Old/New Testament
সব জাতিই প্রভুকে অনুসরণ করবে
56 প্রভু এইগুলি বলেছেন, “সব লোকের প্রতি ন্যায়পরায়ণ হও। সঠিক কাজ করো। কেন? কারণ আমার পরিত্রাণ শীঘ্র তোমাদের কাছে আসবে। গোটা বিশ্ব দেখবে আমার ধার্মিকতা। 2 যে এই রকম করবে সে আনন্দিত হবে এবং একজন লোক অবশ্যই এটাকে ধরে রাখবে। যে ঈশ্বরের বিশ্রামের দিনের বিধি মানবে সে আশীর্বাদপ্রাপ্ত হবে। যে কোন কুকর্ম করবে না সেও সুখী হবে।”
3 কিছু লোক যারা ইহুদী নয় তারা প্রভুর সঙ্গে যুক্ত হবে। ঐ লোকদের বলা উচিৎ নয়, “প্রভু আমাদের তাঁর লোক হিসেবে গ্রহণ করবেন না।” ঐ বিশেষ কতকগুলি ক্রীতদাস যাদের নপুংসক করা হয়েছে তাদের বলা উচিৎ নয়, “আমি একটা শুকনো কাঠের টুকরো মাত্র, আমার কোন সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই।”
4 এই নপুংসকদের একথা বলা উচিৎ নয়। কারণ প্রভু বলেন, “এই নপুংসকদের মধ্যে অনেকে আমার বিশ্রামের দিনের বিধি মেনে চলে। তারা আমার পছন্দের কাজ করে। তারা সত্যিই আমার চুক্তি মেনে চলে। 5 তাই তাদের জন্য আমি মন্দিরে স্মারক স্থাপন করব। তাদের নাম আমার শহরে স্মরণ করা হবে। হ্যাঁ, আমি এইসব নপুংসকদের ছেলেমেয়েদের চেয়েও ভাল জিনিস দেব। আমি তাদের এমন একটি নাম দেব যা চিরকাল থেকে যাবে। আমার লোকদের কাছ থেকে তাদের বিচ্ছিন্ন করা হবে না।”
6 “ইহুদী নয় এমন কেউ কেউ প্রভুর সঙ্গে যোগ দেবে। তারা এইসব করবে প্রভুর সেবার জন্য এবং তারা প্রভুর নামকে ভালবাসে বলে তারা প্রভুর সঙ্গে যোগ দেবে তার দাস হওয়ার জন্য। তারা বিশ্রামকে বিশেষ উপাসনার দিন হিসাবে রাখবে এবং আমার চুক্তি বিধি মেনে চলবে।” 7 প্রভু বলেন, “আমি তাদের আমার পবিত্র পর্বতে নিয়ে আসব। আমার প্রার্থনাগৃহে তাদের সুখী করে তুলব। তাদের নৈবেদ্য ও উৎসর্গে আমি খুশি হব। কেন? কারণ আমার মন্দিরকে বলা হবে সব জাতির প্রার্থনাগৃহ।” 8 প্রভু, আমার সদাপ্রভু এইসব বলেছেন।
ইস্রায়েলের লোকদের দেশত্যাগে বাধ্য করা হবে, কিন্তু প্রভু তাদের আবার একত্রিত করবেন। প্রভু বলেন, “আমি এই লোকদের আবার একত্রিত করব।”
9 অরণ্যের বন্য পশুরা এসে খাও!
10 এই রক্ষীরা (ভাববাদী) সবাই অন্ধ।
তারা নিজেরাই জানে না যে তারা কি করছে।
তারা সেই নীরব কুকুরের মতো, যারা ঘেউ ঘেউ করতে পারে না।
তারা মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ে।
হায়! তারা ঘুমোতে ভালবাসে।
11 তারা ক্ষুধার্ত কুকুরের মতো,
তারা কখনই সন্তুষ্ট হয় না।
মেষপালকরা জানে না তারা কি করছে।
পথ ভোলা বিভ্রান্ত মেষদের মতোই তাদের অবস্থা।
তারা লোভী।
তারা নিজেরাই নিজেদের সন্তুষ্ট করার চেষ্টা করছে।
12 তারা এসে বলল,
“আমরা কিছুটা দ্রাক্ষারস পান করব।
আমরা কিছুটা সুরা পান করব।
একই জিনিস করবো আগামী কালও।
একমাত্র দ্রাক্ষারসই পান করে যাব আরো বেশী করে।”
ইস্রায়েল ঈশ্বরকে অনুসরণ করে না
57 সব ভালো লোকরা শেষ হয়ে গেছে কিন্তু কেউ লক্ষ্য করেনি।
সমস্ত ভাল লোকদের সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না কেন।
এর কারণ হল মন্দ কাজ, যার জন্য ধার্মিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে।
2 কিন্তু শান্তি আসবে।
এই লোকরা নিজেদের মৃত্যু শয্যায় বিশ্রাম খুঁজে নিতে পারবে।
ঈশ্বর যে ভাবে চান তারা সেই ভাবেই জীবনযাপন করবে।
3 “তোমরা, ডাইনির বাচ্ছারা, এখানে এসো।
এই যে ব্যাভিচারীর ও গণিকাদের বাচ্ছারা!
