Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
যিশাইয় 47-49

বাবিলের প্রতি ঈশ্বরের বার্তা

47 “পড়ে যাও আবর্জনায় এবং সেখানেই বসে পড়!
    কল‌্দীয়দের (বাবিলের অপর নাম) কুমারী কন্যা।
কন্যা বসে পড় মাটিতে।
    তুমি এখন আর শাসক নও!
লোকরা তোমাকে কোমলা ক্ষীণকায়া যুবতী মহিলা বলে মনে করবে না।
এখন তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে।
    যাঁতাকলে খাদ্যশস্য থেকে তোমাকে আটা বানাতে হবে।
তোমার আবরণ সরিয়ে দাও, খুলে ফেল তোমার শৌখিন পোশাক।
    তোমাকে তোমার দেশ ছাড়তে হবে।
তোমার পা দেখতে না পাওয়া পর্যন্ত
    তুমি তোমার ঘাঘরা তোল এবং নদী পার হয়ে যাও।
পুরুষরা তোমার গোপন অঙ্গ দেখবে,
    তোমাকে ব্যবহার করবে যৌনকর্মে।
বাজে কাজ করার জন্য মূল্য দিতে বাধ্য করবে তোমাকে,
    কেউ তোমাকে সাহায্য করতে আসবে না।

“আমার লোকরা বলে, ‘ঈশ্বর আমাদের রক্ষা করেন।
    তাঁর নাম হল: প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের পবিত্রতম।’”

“তাই বাবিল, যেখানেই বসে থাকো, শান্ত হও।
কল‌্দীয়দের কন্যা, অন্ধকারে আশ্রয় নাও। কেন?
    কারণ তোমাকে আর ‘রাজ্যগুলির রাণী’ বলে ডাকা হবে না।

“আমি আমার লোকদের ওপর ক্রুদ্ধ ছিলাম।
    ঐ লোকরা আমার সম্পত্তি, কিন্তু আমি তাদের ওপর ক্রুদ্ধ ছিলাম,
তাই আমি তাদের অসম্মান করেছি।
    আমি তাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম।
তুমি তাদের শাস্তি দিয়েছ।
    কিন্তু তুমি তাদের ক্ষমা প্রদর্শন করোনি—বৃদ্ধকেও তুমি কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছ।
তুমি বললে, ‘আমি চিরকাল থাকব।
    চিরকাল আমিই থাকব মহারাণী।’
সেই সব লোকের ওপর তুমি যে অপকর্ম করেছ, তাও তুমি লক্ষ্য করনি।
    কি ঘটবে সে সম্পর্কেও ভাবনি।
তাই, এখন, হে বিলাসলালিত রমণী আমার কথা শোন!
তুমি নিজেকে নিরাপদ ভেবে নিজের সঙ্গে কথা বলে চলেছ।
    ‘আমিই একমাত্র গুরুত্বপূর্ণ মহিলা। আর কেউই আমার মতো গুরুত্বপূর্ণ নয়।
    আমি কখনও বিধবা হব না। আমার সর্বদা ছেলে মেয়ে থাকবে।’
এই দুটি ঘটনা তোমার জীবনে ঘটবে।
    প্রথমতঃ তুমি তোমার ছেলেমেয়েদের হারাবে, তুমি হারাবে তোমার স্বামীকেও।
হ্যাঁ, এসবই তোমার জীবনে সত্যি সত্যিই ঘটবে।
    তোমার যাদুবিদ্যা, তোমার কলাকৌশল তোমাকে রক্ষা করতে পারবে না।
10 তুমি বাজে কাজ করেও নিজেকে নিরাপদ মনে কর।
    তুমি নিজে নিজে মনে কর, ‘আমার অপকর্ম কেউ দেখতে পায় না।’
তুমি মনে কর তোমার বিচক্ষণতা ও জ্ঞান তোমাকে বাঁচাবে।
    তুমি মনে মনে ভাব, ‘আমিই অনন্যা। কেউ আমার মতো গুরুত্বপূর্ণ নয়।’

