Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
যিরমিয় 20-21

যিরমিয় এবং পশ‌্হূর

20 পশ‌্হূর ছিল এক যাজক। প্রভুর উপাসনাগৃহের সে ছিল প্রধান যাজক। পশ‌্হূরের পিতার নাম ছিল ইম্মের। পশ‌্হূর শুনতে পেল প্রভুর উপাসনাগৃহের চত্বরে যিরমিয় ধর্মোপদেশ প্রচার করছে। তাই সে ভাববাদী যিরমিয়কে প্রহার করেছিল। সে যিরমিয়র হাত এবং পা-গুলি কাঠের গুঁড়ির মাঝখানে বেঁধে রেখেছিল। এটা ঘটেছিল প্রভুর মন্দিরে বিন্যামীনের উচ্চতর ফটকে। পরদিন যখন পশ‌্হূর যিরমিয়কে সেই কাঠের খণ্ডের ভেতর থেকে বার করে আনল তখন যিরমিয় পশ‌্হূরকে বলেছিল, “তোমার, পশ‌্হূর নামটি প্রভুর দেওয়া নয়। এখন প্রভু তোমার নাম দিলেন ‘সর্বদিকের সন্ত্রাস।’ এটা তোমার নাম, কারণ প্রভু বলেছেন, ‘শীঘ্রই আমি তোমাকে তোমার নিজের কাছেই একটি সন্ত্রাসে পরিণত করব। তুমি তোমার সমস্ত বন্ধু-বান্ধবের কাছেও সন্ত্রাস হিসেবে পরিচিতি পাবে। তুমি লক্ষ্য করবে শত্রুর তরবারি তোমার বন্ধুদের হত্যা করছে। আমি যিহূদার সমস্ত লোকদের বাবিলের রাজাকে দিয়ে দেব। তিনি তাদের বাবিলে নিয়ে যাবেন। তাঁর সৈন্যরা তাদের তরবারি দিয়ে মেরে ফেলবে। ধনসম্পদ অর্জন করতে জেরুশালেমের মানুষ পরিশ্রম করেছিল। কিন্তু আমি তাদের সমস্ত ধনসম্পদ শত্রুদের দিয়ে দেব। যিহূদার রাজাদেরও প্রচুর ঐশ্বর্য্য ছিল। আমি সেই ঐশ্বর্য্যও শত্রুদের দিয়ে দেব। শত্রুবাহিনী সেই সব ধনসম্পদ ঐশ্বর্য্য সমেত যিহূদার লোকদেরও বাবিলে নিয়ে যাবে। পশ‌্হূর, তুমি এবং তোমার পরিবারও এর থেকে মুক্তি পাবে না। তোমাকে বাধ্য করা হবে বাবিলে চলে যাওয়ার জন্য। তোমার মৃত্যু হবে বাবিলে। সেখানেই তোমাকে সমাহিত করা হবে। তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যা ধর্মোপদেশ প্রচার করেছিলে। তুমি বলেছো এটা ঘটবে না। কিন্তু তোমার বন্ধুরাও বাবিলে মারা যাবে এবং সেখানেই তাদের সমাহিত করা হবে।’”

যিরমিয়র পঞ্চম অভিযোগ

প্রভু, আপনি কৌশল করেছিলেন এবং আমি প্রতারিত[a] হয়েছিলাম।
    আপনি আমার চেয়ে শক্তিশালী তাই আপনি জিতে গেলেন।
আমি মানুষের কাছে হাস্যকর হয়ে গেলাম।
    ওরা আমাকে নিয়ে সারাদিন ধরে হাসাহাসি করল।
আমি যখনই কথা বলি,
    হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে চেঁচাই।
    প্রভুর বার্তা আমি লোকেদের জানিয়ে এসেছি।
কিন্তু লোকরা আমাকে অপমান করেছে,
    আমাকে নিয়ে উপহাস করেছে।
কখনো আমি নিজে নিজে বলেছি,
“আমি প্রভুকে ভুলে যাব।
    প্রভুর নাম করে আর কথা বলব না।”
যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায়, পোড়ায়।
    হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে
যে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি।
    প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না।
10 আমি শুনতে পাচ্ছি লোকরা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলছে।
    সব জায়গায় একই কথা শুনে আমি ভয় পাই।
    এমন কি আমার বন্ধুরাও আমার বিরুদ্ধে কথা বলছে।
লোকরা আমার ভুল করবার অপেক্ষায় রয়েছে।
    তারা বলছে, “চলো আমরা একটা মিথ্যে কথা বলি যে সে একটা ভীষণ খারাপ কাজ করেছে।
আমরা হয়তো যিরমিয়কে প্রতারণাপূর্বক কৌশল করতে পারব।
    তাহলে পরিশেষে আমরা তার হাত থেকে মুক্তি পাবো।
    তারপর আমরা তাকে বন্দী করব এবং প্রতিশোধ নেব।”
11 কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন।
    প্রভু একজন শক্তিশালী সৈন্যের মত।
তাই লোকরা যারা আমাকে তাড়া করছে
    তারা হোঁচট খাবে।
তারা আমাকে হারাতে পারবে না।
    তারা নিজেরাই হেরে গিয়ে হতাশ হবে।
তারা এমন অপমানিত হবে যে
    সেই লজ্জা তারা কখনো ভুলতে পারবে না।

