Old/New Testament
শমরিয়া এবং ইস্রায়েল শাস্তি পাবে
1 প্রভুর বাক্য মীখার কাছে এল। এটা ছিল যোথম, আহস এবং হিষ্কিয় এই রাজাদের রাজত্বের কাল। এঁরা ছিলেন যিহূদার রাজা। মীখা ছিলেন মোরেষ্টীয়ের বাসিন্দা। শমরিয়া এবং জেরুশালেমের সম্বন্ধে মীখার এই দর্শন হয়েছিল।
2 ওহে লোকেরা, তোমরা শোন!
পৃথিবী এবং পৃথিবীর সমস্ত জিনিষ, তোমরা শোন!
আমার প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে আসবেন।
আমার প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আসবেন।
3 দেখো, প্রভু তাঁর স্থান হতে বার হয়ে আসছেন।
তিনি পৃথিবীর উচ্চ স্থানগুলির উপর দিয়ে হেঁটে যাবার জন্য আসছেন।
4 তাঁর পায়ের তলার পর্বতগুলি গলতে শুরু করবে,
যেমন মোম আগুনের সংস্পর্শে এসে গলে যায়।
উপত্যকাগুলি ফেটে যাবে
এবং উঁচু পাহাড় থেকে পড়া জলের মতো নীচের দিকে বইতে থাকবে।
5 কিন্তু কেন?
কারণ হল, যাকোবের পাপ এবং ইস্রায়েল জাতির পাপসমূহ।
শমরিয়া, পাপের কারণ
কি কারণে যাকোব পাপ করল?
শমরিয়াই তার কারণ।
যিহূদাতে আরাধনা করার উচ্চ স্থান কোথায়?
জেরুশালেমই কি সেই জায়গা নয়!
6 সেই কারণেই, আমি শমরিয়াকে একটি পাথরের স্তুপ বানিয়ে দেব
এবং দ্রাক্ষা ক্ষেতের জন্য তৈরী একটি স্থান।
আমি শমরিয়ার পাথরগুলোকে নীচের উপত্যকায় ঠেলে দেব,
ফলে কেবল তার ভিতটা পড়ে থাকবে!
7 তার সব মূর্ত্তিগুলি টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হবে।
বেশ্যাবৃত্তি করে যে অর্থ শমরিয়া রোজগার করেছিল তাও আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
আমি তার সব ভ্রান্ত দেবদেবীর মূর্ত্তিগুলো ধ্বংস করব।
কিন্তু কেন? কারণ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে শমরিয়া তার ধন লাভ করেছে।
তাই আমার প্রতি অবিশ্বস্ত লোকেরাই আবার সেই সব নিয়ে নেবে।
মীখার গভীর দুঃখ
8 যা ঘটবে তাতে আমি খুবই দুঃখিত হব।
আমি জুতো এবং জামা-কাপড় ছাড়াই যাব।
আমি শেয়ালের মতো উচ্চস্বরে চিৎকার করব;
পাখির মতো শোক করব।
9 শমরিয়ার ক্ষতের কোন রকম আরোগ্য সম্ভব নয়।
তার রোগ (পাপ) যিহূদাতে ছড়িয়েছে।
আর তা আমার প্রজাদের দরজার কাছে এসে পৌঁছেছে।
শেষে জেরুশালেমের সর্বত্র ছড়াচ্ছে।
10 একথা গাতে বোলো না।
আক্কোতে কেঁদো না।
বৈৎ-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও।
11 শাফীরে বসবাসকারী তোমরা
নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও।
সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না।
বৈৎ-এৎসলের শোক বিগ্রহ
তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে।
12 ভালো খবর আসবার অপেক্ষায় থেকে
মরোতের লোকেরা দুর্বল হয়ে গিয়েছিল।
কিন্তু কেন?
কারণ ঈশ্বরের, কাছে থেকে জেরুশালেম শহরের দরজায় কিছু খারাপ জিনিস নেমে আসছে।
13 হে লাখীশ কন্যা, তুমি রথের সঙ্গে একটি দ্রুতগামী ঘোড়া জুড়ে দাও।
সিয়োনের পাপগুলো লাখীশেই আরম্ভ হয়েছিল।
কিন্তু কেন?
