Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
হোশেয় 5-8

নেতারাই ইস্রায়েল এবং যিহূদাকে পাপ কাজ করাচ্ছে

“যাজকগণ, ইস্রায়েলীয়রা এবং রাজ-পরিবারের সদস্যরা, আমার কথা শোনো: বিচারে তোমরা দোষী সাব্যস্ত হয়েছ!

“তোমরা মিস্পার ফাঁদগুলোর মতো। তোমরা যেন তাবোরে জমির উপর বিছিয়ে থাকা জালের মতো। তোমরা অনেক অনেক খারাপ কাজ করেছ। সেজন্য আমি তোমাদের সবাইকে শাস্তি দেব! আমি ইফ্রয়িমকে জানি। ইস্রায়েল আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না। ইফ্রয়িম, এখন তুমি ঠিক পতিতার মতো আচরণ কর। ইস্রায়েল তার পাপের জন্য অশুচি হয়ে গেছে। ইস্রায়েলবাসীরা বহু খারাপ কাজ করেছে এবং ওই খারাপ কাজগুলো তাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পক্ষে বাধা হয়ে গেছে। তারা সব সময় কিভাবে অন্যান্য দেবতার পেছনে ছোটা যায় তার কথাই চিন্তা করে। তারা প্রভুকে জানে না। ইস্রায়েলের অহঙ্কারই তাদের বিরুদ্ধে একটি সাক্ষী। ঐ ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের পাপে হোঁচট খেয়েছে। যিহূদাও তাদের সঙ্গে হোঁচট খেয়েছে।

“জনসাধারণের নেতারা প্রভুর খোঁজে যাবে। তারা তাদের সঙ্গে মেষ এবং গরুগুলিকেও নেবে; কিন্তু তারা প্রভুকে খুঁজে পাবে না। কেন? কারণ তিনি তাদের ছেড়ে চলে গেছেন। তারা প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না। তাদের সন্তানরা কোন অপরিচিতজাত। কিন্তু এখন তিনি আবার তাদের এবং তাদের দেশ ধ্বংস করবেন।”

ইস্রায়েল ধ্বংসের ভবিষ্যৎবাণী

“গিবিয়োতে ভেরী বাজাও।
    রামাতে তুরী বাজাও।
বৈৎ‌-আবনে সতর্কবাণী দাও।
    বিন্যামীন, শত্রু তোমার পেছনে।
শাস্তি দেওয়ার সময়ে
    ইফ্রয়িম শূন্য হয়ে যাবে।
আমি (ঈশ্বর) ইস্রায়েলের পরিবারদের এই বলে সতর্ক করে দিচ্ছি যে,
    ওই ব্যাপারগুলো সত্যই ঘটবে।
10 যিহূদার নেতারা চোরদের মতো,
    যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে।
সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর
    জলের মতো আমার ক্রোধ ঢেলে দেব।
11 ইফ্রয়িম শাস্তি পাবে,
দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে।
    কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে।
12 পতঙ্গ যে ভাবে কাপড়ের টুকরো নষ্ট করে,
    সেইভাবে আমি ইফ্রয়িমকে ধ্বংস করব।
একটি কাষ্ঠখণ্ড যেমন পচনে ক্ষয়প্রাপ্ত হতে থাকে
    আমি সেই ভাবেই যিহূদাকে ধ্বংস করব।
13 ইফ্রয়িম তার অসুস্থতা দেখেছিল এবং যিহূদা তার আঘাত দেখেছিল;
    সেজন্য তারা অশূরের কাছে সাহায্যের জন্য গিয়েছিল।
তারা মহান রাজাকে তাদের সমস্যার কথা বলেছিল।
    কিন্তু রাজা তোমাদের আরোগ্য করতে পারবে না।
    তিনি তোমাদের আঘাত নিরাময় করতে পারবেন না।
14 কেন? কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব।
    আমি যিহূদাবাসীদের কাছে যুবক সিংহের মত হব।
আমি—হ্যাঁ, আমি (প্রভু) তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব।
আমি তাদের দূরে বহন করে নিয়ে যাব।
    কেউ তাদের রক্ষা করতে পারবে না।
15 আমি আমার নিজের জায়গায় ফিরে যাব।
    যতক্ষণ পর্যন্ত না জনসাধারণ স্বীকার করছে যে তারা দোষী,
    যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে খুঁজতে আসছে।
হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে।”

