Revised Common Lectionary (Complementary)
সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীৎ সহযোগে কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।
84 হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!
2 আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না।
আমি অত্যন্ত উত্তেজিত!
আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়।
3 হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে।
আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে।
4 যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান।
ওরা এখনও আপনার প্রশংসা করছে।
5 হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা
আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!
6 তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন,
সেটা পার হয়ে যাত্রা করে।
শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে।
7 লোকরা যত ঈশ্বরের কাছে যায়
তত শক্তিশালী হয়।
9 যদি আমার মাথা ভর্ত্তি জল থাকতো,
যদি আমার চোখ অশ্রু-জলের ঝর্ণা হতো
তাহলে আমি আমার লোকেদের ধ্বংসের জন্য সারা দিনরাত কাঁদতাম।
2 মরুভূমির মাঝে আমার যদি একটা ছোট্ট বাড়ি থাকতো,
যেখানে পথিক ক্লান্ত হয়ে রাত কাটায়,
তাহলে আমি আমার লোকদের ত্যাগ করতে পারতাম।
তাদের কাছ থেকে সরে যেতে পারতাম।
কারণ তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়,
তারা প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে।
3 “জিহ্বা হল তাদের ধনুকের মতো।
আর সেখান থেকে তীরের মতো উড়ে আসে এক রাশি মিথ্যে।
এই দেশে সত্য নয়, চারিদিকে কেবল মিথ্যেরই জয়জয়কার।
এখানকার লোকরা একটা পাপ থেকে আরেকটা পাপের পথে হেঁটেছে।
তারা আমাকে জানে না।”
প্রভু এই কথাগুলি বললেন।
4 “প্রতিবেশীদের লক্ষ্য কর!
নিজের ভাইকেও বিশ্বাস করো না।
কারণ তারা প্রত্যেকে ঠগ, প্রতারক,
প্রত্যেক প্রতিবেশীই ওর পিছনে কথা বলে।
5 প্রত্যেকে তার প্রতিবেশীকে মিথ্যে বলে।
কেউ সত্যি কথা বলে না।
যিহূদার লোকরা শুধু
মিথ্যেই বলতে শিখেছে।
যতক্ষণ না তারা খুব ক্লান্ত হয়ে ফিরে এলো
ততক্ষণ তারা পাপ আচার চালিয়ে গিয়েছিল।
6 মন্দ মন্দকেই অনুসরণ করে
এবং মিথ্যে অনুসরণ করে মিথ্যাকে।
লোকরা আমাকে চিনতে অস্বীকার করেছিল।”
প্রভু এই কথাগুলি বললেন।
7 সুতরাং প্রভু সর্বশক্তিমান বললেন:
“খাঁটি ধাতু কি না তা বোঝার জন্য একজন শ্রমিক আগুনে গালিয়ে দেখে।
যেহেতু আমার আর অন্য কোন বিকল্প নেই
তাই আমি যিহূদার লোকদের এইভাবেই পরীক্ষা করব।
আমার লোকরা পাপ করেছে।
8 তীক্ষ্ণ তীরের ফলার মতো তাদের জিহ্বা।
তা থেকে শুধু মিথ্যেই উচ্চারিত হয়।
প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে বন্ধুভাবে কথা বলে,
কিন্তু সে গোপনে তাকে আঘাত করবার পরিকল্পনা করে।
9 যিহূদার লোকদের আমি শাস্তি দেবই।”
এই হল প্রভুর বার্তা।
“তুমি জানো এই ধরণের লোককে আমার শাস্তি দেওয়া উচিৎ।
তাদের যোগ্য শাস্তিই আমি দেব।”
10 আমি (যিরমিয়) পাহাড়দের জন্য আর্ত চিৎকার করে উঠবো।
শূন্য জমির জন্য শোকের গান গাইব।
কারণ জীবিত সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে।
কোন মানুষ এখন সেখানে হাঁটে না।
কোন গবাদি পশুর আওয়াজ সেখানে শোনা যাবে না।
পশু এবং পাখীরা
দূরে কোথাও চলে গিয়েছে।
11 “আমি (প্রভু) জেরুশালেম শহরকে জঞ্জালের স্তূপে পরিণত করব।
এ হবে শেয়ালদের দেশ।
যিহূদার সমস্ত শহরকে আমি ধ্বংস করব
যাতে সেখানে কেউ বাস করতে না পারে।”
12 এই জিনিসগুলি বোঝার মতো কোন যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছে কি? প্রভুর দ্বারা শিক্ষণপ্রাপ্ত এমন কিছু লোক আছে কি যারা প্রভুর বার্তা ব্যাখ্যা করতে পারবে? কেন সেই দেশটি ধ্বংস হয়ে গেল? কেন তা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছিল? সেখানে কোন মানুষ কেন যেতে পারে না?