কারণ, তুমি ইস্রায়েলের পাপের পথই অনুসরণ করেছ।
14 সেজন্য তুমি বিদায়ী উপহারগুলো
অবশ্যই মোরেষত্-গাৎকে দেবে।
অকষীবের বাড়ীগুলো
ইস্রায়েলের রাজাদের প্রতারিত করবে।
15 তোমরা যারা মারেশাতে বাস করছ,
আমি তোমাদের বিরুদ্ধে একজন লোককে আনব।
সেই লোকটি তোমাদের অধিকারের জিনিসগুলো নিয়ে নেবে।
ইস্রায়েলের মহিমা (ঈশ্বর) অদুল্লমে আসবে।
16 সেজন্য নিজেদের চুল কেটে ফেলো, মাথা টাক করে ফেলো।
কিন্তু কেন? কারণ তুমি সেই সমস্ত সন্তানদের জন্য কাঁদবে যাদের তুমি ভালোবাসো।
তোমাদের চুল কেটে ফেল এবং ঈগলের মতো নিজেদের মাথা টাক করে ফেলে তোমাদের দুঃখপ্রকাশ করো।
কিন্তু কেন? কারণ তোমাদের সন্তানদের তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে।
লোকেদের দুষ্ট পরিকল্পনা সমূহ
2 যারা পাপ করার পরিকল্পনা করে
তাদের ক্লেশ হবে।
ওই লোকেরা বিছানায় শুয়ে শুয়ে দুষ্ট পরিকল্পনাগুলি করে।
তারপর সকালের আলো ফুটলে তারা সেই সব পরিকল্পনা অনুযায়ী কাজ করে।
কিন্তু কেন? কারণটা সহজ, তারা যেটা চাইছে সেটা করবার ক্ষমতা তাদের আছে।
2 মাঠগুলো তাদের দরকার হয়,
সেজন্য তারা সেগুলি নিয়ে নেয়।
তাদের বাড়ির দরকার হয়,
তাই তারা সেগুলি নিয়ে নেয়।
তারা কোন একটা লোককে ঠকিয়ে তার বাড়িটা নিয়ে নেয়,
আবার একটা লোককে ঠকিয়ে তার জমি নিয়ে নেয়।
লোককে শাস্তি দেবার জন্য প্রভুর পরিকল্পনা
3 সেজন্য প্রভু এই কথাগুলো বলেছেন:
“দেখো, আমি এই পরিবারের বিরুদ্ধে অমঙ্গলের চিন্তা করছি।
তোমরা নিজেদের রক্ষা করতে ব্যর্থ হবে।
তোমাদের অহঙ্কার করা বন্ধ হবে।
কেন? কারণ, খারাপ সময় আসছে।
4 তখন লোকে তোমাদের বিষয়ে নিয়ে গান করবে।
তারা এই দুঃখের গানটি গাইবে:
‘আমাদের সর্বনাশ হয়ে গেছে!
প্রভু আমাদের দেশ নিয়ে নিয়েছেন এবং অন্যদের তা দিয়েছেন।
হ্যাঁ, তিনি আমার জমি আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন।
প্রভু আমাদের জমিগুলি ভাগ করে শত্রুদের দিয়ে দিয়েছেন।
5 সেজন্য আমরা আর জমি জরিপ করতে
এবং তা প্রভুর লোকেদের মধ্যে ভাগ করে দিতে পারব না।’”
মীখাকে প্রচার করতে নিষেধ করা হল
6 লোকেরা বলছে, “আমাদের ধর্মোপদেশ দিও না।
আমাদের সম্বন্ধে ঐসব খারাপ বিষয়গুলি বোলো না।
কোন কিছু খারাপ আমাদের প্রতি ঘটবে না।”
7 কিন্তু হে যাকোবের বংশ,
আমাকে অবশ্যই এই কথাগুলো বলতে হবে।
তোমরা যেসব খারাপ কাজ করেছো
তার জন্য প্রভু তাঁর ধৈর্য্য হারিয়ে ফেলেছেন।
যদি তোমরা ঠিকভাবে জীবনযাপন করতে
তাহলে আমি তোমাদের কাছে ভালো কথা বলতে পারতাম।
8 কিন্তু আমার প্রজাদের কাছে তারা যেন শত্রুর মত।
যেসব লোকেরা তোমাদের সামনে দিয়ে পথ চলে, তাদের তাদের জামাকাপড় তোমরা চুরি করেছো।
ওইসব লোকেরা ভাবে যে তারা নিরপদে আছে।
কিন্তু তোমরা তাদের কাছে থেকে এমন জিনিস ছিনিয়ে নাও যেন তারা যুদ্ধের বন্দী কয়েদী।
9 তোমরা আমার লোকেদের স্ত্রীদের বিবাহ বিচ্ছেদ করিয়েছ
এবং তাদের আরামের গৃহ থেকে বার করে দিয়েছ।
তাদের শিশুদের কাছ থেকে
তোমরা আমার সম্পদ চিরকালের জন্য কেড়ে নিয়েছিলে।
10 ওঠো, চলে যাও!