প্রভুর কাছে ফিরে আসার পুরস্কার

“এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই।
    তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন।
    তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের (ক্ষতস্থানগুলিকে) পট্টি দিয়ে বেঁধে দেবেন।
দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন।
    তৃতীয় দিনে, তিনি আমাদের ওঠাবেন।
    তাহলে আমরা তাঁর সামনে বেঁচে থাকতে পারব।
এস, প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান সঞ্চয় করি।
    প্রভুকে জানবার জন্য আপ্রাণ চেষ্টা করি।
যে রকম নিশ্চিত ভাবে আমরা জানি যে ভোর হতে চলেছে
    সে রকম ভাবেই আমরা নিশ্চিত যে তিনি আসছেন।
প্রভু আমাদের কাছে বৃষ্টির মতো আসবেন,
    বসন্তের বৃষ্টির জল যেভাবে মাটিকে সিক্ত করে।”

লোকরা বিশ্বস্ত নয়

“ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব?
    যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব?
তোমার বিশ্বস্ততা তো ভোরের কুয়াশার মতো,
    তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিয়ে যায়।
তাই আমি তাদের ভাববাদীদের দ্বারা কেটে ফেলেছি।
    আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে;
যাতে ন্যায় তোমার কাছ থেকে
    আলোর মতো বেরিয়ে যেতে পারে।
কারণ, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই,
    উৎসর্গ নয়।
আমি চাই লোকে ঈশ্বরকে জানুক,
    হোমবলি উৎসর্গ নয়।
কিন্তু লোকে চুক্তি ভেঙে ছিল, ঠিক আদম যে ভাবে ভেঙে ছিল।
    তাদের রাজ্যে তারা আমার প্রতি অবিশ্বস্ত।
গিলিয়দ অধর্মচারীদের শহর।
    সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে।
ডাকাতরা লুকিয়ে থাকে,
    পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে।
একইভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে
    এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে।
10 ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি।
ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল।
    পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে।
11 যিহূদা, তোমার জন্য ফসল কাটারও একটা সময় আছে।
    যখন আমি আমার লোকদের বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তখনই এটা ঘটবে।”

“আমি ইস্রায়েলকে আরোগ্য করব!
    তখন লোকরা জানতে পারবে যে ইফ্রয়িম পাপ করেছিল।
    লোকে শমরিয়ার মিথ্যা জানতে পারবে।
    যে চোররা শহরে আসা-যাওয়া করে লোকরা তাদের সম্বন্ধে জানবে।
ওই লোকরা বিশ্বাস করে না যে আমি তাদের অপরাধ স্মরণ করব,
    তাদের মন্দ কাজগুলি চারিদিকেই রয়েছে।
    আমি তাদের পাপগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি।
তারা তাদের নেতাদের মিথ্যাচারণ দিয়ে খুশী করে।
    তাদের ভ্রান্ত দেবতারা তাদের নেতাদের খুশী রাখে।
একজন রুটিওয়ালা রুটি বানানোর জন্য
    ময়দার তাল তৈরি করে তা উনুনে রাখে।
রুটি ফুলে উঠলে রুটিওয়ালা
    উনুনের আঁচ আর বাড়িয়ে দেয় না।
কিন্তু ইস্রায়েলবাসীরা সে রকম নয়।
    ইস্রায়েলবাসীরা সব সময় তাদের আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছে।
আমাদের রাজার দিনে দ্রাক্ষারসের উত্তাপে নেতারা অসুস্থ হয়ে পড়েছে।
সেজন্য রাজা বিদ্রূপকারীদের
    বিরুদ্ধে হাত প্রসারিত করেছেন।
লোকরা তাদের গোপন ফন্দী আঁটে।
    উত্তেজনায় তাদের হৃদয় উনুনের মতো জ্বলে।
সারারাত ধরে তাদের উত্তেজনা জ্বলে;
    এবং সকাল বেলায়ও সেই উত্তেজনা আগুনের মতো ভীষণ গরম।
তারা সবাই গরম উনুনের মতন।
    তারা তাদের শাসকদের ধ্বংস করেছে।
তাদের সব রাজারা ভূপতিত হয়েছে।
    তাদের মধ্যে কেউই সাহায্যের জন্য আমাকে ডাকেনি।”

