Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 64

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

64 ঈশ্বর, আমার কথা শুনুন।
    আমার শত্রু আমায় শাসাচ্ছে। আমাকে তার হাত থেকে রক্ষা করুন!
শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন।
    ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন।
ওরা আমার সম্পর্কে খারাপ ও মিথ্যা কথা বলেছে।
    ওদের জিভ তীক্ষ্ণ তরবারির মত, ওদের তিক্ত কথা যেন বিভক্ত তীরের মত।
ওদের গোপন ডেরা থেকে ওরা নির্ভয়ে
    এবং অতর্কিতে সরল ও সৎ‌ মানুষদের দিকে তীর ছোঁড়ে।
মন্দ কাজে ওরা একে অন্যকে উৎসাহিত করে।
    ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে, ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!”
ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে।
    ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে।
মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা জানা মুস্কিল।
কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন!
    এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে।
মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে।
    কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন।
তখন যারাই ওদের দেখবে
    তারা বিস্ময়ে অভিভূত হয়ে মাথা নাড়াবে।
লোকরা দেখবে ঈশ্বর কি করেছেন।
    তাঁর সম্পর্কে তারা অন্য লোকদের বলবে।
তখন প্রত্যেকে ঈশ্বর সম্পর্কে আরও বেশী জানতে পারবে।
    ওরা তাঁকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে।
10 একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে
    এবং তাঁর ওপর নির্ভর করে।
একজন ভাল ও সৎ‌ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে।

ইয়োব 18

বিল‌্দদ ইয়োবকে উত্তর দিলেন

18 তখন শূহীয় বিল‌্দদ উত্তর দিলেন:

“ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে?
    শান্ত হও এবং শোন। আমাদের কিছু বলতে দাও।
কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?
ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে।
    লোকে কি শুধু তোমার জন্য পৃথিবী ত্যাগ করবে?
    তুমি কি মনে কর, যে শুধু তোমাকে খুশী করতে ঈশ্বর পর্বতকে সরাবেন?

“হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে।
    তার আগুন দগ্ধ করা বন্ধ করে দেবে।
তার ঘরের আলো অন্ধকারে পরিণত হবে।
    তার নিকটের আলোও নিভে যাবে।
তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না।
    কিন্তু সে আস্তে আস্তে দুর্বলের মত হাঁটবে।
    তার নিজের মন্দ বুদ্ধিই ওর পতন ঘটাবে।
তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে।
    সে ফাঁদের ওপর দিয়েই হাঁটবে এবং ধরা পড়বে।
একটা ফাঁদ নিশ্চয়ই ওর পা ধরবেই।
    একটা ফাঁদ তাকে আঁকড়ে ধরবেই।
10 মাটির কোন একটা দড়ি তাকে ফাঁদে ফেলবেই।
    তার ফাঁদ রাস্তায় ওর জন্য অপেক্ষা করছে।
11 তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে।
    প্রত্যেকটি পদক্ষেপেই ভয় ওকে অনুসরণ করবে।
12 মন্দ সমস্যাসমূহ ওর জন্য ক্ষুধার্তের মত অপেক্ষা করছে।
    ওর পতন হলেই ধ্বংস ও দুর্বিপাক ওর জন্য ওত পেতে আছে।
13 ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে।
    ঐ অসুখ ওর হাত, পা পচিয়ে দেবে।
14 দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে।
    যে ভয়ঙ্করের রাজা তার সঙ্গে দেখা করার জন্য ওকে নিয়ে যাওয়া হবে।
15 তার ঘরে কিছুই পড়ে থাকবে না।
    কেন? জ্বলন্ত গন্ধক ওর বাড়ীর চারপাশে ছড়িয়ে দেওয়া হবে।
16 ওর নিম্নস্থ শিকড় শুকিয়ে যাবে,
    ওর উর্ধস্থ ডালপালাও শুকিয়ে যাবে।
17 পৃথিবীর মানুষ ওকে স্মরণে রাখবে না।
    কোন লোকই আর ওর নাম উল্লেখ করবে না।
18 লোকে তাকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে।
    তারা ওকে ওর জগৎ‌‌ থেকে তাড়িয়ে দেবে।
19 ওর কোন পুত্র বা পৌত্র থাকবে না।
    ওর বাড়ীর কেউই বেঁচে থাকবে না।
20 তার প্রতি কি হয়েছিল দেখে পশ্চিমের লোকরা চমকে উঠবে।
    পূর্বের লোকরাও ভয়ে আড়ষ্ট হয়ে যাবে।
21 দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে।
    যারা ঈশ্বর সম্পর্কে কোন কিছু গ্রাহ্য করে না তাদের ঠিক এই রকমই ঘটবে!”

1 করিন্থীয় 1:18-31

খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের পরাক্রম ও প্রজ্ঞা

18 যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছে ক্রুশের এই শিক্ষা মুর্খতা; কিন্তু আমরা যারা উদ্ধার লাভ করছি আমাদের কাছে এ ঈশ্বরের পরাক্রমস্বরূপ। 19 কারণ শাস্ত্রে লেখা আছে:

“আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব
আর বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব।” (A)

20 জ্ঞানী লোক কোথায়? শিক্ষিত লোকই বা কোথায়? এ যুগের দার্শনিকই বা কোথায়? ঈশ্বর কি জগতের এইসব জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নি? 21 তাই ঈশ্বর তাঁর প্রজ্ঞায় যখন বুঝলেন যে জগত তার নিজের জ্ঞান অনুসারে ঈশ্বরকে পেল না, তখন ঈশ্বর স্থির করলেন যে প্রচারিত বার্তার মূর্খতায় যারা বিশ্বাস করে তাদের তিনি উদ্ধার করবেন।

22 কারণ ইহুদীরা অলৌকিক চিহ্ন চায়, আর গ্রীকরা প্রজ্ঞার অন্বেষণ করে। 23 কিন্তু আমরা সেই খ্রীষ্ট, যিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন, তাঁর সম্বন্ধে প্রচার করি। ইহুদীদের কাছে তা প্রবল বাধাস্বরূপ আর অইহুদীদের কাছে তা মূর্খতাস্বরূপ। 24 কিন্তু ইহুদী ও অইহুদী, ঈশ্বর যাদের আহ্বান করেছেন তাদের সকলের কাছে খ্রীষ্টই ঈশ্বরের পরাক্রম ও প্রজ্ঞাস্বরূপ। 25 কারণ ঈশ্বরের যে মূর্খতা তা মানুষের জ্ঞানের থেকে অনেক বেশী জ্ঞানসম্পন্ন; আর ঈশ্বরের যে দুর্বলতা তা মানুষের শক্তি থেকে অনেক শক্তিশালী।

26 আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। একটু ভেবে দেখো তো! জগতের বিচারে তোমরা অনেকে যে জ্ঞানী ছিলে তা নয়, ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ছিলে তাও নয় বা অনেকে যে অভিজাত বংশে জন্মেছিলে তাও নয়; 27 কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যাতে ঐগুলি বলবানদের লজ্জা দেয়। 28 জগতের কাছে যা তুচ্ছ ও ঘৃণিত, যার কোন মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন। 29 ঈশ্বর এই কাজ করলেন যাতে কেউ তাঁর সামনে গর্ব করতে না পারে। 30 ঈশ্বরই তোমাদের খ্রীষ্ট যীশুর সাথে যুক্ত করেছেন। খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনিই আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও যুক্তি। 31 শাস্ত্রে যেমন লেখা আছে, “যে কেউ গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক।” (B)

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International