11 “কিন্তু বিপদ তোমার কাছে আসবে।
    তুমি জান না কখন এটা ঘটবে, কিন্তু বিপর্যয় আসছে।
এই সঙ্কট বন্ধ করতে তুমি কিছুই করতে পারবে না।
    তুমি এত তাড়াতাড়ি ধ্বংস হবে যে তুমি বুঝতেও পারবে না কি ঘটল।
12 তুমি সারাজীবন কঠোর পরিশ্রম করে
    যাদুবিদ্যা আর ছলাকলা শিখলে।
তাই ছলাকলা আর যাদুবিদ্যা শুরু কর।
    হয়তো এই কৌশল তোমাকে সাহায্য করবে।
    তুমি হয়তো কাউকে ভয়চকিত করতে পারবে।
13 তোমার অনেক উপদেষ্টা রয়েছে।
    তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত?
তোমার জ্যোতিষিরা যারা নক্ষত্র দেখে
    তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক।
    প্রতি মাসে তারা তোমাকে বলুক তোমার কি ঘটবে।
14 কিন্তু সেই লোকরা নিজেদের বাঁচাতেই সক্ষম হবে না।
    খড়ের মতো তারা পুড়বে।
    তারা এত দ্রুত পুড়ে যাবে যে রুটি বানানোর জন্য কোন কয়লা পড়ে থাকবে না।
    পোড়ানোর জন্য কোন আগুন পড়ে থাকবে না।
15 যে সব ব্যাপারের জন্য তুমি এত কঠিন পরিশ্রম করলে তার প্রতিটি বিষয়ে এটি ঘটবে।
    যে সব লোকদের সঙ্গে তুমি তোমার যৌবনকাল থেকে ব্যবসা করেছ,
তারাও তোমাদের ত্যাগ করে যাবে।
    প্রত্যেকেই চলে যাবে তার নিজের পথ ধরে এবং তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না।”

ঈশ্বর তাঁর পৃথিবী শাসন করেন

48 প্রভু বলেন, “যাকোবের পরিবার আমার কথা শোন!
তোমরা নিজেদের ‘ইস্রায়েল’ বল।
    তোমরা এসেছো যিহূদার পরিবার থেকে।
প্রতিশ্রুতি করার জন্য তোমরা প্রভুর নাম করো, তোমরা ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর।
    কিন্তু এসব করার সময়ও তোমরা সৎ‌ ও আন্তরিক নও।”

“হ্যাঁ, তারা পবিত্র শহরের নাগরিক।
    তারা ইস্রায়েলের ঈশ্বরের ওপর নির্ভর করে।
সর্বশক্তিমান প্রভু হল তাঁর নাম।

“কি ঘটবে বহুদিন আগে
    আমি তা বলে দিয়েছি।
    এবং তারপর হঠাৎ‌ই আমি তা ঘটিয়েছি।
আমি সেটা করেছিলাম কারণ আমি জানি তোমরা একরোখা জেদী।
    আমি যা বলেছিলাম তার কোন কিছুকেই তোমরা বিশ্বাস করনি।
    তোমরা ছিলে বড় একরোখা লোহার মত যাকে বাঁকানো যায় না, একরোখা ছিলে ব্রোঞ্জের মতো।
তাই বহুদিন আগে আমি বলেছিলাম কি কি ঘটবে।
    কোন কিছু ঘটার অনেকদিন আগেই আমি তোমাদের সেই সব জিনিসগুলি ঘটার কথা বলেছিলাম।
আমি এটা করেছিলাম যাতে তোমরা বলতে না পার,
    ‘আমরা যে সব দেবতাদের তৈরী করেছি তারা এসব করেছে।’
    আমি এগুলি করেছি, যাতে তোমরা বলতে না পারো ‘আমাদের প্রতিমা, আমাদের মূর্ত্তি এইসব ঘটিয়েছেন।’”