এটা তোমাদের বিশ্রামের জায়গা নয় কারণ তোমরা এই জায়গাটিকে ধ্বংস করেছো!
তোমরা একে অশুচি করেছো, সেজন্য একে ধ্বংস করা হবে!
সেটা এক ভয়ঙ্কর বিধ্বংসী কাণ্ড হবে!
11 এইসব লোকেরা আমার কথা শুনতে চায় না,
কিন্তু যদি কোন লোক মিথ্যা কথা বলতে আসে তখন
কিন্তু তারা তাকে মেনে নেবে।
তারা একজন মিথ্যা ভাববাদীকে মেনে নেবে যদি সে আসে এবং বলে,
“ভবিষ্যতে সুসময় আসছে, তখন দ্রাক্ষারস ও সুরার বাহুল্য হবে।”
প্রভু তাঁর লোকদের একত্রিত করবেন
12 হ্যাঁ, যাকোবের লোকেরা,
আমি তোমাদের সকলকে একত্রিত করবো।
আমি ইস্রায়েলের যুদ্ধে অবশিষ্ট জীবিত ব্যক্তিদের একত্রিত করে আনবো।
যেমন মেষদের মেষখোঁয়াড় একত্রিত করা হয়,
মেষপাল যেমন চরানোর মাঠে একত্রিত করা হয়,
সেইভাবেই আমি তাদের একত্রিত করবো,
তখন জায়গাটি বহু লোকজনের
কোলাহলে ভরে যাবে।
13 তারপর “চূর্নকারী”[a] ব্যক্তিটি পথ খুলে দেবে
এবং তার লোকেদের সামনে যাবে।
তারা দরজাগুলো ভাঙবে এবং শহর ছেড়ে চলে যাবে।
তাদের রাজা তাদের সঙ্গে আগে আগে হাঁটবেন
আর প্রভু তাঁর লোকেদের সামনে থাকবেন।
ইস্রায়েলের নেতারা অন্যায়ের জন্য দোষী
3 তখন আমি বললাম, “এখন যাকোব কুলের নেতারা এবং ইস্রায়েল জাতির শাসকরা শোন।
তোমাদের জানা উচিত ন্যায় বিচার কি!
2 কিন্তু তোমরা ভালোকে ঘৃণা কর এবং মন্দকে ভালোবাস!
তোমরা লোকদের চামড়া ছাড়িয়ে নাও,
তাদের হাড় থেকে মাংস ছিঁড়ে নাও!
3 তোমরা আমার লোকদের ধ্বংস করছ![b]
তোমরা তাঁদের চামড়া তুলে নিচ্ছ এবং তাদের হাড়গোড় ভেঙে দিচ্ছ।
তোমরা মাংসের মতো তাদের হাড়গুলোকে কুচিয়ে পাত্রের মধ্যে রাখছ!
4 সেইজন্য তোমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারে;
কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না।
না, প্রভু তোমাদের কাছ থেকে তাঁর মুখ লুকোবেন।
কিন্তু কেন? কারণ তোমরা অন্যায় কাজ করছ!”