12 সর্বশক্তিমান প্রভু তুমি সৎ‌ লোকদের পরীক্ষা করো।
    তুমি আমাদের হৃদয়ের এবং মনের ভেতর গভীরভাবে দেখ।
আমি তোমার সামনে ঐ সব লোকদের বিরুদ্ধে যুক্তিসমূহ এনেছিলাম
    যাতে হয়ত আমি দেখতে পাই যে তুমি ওদের শাস্তি দেবে।
13 প্রভুর কাছে গান কর!
তাঁর প্রশংসা কর।
    প্রভু অসহায় মানুষকে ক্ষতিকর মানুষের কবল থেকে রক্ষা করেন।

যিরমিয়র ষষ্ঠ অভিযোগ

14 অভিশাপ দাও সেই দিনটিকে যেদিন আমি জন্ম নিয়েছিলাম।
    যেদিন আমার মা আমাকে পেয়েছিল সেই দিনটিকে আশীর্বাদ কোরো না।
15 অভিশাপ দাও সেই মানুষটিকে যে আমার পিতাকে আমার জন্ম সংবাদ দিয়েছিল।
    সে বলেছিল, “তোমার একটি পুত্র সন্তান হয়েছে।”
    সে আমার পিতাকে এই সংবাদ দিয়ে খুশী করেছিল।
16 ঐ মানুষটিরও দশা হোক্ সেই সব শহরের মতো যেগুলো প্রভু ধ্বংস করেছেন।
    প্রভু ঐ শহরগুলির ওপর কোন করুণা দেখান নি।
ঐ মানুষটি যেন প্রত্যেকদিন সকালে যুদ্ধের আর্তনাদ শুনতে পায়।
    দুপুর বেলায় সে যুদ্ধনাদ শুনুক।
17 কারণ সে আমাকে
    মাতৃগর্ভে থাকাকালীন হত্যা করেনি।
সে যদি আমাকে হত্যা করত
    তাহলে আমার কবর হত।
    আমার মাতৃগর্ভ এবং আমি কখনও জন্মগ্রহণই করতাম না।
18 আমাকে কেন আমার মাতৃগর্ভ থেকে বাইরে আসতে হল?
    আমি এই পৃথিবীতে যা কিছু দেখেছি তা হল দুঃখ এবং সমস্যাসমূহ।
    এবং আমার জীবন শেষ হবে দুঃখে ও অপমানে।

ঈশ্বর রাজা সিদিকিয়ের অনুরোধ বাতিল করে দিলেন

21 যিরমিয়র কাছে এই বার্তা এসেছিল যখন যিহূদার রাজা সিদিকিয় যিরমিয়র কাছে দুজন লোককে পাঠিয়েছিল: পশ‌্হূর এবং যাজক সফনিয় তখন এই বার্তা যিরমিয়র কাছে এনেছিল। পশ‌্হূর ছিল মল্কিয়ের পুত্র এবং সফনিয় ছিল মাসেয়ের পুত্র। পশ‌্হূর এবং সফনিয় যিরমিয়র জন্য একটি বার্তা বয়ে এনেছিল। পশ‌্হূর ও সফনিয় যিরমিয়কে বলেছিল, “আমাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো। প্রভুকে জিজ্ঞেস করো কি ঘটতে চলেছে। আমরা জানতে চাই কারণ বাবিলের রাজা নবূখদ্‌রিৎসর আমাদের আক্রমণ করেছে। হয়তো প্রভু আমাদের জন্য অতীতে যেমন করেছিলেন তেমনি চমৎ‌‌কার ও শক্তিশালী জিনিষগুলি তিনি করবেন। প্রভুই হয়তো নবূখদ্‌রিৎসরকে আমাদের প্রতি আক্রমণ থেকে বিরত করবেন।”

তখন যিরমিয়, পশ‌্হূর এবং সফনিয়কে উত্তরে বলল, “রাজা সিদিকিয়কে বলো: প্রভু ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল: ‘তোমার অস্ত্র সম্ভার আছে। এবং সেই অস্ত্র সম্ভার দিয়ে তুমি বাবিলের রাজা এবং বাবিলবাসীদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছো। কিন্তু আমি তোমার সমস্ত অস্ত্র সম্ভার নষ্ট করে দেব। ওগুলো আর কোন কাজেই লাগবে না।