ইস্রায়েল জানে না যে সে ধ্বংস হবে

“ইফ্রয়িম অন্য জাতিসমূহের সঙ্গে মিশছে।
    ইফ্রয়িম কেক্-এর মত যার দুদিক স্যাঁকা হয়নি।
অপরিচিতরা ইফ্রয়িমের ক্ষমতা ধ্বংস করে;
    কিন্তু ইফ্রয়িম সে বিষয় কিছুই জানে না।
ইফ্রয়িমের ওপর পাকা চুল ছড়িয়ে দেওয়া হয়েছে;
    কিন্তু ইফ্রয়িম এসবের বিষয় কিছুই জানে না।
10 ইফ্রয়িমের অহঙ্কার কেবল মাত্র তার বিরুদ্ধেই কথা বলে।
সাধারণ মানুষের অনেক বিপদ-আপদ গেছে;
    কিন্তু তবুও তারা এখনও তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে যায় নি।
    লোকরা ঈশ্বরের দিকে সাহায্যের জন্য তাকায়নি।
11 সেজন্য ইফ্রয়িম বোকা ঘুঘু পাখির মতোই হয়ে গেছে, যার বোধবুদ্ধি নেই।
    লোকরা সাহায্যের জন্য মিশরকে ডেকেছিল।
    লোকরা সাহায্যের জন্য অশূরে গিয়েছিল।
12 তারা সাহায্যের জন্য ওই দেশগুলোতে যায়,
    কিন্তু আমি তাদের ফাঁদে ফেলব।
আমি আমার জাল তাদের উপর ছুঁড়ে ফেলব
    এবং আকাশের পাখীদের মতো আমি তাদের নীচে নামাব।
তাদের চুক্তির জন্য আমি তাদের শাস্তি দেব।
13 এটা তাদের পক্ষে খারাপ হবে।
    তারা আমাকে পরিত্যাগ করেছে।
তারা আমার আদেশ মানতে অস্বীকার করেছে;
    সেজন্য তারা ধ্বংস হবে।
আমি ওই লোকদের রক্ষা করেছি;
    কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলে।
14 তারা কখনোই আমাকে পুরোপুরি আন্তরিকভাবে ডাকেনি।
পরিবর্ত্তে তারা শস্য এবং নতুন দ্রাক্ষারসের জন্য
    তাদের বিছানায় শুয়ে আর্তনাদ করছে।
তারা বন্য পশুর মতো তাদের মূর্ত্তিসমূহের কাছে আর্তনাদ করছে।
    কিন্তু তারা আমার বিরুদ্ধে গিয়েছে।
15 আমি তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম এবং তাদের হাত শক্তিশালী করেছিলাম; কিন্তু তারা আমার বিরুদ্ধে অন্যায় ফন্দী এঁটেছে।
16 কিন্তু তারা ছিল একটি বঞ্চক ধনুকের[a] মত।
    তারা ফিরেছিল, কিন্তু আমার কাছে ফিরে আসেনি।[b]
তাদের নেতারা তাদের ক্রুদ্ধ কথাবার্তার দরুন
    তাদের তরবারির আঘাতেই নিহত হবে।
    তখন মিশরবাসীরা তাদের দেখে হাসবে।

