Old/New Testament
যে নারীরা প্রেম ভালোবাসে
4 শমরিয়ার পর্বতে বাশনের যে গাভীরা চরে বেড়াচ্ছে তোমরা শোন। শমরিয়ার ধনী নারীদের কথাই বলা হচ্ছে। বাশন যর্দ্দন নদীর পূর্বতীরে অবস্থিত একটি জায়গা। এই অঞ্চলের বড় বড় ষাঁড় ও গরু বিখ্যাত। তোমরা গরীবদের আঘাত করছ। তোমরা ওই গরীব মানুষদের সর্বনাশ করছ। তোমরা তোমাদের স্বামীদের বলছ, “আমাদের জন্য কিছু পানীয় আনো।”
2 আমার প্রভু, আমার সদাপ্রভু একটি প্রতিশ্রুতি করেছিলেন, তিনি তাঁর পবিত্রতার দ্বারা প্রতিশ্রুতি করেছিলেন তোমাদের কাছে বিপদ আসবেই। লোকে আংটার সাহায্যে তোমাদের বন্দী হিসেবে নিয়ে যাবে। তোমাদের সন্তানদের নিয়ে যাবার জন্য তারা বঁড়শি ব্যবহার করবে। 3 তোমাদের শহর ধ্বংস হবে। স্ত্রীলোকরা শহরের দেওয়ালের ফাটল দিয়ে বেরিয়ে নিজেদের ওই মৃত দেহের স্তূপের ওপর নিক্ষেপ করবে।
প্রভু এই কথাটি বলেছেন, 4 “বৈথেলে যাও এবং পাপ কর! গিল্গলে গিয়ে আরো বেশী করে পাপ কর। সকালে তোমাদের বলি উৎসর্গ কর। প্রতি তিন দিনের উৎসবের জন্য তোমাদের শস্যের এক দশমাংশ নিয়ে এসো। 5 খামির দিয়ে তৈরি কোনো জিনিস দিয়ে ধন্যবাদ উৎসর্গ নিবেদন করো। প্রত্যেককে স্বেচ্ছা উৎসর্গের কথা বলো। ইস্রায়েল, তুমি ঐ কাজগুলো করতে ভালবাস, সে জন্য যাও এবং সেগুলো কর।” প্রভু এই কথাগুলো বলেছিলেন।
6 “আমার কাছে তোমরা যাতে আসো তার জন্য আমি অনেক কাজ করেছিলাম। আমি তোমাদের কোন খাদ্য খেতে দিই নি। তোমাদের কোন শহরেও আর কোন খাবার ছিল না। কিন্তু তোমরা আমার কাছে ফিরে আসো নি।” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
7 “তাছাড়া আমি বৃষ্টিও বন্ধ করেছিলাম—এবং সেটা ফসল তোলার তিন মাস আগেকার কথা। সে জন্য কোন শস্য জন্মায় নি। তখন আমি একটি মাত্র শহরে বৃষ্টি হতে দিয়েছি, কিন্তু অন্য কোন শহরে নয়। দেশের একটি অংশে বৃষ্টি পড়েছিল, কিন্তু দেশের অন্য অংশের জমি খুবই শুকনো হয়ে গিয়েছিল। 8 সে জন্য দুটি অথবা তিনটি শহরের সাধারণ মানুষরা জল পাওয়ার জন্য অন্য শহরে কষ্ট করে গিয়েছিল—কিন্তু সেখানে প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট পরিমাণে জল ছিল না। তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসো নি।” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
9 “তোমাদের ফসলগুলো রোদ এবং উত্তাপ দিয়ে আমিই মেরে ফেলেছি। আমি তোমাদের বাগান এবং দ্রাক্ষাক্ষেত ধ্বংস করেছি। পঙ্গপালরা তোমাদের ডুমুর গাছ এবং জলপাই গাছ খেয়ে নিয়েছে। কিন্তু তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসোনি।” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
