Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 49:1-12

পরিচালকের প্রতি: কোরহ পরিবার থেকে একটি গীত।

49 হে জাতিসকল, তোমরা শোন।
    পৃথিবীর সকল মানুষ, তোমরা শোন।
    ধনী দরিদ্র প্রত্যেকটি লোক, তোমরা শোন।
আমি তোমাদের অত্যন্ত জ্ঞানের
    এবং চিন্তনের কথা কিছু বলবো।
আমি নিজে এই কাহিনীগুলি শুনেছি।
    এখন আমার বীণার সহযোগে গান গেয়ে, সেই বাণী আমি তোমাদের কাছে প্রকাশ করবো।

যদি সংকট আসে কেন আমি ভীত হব?
    যদি দুষ্ট লোকেরা আমাকে ঘিরে থাকে এবং আমাকে ফাঁদে ফেলার চেষ্টায় থাকে, আমি কেন ভয় পাবো?
কিছু লোক ভাবে তাদের শক্তি এবং সম্পত্তি তাদের রক্ষা করবে।
    প্রকৃতপক্ষে ওরা বোকা লোক।
কোন লোকরা, বন্ধু, তোমাকে বাঁচাতে পারবে না।
    লোকরা ঈশ্বরকে উৎ‌কোচ দিতে পারে না।
নিজের জীবনকে কিনে ফেলার মত
    যথেষ্ট টাকা একটা মানুষ কখনই পাবে না।
নিজের কবরের পচন থেকে শরীরকে রক্ষা করার মত
    এবং চিরকাল বেঁচে থাকার অধিকার কেনার মত
    টাকা একটা মানুষ কখনই পাবে না।
10 দেখ, জ্ঞানী লোকরা বোকা এবং অজ্ঞ লোকের মতই মরে।
    অন্য লোকরা তাদের সম্পদ নিয়ে যায়।
11 চিরদিনের জন্য ওদের কবর ওদের ঘর হয়।
    যদিও জীবিত অবস্থায় তাদের অনেক জমি ছিল।
12 লোকরা ধনী হয়ে যেতে পারে কিন্তু চিরদিন তারা এখানে থাকবে না।
    আর পাঁচটা পশুর মত তারাও মরবে।

হিতোপদেশ 23:1-11

— 6 —

23 যখন তুমি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বসে খাওয়া-দাওয়া করছো তখন মনে রেখো তুমি কার সঙ্গে বসে আছো। কখনও বেশী খেও না, এমনকি ক্ষুধার্ত থাকলেও নয়। সে যদি সুখাদ্যের আয়োজন করে তাহলেও বেশী খেও না কারণ এটা একটা চালাকিও হতে পারে।

— 7 —

ধনী হতে গিয়ে স্বাস্থ্য ক্ষয়় কোরো না। যদি তুমি জ্ঞানী হও তাহলে তুমি খুব ধৈর্য্যশীল হবে। ডানা মেলে পাখীর উড়ে যাওয়ার মতো টাকাকড়িও দ্রুত নিঃশেষ হয়ে যায়।

— 8 —

স্বার্থপর লোকের সঙ্গে ভোজনে বোসো না। তার পছন্দের খাবার থেকে দূরে থেকো। কারণ যে খাদ্যটি সে কিনেছে সে শুধু সেটার দামের কথাই ভাবে। সে তোমাকে বলতে পারে, “খাও এবং পান কর।” কিন্তু এটা তার হৃদয়ের অভ্যন্তরের কথা নয়। তুমি যদি তার খাবার খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে এবং তোমার প্রশংসাবাক্য হবে একটি বাজে খরচ।

— 9 —

মূর্খকে শিক্ষা দেওয়ার চেষ্টা কোরো না। সে তোমার জ্ঞানের কথা নিয়ে উপহাস করবে।

— 10 —

10 পুরানো সম্পত্তির সীমার স্থানান্তর কোরো না। অনাথদের জমিজমা গ্রাস করার চেষ্টা কোরো না। 11 প্রভু অনাথদের একজন শক্তিশালী প্রতিরক্ষক সুতরাং তিনি তোমার বিরুদ্ধে দাঁড়াবেন।

রোমীয় 11:33-36

ঈশ্বরের প্রশংসা

33 হ্যাঁ, ঈশ্বর তাঁর করুণায় কতো ধনবান, তাঁর জ্ঞান ও প্রজ্ঞা কতো গভীর তার বিচারের ব্যাখ্যা কেউ করতে পারে না। তাঁর পথ কেউ বুঝতে পারে না। 34 শাস্ত্রে যেমন বলে,

“প্রভুর মন কে জেনেছে?
    কেই বা তাঁর মন্ত্রণাদাতা হয়েছে?”(A)

35 “আর কে-ই বা প্রথমে ঈশ্বরকে কিছু দান করেছে?
    এমন কে আছে যার কাছে ঈশ্বর ঋণী?”(B)

36 কারণ ঈশ্বরই সবকিছু নির্মাণ করেছেন; সবকিছু তাঁর মধ্য দিয়েই অস্তিত্ব পেয়েছে এবং তাঁর জন্যই রয়েছে। চিরকাল ঈশ্বরের মহিমা অটুট থাকুক! আমেন।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International