মূর্ত্তি পূজো ধ্বংসের দিকে নিয়ে যায়

“তোমাদের ঠোঁটে শিঙা রাখো এবং শিঙা বাজিয়ে সতর্ক করে দাও। প্রভুর গৃহের ওপর ঈগল পাখীর মতো হও। ইস্রায়েলবাসীরা আমার চুক্তি ভঙ্গ করেছে। তারা আমার বিধি মান্য করেনি। তারা আমার দিকে তীব্রস্বরে চিৎকার করে, ‘আমার ঈশ্বর, আমরা ইস্রায়েলবাসীরা আপনাকে জানি!’ কিন্তু ইস্রায়েলবাসীরা ভালো জিনিস নিতে অস্বীকার করে; সেজন্য শত্রুরা তাদের পেছনে তাড়া করে। ইস্রায়েলীয়রা তাদের রাজাদের মনোনীত করেছে; কিন্তু তারা আমার কাছে পরামর্শ নিতে আসেনি। ইস্রায়েলবাসীরা নেতাদের নির্বাচন করে; কিন্তু যাদের আমি জানি, তারা তাদের নির্বাচন করেনি। ইস্রায়েলবাসীরা নিজেদের জন্য তাদের সোনা ও রূপা দিয়ে মূর্ত্তি বানায়। সুতরাং তারা ধ্বংস হবে। 5-6 হে শমরিয়া, মূর্ত্তি ঈশ্বর তোমাদের গোবৎস মূর্ত্তি গ্রহণ করতে অস্বীকার করেছেন।[c] ঈশ্বর বলেছেন, ‘আমি ইস্রায়েলবাসীদের বিরুদ্ধে খুবই ক্রুদ্ধ।’ ইস্রায়েলবাসীরা তাদের পাপকাজের জন্য শাস্তি পাবে। কিছু কর্মী ঐ মূর্ত্তিগুলিকে তৈরি করছে, তারা ঈশ্বর নয়। শমরিয়ার বাছুর টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে। ইস্রায়েলীয়রা নির্বোধের মত একটা কাজ করেছিল এবং সেটা ছিল যেন বাতাস রোপণ করবার চেষ্টার মত। তারা কেবল কষ্ট পাবে। তারা কেবল মাত্র সাইক্লোনের মত শস্য পাবে। মাঠে শস্য বাড়বে; কিন্তু সে শস্য কোন খাদ্য দেবে না। এমনকি যদি কিছু জন্মায়, তবে অপরিচিতরাই তা খেয়ে নেবে।

“ইস্রায়েল ধ্বংস হয়েছিল।
    ইস্রায়েলীয়রা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে যেন কোন খাবার
    যেটা কারো ভাল লাগেনি বলে ফেলে দেওয়া হয়েছে।
ইফ্রয়িম তাকে তোষামোদ করেছিল।
    বন্য গাধার মত সে ঘুরতে ঘুরতে অশূরীয়তে গিয়ে পৌঁছেছিল।
10 ইস্রায়েলীয়রা জাতিগণের মধ্যে তাদের ‘প্রেমিকদের’ কাছে গিয়েছিল।
    কিন্তু আমি ইস্রায়েল জাতিদের একত্রিত করব।
কিন্তু তাদের সেই প্রবল ক্ষমতাবান রাজার থেকে
    তাদের কিছুটা কষ্ট ভোগ করতেই হবে।

ইস্রায়েল ঈশ্বরকে ভুলে গিয়েছিল এবং মূর্ত্তি পূজো করেছিল

11 “ইফ্রয়িম অনেক বেশী করে পূজো বেদী তৈরি করেছে
    এবং সেটা তৈরি করাটা পাপ হয়েছে।
    সেই পূজো বেদীগুলো ইফ্রয়িমের পাপের পূজো বেদী।
12 এমনকি যদি আমি ইফ্রয়িমের জন্য 10,000 বিধিও রচনা করি
    তবু সেগুলোর দিকে সে এমন চোখে দেখবে যেন সেগুলো কোন অপরিচিতদের জন্য রচিত হয়েছে।
13 ইস্রায়েলবাসীরা বলি উৎসর্গ করতে ভালবাসে।
    তারা মাংস উৎসর্গ করে এবং তা খায়।
প্রভু তাদের উৎসর্গ গ্রহণ করেন না।
    তিনি তাদের পাপগুলো মনে রাখেন
এবং তিনি তাদের শাস্তি দেবেন।
    বন্দী হিসেবে তাদের মিশরে নিয়ে যাওয়া হবে।
14 ইস্রায়েল রাজাদের প্রাসাদ তৈরি করে;
    কিন্তু তারা তাদের নিজেদের নির্মাতাকে ভুলে গেছে!
এখন যিহূদা দুর্গ তৈরি করছে;
    কিন্তু আমি যিহূদার শহরগুলোর জন্যে আগুন পাঠাব; এবং সেই আগুন তার দুর্গগুলো ধ্বংস করে দেবে!”