10 “আমি তোমাদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি পাঠিয়েছি, মিশরে যেরকম আমি করেছিলাম। আমি তরবারি দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি। আমি তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে নিয়েছি। আমি তোমাদের তাঁবুগুলোকে শব দেহের দুর্গন্ধে ভরে দিয়েছিলাম। কিন্তু তখনও পর্যন্ত তোমরা সাহায্যের জন্য আমার কাছে আসোনি” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
11 “সদোম এবং ঘমোরাকে আমি যে ভাবে ধ্বংস করেছিলাম তোমাদেরও সেই রকম ভাবে আমি ধ্বংস করেছিলাম এবং ঐ শহরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। তোমরা তখন আগুন থেকে টেনে আনা জ্বলন্ত কাঠের মতোই হয়েছিলে। কিন্তু তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য ফিরে আসোনি।” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
12 “সে জন্য ইস্রায়েল, আমি তোমার সঙ্গে এই কাজগুলো করব। আমি তোমার জন্য এই কাজটি করব। ইস্রায়েল, তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রস্তুত হও।”
13 আমি কে? আমিই হচ্ছি সেই, যে পর্বতগুলোকে তৈরি করেছিলাম।
আমি তোমাদের মনগুলোকে সৃষ্টি করেছিলাম।
আমি লোকদের শিক্ষা দিয়েছিলাম কি করে কথা বলতে হয়।
আমি ঊষাকে অন্ধকারে পরিবর্তিত করেছি।
আমি পৃথিবীর পর্বতগুলোর ওপর দিয়ে হাঁটি।
আমি কে? আমার নাম হচ্ছে যিহোবা, সৈন্যদলের ঈশ্বর।[a]
ইস্রায়েলের জন্য দুঃখের গান
5 ইস্রায়েলবাসীরা, এই গানটি শোন। এই বিলাপের গানটি তোমাদেরই জন্য।
2 ইস্রায়েলের কুমারীত্ব নষ্ট হয়ে গেছে।
সে আর উঠবে না।
সে একাকী নোংরার উপর পড়ে আছে।
তাকে ওঠাবার জন্য কোন লোকই নেই।
3 প্রভু আমার, সদাপ্রভু এই কথাগুলো বলছেন:
“সৈন্যরা যারা 1000 লোককে নিয়ে শহর ত্যাগ করবে
তারা শুধু 100 জন নিয়ে ফিরে আসবে।
100 জন নিয়ে যারা শহর ছেড়ে বাইরে যাচ্ছে,
তারা কেবলমাত্র 10 জন লোক নিয়ে ফিরবে।”
ফিরে আসার জন্য প্রভু ইস্রায়েলকে উৎসাহিত করছেন
4 ইস্রায়েলবাসীকে[b] প্রভু এই কথাটি বলছেন:
“আমার অণ্বেষণ কর এবং জীবনে বাঁচ।
5 কিন্তু বৈথেলের দিকে তাকিও না।
গিল্গলে যেও না।
সীমান্ত পেরিও না এবং বের্-শেবাতে যেও না।
গিল্গলবাসীদের কয়েদী হিসাবে নিয়ে যাওয়া হবে
এবং বৈথেল ধ্বংস হবে।
6 প্রভুর কাছে যাও এবং বেঁচে থাকো।
যদি তোমরা প্রভুর কাছে না যাও, তবে যোষেফের বাড়ীতে আগুন লাগাতে শুরু করবে।
সেই আগুন যোষেফের গৃহ ধ্বংস করবে এবং কোন মানুষই বৈথেলের সেই আগুন নেভাতে পারবে না।
7-9 সাহায্যের জন্য তোমাদের ঈশ্বরের কাছে যাওয়া উচিৎ।
