Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
পরমগীত 4-5

নারীর প্রতি পুরুষের উক্তি

প্রিয়তমা আমার, তুমি অনন্যা!
    সত্যি, তুমি সুন্দরী!
ঘোমটার অন্তরালে
    তোমার চোখ দুটি যেন কপোতী।
তোমার চুল গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসা
    মেষের পালের মতই।
স্নানের পর মেষের দল যেমন সারিবদ্ধ এবং সুবিন্যস্ত থাকে,
    তোমার দাঁতগুলো তেমনি সুন্দর।
তারা প্রত্যেকেই যমজ শাবকের জন্ম দিয়েছে
    এবং একটা মেষও তার শাবককে হারায়নি।
তোমার ঠোঁট রক্তিম সুতোর মত।
    তোমার মুখখানি অনুপম ঘোমটার আড়ালে
তোমার গণ্ডদেশ যেন দু-আধখানা করা
    ডালিম ফলের মত।
তোমার কণ্ঠদেশ পাথরের সারি দিয়ে বানানো
    দায়ূদের স্তম্ভের মত।
শক্তিশালী বীরদের শত শত ঢাল ঝুলিয়ে রাখার জন্য
    যে স্তম্ভ নির্মিত হয়,
    তোমার কণ্ঠদেশ সেই স্তম্ভের মত সুন্দর।
তোমার স্তন দুটি
    শালুক ফুলের মাঝে চরে বেড়ানো
    যমজ হরিণ শাবকের মত।
দিনের ছায়া যখন মিলিয়ে আসবে,
    দিনের শেষ বাতাস যখন প্রবাহিত হবে
    তখন আমি সেই সুগন্ধির পাহাড়ে এবং সেই গুগ‌্গুলের পর্বতে যাবো।
প্রিয়তমা আমার, তুমি সর্বাঙ্গ সুন্দরী।
    কোথাও তোমার এতটুকু খুঁত নেই!
বধূ আমার, আমার সঙ্গে লিবানোন থেকে এসো।
    লিবানোন থেকে আমার সঙ্গে এসো।
অমানার পর্বত থেকে এসো,
    শনীর ও হর্ম্মোণের চূড়া থেকে এসো,
    সিংহের গুহাদেশ থেকে এসো,
    এবং চিতাবাঘের পর্বত থেকে এসো!
প্রিয়া আমার, বধূ আমার,
    তুমি আমায় উৎসাহিত করেছো।
তুমি আমার হৃদয়কে বন্দী করেছো।
    তুমি তোমার অলঙ্কারের একটি মুক্তা দিয়ে,
    তোমার নয়নের একটি কটাক্ষ দিয়ে আমার মন হরণ করেছো!
10 প্রিয়া আমার, বধূ আমার, তোমার ভালোবাসা কত মনোরম!
    তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও সুন্দর,
তোমার দেহের ঘ্রাণ
    যে কোন সুগন্ধির চেয়েও উৎকৃষ্ট!
11 বধূ আমার, তোমার ওষ্ঠাধর মধুময়,
    তোমার জিহ্বাগ্রে দুধ ও মধুর স্বাদ।
তোমার বেশভূষায় লিবানোনের সুগন্ধ আছে।
12 প্রিয়া আমার, বধূ আমার,
    তুমি একটি সুরক্ষিত উদ্যানের মত পবিত্র।
তুমি একটি সুরক্ষিত সরোবরের মত
    এবং বদ্ধ ঝর্ণার মত।
13 তোমার ডালপালাগুলি সুদৃশ্য ডালিম
    এবং রসে ভরা হেন্না উদ্যানের মত।
14 যে গাছে মেহেন্দি, গন্ধদ্রব্য, জাফরান, রজন ইত্যাদি হয়,
    সেই গাছের মতই তোমার অঙ্গ-প্রত্যঙ্গ সুন্দর।
    তোমার অঙ্গ-প্রত্যঙ্গ সৌরভে ভরা চন্দন গাছের বাগানের মতোই সুন্দর।
15 তুমি উদ্যানের ঝর্ণার মত স্বচ্ছ টলটলে,
    জলের প্রস্রবনের কুয়োর মত,
তুমি লিবানোনের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতোই সুন্দর।

