Revised Common Lectionary (Semicontinuous)
মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।
131 হে প্রভু, আমি অহঙ্কারী নই।
আমি কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না।
এমন কি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না।
আমি নিজেকে এমন কোন ব্যাপারে জড়াই না, যা খুব বড় ও আমার অসাধ্য।
2 আমি শান্ত, আমার আত্মা শান্ত।
মায়ের কোলে পরিতৃপ্ত শিশুর মত
আমার আত্মা শান্তিতে মগ্ন।
3 ইস্রায়েল (তুমি) প্রভুকে বিশ্বাস কর।
তাঁকে এখন বিশ্বাস কর, তাঁকে চিরদিন বিশ্বাস কর!
ঈশ্বরের প্রশংসা গীত
26 সে সময়ে যিহূদার লোকরা এই গান গাইবে:
প্রভু আমাদের পরিত্রাণ দিন।
আমাদের একটি শক্তিশালী দুর্ভেদ্য নগর আছে।
2 ফটকগুলি খোলো। এক ন্যায়পরায়ণ জাতি প্রবেশ করবে।
এরা ঈশ্বরের সুশিক্ষা মেনে চলে।
3 প্রভু, যেসব লোকরা আপনার ওপর নির্ভর করে
এবং আপনার ওপর আস্থা রাখে
তাদের প্রকৃত শান্তি দিন।
4 সদা সর্বদা প্রভুকে বিশ্বাস কর।
তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়।
5 কিন্তু প্রভু দাম্ভিক শহরকে ধ্বংস করবেন
এবং তার অধিবাসীদের শাস্তি দেবেন।
দাম্ভিক শহরকে তিনি মাটিতে ছুঁড়ে ফেলবেন।
সেই শহর ধূলোয় মুখ থুবড়ে পড়বে।
6 তখন দীনহীন এবং বিনয়ী মানুষরা সেই ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাবে।
25 ইপাফ্রদীত খ্রীষ্টেতে আমার ভাই, খ্রীষ্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক। আমার প্রয়োজনের সময় তোমরা তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলে। আমি এখন ভাবছি যে তাঁকে তোমাদের কাছে ফেরৎ পাঠানোর প্রয়োজন। 26 আমি তাঁকে পাঠাচ্ছি এই জন্য যে তিনি তোমাদের সকলকে দেখতে চান, আর তোমরা তাঁর অসুস্থতার কথা শুনেছ বলে তিনি খুবই চিন্তিত। 27 সত্যিই তিনি খুবই অসুস্থ হয়েছিলেন। মরণাপন্ন অবস্থা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাঁর প্রতি করুণা করেছেন। কেবল তাঁর প্রতি নয় কিন্তু আমার ওপরও দয়া করেছেন যেন দুঃখের উপর আরো দুঃখ আমার না হয়। 28 তাই এত আগ্রহের সঙ্গে আমি তোমাদের কাছে তাঁকে পাঠাচ্ছি যেন তোমরা তাঁকে দেখে আবার আনন্দ পাও আর তোমাদের বিষয়ে আমাকে আর চিন্তা করতে না হয়। 29 তোমরা তাঁকে প্রভুতে সানন্দে গ্রহণ করো। এই ধরণের লোকদের সম্মান করো। 30 তাঁকে সম্মান দেখানো উচিত কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমাকে সাহায্য করতে গিয়ে তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলেন; এ এমন সাহায্য ছিল যা তোমরা করতে পারতে না।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International