ঈশ্বর প্লিয়েডস এবং ওরিওনকে[c] সৃষ্টি করেছিলেন।
তিনি অন্ধকারকে ভোরের আলোতে পরিবর্তিত করেছেন।
তিনি দিনকে অন্ধকারের রাত্রিতে পরিবর্তিত করেছেন।
তিনি সমুদ্রের জলকে আহবান করেছেন এবং পৃথিবীতে তাদের ঢেলে দিচ্ছেন।
তাঁর নাম হচ্ছে যিহোবা (প্রভু)।
তিনিই সেই যিনি শক্তিশালী শহরে হিংসা বাড়ান।
তিনিই সেই, যিনি একটা সুরক্ষিত শহরকে
হিংসাত্মক অপরাধ দ্বারা ধ্বংস হতে দেন।”
ইস্রায়েলবাসীরা যে মন্দগুলো করেছে
তোমরা ধার্মিকতাকে বিষে পরিবর্তন কর
এবং ন্যায় বিচারকে হত্যা করে তা ভূপতিত কর।
10 ভাববাদীরা জনসাধারণের কাছে যায়, এবং সাধারণ মানুষ যে খারাপ কাজ করছে তার বিরুদ্ধে কথা বলে।
যে ভাববাদীরা ন্যায় এবং সহজ সত্য শেখায় লোকে তাদের ঘৃণা করে এবং লোকরা ঐ ভাববাদীদের ঘৃণা করে।
11 তোমরা গরীব লোকদের কাছ থেকে অন্যায় ভাবে কর নিচ্ছ।
তোমরা তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ গম নিচ্ছ।
তোমরা পাথরের টুকরো দিয়ে শৌখিন বাড়ি বানাচ্ছ।
কিন্তু তোমরা কখনই ওই বাড়িগুলোতে বাস করতে পারবে না।
তোমরা সুন্দর দ্রাক্ষাক্ষেত তৈরী করছো।
কিন্তু তোমরা কখনই ঐ দ্রাক্ষাক্ষেত থেকে তৈরী পানীয় আস্বাদ করতে পারবে না।
12 কেন? কারণ, আমি তোমাদের বহু অপরাধের খবর জানি।
তোমাদের পাপ আচার খুবই খারাপ।
যে সব মানুষ ভাল কাজ করছে তাদের তোমরা আঘাত করেছ।
অপরাধ চাপা দেবার জন্য তোমরা অর্থ নিচ্ছ।
তোমরা গরীব লোকদের তাদের মামলাগুলির সুবিচারের জন্য আদালতে আনার সুযোগ দাও না।
13 সেই সময়, বিজ্ঞ শিক্ষকরা নীরব হয়ে যাবেন।
কেন? কারণ, সময়টা খারাপ।
14 তোমরা বলো যে, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন।
সে জন্যে ভাল কাজ কর, খারাপ কাজ নয়।
তাহলে তোমরা বাঁচবে
এবং প্রভু সর্বশক্তিমান ঈশ্বর সত্যিই তোমাদের সঙ্গে থাকবেন।
15 যা মন্দ তাকে ঘৃণা কর এবং যা ভাল তাকে ভালবাসো।
আদালতে ন্যায্য বিচার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসো।
হয়তো তাহলে প্রভু সর্বশক্তিমান
যোষেফের পরিবারে যাঁরা বেঁচে আছেন তাঁদের প্রতি দয়াপরবশ হবেন।
বড় দুঃখের সময় আসছে
16 আমার সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বর বলেন,
“লোকে জনসাধারন্যে বিলাপ করবে।
সাধারণ লোক রাস্তাঘাটে কাঁদবে।
লোকে পেশাদারী বিলাপকারীদের ভাড়া করে আনবে।
17 দ্রাক্ষাক্ষেতে সাধারণ লোকরা চিৎকার করে কাঁদবে।
কারণ আমি সে পথ দিয়ে যাবার সময়ে তোমাদের শাস্তি দেব।”
প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
18 তোমাদের মধ্যে কয়েক জন
প্রভুর বিচারের বিশেষ দিনটি দেখতে চাইছো।
তোমরা কেন ঐ বিশেষ দিনটি দেখতে চাইছো?
