Revised Common Lectionary (Complementary)
সঙ্গীত পরিচালকের প্রতি: একটি প্রশংসা গীত।
66 সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!
2 তাঁর মহিমাময় নামের প্রশংসা কর!
প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!
3 ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য!
হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে; ওরা আপনার ভয়ে ভীত!
4 সারা পৃথিবী যেন আপনার উপাসনা করে।
প্রত্যেকে যেন আপনার নামের প্রশংসা করে।
5 ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ!
এইসব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে।
6 ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন।
আনন্দে উল্লাস করতে করতে
তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে।
7 ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন।
সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন।
কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না।
8 হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর।
তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও।
9 ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন।
ঈশ্বর আমাদের রক্ষা করেন।
47 বাবিলের মূর্ত্তিগুলোকে শাস্তি দেওয়ার সময়
নিশ্চিত ভাবেই আসবে।
আমি তাদের নিশ্চয়ই শাস্তি দেব।
এবং গোটা বাবিল দেশ তাতে লজ্জিত হবে।
রাস্তার ওপরে অনেক মৃতদেহ পড়ে থাকবে।
48 তখন স্বর্গ ও মর্ত এবং তার মধ্যে যত কিছু আছে
বাবিলের ব্যাপারে আনন্দে উল্লাস করবে।
তারা উল্লাস করবে কারণ উত্তর থেকে একটি সেনাবাহিনী এসে
বাবিলের বিরুদ্ধে যুদ্ধ করবে।”
প্রভু এই কথাগুলি বলেন।
49 “বাবিল ইস্রায়েলীয়দের হত্যা করেছিল।
বাবিল পৃথিবীর প্রত্যেকটি জায়গার লোকদের হত্যা করেছিল।
তাই বাবিলের পতন অবশ্যই হবে।
50 তোমরা লোকরা, যারা তরবারির হাত থেকে পালিয়ে এসেছ,
তোমরা যদি বাঁচতে চাও তবে তোমাদের বাবিল পরিত্যাগ করতে হবে।
তাড়াতাড়ি কর, অপেক্ষা করো না।
তোমরা দূরবর্তী দেশে আছ।
কিন্তু যেখানেই থাক না কেন প্রভুকে স্মরণ কর এবং সেই সঙ্গে জেরুশালেমকেও স্মরণ কর।”
51 “আমরা যিহূদার লোকরা লজ্জিত।
আমাদের অপমান করা হয়েছে।
কেন? কারণ বিদেশীরা এসে
পবিত্রস্থান প্রভুর উপাসনাগৃহে ঢুকে পড়েছে।”
52 প্রভু বলেন, “বাবিলের মূর্ত্তিদের
আমার শাস্তি দেওয়ার সময় আসছে।
সে সময় ঐ দেশের সর্বত্র
আহত লোকরা যন্ত্রণায় কাঁদবে।
53 বাবিল হয়তো আকাশ না ছোঁয়া পর্যন্ত উঠতে পারে।
বাবিল তার দুর্গগুলিকে হয়তো শক্তিশালী করতে পারে।
কিন্তু আমি ঐ শহরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লোক পাঠাব।
এবং ঐ সব লোকরা তাকে ধ্বংস করবে।”
প্রভু এই কথাগুলি বলেন।
54 “আমরা বাবিলের লোকদের কান্না শুনতে পাব।
লোকরা বাবিলের সমস্ত জিনিসপত্র ধ্বংস করছে, সেই ধ্বংসের শব্দ আমরা শুনতে পাব।
55 প্রভু বাবিলকে খুব তাড়াতাড়ি ধ্বংস করবেন।
তিনি শহরের উচ্চরব থামিয়ে দেবেন।
শত্রুরা সমুদ্র গর্জনের মতো চিৎকার করতে করতে আসবে।
লোকরা চারদিক থেকে সে শব্দ শুনতে পাবে।
56 সেনারা আসবে এবং বাবিলকে ধ্বংস করবে।
বাবিলের সৈন্যদের বন্দী করা হবে এবং তাদের ধনুক ভেঙ্গে দেওয়া হবে।
কেন? কারণ প্রভু এখানকার লোকদের তাদের অপকর্মের শাস্তি দিচ্ছেন।
প্রভু তাদের যোগ্য শাস্তি পুরোপুরি দেবেন।
57 আমি বাবিলের সমস্ত জ্ঞানী মানুষ
এবং গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মাতাল করব।
আমি রাজ্যপাল, আধিকারিক
এবং সেনাদেরও মাতাল করব।
তারপর তারা চিরকালের জন্য ঘুমিয়ে পড়বে।
তারা আর কখনও জেগে উঠবে না।”
রাজা এই কথাগুলি বললেন।
তাঁর নাম প্রভু সর্বশক্তিমান।
58 প্রভু সর্বশক্তিমান বলেন,
“বাবিলের মোটা শক্তিশালী দেওয়াল ভেঙে ফেলা হবে।
তার উঁচু ফটকগুলি পুড়িয়ে দেওয়া হবে।
বাবিলের লোকরা কঠোর পরিশ্রম করবে।
কিন্তু এটা তাদের কোনও কাজেই আসবে না।
শহরকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে
তারা খুবই ক্লান্ত হয়ে পড়বে।
কিন্তু তারা শুধুমাত্র জ্বলন্ত শিখার জ্বালানী হবে।”
দানের বিষয়
8 ভাই ও বোনেরা, মাকিদনিয়ার খ্রীষ্ট মণ্ডলীগুলির মধ্যে ঈশ্বরের অনুগ্রহ যে কাজ করেছে তা আমরা তোমাদের জানাচ্ছি। 2 যদিও দুঃখ কষ্ট ভোগ করার মধ্য দিয়ে তাদের পরীক্ষা করা হয়েছে এবং যদিও তারা অতি দরিদ্র, তবু তাদের মনে এতই আনন্দ যে তারা অন্যকে খোলা হাতে দান করেছে। 3 আমি সাক্ষী দিচ্ছি যে তারা নিজের ইচ্ছায় যতদূর সাধ্য এমনকি সাধ্যের অতিরিক্ত দান করেছিল। 4 তারা আমাদের ঐকান্তিক অনুরোধ জানিয়ে বলেছিল, ঈশ্বরের লোকদের এই সেবার কাজে অংশগ্রহণ করার সুযোগ যেন তাদের দেওয়া হয়। 5 তারা এমনভাবে দান করেছিল যা আমরা আশাই করি নি। তারা ঈশ্বরের ইচ্ছামতো প্রথমে নিজেদের প্রভুর কাছে এবং পরে আমাদের দিয়ে দিল।
6 সেইজন্য আমরা তীতকে অনুরোধ করলাম যাতে তিনি এর আগে যে কাজ করতে শুরু করেছিলেন, সেই অনুগ্রহের কাজ শেষ করেন। 7 সবকিছু যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে—বিশ্বাস, বলার ক্ষমতা, জ্ঞান, সব বিষয়ের প্রতি তোমাদের আগ্রহ এবং আমাদের প্রতি ভালবাসা, ঠিক এইভাবে দান করার গুণটিও যেন তোমাদের প্রচুর পরিমাণে থাকে।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International