প্র.বা. 2

ইফিষের মণ্ডলীর কাছে যীশুর পত্র

“ইফিষে মণ্ডলীর স্বর্গদূতদের উদ্দেশ্যে লেখ:

“যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধরে থাকেন আর যিনি সাতটি সুবর্ণ দীপাধারের মাঝে যাতায়াত করেন তিনি বলছেন:

“আমি জানি তুমি কি করেছ। তুমি কঠোর পরিশ্রম করেছ, ধৈর্য্য সহকারে সহ্য করেছ। তুমি যে দুষ্ট লোকদের সহ্য করতে পার না তাও আমি জানি। যারা প্রেরিত নয় অথচ নিজেদের প্রেরিত বলে দাবী করে তুমি তাদের পরীক্ষা করেছ, আর তারা যে মিথ্যাবাদী তা জেনেছ। আমি জানি তোমার ধৈর্য্য্য্য আছে; আর আমার নামের জন্য দুঃখকষ্ট সহ্য করেছ, ক্লান্ত হয়ে পড়ো নি।

“তবু তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে: তোমার যে ভালবাসা প্রথমে ছিল তা তুমি হারিয়ে ফেলেছ। তাই তুমি চিন্তা করে দেখ কোথা থেকে তোমার পতন হয়েছে। অনুতাপ কর, আর শুরুতে যেসব কাজ করতে তাতে ফিরে যাও। তুমি যদি অনুতাপ না কর তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব। কিন্তু একটি গুণ তোমার আছে, তুমি নীকলায়তীয়দের[a] কাজ ঘৃণা কর, তাদের কাজ আমিও ঘৃণা করি।

“যার শোনার মত কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন। যে বিজয়ী হয় আমি তাকে জীবন বৃক্ষের ফল খাওয়ার অধিকার দেব। এই বৃক্ষ রয়েছে ঈশ্বরের বাগানে।

স্মুর্ণার মণ্ডলীর কাছে যীশুর পত্র

“স্মুর্ণার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ:

“যিনি আদি ও অন্ত, যিনি মারা গিয়েছিলেন এবং পুনরায় জীবিত হলেন, তিনি এই কথা বলছেন।

“আমি তোমার দুঃখভোগ ও দারিদ্র্যের কথা জানি; কিন্তু সত্যি তুমি ধনবান! তোমাদের নামে লোকে যে সব মন্দ কথা বলে তা আমি জানি। সেই সব লোক নিজেদের ইহুদী বলে কিন্তু তারা সত্যিকারের ইহুদী নয়, বরং শয়তানের দলের লোক। 10 তোমাকে যে সমস্ত দুঃখভোগ করতে হবে তাতে ভয় পেও না। আমি তোমাকে বলছি তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে পুরবে। দশ দিন পর্যন্ত তোমাদের কষ্ট হবে। যদি মরতে হয় তবু আমার প্রতি বিশ্বস্ত থেকো। যদি তুমি বিশ্বস্ত থাক তাহলে আমি তোমাকে জীবন-মুকুট দেব।

11 “আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মত কান আছে সে শুনুক। যে জয়ী হয়, সে দ্বিতীয়বার মৃত্যু-আঘাত পাবে না।

পর্গাম মণ্ডলীর কাছে যীশুর পত্র

12 “পর্গাম মণ্ডলীর স্বর্গদূতদের কাছে লেখ:

“যাঁর হাতে তীক্ষ্ণ দ্বিধার তরোয়াল তিনি বলেন: 13 আমি জানি তুমি কোথায় বাস করছ। তুমি সেইখানে বাস করছ, যেখানে শয়তানের সিংহাসন রয়েছে। কিন্তু আমার প্রতি তুমি বিশ্বস্ত আছ। এমনকি আন্তিপাসের সময়ও আমার প্রতি তোমার যে বিশ্বাস তা অস্বীকার কর নি। আন্তিপাস আমার এক বিশ্বস্ত সাক্ষী যে তোমাদের নগরে নিহত হয়েছিল। তোমাদের নগর সেইখানে যেখানে শয়তান বাস করে।