মিথ্যুক ভাববাদী
5 কয়েকজন মিথ্যুক ভাববাদীরা প্রভুর লোকদের কাছে মিথ্যে কথা বলে। প্রভু ঐ ভাববাদীদের সম্বন্ধে এই কথা বলেছেন:
“এই ভাববাদীরা তাদের উদর দ্বারা পরিচালিত হয়।
যখন লোকেরা তাদের খেতে দেয় তখন তারা শান্তির প্রতিশ্রুতি দেয়।
যদি তারা না খাওয়ায় তারা যুদ্ধের প্রতিশ্রুতি দেয়।
6 “সেইজন্যই অবস্থাটা তোমাদের কাছে
রাতের অন্ধকারের মতো।
ভবিষ্যতে কি ঘটবে তা তোমরা দেখতে পাও না।
ঐ ভাববাদীদের ওপরে সূর্য অস্ত গেছে;
তাই ভবিষ্যতে কি ঘটবে তারা তা দেখতে পায় না।
সেইজন্য অবস্থাটা তাদের কাছে অন্ধকারের মতোই।
7 তাই ভাববাদীরা লজ্জিত।
ভবিষ্যৎ বক্তারা লজ্জিত হবে।
তারা আর কিছুই বলবে না।
কেন? কারণ, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলবেন না।”
মীখা ঈশ্বরের একজন সৎ ভাববাদী
8 কিন্তু প্রভুর আত্মা আমাকে ক্ষমতা,
ধার্মিকতা এবং শক্তি দিয়ে পরিপূর্ণ করেছেন।
কেন? কারণ, আমি যাকোবকে তার সম্বন্ধে
এবং ইস্রায়েলকে তার পাপগুলোর সম্বন্ধে বলতে পারি!
ইস্রায়েলের নেতাদের দোষী সাব্যস্ত করা হল
9 যাকোব কুলের নেতারা এবং ইস্রায়েলের শাসকরা, আমার কথা শোন!
তোমরা জীবনযাপনের সঠিক পথকে ঘৃণা কর!
যদি কোন জিনিস সোজা থাকে
তখন তোমরা তাকে বেঁকিয়ে দাও!
10 সাধারণ লোকেদের হত্যা করে তোমরা সিয়োন গেঁথে তোল!
তোমরা রক্তপাত ঘটিয়ে জেরুশালেম গড়ো।
11 আদালতে কে জিতবে তা ঠিক করার জন্য
জেরুশালেমের যাজকরা ঘুষ নিয়ে তাদের সাহায্য করে।
জেরুশালেমের যাজকরা শিক্ষা দেয়
কারণ তারা তার জন্য বেতন পায়।
আর ভাববাদীরা টাকা পয়সার জন্য
ভবিষ্যৎ সম্বন্ধে বলে।
তারপর ঐ নেতারা প্রভুর সাহায্য আশা করে।
তারা বলে: “প্রভু এখানে আমাদের সঙ্গে আছেন,
তাই অমঙ্গল কিছুই আমাদের প্রতি ঘটবে না।”
12 নেতারা, তোমাদের জন্যই সিয়োন ধ্বংস হবে।
জায়গাটা লাঙল চাষা মাঠে পরিণত হবে।
জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে।
যে পর্বতে মন্দির ছিল সেটা কেবল ঝোপ জঙ্গলে ভরে যাবে।
দুই সাক্ষী
11 এরপর আমাকে বেড়ানোর লাঠির মতো একটি মাপকাঠি দেওয়া হল। একজন বললেন, “ওঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদীর পরিমাপ কর আর তার মধ্যে যারা উপাসনা করছে তাদের সংখ্যা গণনা কর। 2 কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণের কোন মাপ নিও না, কারণ তা অইহুদীদের দেওয়া হয়েছে। বিয়াল্লিশ মাস ধরে তারা সেই পবিত্র নগরটি পায়ে দলবে। 3 আমি আমার দুজন সাক্ষীকে ক্ষমতা দেব, তাঁরা বারশো ষাট দিন পর্যন্ত ভাববাণী বলবেন।”
4 সেই দুজন সাক্ষী হলেন দুটি জলপাই গাছ ও দুটি দীপাধার, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। 5 যদি কেউ তাঁদের ক্ষতি করতে চায়, তবে ঐ সাক্ষীদের মুখ থেকে আগুন বেরিয়ে এসে তাঁদের শত্রুদের গ্রাস করবে, যে কেউ তাঁদের ক্ষতি করতে চাইবে তাদেরও এইভাবে মরতে হবে। 6 আকাশ রুদ্ধ করে দেবার ক্ষমতা তাঁদের আছে, যেন ভাববাণী বলার সময় বৃষ্টি না হয়; আর জল রক্তে পরিণত করবার ও পৃথিবীর বুকে সব রকমের মহামারী যতবার ইচ্ছা ততবার পাঠাবার ক্ষমতা তাঁদের আছে।