13 প্রভু প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। প্রভু বলেছেন, “এসবগুলো ঘটেছে কারণ যিহূদার লোকরা আমার শিক্ষামালা অনুসরণ করা ছেড়ে দিয়েছিল। আমি তাদের শিক্ষামালা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল। তারা আমার শিক্ষামালাকে অনুসরণ করেনি। 14 একগুঁয়ে, জেদী, যিহূদার লোকরা নিজের মতো করে চলেছিল। তারা বালের মূর্ত্তি অনুসরণ করেছিল। মূর্ত্তিদের অনুসরণ করার শিক্ষা তাদের পিতারাই দিয়েছিল।”
15 তাই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “শীঘ্রই আমি যিহূদার লোকদের তিক্ত খাদ্য খেতে বাধ্য করব। আমি তাদের বিষাক্ত জল পান করতে বাধ্য করব। 16 অন্য সমস্ত দেশে আমি যিহূদার লোকদের ছড়িয়ে দেব। অদ্ভুত দেশগুলিতে তারা বাস করবে। তারা এবং তাদের পিতারা কখনোই ঐ সব দেশের কথা শোনেনি বা জানে না। আমি লোকদের তরবারি হাতে পাঠাবো। তারা যিহূদার সব লোকদের হত্যা করবে।”
শেষের দিনগুলি
3 একথা মনে রেখো যে শেষকালে ভয়ঙ্কর সময় আসছে। 2 কারণ লোকে তখন স্বার্থপর ও অর্থপ্রেমী হয়ে উঠবে। তারা গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে ও পরনিন্দা করবে। লোকে তাদের মা-বাবার অবাধ্য হবে। তারা অকৃতজ্ঞ, অধার্মিক হবে। 3 অপর লোকদের জন্য তাদের স্নেহ-ভালবাসা থাকবে না। তারা অপরকে ক্ষমা করতে চাইবে না, বরং তারা অন্যের বিষয়ে নানা মন্দ কথা বলে বেড়াবে। লোকেরা আত্মসংযমী হবে না, হবে হিংস্র। তারা ভাল কিছু সইতে পারবে না। 4 শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে। বিবেচনা না করেই তারা হঠকারীর মতো কিছু করে বসবে। তারা আত্মগর্বে স্ফীত হবে। ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালবাসবে। 5 তারা ধর্মের ঠাট বজায় রাখবে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রত্যাখ্যান করবে। তীমথিয়, এমন লোকদের সংস্পর্শ এড়িয়ে চল।
6 এদের মধ্যে এমন লোক আছে, যারা চালাকি করে লোকের বাড়ি বাড়ি যায় এবং সেখানে তারা এমনসব নির্বোধ স্ত্রীলোকদের উপর প্রভুত্ব করে যারা পাপের দোষে পূর্ণ এবং সব রকমের ইচ্ছা দ্বারা চালিত। 7 সেই স্ত্রীলোকরা সতত নতুন শিক্ষা নিতে চেষ্টা করে; কিন্তু সেই সত্যকে পুরোপুরি হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় না। 8 আর যাম্নি ও যাম্বির কথা মনে কর; তারা মোশির বিরোধিতা করেছিল। সেইভাবে এই লোকেরাও সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। এদের মন জঘন্য এবং এরা প্রকৃত বিশ্বাসের অনুসারী হতে পারে নি; 9 কিন্তু এরা তাদের কাজে কৃতকার্য হতে পারবে না। সবাই দেখতে পাবে যে তারা কতো নির্বোধ। যাম্নি ও যাম্বির বেলায়ও তাই হয়েছিল।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International