14 “তবু তোমাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা বলার আছে। তোমাদের মধ্যে এমন কিছু লোককে তোমরা সহ্য করেছ যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে। ইস্রায়েলকে কি করে পাপে ফেলা যায় তা বিলিয়ম শিখিয়েছিল। সেই লোকরা প্রতিমার সামনে উৎসর্গ করা খাদ্য খেয়ে ও ব্যভিচার করে পাপ করেছিল। 15 হ্যাঁ, তোমাদের মধ্যেও বেশ কিছু লোক নীকলায়তীয়দের শিক্ষা অনুসারে চলে। 16 তাই বলি, তুমি মন ফিরাও না হলে আমি শীঘ্রই তোমার কাছে আসব; আর আমার মুখের তরবারি দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব।

17 “আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মতো কান আছে সে শুনুক।

“যে জীবনে জয়ী হয়, তাকে আমি গুপ্ত মান্নার অংশ খেতে দেব এবং আমি তাদের প্রত্যেককে একটি করে সাদা পাথর দেব। সেই পাথরের ওপর একটা নতুন নাম লেখা আছে যা অন্য কেউ জানতে পারবে না, কেবল যে তা পাবে সেই জানতে পারবে।

থুয়াতীরার মণ্ডলীর কাছে যীশুর পত্র

18 “থুয়াতীরাস্থ মণ্ডলীর স্বর্গদূতের কাছে এই কথা লেখ:

“যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মতো ও যাঁর পা উজ্জ্বল পিতলের মতো, তিনি এই কথা বলছেন:

19 “আমি তোমার বিশ্বাস, প্রেম, পরিচর্যা ও ধৈর্য্য্যের বিষয় জানি। প্রথমে তুমি যা করেছিলে তার থেকে এখন যে আরও বেশী কাজ করছ তাও আমি জানি। 20 তবু তোমার বিরুদ্ধে এই আমার অভিযোগ: ঈষেবল নামে সেই স্ত্রীলোককে তুমি তার ইচ্ছামতো চলতে দিচ্ছ। সে নিজেকে ভাববাদিনী বলে। সে আমার লোকদের শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে। ঈষেবল আমার লোকদের ব্যভিচার করতে ও প্রতিমার কাছে উৎসর্গ করা বলির মাংস খেতে প্রলুদ্ধ করছে। 21 আমি তাকে মন ফেরাবার জন্য সময় দিয়েছিলাম কিন্তু সে তার ব্যভিচারের জন্য অনুতাপ করতে চায় না।

22 “তাই আমি তাকে রোগশয্যায় ফেলব আর যারা তার সঙ্গে ব্যভিচার করেছে, তারা যদি তার সঙ্গে করা পাপ কাজের জন্য অনুতাপ না করে তবে তাদেরও মহাকষ্টের মধ্যে ফেলব। 23 আমি তার সন্তানদের ওপর মহামারী এনে তাদের মেরে ফেলব, তাতে সমস্ত মণ্ডলী জানতে পারবে, আমিই একজন যে সমস্ত লোকের মন ও হৃদয় সকল জানি। তোমরা প্রত্যেকে যা করেছ তার প্রতিফল আমি তোমাদের প্রত্যেককে দেব।

24 “থুয়াতীরাতে বাকী লোক, তোমরা যারা তার এই ভুল শিক্ষার অনুসারী হও নি, লোকে যাকে শয়তানের নিগূঢ়তত্ত্ব বলে, তা যারা শেখে নি, সেই তোমাদের ওপর অন্য কোন ভার চাপিয়ে দিচ্ছি না। কেবল এইটুকু বলি 25 যা তোমাদের আছে, তা আমি ফিরে না আসা পর্যন্ত শক্ত করে ধরে থাক।

26 “আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা অনুসারে চলে তাকে আমি আমার সমস্ত জাতির ওপরে কর্তৃত্ত্ব করতে অধিকার দেব। 27 তাতে সে লৌহদণ্ডের দ্বারা তাদের শাসন করবে। মাটির পাত্র ভাঙার মতো সে তাদের ভেঙে চুরমার করবে।[b] 28 পিতার কাছ থেকে আমি তেমন ক্ষমতাই পেয়েছি, আমি তাকে ভোরের তারাও দেব। 29 আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার শোনার মত কান আছে সে শুনুক।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International