তোমরা এখানে এসো!
4 তোমরা পাপী ও মিথ্যেবাদী শিশু।
তোমরা আমাকে নিয়ে মজা কর।
তোমরা আমাকে মুখ ভেঙাও।
আমাকে দেখে জিভ ভেঙাও।
5 প্রতিটি সবুজ গাছের নীচে
তোমরা মূর্ত্তির পূজা করতে চাও।
তোমরা শিশুদের হত্যা কর
এবং তাদের উৎসর্গ কর পাথুরে জায়গায়।
6 তোমরা নদীর মসৃণ পাথরকে পূজা করতে ভালবাস।
তোমরা তাদের পূজা করতে তাদের ওপর দ্রাক্ষারস ঢালো।
তোমরা তাদের জন্য পশুবলি দাও, কিন্তু তোমরা যা পাবে তা হল শুধু এই পাথরগুলো।
তোমরা কি মনে কর এতে আমি সুখী হই?
না! এইসব আমাকে সুখী করে না!
7 তোমরা প্রতিটি পাহাড় পর্বতে শয্যা পেতেছ।
যেগুলি হল মূর্ত্তির উপাসনা ক্ষেত্র।
8 তোমরা সেখানে গিয়ে শয্যা গ্রহণ করে
ঐসব মূর্ত্তিগুলোর পূজা করে আমার বিরুদ্ধে পাপ কর।
তোমরা ঐ মূর্ত্তিদের ভালোবাসো;
ওদের উলঙ্গ দেহ দেখে মজা পাও।
তোমরা আমার সঙ্গে থাকলেও
এখন তোমরা আমাকে ত্যাগ করেছো ঐ মূর্ত্তিগুলোর কাছে থাকার জন্য।
আমাকে স্মরণ করার জন্য যে সব জিনিস তোমাদের সাহায্য করত
সেসব তোমরা লুকিয়ে রেখেছো।
তোমরা ঐসব জিনিসগুলিকে দরজার পিছনে লুকিয়ে রেখেছ।
তারপর তোমরা সেই মূর্ত্তিগুলোর সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছো।
9 তোমাদের মূর্ত্তি মোলেকের জন্য তোমরা তোমাদের প্রসাধনী তেল
এবং অন্যান্য জিনিষ ব্যবহার কর যাতে তোমাদের সুন্দর দেখায়।
তোমরা তোমাদের বার্তাবাহকদের দূর দেশে পাঠিয়েছিলে।
তোমরা এমনকি তাদের পাতালেও পাঠিয়েছিলে, এটা তোমাদের মৃত্যুর স্থল।
10 এইসব জিনিসগুলি করতে তুমি কঠোর পরিশ্রম করেছো।
কিন্তু তোমরা কখনও ক্লান্ত হওনি, তোমরা নতুন শক্তি পেয়েছো।
কারণ তোমরা ঐসব জিনিসগুলিকে উপভোগ করেছিলে।
11 তোমরা আমাকে স্মরণ করনি,
তোমরা আমাকে লক্ষ্য করনি।
তাহলে, কার জন্য তোমরা চিন্তায় ছিলে?
কার ভয়ে ভীত ছিলে?
কেন মিথ্যার আশ্রয় নিয়েছিলে?
দেখ, আমি অনেকদিন ধরে শান্ত রয়েছি
কিন্তু তোমরা আমাকে শ্রদ্ধা করনি।
12 আমি তোমাদের বলতে পারতাম তোমাদের ‘ভালকাজ’ ও ‘ধর্মীয় কাজ’ এর বিষয়ে।
বলতে পারতাম কিন্তু ঐসব অপ্রয়োজনীয়।
13 যখন তোমাদের সাহায্যের দরকার হত
তখন তোমরা মূর্ত্তির সামনে, যাদের তোমরা তোমাদের চারপাশে জড়ো করেছ, কান্নাকাটি করতে।
তাদের তোমাদের সাহায্য করতে দাও।
কিন্তু আমি বলি, বাতাস তাদের অনেক দূরে নিয়ে চলে যাবে।
আকস্মিক বায়ুপ্রবাহে তারা সব চলে যাবে দূরে বহুদূরে।
কিন্তু আমার প্রতি আস্থাশীল লোকরা
আমার প্রতিশ্রুতি মতো দেশ পেয়ে যাবে।
আমার পবিত্র পর্বত তাদের জন্য থাকবে।”
প্রভু তাঁর লোকদের রক্ষা করবেন
14 রাস্তা পরিষ্কার করো! রাস্তা পরিষ্কার করো!
