের কি লক্ষ্য তাও তুমি জান। তুমি আমার বিশ্বাস, ধৈর্য্য, ভালোবাসা ও সহিষ্ণুতার কথা জান। 11 আমার জীবনে নির্যাতন ও কষ্টভোগের কথাও তুমি জান। আন্তিয়খিয়া, ইকনিয় ও লুস্ত্রায় যখন আমি গিয়েছিলাম, সে সব জায়গায় আমার কি অবস্থা হয়েছিল, কত কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছিল তা তুমি জান; কিন্তু সেই সময় দুঃখ কষ্ট থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন। 12 খ্রীষ্ট যীশুতে যত লোক ঈশ্বরের ইচ্ছানুসারে চলতে চাইবে তাদের সকলকে নির্যাতিত হতে হবেই। 13 কিন্তু দুষ্ট লোকদের এবং ঠগবাজদের ক্রমশঃই অধঃপতন ঘটবে। তারা পরকে ঠকাবে, নিজেরাও ঠকবে।
14 কিন্তু তুমি যা শিখেছ তাতেই স্থির থাক, এবং দৃঢ়ভাবে তা বিশ্বাস কর কারণ তুমি জান কাদের কাছ থেকে তুমি সেই শিক্ষা পেয়েছ। 15 বাল্যকাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচয় হয়েছে। শাস্ত্রগুলিই তোমাকে সেই প্রজ্ঞা দেবে যা খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের পথে নিয়ে যায়।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International