প্রভুর ঐ বিশেষ দিনটিতে অন্ধকারই নিয়ে আসবে, আলো নয়।
19 তোমরা এমন মানুষের মতো হবে যে সিংহের আক্রমণ থেকে পালাতে পারে
কিন্তু ভাল্লুকের দ্বারা আক্রান্ত হয়!
তোমরা এমন একটি লোকের মত হবে
যে নিরাপত্তার জন্য বাড়ীতে যায়
অথচ দেওয়ালে হেলান দিলেই সাপ তাকে কামড়ায়!
20 প্রভুর বিশেষ দিনটি দুঃখের হবে, আনন্দের নয়!
অন্ধকারের দিন হবে, আলোর নয়-তা নৈরাশ্যের দিন হবে, মিটমিটে আলোও সেখানে থাকবে না।
প্রভু ইস্রায়েলের উপাসনা প্রত্যাখান করছেন
21 “আমি তোমার ছুটির দিনগুলো ঘৃণা করি!
আমি তাদের স্বীকার করবো না!
আমি তোমাদের ধর্মীয় সভাগুলো উপভোগ করতে পারি না!
22 এমনকি আমাকে উৎসর্গ করার জন্য যদি হোমবলি উৎসর্গ এবং শস্যের উৎসর্গ দাও
আমি সেগুলো গ্রহণ করব না!
এমনকি আমি স্থূলকায় পশুগুলোর দিকে তাকাবো না
যা তুমি মঙ্গল নৈবেদ্যর জন্য উৎসর্গ কর।
23 তোমাদের চিৎকার করা গানগুলো এখান থেকে নিয়ে যাও।
আমি তোমাদের বীণার সুরও শুনতে চাই না।
24 তোমাদের দেশের মধ্যে সর্বত্র সুবিচারের ধারা জলের মতোই সহজে বয়ে যেতে দাও।
ধার্মিকতা স্রোতের মত বয়ে যাক যেটা কখনও শুকিয়ে যাবে না।
25 ইস্রায়েল, তোমরা 40 বছর ধরে
আমার জন্য মরুভূমিতে উৎসর্গ এবং নৈবেদ্য দিয়েছিলে।
26 কিন্তু তোমরা তোমাদের রাজা সিক্কূৎ এবং কিয়ূনের[d] মূর্ত্তিও বহন করেছ।
এবং তোমরা নিজেরা তোমাদের দেবতাদের জন্য তারা বানিয়েছিলে।
27 সে জন্য দম্মেশকের ওপারে বন্দী হিসাবে যেন তোমাদের নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করব।”
প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।
তাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর!
ইস্রায়েলের কাছ থেকে সুসময়টুকু নিয়ে নেওয়া হবে
6 সিয়োনের তোমরা যারা খুব আরামে জীবনযাপন করছ
এবং শমরিয়া পর্বতে যারা নিরাপত্তা অনুভব করছ তাদের জন্য খারাপ সময় আসছে।
সব চেয়ে গুরুত্বপূর্ণ জাতিতে গুরুত্বপূর্ণ নেতাসমূহ।
ইস্রায়েলবাসীরা তোমাদের কাছে সাহায্যের জন্য আসে।
2 কল্নীতে গিয়ে দেখো।
সেখান থেকে বৃহৎ শহর হমাতে যাও।
পলেষ্টীয়দের শহর গাতে যাও।
তোমরা কি এই রাজ্যগুলি থেকে বেশী ভাল আছো?
