Revised Common Lectionary (Complementary)
95 এস, আমরা প্রভুর প্রশংসা করি!
যে শিলা আমাদের রক্ষা করেন তাঁর উদ্দেশ্যে আমরা উচ্চস্বরে প্রশংসাধ্বনি দিই।
2 আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই।
তাঁর প্রশংসায় আমরা আনন্দগান গাই।
3 কেন? কারণ প্রভুই মহান ঈশ্বর!
তিনিই সেই মহান রাজা যিনি সকল “দেবতাদের” শাসন করছেন।
4 গভীরতম গুহা, উচ্চতম পর্বত, সবই প্রভুর।
5 সমুদ্রও তাঁরই—তিনিই তা সৃষ্টি করেছেন।
ঈশ্বর তাঁর নিজের হাতে এই শুকনো জমি সৃষ্টি করেছেন।
6 এস, আমরা অবনত হয়ে তাঁর উপাসনা করি!
যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তাঁর প্রশংসা করি!
7 কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি
তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন
এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য জোগান,
আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন।
প্রভু, সত্যিকারের ঈশ্বর, ইস্রায়েলকে সাহায্য করেন
21 “যাকোব, এইসব স্মরণ করো!
ইস্রায়েল স্মরণ করে দেখ তুমি আমার সেবক।
তোমার সৃষ্টিকর্তা আমি; তুমি আমার দাস।
তাই ইস্রায়েল, তুমি আমাকে ভুলে যেও না।
22 তোমার পাপ বিশাল মেঘের মত ছিল।
আমি সেই পাপ ধুয়ে দিয়েছি।
হাল্কা বাতাসে যেমন মেঘ অদৃশ্য হয়ে যায়
তেমনি তোমার পাপও চলে গিয়েছে।
তোমাকে আমি রক্ষা করেছি, উদ্ধার করেছি,
তাই আমার কাছে ফিরে এসো!”
23 হে স্বর্গ, গান কর, কারণ প্রভু মহৎ কাজগুলি করেছেন।
পৃথিবী, এমনকি পৃথিবীর নিম্নস্থলও আনন্দে চিৎকার কর!
পর্বতশৃঙ্গরা!
অরণ্যের সব গাছ গান গেয়ে উঠছে।
কেন? কারণ প্রভু যাকোবকে রক্ষা করেছেন।
প্রভু ইস্রায়েলে তাঁর মহিমা প্রদর্শন করেছেন।
24 তোমরা এখন যা, সে সৃষ্টি প্রভুর।
তোমরা মাতৃ-জঠরে থাকার সময়ই প্রভু এইসব করেছেন।
প্রভু বলেন, “আমি প্রভু, সব কিছু বানিয়েছি!
আকাশকে আমি নিজেই টেনে বিছিয়েছি!
বিশ্বকে আমি একাই ছড়িয়ে দিয়েছি।
আমাকে সাহায্য করবার জন্য আমার সঙ্গে আর কেউ ছিল না।”
25 ভ্রান্ত ভাববাদীরা মিথ্যা কথা বলে। কিন্তু প্রভু তাদের দেখিয়ে দেন যে তাদের ভবিষ্যৎ বাণী মিথ্যা। তিনি যাদুকরদের হত বুদ্ধি করে দেন। জ্ঞানী লোকদেরও তিনি বিভ্রান্ত করে দেন। যদিও তারা ভাবে তারা অনেক কিছু জানে কিন্তু প্রভু তাদের বোকার মতো করে দেবেন। 26 প্রভু লোকদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে তাঁর সেবকদের পাঠাবেন। প্রভু সেই বার্তাকে সত্য করবেন! লোকদের কি করা উচিৎ তা জানতে তিনি বার্তাবাহকদের পাঠাবেন। এবং প্রভু দেখান যে তাদের উপদেশটি ভালো।
যিহূদাকে পুনর্নির্মাণ করতে ঈশ্বর কোরসকে বেছে নেন
জেরুশালেমকে প্রভু বলেন, “লোকে আবার তোমার মধ্যে বাস করবে!”
প্রভু যিহূদার শহরগুলিকে বললেন, “তোমরা আবার পুনর্গঠিত হবে!”
ধ্বংস হয়ে যাওয়া শহরগুলিকে তিনি বললেন, “তোমাদের আমি আবার গড়ে তুলব।”
27 প্রভু গভীর জলাশয়কে বলেন, “শুকনো হয়ে যাও!
আমি তোমার জলপ্রবাহকেও শুকিয়ে দেব!”
28 প্রভু কোরসকে বলেন, “তুমি আমার মেষপালক,
আমি যা চাইব তাই করবে তুমি।
জেরুশালেমকে তুমি বলবে, ‘তোমাকে আবার গড়া হবে।’
জেরুশালেমের মন্দিরে তুমি বলবে, ‘তোমার ভিতকে আবার নির্মাণ করা হবে!’”
যীশুর অনুগামীরাই তাঁর পরিবার
(মার্ক 3:31-35; লূক 8:19-21)
46 যীশু যখন সমবেত লোকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর মা ও ভাইরা এসে তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছায় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। 47 সেই সময় একজন লোক তাঁকে বলল, “দেখুন, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তাঁরা আপনার সঙ্গে কথা বলতে চান।”
48 যীশু তখন তাকে বললেন, “কে আমার মা? কারাই বা আমার ভাই?” 49 এরপর তিনি তাঁর অনুগামীদের দেখিয়ে বললেন, “দেখ! এরাই আমার মা, আমার ভাই। 50 হ্যাঁ, যে কেউ আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে, সেই আমার মা, ভাই ও বোন।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International