Revised Common Lectionary (Semicontinuous)
6 আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনবার কান দিয়েছেন।
হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন।
আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য কোনটাই চান নি।
আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না।
কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু।
7 তাই আমি বলেছি, “এই যে আমি, আমায় গ্রহণ করুন।
আমি এসেছি, আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে।
8 হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই।
আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই।”
9 মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি।
এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না।
10 আপনার কৃত মহৎ কীর্তি সম্পর্কে আমি বলেছি।
আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি।
প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে।
আমি মহাসভায় আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি।
11 তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না!
আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন।
12 মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে।
তাদের গুনে শেষ করা যাবে না!
আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি।
আমি তা থেকে পালাতে পারছি না।
আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্যা বেশী।
আমি সাহস হারিয়েছি।
13 প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান!
প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন!
14 ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে।
প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন।
ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে।
ওরা যেন লজ্জায় ছুটে পালিয়ে যায়!
15 ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে।
ঐসব লোক যেন অবমাননায় বোবা হয়ে যায়!
16 কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়।
তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে। অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”
17 প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ।
আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন।
হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না!
12 “যাকোব আমি তোমাকে আমার লোক বলে ডেকেছি।
তাই আমার কথা শোন!
আমিই আদি!
আমিই অন্ত!
13 আমি নিজের হাতে পৃথিবীর সৃষ্টি করেছি,
আমার ডান হাত সৃষ্টি করেছে আকাশ।
ডাকলেই তারা এক সঙ্গে
আমার সামনে চলে আসবে।
14 “তোমরা সবাই এসো এখানে, আমার কথা শোন!
কোনো মূর্ত্তি কি বলেছে যে এগুলো ঘটবে? না!”
প্রভু যাকে ভালোবাসেন, পছন্দ করেন
বাবিল ও কল্দীয়দের প্রতি যা চাইবে তাই করবেন।
15 প্রভু বলেন, “আমি বলেছি তাকে আমি ডাকব।
আমি তাকে বয়ে আনব!
আমি তাকে সফল করে তুলব!
16 এখানে এস এবং আমার কথা শোন!
বাবিলের জাতি হিসেবে উত্থানের সময় আমি সেখানে ছিলাম।
এবং প্রথম থেকেই আমি স্পষ্ট কথা বলেছি,
যাতে লোকেরা বুঝতে পারে আমি কি বলেছি।”
তখন যিশাইয় বললেন, “এখন প্রভু, আমার সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন। তাঁর আত্মা তোমাদের এইসব কথা বলবে।” 17 প্রভু, পরিত্রাতা, ইস্রায়েলের পবিত্র একজন বলেন,
“আমিই প্রভু, তোমাদের ঈশ্বর।
আমি তোমাদের সেই সব জিনিষ শেখাই যা সহায়ক।
তোমাদের যে পথে যাওয়া উচিৎ সেই পথের আমি নেতৃত্ব দেব।
18 তোমরা যদি আমাকে মেনে চলতে
তাহলে তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে।
সমুদ্রের তরঙ্গের মতো ভাল জিনিস
তোমাদের কাছে আসবে বার বার।
19 তোমরা যদি আমাকে মানতে,
তোমাদের অনেক শিশু সন্তান থাকত, তারা অসংখ্য বালু কণার মতো।
তোমরা যদি আমাকে মানতে, তোমরা ধ্বংস হতে পারতে না।
তোমরা আমার সঙ্গে চালিয়ে যেতে পারতে।”
20 আমার লোকরা বাবিল ত্যাগ করো!
আমার লোকরা কল্দীয়দের কাছ থেকে পালাও।
আনন্দের সঙ্গে লোকদের এই সংবাদ দাও।
পৃথিবীর দূর দূর স্থানে এই বার্তা পৌঁছে দাও!
লোককে বলো, “প্রভু তাঁর ভৃত্য যাকোবকে উদ্ধার করেছেন!”
21 প্রভু তাঁর লোকদের মরুভূমির ওপর দিয়ে নিয়ে গেলেন কিন্তু তারা কখনও তৃষ্ণার্ত হয়নি।
কেন? কারণ প্রভু তাঁর লোকদের জন্য পাথর থেকে জলপ্রবাহের সৃষ্টি করেছিলেন।
তিনি পাথরটি ভাঙলেন
এবং জল প্রবাহিত হতে লাগল!
যীশু, ইহুদী ধর্মীয় নেতাদের মতো ছিলেন না
(মার্ক 2:18-22; লূক 5:33-39)
14 পরে যোহনের অনুগামীরা যীশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, “আমরা ও ফরীশীরা প্রায়ই উপোস করি; কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না?”
15 তখন যীশু তাদের বললেন, “বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? কিন্তু দিন আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপোস করবে।
16 “নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ পুরানো কাপড়ে তালি দেয় না, তাহলে ছেঁড়াটা আরো বিশ্রী হবে। 17 পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষা রস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটিও নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International