তাঁদের শুদ্ধ করবার জন্য ঈশ্বর ইস্রায়েলকে শাস্তি দেন

“কি ঘটেছে তোমরা দেখেছো, শুনেছোও।
    তাই এই খবরগুলি তোমাদের অন্যদেরও বলা উচিৎ‌।
এখন তোমাদের আমি নতুন জিনিসের কথা জানাব। যা
    তোমরা এখনও শোন নি।
এইসব ঘটনা আগে কখনও ঘটেনি, এইসব ঘটনা এখনই ঘটে যাচ্ছে।
    আজকের আগে এসব কথা তোমরা শোন নি।
    তোমরা তাই বলতে পারবে না যে আমরা এইসব ইতিমধ্যেই জেনেছি।
তবুও তোমরা আমার কথা শোননি!
    তোমরা কোন কিছুই শেখোনি!
    আমি যা বলেছি তোমরা তা শুনতে অস্বীকার করেছ।
আমি জানি শুরু থেকেই তোমরা আমার বিরুদ্ধাচরণ করবে।
    জন্মাবার সময় থেকেই তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ।

“কিন্তু আমি ধৈর্য্যশীল থাকব।
    আমি এটা নিজের জন্যই করব।
ক্রুদ্ধ না হওয়া এবং তোমাদের ধ্বংস না করার জন্য
    লোকে আমার প্রশংসা করবে।

10 “দেখো, আমি তোমাদের বিশুদ্ধ করব।
    লোকে রূপোকে খাঁটি করে তুলতে আগুনের ব্যবহার করে।
    কিন্তু আমি যন্ত্রণা দিয়ে তোমাদের খাঁটি করে তুলব।
11 আমি নিজের জন্য এইসব করব, নিজের জন্য!
    কারণ আমি আমার নামের অসম্মান হতে দিতে পারি না।
    আমি অন্য আর কোন কিছুকেই আমার প্রশংসা ও মহিমা নিতে দেব না!

12 “যাকোব আমি তোমাকে আমার লোক বলে ডেকেছি।
    তাই আমার কথা শোন!
আমিই আদি!
    আমিই অন্ত!
13 আমি নিজের হাতে পৃথিবীর সৃষ্টি করেছি,
    আমার ডান হাত সৃষ্টি করেছে আকাশ।
ডাকলেই তারা এক সঙ্গে
    আমার সামনে চলে আসবে।

14 “তোমরা সবাই এসো এখানে, আমার কথা শোন!
    কোনো মূর্ত্তি কি বলেছে যে এগুলো ঘটবে? না!”
প্রভু যাকে ভালোবাসেন, পছন্দ করেন
    বাবিল ও কল‌্দীয়দের প্রতি যা চাইবে তাই করবেন।

15 প্রভু বলেন, “আমি বলেছি তাকে আমি ডাকব।
    আমি তাকে বয়ে আনব!
    আমি তাকে সফল করে তুলব!
16 এখানে এস এবং আমার কথা শোন!
বাবিলের জাতি হিসেবে উত্থানের সময় আমি সেখানে ছিলাম।
এবং প্রথম থেকেই আমি স্পষ্ট কথা বলেছি,
    যাতে লোকেরা বুঝতে পারে আমি কি বলেছি।”

তখন যিশাইয় বললেন, “এখন প্রভু, আমার সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন। তাঁর আত্মা তোমাদের এইসব কথা বলবে।” 17 প্রভু, পরিত্রাতা, ইস্রায়েলের পবিত্র একজন বলেন,

“আমিই প্রভু, তোমাদের ঈশ্বর।
    আমি তোমাদের সেই সব জিনিষ শেখাই যা সহায়ক।
    তোমাদের যে পথে যাওয়া উচিৎ‌ সেই পথের আমি নেতৃত্ব দেব।
18 তোমরা যদি আমাকে মেনে চলতে
    তাহলে তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে।
    সমুদ্রের তরঙ্গের মতো ভাল জিনিস
তোমাদের কাছে আসবে বার বার।
19 তোমরা যদি আমাকে মানতে,
    তোমাদের অনেক শিশু সন্তান থাকত, তারা অসংখ্য বালু কণার মতো।
তোমরা যদি আমাকে মানতে, তোমরা ধ্বংস হতে পারতে না।
    তোমরা আমার সঙ্গে চালিয়ে যেতে পারতে।”