নারীর উক্তি

16 হে উত্তরের বাতাস, তুমি প্রবাহিত হও!
    হে দক্ষিণা বাতাস, তুমি এসো!
আমার বাগানের ওপর দিয়ে প্রবাহিত হও
    এবং এর সুমিষ্ট সৌরভ ছড়িয়ে দাও।
আমার প্রিয়তম তার বাগানে প্রবেশ করুক
    এবং বাগানের সুন্দর ফলগুলো ভোজন করুক।

পুরুষের উক্তি

ভগিনী আমার, বধূ আমার, আমি আমার বাগানে প্রবেশ করব।
    আমি আমার সুগন্ধি দ্রব্যাদি মশলাপাতিসহ সংগ্রহ করব।
আমি আমার মৌচাক মধুসহ পান করব।
    আমি আমার দুগ্ধ ও দ্রাক্ষারস পান করব।

প্রেমিক-প্রেমিকার প্রতি রমণীগণের উক্তি

বন্ধুগণ, খাও, পান কর!
    হৃদয় তৃপ্ত করে ভালোবাসা পান কর!

নারীর উক্তি

আমি ঘুমিয়ে রয়েছি
    কিন্তু আমার অন্তর জেগে রয়েছে।
শোন, আমার প্রিয়তম দুয়ারে করাঘাত করছে।
    “আমার কাছে উন্মুক্ত হও, বধূ আমার, আমার প্রিয়া, কপোতি আমার, পূর্ণমূর্তি আমার!
    আমার মাথা শিশিরে সিক্ত হয়ে গেছে।
    আমার মাথার চুল রাতের কুয়াশায় আর্দ্র হয়ে গেছে।”

“আমি আমার বসন ত্যাগ করেছি।
    আবার আমি তা পরতে চাই না।
আমি আমার পা দুটি ধুয়ে ফেলেছি।
    আমি তাতে আর কাদা লাগাতে চাই না।”

আমার প্রিয়তম দ্বারে ছিদ্রে হাত রাখলো
    এবং তার জন্য আমার অন্তর ব্যাকুল হল।
প্রিয়তমের জন্য খুলে দিতে আমি উঠলাম
    এবং আমার হাত থেকে সুগন্ধি পড়ছিল,
    এবং আমার হাতের তরল সুগন্ধি আমার আঙ্গুল দিয়ে দরজার খিলের ওপর গড়িয়ে পড়ছিল।
আমি আমার প্রিয়তমের কাছে উন্মুক্ত হয়েছিলাম
    কিন্তু আমার প্রিয়তম চলে গিয়েছিল!
সে যখন ফিরে গেল
    তখন আমার প্রায় মরার মত অবস্থা।
আমি তাকে খুঁজেছিলাম
    কিন্তু আমি তাকে খুঁজে পাই নি।
আমি তাকে ডেকেছিলাম
    কিন্তু সে আমাকে সাড়া দেয় নি।
যে প্রহরীরা নগর পাহারা দিচ্ছিলো
    তারা আমাকে দেখতে পেলো।
    তারা আমায় আঘাত করলো।
তারা আমায় আহত করলো।
    প্রাচীরের রক্ষীরা আমার কাপড়-চোপড় কেড়ে নিল।

হে জেরুশালেমের কন্যাগণ, তোমাদের বলে রাখছি,
    যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো, আমি তার প্রতি ভালবাসায় কাতর।

জেরুশালেমের নারীদের উত্তর

সকল নারীদের মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা,
    কোন্ দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভাল?
অন্যান্য প্রেমিকদের চেয়ে সে কিভাবে ভাল
    যে তুমি আমাদের এমন প্রতিশ্রুতি করতে বলছো?

জেরুশালেমের নারীদের প্রতি তার প্রত্যুত্তর

10 আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ।
    সে 10,000 লোকের মধ্যে বিশিষ্ট।
11 তার মাথা খাঁটি সোনার মতোই উন্নত।
    তার কোঁকড়ানো চুল দাঁড়কাকের রঙের মতই মিশ্কালো।
12 তার দুটি চোখ ঝর্ণার ধারের কপোতের মত।
    দুধের সাগরে কপোতের মত,
    অলঙ্কারের মত।
13 তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়।
    পদ্মফুলের পাপড়ির মত তার ওষ্ঠাধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে।
14 তার বাহু রত্নখচিত সোনার দণ্ডের মত।
    তার উদর হাতির দাঁতের তৈরী এবং নীল মরকতে ঢাকা।
15 তার পা দুটি সোনার পায়ার ওপরে
    মর্মর স্তম্ভের মত।
তার চেহারা
    লিবানোনের শ্রেষ্ঠতম গাছের মত!
16 জেরুশালেমের যুবতী রমণীরা,
    তার মুখই মিষ্টস্বাদস্বরূপ।
সে সবকিছু নিয়েই মনোরম।
    এই আমার প্রেমিক।
    এই আমার প্রিয়।