না। তাদের দেশগুলি তোমাদের দেশগুলির থেকে বড়।
3 তোমরা যারা খারাপ সময় এড়িয়ে যেতে চাইছ,
তারা হিংসার শাসন এমশঃ কাছে নিয়ে আসছ।
4 কিন্তু এখন তোমরা সব রকম আরাম উপভোগ করছ।
তোমরা হাতির দাঁতের খাটে শুয়ে আছো এবং তোমরা শয্যায় হাত-পা ছড়িয়ে দিয়েছ।
তোমরা আস্তাবল থেকে বাছুর
এবং মেষের দল থেকে ছোট ছোট মেষগুলো এনে খাচ্ছো।
5 তোমরা তোমাদের বীণা বাজাচ্ছো
এবং দায়ূদের মত, বাজনা বাজানো অভ্যাস করছ।
6 শৌখীন পেয়ালা থেকে তোমরা দ্রাক্ষারস পান করছ।
এবং সব চেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করছ।
এবং যোষেফের পরিবার যে নষ্ট হয়ে যাচ্ছে
তার জন্য মোটেই উদ্বিগ্ন নও।
7 ওই লোকরা এখন তাদের শয্যায় শরীর এলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সুসময় শেষ হবে। তাদের বন্দী হিসাবে বিদেশী রাজ্যে নিয়ে যাওয়া হবে। এবং তারাই হবে প্রথম নিয়ে যাওয়া বন্দী লোকের দল। 8 প্রভু, আমার সদাপ্রভু তাঁর নাম ব্যবহার করেছেন এবং এই প্রতিশ্রুতি করেছেন:
“যে জিনিসের জন্য যাকোব গর্ব করে সে জিনিসকে আমি ঘৃণা করি।
আমি তাদের প্রাসাদগুলিকে ঘৃণা করি।
তাই আমি শত্রুদের এই শহর
এবং এর মধ্যে সব কিছু নিয়ে নিতে দেব।”
ইস্রায়েল জাতির মধ্যে অল্প কয়েকজনই বেঁচে থাকবে
9 সেই সময়, কোন বাড়ীতে যদি দশ জনও বেঁচে থাকে তবে তারাও মারা যাবে। 10 এবং যখন কেউ মারা যায় তখন একজন আত্মীয় সেই দেহ নিতে আসবে যাতে সে মৃতদেহ বার করে নিয়ে গিয়ে দাহ করতে পারে। আত্মীয়স্বজন অস্থিগুলোকে নিয়ে যাবার জন্য আসবে। আর ঘরের পিছনে থাকা কোন লোককে উদ্দেশ্য করে চিৎকার করে বলবে, “এখানে কি তোমার কাছে কোন মৃতদেহ আছে?”
সেই ব্যক্তিটি উত্তরে বলবে, “না!”
তখন সেই লোকটির আত্মীয় বাধা দিয়ে বলবে, “চুপ করো। আমরা প্রভুর নাম ব্যবহার করতে চাই না।”
11 দেখো, ঈশ্বর আদেশ দেবেন
এবং বৃহৎ বাড়ীগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে
এবং ছোট বাড়ীগুলি ছোট ছোট খণ্ডে ভেঙে পড়বে।
12 ঘোড়ারা কি আলগা পাথরের উপর দিয়ে ছোটে?
না! লোকরা কি লাঙ্গল দেওয়ার জন্য গরুগুলোকে পাথরের ওপর ব্যবহার করে?