20 আমার লোকরা বাবিল ত্যাগ করো!
    আমার লোকরা কল‌্দীয়দের কাছ থেকে পালাও।
আনন্দের সঙ্গে লোকদের এই সংবাদ দাও।
    পৃথিবীর দূর দূর স্থানে এই বার্তা পৌঁছে দাও!
লোককে বলো, “প্রভু তাঁর ভৃত্য যাকোবকে উদ্ধার করেছেন!”
21 প্রভু তাঁর লোকদের মরুভূমির ওপর দিয়ে নিয়ে গেলেন কিন্তু তারা কখনও তৃষ্ণার্ত হয়নি।
    কেন? কারণ প্রভু তাঁর লোকদের জন্য পাথর থেকে জলপ্রবাহের সৃষ্টি করেছিলেন।
তিনি পাথরটি ভাঙলেন
    এবং জল প্রবাহিত হতে লাগল!

22 প্রভু আরও বলেছেন,
    “শয়তান লোকদের জন্য কোথাও শান্তি থাকবে না!”

ঈশ্বর তাঁর বিশেষ সেবককে ডাকছেন

49 দূরবর্তী স্থানের সব লোকরা আমার কথা শোন।
    পৃথিবীবাসী সবাই আমার কথা শোন!
আমি জন্মাবার আগেই প্রভু আমাকে তাঁর সেবা করতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
    আমি মাতৃজঠরে থাকার সময়েই প্রভু আমার নাম ধরে ডাক দেন।
প্রভু আমাকে তাঁর কথা বলতে ব্যবহার করেন!
তিনি আমার মুখকে ধারালো তরবারির মতো তৈরী করেছেন।
    তিনি আমাকে নিজের হাতে লুকিয়ে রেখে আমাকে রক্ষাও করেছেন।
প্রভু আমাকে একটি ধারালো তীরের মতো ব্যবহার করলেও,
    তিনি আমাকে তাঁর তীরের থলিতে লুকিয়ে রাখেন।

প্রভু আমাকে বললেন, “ইস্রায়েল তুমি আমার ভৃত্য!
    তোমার জন্য আমি যা করি তার জন্য আমি সম্মানিত হব।”

আমি বললাম, “আমি কঠোর পরিশ্রম করেছি।
    আমি নিজেকে ক্ষয় করেছি, কিন্তু কোন প্রয়োজনীয় কাজ করি নি।
আমি আমার সমস্ত শক্তি ব্যয় করেছি।
    কিন্তু আমি সত্যিকারের কিছুই করতে পারিনি।
তাই প্রভুকেই ঠিক করতে হবে।
তিনি আমাকে নিয়ে কি করবেন।
    ঈশ্বরই আমার পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”
প্রভু আমাকে আমার মাতৃগর্ভে সৃষ্টি করেছেন,
    যাতে আমি তাঁর দাস হতে পারি
    এবং যাকোব ও ইস্রায়েলকে পথ প্রদর্শন করে তাঁর কাছে ফিরিয়ে আনতে পারি।
প্রভু আমাকে সম্মান দেবেন।
    ঈশ্বরের কাছ থেকে আমি আমার শক্তি পাব।

প্রভু আমাকে বলেন, “তুমি আমার খুবই গুরুত্বপূর্ণ দাস।
    ইস্রায়েলের লোকরা এখন বন্দী।
    কিন্তু তাদের আমার কাছে আনা হবে।
যাকোবের পরিবারগোষ্ঠী আমার কাছেই ফিরে আসবে।
    কিন্তু তোমার অন্য কাজ আছে, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজ!
আমি তোমাকে সমস্ত জাতির আলো হিসেবে তৈরি করব।
    বিশ্ববাসীকে রক্ষা করতে তুমিই হবে আমার পথ।”