গালাতীয় 3

বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ

ওহে অবুঝ গালাতীয়ের লোকেরা! তোমাদের কে যাদু করেছে? ক্রুশের ওপর যীশু খ্রীষ্টের মৃত্যুর কথা তোমাদের তো স্পষ্ট করেই বোঝানো হয়েছিল। কেবল আমার এই কথাটির জবাব দাও যে তোমরা কিভাবে পবিত্র আত্মা পেয়েছিলে? বিধি-ব্যবস্থা পালনের দ্বারা কি পেয়েছিলে? না সুসমাচার শুনে ও তাতে বিশ্বাস করাতেই পবিত্র আত্মা পেয়েছিলে? তোমরা কি এতই অবোধ যে, পবিত্র আত্মায় খ্রীষ্টীয় জীবন শুরু করে এখন তা স্থুল দৈহিক শক্তির ওপর নির্ভর করে শেষ করতে চাও? তোমরা কি বৃথাই এত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছ? আমি আশা করি তা বৃথা হবে না। তোমরা বিধি-ব্যবস্থা পালন করেছিলে বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মা দিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন, না তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করেছিলে বলে?

অব্রাহামের সম্পর্কে শাস্ত্র যেমন বলে: “অব্রাহাম ঈশ্বরের ওপর বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তাঁর বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন, তার ফলে ঈশ্বরের সাক্ষাতে অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন।”(A) তোমাদের জানা ভাল, যে যারা বিশ্বাসের পথে চলে তারাই অব্রাহামের প্রকৃত সন্তান। পবিত্র শাস্ত্রে এবিষয়ে আগেই লেখা ছিল যে, অইহুদী লোকদের ঈশ্বর তাদের বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন করবেন। আগে থেকেই এই সুসমাচার অব্রাহামকে জানিয়ে দেওয়া হয়েছিল, “অব্রাহাম, সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে।”(B) অব্রাহাম বিশ্বাস করে যেমন আশীর্বাদ পেয়েছেন তেমনি যে সমস্ত লোক এখন বিশ্বাস করছে তারাও সেই আশীর্বাদ লাভ করছে।

10 যারা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হতে বিধি-ব্যবস্থা পালনের ওপর নির্ভর করে, তাদের ওপর অভিশাপ থাকে। কারণ শাস্ত্র বলে: “বিধি-ব্যবস্থায় যে সকল লেখা আছে তার সব কটি যে পালন না করে সে শাপগ্রস্ত!”(C) 11 এখন এটা পরিষ্কার যে বিধি-ব্যবস্থার দ্বারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না। কারণ শাস্ত্র বলে: “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্যই বাঁচবে।”[a]

12 কিন্তু বিধি-ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোন সম্পর্ক নেই, বরং শাস্ত্র বলে, “যে বিধি-ব্যবস্থা পালন করে, সে তার মধ্য দিয়েই জীবন পাবে।”[b] 13 বিধি-ব্যবস্থা আমাদের ওপর যে অভিশাপ চাপিয়ে দিয়েছে তার থেকে খ্রীষ্ট আমাদের উদ্ধার করেছেন। খ্রীষ্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের ওপর সেই অভিশাপ গ্রহণ করলেন। কারণ শাস্ত্র বলছে: “যার দেহ গাছে টাঙ্গানো হয় সে শাপগ্রস্ত।”(D) 14 খ্রীষ্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ অব্রাহাম লাভ করেছিলেন তা খ্রীষ্টের মাধ্যমে অইহুদীরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই।