আমার লোকদের রাস্তা থেকে বাধা সরাও।
15 ঈশ্বর ওপরে, আরো ওপরে।
তিনি থাকবেন চিরকাল।
তাঁর নাম পবিত্র।
ঈশ্বর বলেন, “আমি অনেক উঁচু ও পবিত্র স্থানে বাস করলেও
যারা দুঃখীত ও বিনীত তাদের সঙ্গেও আমি থাকি।
যাদের আত্মা অনিষ্টকারী তাদের আমি নতুন জীবন দেব।
যাদের মনে দুঃখ রয়েছে আমি তাদের নতুন জীবন দেব।
16 আমি চিরকাল যুদ্ধ করব না।
সব সময় আমি ক্রুদ্ধ থাকব না।
আমি যদি সব সময় ক্রুদ্ধ থাকি
তাহলে মানুষের আত্মা, যে জীবন আমি তাদের দিয়েছি সেটা আমার সামনে মরে যাবে।
আমি তাদের তো নতুন জীবন দিয়েছি।
17 এই লোকরা খারাপ কাজ করেছিল বলে
আমিই ক্রুদ্ধ হয়েছিলাম।
তাই আমি ইস্রায়েলকে শাস্তি দিয়েছিলাম
এবং ইস্রায়েল আমাকে ত্যাগ করেছিল।
সে তার ইচ্ছে মতো
যেখানে খুশি চলে গিয়েছিল।
18 ইস্রায়েল কোথায় গিয়েছিল আমি দেখেছি, তাই আমি ইস্রায়েলকে ক্ষমা করব।
আমি ইস্রায়েল এবং যারা তার জন্য বিলাপ করে তাদের নেতৃত্ব এবং আরাম দেব।
19 আমি তাদের নতুন শব্দ শেখাব ‘শান্তি।’
আমি আমার কাছের ও দূরের লোকেদের শান্তি দেব।
আমি তাদের ক্ষমা করে দেবো!”
প্রভু নিজে নিজেই এই কথা বলেন।
20 কিন্তু দুষ্ট লোকরা ঠিক একটি ক্রুদ্ধ সমুদ্রের মতো।
তারা শান্ত ও শান্তিপ্রিয় হতে পারে না।
তারাও সমুদ্রের মতো ক্রুদ্ধ।
এবং সমুদ্রের মতো তারাও কাদাকে আলোড়িত করে।
21 আমার ঈশ্বর বলেন,
“দুষ্ট লোকদের শান্তি নেই।”
ঈশ্বরকে মেনে চলার কথা লোকদের বলতে হবে
58 যত জোরে পারো চিৎকার করো! নিজেকে থামিয়ো না।
শিঙার মতো চেঁচিয়ে ওঠো।
মানুষকে তাদের ভুল কাজের কথা বলে দাও।
যাকোবের পরিবারকে তাদের পাপের কথা জানিয়ে দাও!
2 তারা আমার খোঁজে প্রতিদিন আসে
এবং আমার পথ শিখতে চায়,
যেন তারা সঠিক পথের জাতি,
যারা তাদের ঈশ্বরের বিধি অনুসরণ করা বন্ধ করেনি।
তারা আমার কাছে তাদের ন্যায্য বিচার চায়।
তারা ঈশ্বরকে কাছে পাবার ইচ্ছা করে।
3 এখন তারা বলে, “আপনাকে সম্মান জানাতে, আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। আপনি কেন আমাদের দিকে তাকাচ্ছেন না? আমরা আপনাকে সম্মান জানাতে আমাদের শরীরকে আঘাত করছি। আপনি কেন আমাদের লক্ষ্য করছেন না?”