প্রভু, ইস্রায়েলের পবিত্র একজন, ইস্রায়েলের পরিত্রাতা বলেন, “আমার দাস ঘৃণিত।
    সে শাসকদের সেবা করে।
    লোকে তাকে ঘৃণা করে।
    কিন্তু রাজারা তাকে দেখবে এবং তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াবে।
মহান নেতারা তার সামনে মাথা নত করবে।”

এইসব ঘটবে কারণ প্রভু, ইস্রায়েলের পবিত্রতম এইসব চান। এবং প্রভুকে বিশ্বাস করা যেতে পারে। তিনিই সে জন যিনি তোমাকে বেছে নিয়েছিলেন।

পরিত্রাণের দিন

প্রভু বলেন,
“একটা বিশেষ সময় আসবে, যখন আমি আমার দয়া দেখাব।
    তখন আমি তোমাদের প্রার্থনার জবাব দেব।
বিশেষ দিন আসবে যখন আমি তোমাদের রক্ষা করব।
    আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের নিরাপত্তা দেব।
    লোকের সঙ্গে আমার যে চুক্তি আছে তার প্রমাণ হবে তোমরা।
যে দেশ এখন ধ্বংসপ্রাপ্ত,
    সেই দেশকে তোমরা তার নিজের জমি ফিরিয়ে দেবে।
তোমরা কয়েদীদের বলবে:
    ‘কারাগার থেকে বেরিয়ে এসো।’
অন্ধকারে থাকা লোকদের তোমরা বলবে,
    ‘বেরিয়ে এসো অন্ধকার জগত থেকে!’
ভ্রমণ করতে করতে লোকে খাবে।
    নিস্ফলা পাহাড়েও তারা খাবার পাবে।
10 লোকে ক্ষুধার্ত হবে না, লোকরা তৃষ্ণার্ত হবে না।
    তাদের তপ্ত সূর্য ও বাতাস কষ্ট দেবে না।
কেন? কারণ ঈশ্বর তাদের আরাম দেবেন।
    ঈশ্বর তাদের নেতৃত্ব দেবেন।
    জলপ্রবাহগুলির কাছে তিনি তাদের নেতৃত্ব দেবেন।
11 আমি আমার লোকদের জন্য সড়ক বানাব।
    পাহাড়গুলিকে করা হবে সমতল এবং নীচু
    রাস্তাগুলিকে করা হবে উঁচু।

12 “দেখ! দূর দূর স্থান থেকে আমার কাছে লোকে চলে আসছে।
    উত্তর ও পশ্চিম থেকে লোকরা আসছে।
    মিশরের সীনীম দেশ থেকে লোক আসছে।”

13 স্বর্গ ও পৃথিবী সুখী হও!
    পাহাড় চেঁচিয়ে ওঠ আনন্দে!
কেন? কারণ প্রভু তাঁর লোকদের আরাম দেবেন।
    প্রভু গরীব লোকদের প্রতি সদয় হবেন।

14 কিন্তু সিয়োন এখন বলে, “প্রভু আমাকে ত্যাগ করেছেন।
    আমার প্রভু আমাকে ভুলে গিয়েছেন।”

