Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 6

পরিচালকের প্রতি: শমীনীৎ‌সহ তারবাদ্যে গাইবার জন্য দায়ূদের একটি গীত।

হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না।
    মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না।
প্রভু, আমার প্রতি সদয় হোন,
    আমি দুর্বল এবং অসুস্থ।
আমায় সুস্থ করে দিন
    কারণ আমার হাড়গুলো নড়বড় করছে।
    প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে।
প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?
প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন।
    আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন।
মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না।
    মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না।
    তাই আমায় সুস্থ করে দিন!

হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে
    আমি নিজেকে ক্ষয় করেছি।
আমার চোখের জলে
    আমার বিছানা ভিজে গেছে।
আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে
    তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে।

মন্দ লোকরা, তোমরা চলে যাও।
    কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন।
প্রভু আমার মিনতি শুনেছেন।
প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন।

10 আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে।
    হঠাৎ‌‌ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায় চলে যাবে।

মীখা 7:1-7

জনসাধারণের খারাপ কাজে মীখা মানসিকভাবে বিপর্যস্ত

আমি মানসিকভাবে বিপর্যস্ত
    কারণ আমি যেন গাছ থেকে পেড়ে নেওয়া ফলের মতো,
    যেসব দ্রাক্ষাগুলো গাছ থেকে তোলা হয়ে গেছে ঠিক তাদের মতো।
খাবার জন্য কোন দ্রাক্ষা সেখানে নেই।
    যা আমি ভালোবাসি সেই নতুন গজানো ডুমুর পর্যন্ত নেই।
আমি বলতে চাইছি, সব বিশ্বাসী লোকেরা চলে গেছে।
    এই দেশে আর কোন ভাল লোক পড়ে নেই।
প্রত্যেক লোক অপরকে হত্যা করার জন্য অপেক্ষা করছে।
    প্রত্যেক ব্যক্তি তার ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
লোকরা এখন দুহাতেই খারাপ কাজ করতে দক্ষ।
    উঁচু পদস্থ কর্মচারীরা এখন ঘুষ চাইছে।
    বিচারকরা আদালতে তাদের মত পরিবর্তনের জন্য টাকা নিচ্ছে।
“গণমান্য নেতারা” ভালো এবং ন্যায্য মতামত দেয় না।
    তারা যা কিছু ইচ্ছা করে সেটাই করছে।
এমনকি তাদের মধ্যে যে সবচেয়ে ভাল
    সেও জট পাকানো কাঁটা ঝোপের চেয়ে অনেক বেশী প্যাঁচালো।

শাস্তির দিন আসছে

ভাববাদীরা বলেছিল যে এই দিনটি আসবে;
    তোমাদের পাহারাদারদের[a] দিন এসে গেছে।
এখন তোমরা শাস্তি পাবে!
    এখন তোমরা বিভ্রান্ত হয়ে যাবে!
তোমাদের প্রতিবেশীকে বিশ্বাস করো না!
    বন্ধুকে বিশ্বাস করো না!
এমনকি তোমাদের স্ত্রীদের সঙ্গেও খোলাখুলিভাবে কথা বলো না!
নিজের বাড়ীর লোকেরাই মানুষের শত্রু হবে।
    পুত্র তার পিতাকে সম্মান করবে না।
কন্যা তার মাতার বিরুদ্ধে যাবে।
    একজন বধূ তার শ্বাশুড়ীর বিরুদ্ধে যাবে।

প্রভুই পরিত্রাতা

সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো!
    আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো!
    আমার ঈশ্বর আমার কথা শুনবেন।

প্র.বা. 2:1-7

ইফিষের মণ্ডলীর কাছে যীশুর পত্র

“ইফিষে মণ্ডলীর স্বর্গদূতদের উদ্দেশ্যে লেখ:

“যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধরে থাকেন আর যিনি সাতটি সুবর্ণ দীপাধারের মাঝে যাতায়াত করেন তিনি বলছেন:

“আমি জানি তুমি কি করেছ। তুমি কঠোর পরিশ্রম করেছ, ধৈর্য্য সহকারে সহ্য করেছ। তুমি যে দুষ্ট লোকদের সহ্য করতে পার না তাও আমি জানি। যারা প্রেরিত নয় অথচ নিজেদের প্রেরিত বলে দাবী করে তুমি তাদের পরীক্ষা করেছ, আর তারা যে মিথ্যাবাদী তা জেনেছ। আমি জানি তোমার ধৈর্য্য্য্য আছে; আর আমার নামের জন্য দুঃখকষ্ট সহ্য করেছ, ক্লান্ত হয়ে পড়ো নি।

“তবু তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে: তোমার যে ভালবাসা প্রথমে ছিল তা তুমি হারিয়ে ফেলেছ। তাই তুমি চিন্তা করে দেখ কোথা থেকে তোমার পতন হয়েছে। অনুতাপ কর, আর শুরুতে যেসব কাজ করতে তাতে ফিরে যাও। তুমি যদি অনুতাপ না কর তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব। কিন্তু একটি গুণ তোমার আছে, তুমি নীকলায়তীয়দের[a] কাজ ঘৃণা কর, তাদের কাজ আমিও ঘৃণা করি।

“যার শোনার মত কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন। যে বিজয়ী হয় আমি তাকে জীবন বৃক্ষের ফল খাওয়ার অধিকার দেব। এই বৃক্ষ রয়েছে ঈশ্বরের বাগানে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International