কিন্তু প্রভু বলেন, “উপবাসের দিনগুলিতে তোমরা তোমাদের যা ইচ্ছে তাই করো। এবং তোমরা তোমাদের ভৃত্যদের কষ্ট দাও; নিজের শরীরকে নয়। 4 তোমরা ক্ষুধার্ত, কিন্তু খাদ্যের জন্য নয়। তোমাদের খিদে তর্ক আর যুদ্ধ করার জন্য, রুটির জন্য নয়। তোমরা তোমাদের শয়তান হাত দিয়ে লোককে আঘাত করার জন্য ক্ষুধার্ত। তোমরা যখন খাওয়া বন্ধ করো সেটা আমার জন্য নয়। তোমরা আমার প্রশংসার জন্য তোমাদের কণ্ঠস্বর ব্যবহার করো না। 5 তোমরা কি মনে কর ঐসব বিশেষ দিনে আমি চাই তোমরা উপবাস করে নিজেদের শরীরকে কষ্ট দাও? তোমরা কি মনে কর, আমি তোমাদের দুঃখী দেখতে চাই? তোমরা কি মনে কর আমি তোমাদের একটি ঘাসের মত মাথা নোয়াতে চাই? তোমরা কি মনে কর আমি তোমাদের শোকবস্ত্র পরাতে চাই? তোমরা কি মনে কর যে আমি চাই লোকরা ছাইয়ের ওপরে বসে তাদের দুঃখ দেখাক? খাবার না খেয়ে তোমরা তোমাদের বিশেষ দিনে তাই করো। তোমরা কি ভাবো যে সত্যিই প্রভু এসব চান?
6 “আমি তোমাদের জানাবো কোন ধরণের বিশেষ দিন আমি চাই, এটা লোকদের মুক্ত করার দিন। আমি একটা দিন চাই যেদিন তোমরা লোকদের তাদের বোঝার ভার থেকে মুক্তি দেবে। আমি চাই একটা দিন, যে দিন তোমরা লোককে কষ্ট মুক্ত করবে। আমি চাই একটা দিন যেদিন তোমরা মানুষের বোঝা নামিয়ে দেবে। 7 আমি চাই তোমরা তোমাদের খাদ্য ভাগ করে নেবে ক্ষুধার্ত মানুষের সঙ্গে। আমি চাই তোমরা গৃহহীনদের খুঁজে নিজের ঘরে নিয়ে এসে রাখো। কোন মানুষকে বস্ত্রহীন দেখলে তাকে নিজের পোশাক দেবে। তারাও তোমাদের মত, তাদের দেখে নিজেকে লুকিয়ে রেখো না।”
8 তোমরা যদি এইসব করো তবে তোমাদের আলো ভোরের আলোর মতো কিরণ দিতে শুরু করবে। তখন তোমাদের সব ক্ষত নিরাময় হবে। তোমাদের “ধার্মিকতা” (ঈশ্বর) তোমাদের সামনে দিয়ে হাঁটবে, এবং প্রভুর মহিমা[a] তোমাদের পেছন পেছন চলবে। 9 তখন তোমরা প্রভুর সঙ্গে কথাবার্তা চালাতে পারবে। প্রভু তোমাদের প্রশ্নের জবাব দেবেন! তোমরা প্রভুর জন্য চিৎকার করবে এবং তিনি বলবেন, “আমি এই খানে।”
তোমাদের উচিৎ অন্যের সমস্যা ও বোঝা বানানো বন্ধ করা। তোমাদের অন্যকে আঘাত করে বা দোষারোপ করে কথা বলা বন্ধ করা উচিৎ। 10 ক্ষুধার্ত মানুষদের জন্য দুঃখী হয়ে তাদের খাদ্য দেওয়া উচিৎ। যারা সমস্যায় পড়েছে তাদের প্রয়োজন মতো তোমাদের সাহায্য করা উচিৎ। তাহলে অন্ধকারের মধ্যে তোমরা আলোর দিশা পাবে এবং তোমাদের কোন দুঃখ থাকবে না। দুপুরের সূর্যালোকের মতো উজ্জল হবে তোমরা।
11 প্রভু তোমাদের সর্বদা নেতৃত্ব দেবেন। শুকনো জমিতেও তিনি তোমাদের আত্মাকে সন্তুষ্ট করবেন। প্রভু তোমাদের হাড়কে শক্তি দেবেন। তোমরা যথেষ্ট জল পাওয়া বাগানের মতো। তোমরা হবে সর্বদা জলে ভরা ঝর্ণার মতো।
12 বহু বছর ধরে ধ্বংস হলেও তোমরা তোমাদের শহরগুলি পুর্নগঠন করবে এবং বহু বছর ধরে থেকে যাবে। তোমাদের বলা হবে “যারা বেড়া মেরামত করে” এবং “যারা রাস্তাসমূহ ও বাড়ীগুলি তৈরী করে।”
13 ঈশ্বরের বিশ্রামের বিরুদ্ধে পাপ বন্ধ করলেই এইসব ঘটবে। তোমাদের বন্ধ করতে হবে বিশেষ দিনে নিজেদের খুশির জন্য কাজকর্ম। তোমাদের বিশ্রামের দিনকে সুখের দিন বলা উচিৎ। প্রভুর বিশেষ দিনকে তোমাদের সম্মান জানানো উচিৎ। অন্যান্য দিনে তোমরা যেসব কথা বলো ও যেসব কাজ করো সেই সব বিশেষ দিনে তোমাদের তা বন্ধ রাখা উচিৎ। 14 তখন তোমরা প্রভুকে তোমাদের প্রতি সদয় হতে বলতে পারবে এবং তিনি তোমাদের পৃথিবী থেকে অনেক উঁচুতে নিয়ে যাবেন। তোমাদের পিতা যাকোবকে তিনি যা যা দিয়েছিলেন তোমাদেরও তাই দেবেন। প্রভু নিজেই এইসব বলেছেন।