15 কিন্তু আমি বলি,
“কোন মহিলা কি নিজের শিশুকে ভুলতে পারে? না!
    তার শরীর থেকে ভূমিষ্ট হওয়া শিশুকে ভুলতে পারে কোন নারী?
না! কোন নারী তার শিশুকে ভুলতে পারে না।
    আমিও তোমাদের ভুলে যেতে পারি না।
16 এই দেখো, আমি নিজ হাতে তোমাদের নাম খোদাই করে রেখেছি!
    তোমাদের কথা সব সময়ই ভাবি।
17 তোমাদের শিশুরা ফিরে আসবে, লোকরা তোমাদের পরাজিত করবে
    কিন্তু তারা তোমাদের একাকী ফেলে যাবে।
18 তাকাও! নিজেদের চারিদিকে তাকাও!
    তোমাদের সব ছেলেমেয়েরা একত্রিত হয়ে তোমাদের কাছে আসবে।”
প্রভু বলেন,
“নিজের জীবনে তোমাদের কাছে এই প্রতিশ্রুতি করছি:
    তোমাদের ছেলেমেয়েরা হবে রত্নের মতো, যেটা তোমরা গলায় বেঁধে রাখবে।
    তোমাদের ছেলেমেয়েরা একজন বধূর গলার মূল্যবান হারের মতো হবে।

19 “এখন তোমরা পরাজিত ও তোমরা ধ্বংস হয়েছো।
    তোমাদের দেশ ধ্বংস হয়েছে।
কিন্তু কিছু কাল পরে, তোমাদের দেশে তোমরা অনেক বেশী লোক পাবে
    এবং যে সমস্ত লোক তোমাদের ধ্বংস করেছিল তারা অনেক দূরে সরে যাবে।
20 তোমরা হারিয়ে যাওয়া শিশুর শোকে দুঃখিত ছিলে।
সেই শিশুরাই কিন্তু তোমাদের বলবে,
    ‘এই জায়গা বড্ড ছোট!
    আমাদের বসবাসের জন্য বড় জায়গা দাও!’
21 তারপর তোমরা নিজেরাই বলবে,
    ‘কে আমাদের এইসব শিশুদের দিয়েছে?
আমি বিচ্ছিন্ন ছিলাম, নির্জনে ছিলাম।
    পরাস্ত হয়ে নিজেদের লোক থেকে দূরে ছিলাম।
    তাই এই শিশুদের কে দিলেন?
    দেখো, আমি একা পড়েছিলাম।
কোথা থেকে এই শিশুরা এসেছিল?’”

22 আমার প্রভু, সদাপ্রভু বলেন,
“দেখ, আমার হাত জাতিদের ওপর ঢেউ তুলবে।
    আমি সব মানুষকে দেখাতে পতাকা তুলব।
তখন তারা তোমাদের শিশুদের নিয়ে আসবে!
    তারা তোমাদের শিশুদের কাঁধে করে আনবে,
    বাহু দিয়ে শিশুদের ধরে রাখবে।
23 তাদের সম্রাটরা শিক্ষক হবেন।
    রাজকুমারীরা তাদের যত্ন করবে।
সেই সব রাজা ও রাজকুমারীরা তোমাদের সামনে শ্রদ্ধায় মাথা নত করবে।
    তারা তোমাদের পায়ের পাতার ধূলিতে চুম্বন করবে।
তখন তোমরা বুঝবে যে আমিই প্রভু।
    তারপর তোমরা জানবে, আমার ওপর আস্থাশীল হওয়া কোন লোকই হতাশ হবে না।”

24 যখন কোন বলবান সেনা যুদ্ধ জয় করে প্রচুর সম্পদ নিয়ে আসে,
    তখন তোমরা তা ছিনিয়ে নিতে পারো না।
যখন কোন শক্তিশালী সেনা কোন বন্দীকে পাহারা দেয়,
    তখন বন্দীটি পালিয়ে যেতে পারে না।
25 কিন্তু প্রভু বলেন,
“বন্দী পালিয়ে যাবে।
    কেউ একজন বন্দীদের শক্তিশালী সেনার কাছ থেকে দূরে নিয়ে যাবে।
এইসব ঘটবে কারণ আমি তোমাদের হয়ে যুদ্ধ করে দেবো।
    আমিই তোমাদের শিশুদের বাঁচাবো।
26 তোমাদের যারা দাবিয়ে রেখেছিল
    আমি তাদের নিজেদের মাংস খেতে বাধ্য করব।
    দ্রাক্ষারস পান করে মাতাল হবার মত তারা তাদের নিজেদের রক্ত খেয়ে মাতাল হবে।
তখন সবাই জেনে যাবে যে প্রভু তোমাদের পরিত্রাতা।
    প্রত্যেকটি লোক জেনে যাবে যে যাকোবের শক্তিশালী ‘একজন’ তোমাদের রক্ষা করেছিলেন।”