বিধি-ব্যবস্থা ও প্রতিশ্রুতি

15 আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের কাছে সাধারণ একটি উদাহরণ দিচ্ছি: দুজনের মধ্যে একটা চুক্তির কথা চিন্তা কর। সেই চুক্তি একবার বৈধ হয়ে গেলে কেউ তা বাতিল করতে পারে না বা তাতে কোন কিছু যোগ করতে পারে না। 16 ঈশ্বর, অব্রাহাম ও তাঁর বংশধরকে আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। লক্ষ্য কর যে এখানে “বংশধর” বলা হয়েছে, “বংশধরদের” নয়, যেন অনেককে নয় বরং একজনকে অর্থাৎ খ্রীষ্টকে নির্দেশ করা হয়। 17 আমি এটাই বলতে চাই যে ঈশ্বর অব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলেন, আর তার চারশো তিরিশ বছর পরে বিধি-ব্যবস্থা এসেছিল। তাই বিধি-ব্যবস্থা এসে পূর্বেই যে চুক্তি ঈশ্বরের সাথে অব্রাহামের হয়েছিল তা বাতিল করতে পারে না।

18 যদি উত্তরাধিকার বিধি-ব্যবস্থার ওপর নির্ভর করত তাহলে তা আর প্রতিশ্রুতির ওপর নির্ভরশীল হত না; কিন্তু ঈশ্বর মুক্ত হস্তে এই উত্তরাধিকার অব্রাহামকে তাঁর প্রতিশ্রুতির মধ্যে দিয়েছিলেন।

19 তাহলে বিধি-ব্যবস্থা কিসের জন্য? অপরাধ কি, এটা বোঝাবার জন্য বিধি-ব্যবস্থা সেই বংশধরের (অব্রাহামের) আসা পর্যন্ত যোগ করা হল, যাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মানুষের কাছে সেই বিধি-ব্যবস্থা পৌঁছে দিতে স্বর্গদূতরা মোশিকে মধ্যস্তরূপে ব্যবহার করেছিলেন। 20 কিন্তু কেবলমাত্র একজন থাকলে কোন মধ্যস্থের দরকার হয় না; আর ঈশ্বর এক।

মোশির বিধি-ব্যবস্থার উদ্দেশ্য

21 তাহলে কি বিধি-ব্যবস্থা ঈশ্বরের প্রতিশ্রুতির বিরুদ্ধে? নিশ্চয়ই নয়! যদি এমন বিধি-ব্যবস্থা থাকত যা মানুষকে জীবন দান করতে পারে, তবে বিধি-ব্যবস্থা পালন করেই আমরা ধার্মিক হতে পারতাম। 22 কিন্তু এ সত্য নয়, কারণ শাস্ত্র দেখাচ্ছে যে সকলে পাপের কাছে বন্দী এবং লোকেরা বিশ্বাসের মাধ্যমেই সেই প্রতিশ্রুত আশীর্বাদ পেতে পারে। যারা যীশু খ্রীষ্টে বিশ্বাস করবে, তাদের উদ্দেশ্যেই এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে।

23 এই বিশ্বাস আসার আগে আমরা বিধি-ব্যবস্থার অধীনে বন্দী ছিলাম। আমাদের কোন স্বাধীনতা ছিল না, যে পর্যন্ত না ঈশ্বর আমাদের কাছে সেই বিশ্বাসের কথা জানালেন। 24 খ্রীষ্টের কাছে আসার জন্য বিধি-ব্যবস্থাই ছিল আমাদের কঠোর অভিভাবক, যেন বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক বলে গণিত হই। 25 এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে, তখন আমরা আর বিধি-ব্যবস্থার অধীন নই।

26-27 কারণ তোমাদের মধ্যে যাদের খ্রীষ্টে বাপ্তিস্ম হয়েছে, তাদের সবাই খ্রীষ্টকে পরিধান করেছে। খ্রীষ্ট যীশুর মাধ্যমে বিশ্বাস দ্বারা তোমরা সকলেই ঈশ্বরের সন্তান। 28 এখন খ্রীষ্ট যীশুতে যারা আছে তাদের মধ্যে পুরুষ বা স্ত্রীতে কোন ভেদাভেদ নেই, ইহুদী কি গ্রীক, স্বাধীন অথবা দাসের মধ্যে কোন পার্থক্য নেই। কারণ খ্রীষ্ট যীশুতে তোমরা এক। 29 তোমরা খ্রীষ্টের, তাই তোমরা অব্রাহামের বংশধর; সুতরাং অব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরাও তার উত্তরাধিকারী হবে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International