7 তাঁদের সাক্ষ্যদান শেষ হলে, যে পশু পাতালের অতলস্পর্শী কূপ থেকে উঠে আসবে সে তাঁদের সঙ্গে যুদ্ধ করবে, আর যুদ্ধে তাঁদের হারিয়ে দিয়ে হত্যা করবে। 8 তাঁদের মৃত দেহগুলি সেই মহানগরের রাস্তার ওপরে পড়ে থাকবে, এ সেই নগর যাকে আত্মিক অর্থে সদোম ও মিশর বলে; আর এই নগরেই তাঁদের প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন। 9 লোকরা তাঁদের কবর দিতে অনুমতি দেবে না। সমস্ত উপজাতি, সম্প্রদায়, ভাষাভাষী ও জাতির লোকরা জড়ো হয়ে সাড়ে তিন দিন ধরে তাঁদের শব দেখতে থাকবে। 10 পৃথিবীর লোকরা আনন্দিত হবে, কারণ ঐ দুজনের মৃত্যু হয়েছে। তারা আমোদ-প্রমোদ করবে, পরস্পরকে উপহার পাঠাবে, কারণ এই দুজন ভাববাদী পৃথিবীর লোকদের অতিষ্ঠ করে তুলেছিলেন।
11 এরপর সেই সাড়ে তিন দিন শেষ হলে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাঁদের মধ্যে প্রবেশ করল, আর তাঁরা উঠে দাঁড়ালেন। যারা তাদের দেখল তাদের মধ্যে প্রচণ্ড ভয়ের সঞ্চার হল। 12 সেই দুজন ভাববাদী স্বর্গ থেকে এক রব শুনলেন, “এখানে উঠে এস!” তখন তাঁরা মেঘের মধ্য দিয়ে স্বর্গে উঠে গেলেন; আর তাঁদের শত্রুরা তাদের যেতে দেখল।
13 সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্প হল, তার ফলে শহরের দশভাগের একভাগ ধ্বংস হয়ে গেল এবং সাত হাজার লোক মারা পড়ল। যাঁরা বাকি রইল তারা সকলে প্রচণ্ড ভয় পেল ও স্বর্গের ঈশ্বরের মহিমা কীর্তন করল।
14 দ্বিতীয় সন্তাপ কাটল। দেখ, তৃতীয় সন্তাপ শীঘ্রই আসছে।
সপ্তম তূরী ধ্বনি
15 এরপর সপ্তম স্বর্গদূত তূরী বাজালেন, তখন স্বর্গে কারা যেন উদাত্ত কন্ঠে বলে উঠল:
“জগতের ওপর শাসন করবার ভার এখন আমাদের প্রভুর ও তাঁর খ্রীষ্টের হল,
আর তিনি যুগপর্যায়ে যুগে যুগে রাজত্ব করবেন।”
16 পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে বসে থাকেন, তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন। 17 তাঁরা বললেন:
“প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, যিনি আছেন ও ছিলেন,
আমরা তোমাকে ধন্যবাদ জানাই;
কারণ তুমি নিজ পরাক্রম ব্যবহার করেছ
এবং রাজত্ব করতে শুরু করেছ।
18 জগতের জাতিবৃন্দ তোমার ওপর ক্রুদ্ধ ছিল;
কিন্তু এখন তোমার ক্রোধের পালা।
মৃত লোকদের বিচারের সময় হয়েছে;
আর তোমার ভাববাদী, যারা তোমার দাস, যারা তোমার লোক,
ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ সব লোক যারা তোমাকে শ্রদ্ধা করে,
তাদের পুরস্কার দেওয়ার সময় হয়েছে।
যারা পৃথিবীকে ধ্বংস করছে তাদের ধ্বংস করবার সময় হয়েছে।”
19 পরে স্বর্গে ঈশ্বরের মন্দিরের দরজা উন্মুক্ত হলে মন্দিরের মধ্যে তাঁর চুক্তির সিন্দুকটি দেখা গেল, বিদ্যুত চমকালো, গুরু গুরু শব্দ, বজ্রপাত, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হল।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International