না! কিন্তু তোমরা সব কিছু উল্টে ফেলো।
তোমরা ধার্ম্মিকতাকে বিষে পরিণত করেছিলে আর ন্যায় বিচারকে তিক্ত বিষে পরিণত কর।
13 তোমরা লো-দেবরে[e] আনন্দ কর।
তোমরা বলছ, “আমরা আমাদের নিজস্ব শক্তিবলে কার্নেম অধিকার করেছি।”
14 “কিন্তু ইস্রায়েল, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতিকে পাঠাব। সেই জাতি তোমাদের সমস্ত দেশের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করবে। লেবো-হমাৎ থেকে আরবাহ্-ব্রুক পর্যন্ত সবটা জুড়ে।” প্রভু সর্বশক্তিমান ঈশ্বর ওই কথাগুলো বলেছিলেন।
ইস্রায়েলের 144,000 লোক
7 এরপর আমি দেখলাম, পৃথিবীর চার কোনে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন। তাঁরা পৃথিবীর চারটি বায়ুপ্রবাহকে আটকে রেখেছেন, যেন পৃথিবীর বা সমুদ্রের বা গাছের ওপর দিয়ে বাতাস না বয়। 2 এরপর আমি আর এক স্বর্গদূতকে পূর্বদিক থেকে উঠে আসতে দেখলাম। তাঁর হাতে ছিল জীবন্ত ঈশ্বরের সীলমোহর। ঈশ্বর যে চারজন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রে আঘাত করবার ক্ষমতা দিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বললেন, 3 “দাঁড়াও, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসদের কপালে মোহর দ্বারা চিহ্ন না দিই, সে পর্যন্ত তোমরা পৃথিবী, সমুদ্র বা গাছের কোন ক্ষতি করো না।”
4 এরপর আমি শুনলাম কত লোকের কপালে চিহ্ন দেওয়া হল। মোট একলক্ষ চুয়াল্লিশ হাজার লোক। তারা ছিল সমস্ত ইস্রায়েল গোষ্ঠীর ও জাতির।
5 যিহূদা গোষ্ঠীর | 12,000 |
রূবেণ গোষ্ঠীর | 12,000 |
গাদ গোষ্ঠীর | 12,000 |
6 আশের গোষ্ঠীর | 12,000 |
নপ্তালি গোষ্ঠীর | 12,000 |
মনঃশি গোষ্ঠীর | 12,000 |
7 শিমিয়োন গোষ্ঠীর | 12,000 |
লেবি গোষ্ঠীর | 12,000 |
ইষাখর গোষ্ঠীর | 12,000 |
8 সবূলূন গোষ্ঠীর | 12,000 |
যোষেফ গোষ্ঠীর | 12,000 |
বিন্যামীন গোষ্ঠীর | 12,000 |
বিশাল জনতা
9 এরপর আমি দেখলাম প্রত্যেক জাতির, প্রত্যেক বংশের এবং প্রত্যেক গোষ্ঠীর ও ভাষার অগণিত লোক সেই সিংহাসন ও মেষশাবকের সামনে এসে তারা দাঁড়িয়েছে। তাদের পরণে শুভ্র পোশাক এবং হাতে খেজুর পাতা। 10 তারা সকলে চিৎকার করে বলছে, “যিনি সিংহাসনে বসে আছেন, এই জয় সেই ঈশ্বরের ও মেষশাবকের দান।”
11 সমস্ত স্বর্গদূত সিংহাসনের প্রাচীনদের ও চারজন প্রাণীর চারদিক ঘিরে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা সিংহাসনের সামনে মাথা নীচু করে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করতে থাকলেন। 12 তাঁরা বললেন, “আমেন! প্রশংসা, মহিমা, প্রজ্ঞা, ধন্যবাদ, সম্মান, পরাক্রম ও ক্ষমতা যুগপর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক্। আমেন!”
13 এরপর সেই প্রাচীনদের মধ্যে একজন আমায় জিজ্ঞেস করলেন, “শুভ্র পোশাক পর! এই লোকরা কে, আর এরা সব কোথা থেকে এসেছে?”
14 আমি তাঁকে বললাম, “মহাশয়, আপনি জানেন।”
তিনি আমায় বললেন, “এরা সেই লোক যারা মহানির্যাতন সহ্য করে এসেছে; আর মেষশাবকের রক্তে নিজের পোশাক ধুয়ে শুচীশুভ্র করেছে। 15 এই কারণেই এরা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে; আর দিন রাত তাঁর মন্দিরে তাঁর উপাসনা করে চলেছে। যিনি সিংহাসনে বসে আছেন, তিনি এদের রক্ষা করবেন। 16 এরা আর কখনও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হবে না, এদের গায়ে রোদ বা তার প্রখর তাপও লাগবে না। 17 কারণ সিংহাসনের ঠিক সামনে যে মেষশাবক আছেন তিনি এদের মেষপালক হবেন, তাদের জীবন জলের প্রস্রবণের কাছে নিয়ে যাবেন আর ঈশ্বর এদের সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International