মন্দ ঘটনা ঘটবে
2 আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই। আমরা যখন একসঙ্গে তাঁর সাক্ষাতে মিলিত হতে যাব সেই সময়টা সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাই। 2 আমি অনুরোধ করি প্রভুর দিন এসে গেছে শুনে তোমাদের বিবেচনা বোধ হারিও না, বা বিচলিত হয়ো না। কেউ কেউ হয়তো ভাববাণী করে বা বিশেষ বার্তার মাধ্যমে তা বলতে পারে। আমাদের কাছ থেকে পাওয়া এ সম্পর্কে কোন চিঠি কেউ পড়তে পারে। 3 দেখ কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনভাবে প্রতারিত করতে না পারে। সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ায় যার ভাগ্যে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না। 4 যা কিছু ঈশ্বর নামে আখ্যাত ও উপাসনার যোগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এমনকি সেই পাপ পুরুষ ঈশ্বরের মন্দিরে গিয়েও সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে ঈশ্বর।
5 তোমাদের কি মনে পড়ে না, এমন যে ঘটবে তার বিবরণ আমি তোমাদের কাছে থাকার সময় জানিয়েছিলাম? 6 তোমরা জান, কোন্ শক্তি ঐ পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময়ে প্রকাশ পায়। 7 আমি এসব বলছি কারণ মন্দতার সেই গোপন শক্তি এখনই জগতে কাজ করে চলেছে। কিন্তু একজন রয়েছেন যিনি এই শক্তিকে প্রতিরোধ করে আসছেন, তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়। 8 তারপর সেই পাপপুরুষ প্রকাশিত হবে, আর প্রভু তাঁর মুখের তেজোময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন।
9 শয়তানের শক্তিতে সেই পাপ পুরুষ আসবে। সে মহাপরাক্রমের সাহায্যে নানা ছলনাময়ী অলৌকিক কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে। 10 যারা বিনাশপথের যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে। পরিত্রাণ পাবার জন্য যে সত্য রয়েছে তা ভালবাসতে যারা অস্বীকার করছে, তারাই সেই বিনাশপথের যাত্রী। 11 তাই ঈশ্বর ওদের মধ্যে এমন এক শক্তি পাঠিয়েছেন, যাতে ওরা ভুল কাজ করে। 12 তাই যারা সত্যে বিশ্বাস করল না, ও মন্দ বিষয়ে আনন্দ করল তারা বিচারে দোষী সাব্যস্ত হবে।
তোমরা পরিত্রাণের জন্য মনোনীত
13 প্রভুর প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এইজন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যাতে আত্মায় পবিত্র হয়ে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও। 14 যে সুসমাচার আমরা প্রচার করেছিলাম তার মাধ্যমে ঈশ্বর তোমাদের আহ্বান করেছিলেন, যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমার সহভাগী হতে পার। 15 তাই ভাই ও বোনেরা, শক্ত হয়ে দাঁড়াও, আর আমরা তোমাদের যে শিক্ষা দিয়েছি সে বিষয়েও বিশ্বাসে স্থির থাক। মৌখিকভাবে ও পত্রের দ্বারা এইসব বিষয়ে আমরা তোমাদের শিক্ষা দিয়েছিলাম।
16-17 আমরা প্রার্থনা করি যে স্বয়ং প্রভু যীশু খ্রীষ্ট ও ঈশ্বর পিতা তোমাদের সান্ত্বনাদান করুন ও যা কিছু সৎ কাজ তোমরা কর ও বল তার জন্য শক্তি দান করুন। ঈশ্বর আমাদের ভালোবেসেছিলেন এবং তাঁর অনুগ্রহে আমাদের এক আশা ও সান্ত্বনা দিয়েছিলেন, যা চিরকাল বিরাজ করবে।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International