Revised Common Lectionary (Complementary)
পঞ্চম খণ্ড
(গীতসংহিতা 107–150)
107 প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়।
তাঁর প্রেম চিরন্তন!
2 প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে।
প্রভু ওদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন।
3 প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন।
তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন।
33 ঈশ্বর নদীগুলিকে মরুভূমিতে পরিণত করেছেন।
ঈশ্বর ঝর্ণার প্রবাহ বন্ধ করেছেন।
34 উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে।
কেন? কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো।
35 ঈশ্বর মরুভূমিকে জলময় সরোবরে পরিবর্তিত করলেন।
শুকনো জমি থেকে তিনি ঝর্ণার প্রবাহ বইয়ে দিলেন।
36 ক্ষুধার্ত মানুষকে ঈশ্বর সেই দেশে নিয়ে এলেন
এবং তারা বসবাসের জন্য শহর নির্মাণ করলো।
37 ওরা ওদের জমিতে বীজ বুনলো।
ওরা জমিতে দ্রাক্ষালতা পুঁতলো এবং ওরা খুব ভাল ফসল পেলো।
38 ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন, ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো।
ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো।
39 দুর্যোগ এবং সমস্যার জন্য
ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো।
40 ঈশ্বর ওদের নেতাদের লজ্জিত ও বিব্রত করালেন।
ঈশ্বর ওদের মরুভূমির সেই স্থানে ঘোরালেন যেখানে কোন রাস্তাই নেই।
41 কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন।
এবং এখন ওদের পরিবার মেষের পালের মত বড় হয়েছে।
42 সৎ লোকরা এটা দেখে এবং তারা সুখী হয়।
কিন্তু, মন্দ লোকরা এটা দেখে এবং তারা জানে না কি বলবে।
43 কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তবে সে এইসব গুলো স্মরণে রাখবে
এবং সে হৃদয়ঙ্গম করবে, ঈশ্বরের প্রকৃত প্রেম কি।
সত্যিকারের সন্তোষজনক “খাদ্য” দেন ঈশ্বর
55 “আমার তৃষ্ণার্ত মানুষরা এসে জল পান করো।
নিজেদের অর্থ না থাকলেও বিষন্ন হয়ো না।
যতক্ষণ না ক্ষুধা-তৃষ্ণা মেটে ততক্ষণ খাও এবং পান কর।
খাদ্য ও দ্রাক্ষারসের জন্য কোন অর্থ লাগবে না।
2 সত্যি খাদ্য নয় এমন জিনিষের জন্য তোমরা কেন অর্থ নষ্ট করবে?
তোমাদের সন্তষ্ট করে না এমন জিনিষের জন্য কেন কাজ করবে?
আমার খুব কাছে এসে শোন, তোমরা খুব ভালো খাবার খাবে।
তোমাদের আত্মা সন্তুষ্ট হবার মতো খাদ্য তোমরা ভোগ করবে।
3 আমার কাছে এসে শোন আমি কি বলছি,
তাহলে তোমাদের আত্মা বাঁচবে।
আমি তোমাদের সঙ্গে চিরকালের মত একটা চুক্তি করব।
দায়ূদের মত তোমাদের সঙ্গেও আমি চুক্তি করব।
দায়ূদের কাছে আমি প্রতিশ্রুতি করেছি চিরকাল আমি ওকে ভালবাসব।
চিরকাল আমি তার প্রতি বিশ্বস্ত থাকব।
তোমরা এই চুক্তির ওপর আস্থাশীল থাকতে পারো।
4 দায়ূদকে আমি অন্যান্য জাতির জন্য সাক্ষী বানিয়েছি।
আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি বহু জাতির শাসক ও সেনাপতি বানিয়ে দেব।”
5 তোমাদের অচেনা স্থানেও অনেক জাতি আছে।
তোমরা সেই সব জাতিদের ডাকবে।
তারা তোমাদের না চিনলেও
তোমাদের কাছে ছুটে যাবে।
এসব ঘটবে কারণ তোমাদের প্রভু এইসব চান।
এসব ঘটবে কারণ ইস্রায়েলের পবিত্র একজন তোমাদের সম্মান করেন।
6 তাই তোমাদের উচিৎ বেশী দেরি না করে
প্রভুর দিকে দৃষ্টি নিক্ষেপ করা।
তিনি এখন কাছে আছেন
তোমাদের উচিৎ এখনই তাঁকে ডাকা।
7 দুষ্ট লোকদের দুষ্ট কাজ পরিত্যাগ করতে হবে।
তাদের কু-চিন্তা ছেড়ে দিতে হবে।
তাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে।
ঈশ্বর তাদের ওপর করুণা করবেন।
সেই লোকদের প্রভুর কাছে ফিরে আসা উচিৎ;
কারণ আমার ঈশ্বর ক্ষমা করেন।
লোকে ঈশ্বরকে বুঝতে পারে না
8 প্রভু বলেন, “তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়।
তোমাদের রাস্তা আমার রাস্তার মত নয়।
9 পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে।
ঠিক সে রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে।”
প্রভু নিজে নিজেই একথা বলেন।
যীশু চার হাজারের বেশী লোককে খাওয়ালেন
(মথি 15:32-39)
8 সেই দিনগুলিতে আবার একবার অনেক লোকের ভীড় হল। তাদের কাছে খাবার ছিল না, তাই তিনি তাঁর শিষ্যদের ডেকে বললেন, 2 “এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ এরা আজ তিনদিন ধরে আমার কাছে রয়েছে, এদের কাছে কিছু খাবার নেই। 3 যদি আমি এদের ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় বাড়ি পাঠাই, তবে এরা রাস্তায় অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার বহু দূর থেকে এসেছে।”
4 তাঁর শিষ্যেরা এর উত্তরে বললেন, “এই জনমানবহীন জায়গায় আমরা কোথা থেকে এতগুলো লোকের খাবার জোগাড় করব?”
5 তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “তোমাদের কখানা রুটি আছে?”
তারা বলল, “সাতখানা।”
6 তখন তিনি লোকেদের মাটিতে বসতে আদেশ দিলেন। পরে সেই সাতটা রুটি তুলে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটি গুলোকে টুকরো টুকরো করে পরিবেশনের জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন। তাঁরাও লোকদের মধ্যে পরিবেশন করলেন। 7 তাঁদের কাছে কতগুলো ছোট মাছ ছিল; তিনি সেগুলোর জন্যও ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের বললেন এগুলো পরিবেশন করে দাও।
8 লোকরা খেয়ে তৃপ্তি পেল। অবশিষ্ট টুকরো দিয়ে তারা সাতটি ঝুড়ি ভর্ত্তি করল। 9 সেদিন প্রায় চার হাজার লোক খেয়েছিল। এরপর তিনি তাদের বাড়ি পাঠিয়ে দিলেন; 10 আর সঙ্গে সঙ্গে তিনি শিষ্যদের নিয়ে নৌকা করে দল্মনুথা অঞ্চলে চলে এলেন।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International