1 থিষলনীকীয় 4

ঈশ্বরকে সন্তষ্ট রাখ

প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার আরও কিছু বলার আছে। কি করে ঈশ্বরকে সন্তষ্ট করে জীবনযাপন করতে হয়, এ বিষয়ে তোমরা আমাদের কাছে শিক্ষা পেয়েছ; আর সেইভাবেই তোমরা চলেছ। বেশ, এখন চাইছি ও তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরো বেশী করে সেইভাবে চলো। তোমরা শুনেছ এবং জান তোমাদের কি করণীয়; প্রভু যীশুর কাছ থেকে অধিকার পেয়ে সেই শিক্ষা তোমাদের দিয়েছিলাম। ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও ও সবরকম যৌন পাপ থেকে দূরে থাক। ঈশ্বর চান তোমরা পুরুষরা প্রত্যেকে জানো কিভাবে পবিত্র ও সম্মানজনকভাবে নিজের স্ত্রীর সাথে বাস করতে হয়। বিজাতীয়রা, যারা ঈশ্বরকে জানে না তারা যেভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয়, সেইভাবে চলো না। এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ঐভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন। এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি। কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয়, বরং পবিত্র হবার উদ্দেশ্যেই আহ্বান করেছেন। তাই, যে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন।

খ্রীষ্টেতে তোমাদের যে বিশ্বাসী ভাই ও বোনেরা আছে তাদের যে ভালবাসায় ভালবাসতে হবে, সে বিষয়ে তোমাদের কাছে লেখার দরকার নেই। কারণ পরস্পরকে ভালবাসার শিক্ষা তো তোমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছ। 10 বাস্তবিক তোমরা মাকিদনিয়ার সমস্ত ভাই ও বোনেদের ভালবাস। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরো গভীরভাবে পরস্পরকে ভালবাসবে।

11 শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপ্রাণ চেষ্টা কর। এবিষয়ে যেমন তোমাদের বলেছি তেমনিভাবে নিজের নিজের কাজ যত্ন সহকারে কর, নিজের হাতে কাজ করে যাও। 12 এর ফলে মণ্ডলীর বাইরের মানুষ তোমাদের জীবন ধারা দেখে তোমাদের সম্মান করবে এবং কারো ওপর তোমাদের নির্ভর করতে হবে না।

প্রভুর আগমন

13 প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই। যাদের কোন প্রত্যাশা নেই, তাদের মতো তোমরা শোকার্ত হও এ আমরা চাই না। 14 আমরা বিশ্বাস করি যে যীশু মারা গিয়েছিলেন এবং যীশু বেঁচে উঠেছেন। যীশু যখন ফিরে আসবেন তখন যে সব খ্রীষ্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে, ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে তাদেরও উত্থিত করে খ্রীষ্টের সঙ্গে ফিরিয়ে আনবেন।

15 আমরা যা বলছি তা আমরা প্রভুর কাছ থেকে তাঁর বাণীরূপে জানতে পেরে বলছি। আমরা যারা এখন জীবিত আছি তারা প্রভুর আগমনের সময়েও জীবিত থাকব, আর প্রভুর কাছে চলে যাব, কিন্তু কোনভাবেই সেই মৃতদের আগে যাব না। 16 কারণ যখন প্রধান স্বর্গদূতের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তূরীধ্বনি হবে, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন। তখন যে সব খ্রীষ্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে। 17 তারপর আমরা যারা তখনও পৃথিবীতে জীবিত থাকব, প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ করতে তাদের সাথে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে; আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকব। 18 সুতরাং এইসব কথার দ্বারা তোমরা পরস্পরকে সান্ত্বনা দিও।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International