“‘বাবিলের রাজার সৈন্যরা শহর ঘিরে ফেলছে। শীঘ্রই আমি তাদের জেরুশালেমের অভ্যন্তরে নিয়ে আসব। স্বয়ং আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যিহূদার লোকেদের, আমি আমার শক্তিশালী এই হাত দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি তোমাদের ওপর প্রচণ্ড ক্রুদ্ধ এবং আমি কতখানি ক্রুদ্ধ তা বোঝানোর জন্যই আমি তোমাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করব। আমি সমস্ত জেরুশালেমবাসীকে হত্যা করব। হত্যা করব পশুদেরও। তারা একটি ভয়ঙ্কর রোগে মারা যাবে যেটি সারা শহরে ছড়িয়ে যাবে।’” ঐটি ঘটবার পর, প্রভু বললেন, “‘আমি বাবিলের রাজা নবূখদ্‌রিৎসরের হাতে যিহূদার রাজা সিদিকিয় ও তার মন্ত্রী মণ্ডলীকে তুলে দেব। জেরুশালেমে যারা মহামারী, যুদ্ধ এবং অনাহারের পরও জীবিত থাকবে তাদেরও আমি তুলে দেব নবূখদ্‌রিৎসরের হাতে। রাজা নবূখদ্‌রিৎসরের সেনাবাহিনী যিহূদার লোককে হত্যা করতে চাইবে। তাই যিহূদা এবং জেরুশালেমের লোক মারা যাবে তরবারির আঘাতে। নবূখদ্‌রিৎসর অবশ্য কোন দয়া দেখাবে না। সে ঐ লোকদের জন্য কোন রকম দুঃখও অনুভব করবে না।’

“জেরুশালেমের লোককে এটাও বলে দাও। প্রভু এই কথাগুলি বললেন: ‘আমি তোমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে বাছতে দেব। জেরুশালেমে যারা বাস করে তারা মরবে। তারা মারা যাবে তরবারির আঘাতে, অথবা মহামারীতে অথবা অনাহারে। কিন্তু কেউ যদি জেরুশালেম থেকে বেরিয়ে গিয়ে বাবিল সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে তাহলে সে বেঁচে যাবে। পুরো শহরটাই বাবিলীয় সৈন্য ঘিরে রেখেছে। কেউ বাইরে যেতে পারবে না এবং শহরের ভেতর খাবার আনতে পারবে না। কিন্তু কেউ যদি বাইরে যায় এবং বাবিলের সৈন্যের কাছে আত্মসমর্পণ করে, সে তার জীবন রক্ষা করবে। 10 আমি ঠিক করেছি জেরুশালেম শহরকে বিপদে জর্জরিত করে দেব কিন্তু কোন সাহায্য করব না।’” এই হল প্রভুর বার্তা। আমি জেরুশালেম শহর বাবিলের রাজাকে দিয়ে দেব। সে এই শহরে আগুন লাগিয়ে দেবে।

11 “এই বার্তা যিহূদার রাজপরিবারকে জানিয়ে দাও: ‘প্রভুর বার্তা শোন। 12 দায়ূদ পরিবার, প্রভু এই কথাগুলি বলেছেন:

“‘তুমি প্রতিদিন লোকদের ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে।
    অভিযুক্তদের অপরাধীদের হাত থেকে বাঁচাবে।
যদি তুমি তা না করো তাহলে আমি ক্রুদ্ধ হব।
    আমার ক্রোধ হল আগুনের মতো।
একবার সেই ক্রোধের আগুন জ্বললে কেউ আর তা নেভাতে পারবে না।
    এটি ঘটবে কারণ তোমরা পাপ কাজ করেছিলে।’

13 “জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে।
    তুমি পাহাড়ের চূড়ায় বসে থাকো।
    তুমি এই উপত্যকার ওপর রাণীর মত বসে থাকো।
জেরুশালেমের লোকরা তোমরা বলছো,
    ‘কেউ আমাদের আক্রমণ করতে পারে না।
    কেউ আমাদের এই দূর্গসমন্বিত শহরগুলিতে প্রবেশ করতে পারে না।’”
কিন্তু প্রভুর এই বার্তা শোন।

14 “তুমি যোগ্য শাস্তি পাবে।
    আমি তোমার অরণ্যে আগুন লাগাবো।
    সেই আগুন তোমার চারিদিকের সব কিছু পুড়িয়ে দেবে।”
প্রভুর এই বার্তা শোন।

2 তীমথিয় 4

ঈশ্বরকে ও যীশু খ্রীষ্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি। খ্রীষ্ট যীশু, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, তাঁর এক রাজ্য আছে আর তিনি আবার ফিরে আসছেন, তাই আমি তোমাকে এই আদেশ দিচ্ছি; লোকদের কাছে সুসমাচার প্রচার কর। ভাল কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো। তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও। তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ‌ কার্যে তাদের উৎসাহিত করো। সম্পূর্ণ ধৈর্য্য্যের সঙ্গে ও উচিত শিক্ষার মাধ্যমে এইসব কাজ কর।

কারণ এমন সময় আসবে, যে সময় লোকরা সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না; কিন্তু নিজেদের মনোমত কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু ধরবে। লোকরা সত্য থেকে কান ফিরিয়ে নিয়ে মনগড়া কাহিনীর দিকে মন দেবে। কিন্তু তুমি সব সময়ে সংযত থেকো, ধৈর্য্যের সঙ্গে সব কষ্ট সহ্য কর এবং সুসমাচার প্রচার কর। ঈশ্বরের সুসমাচার প্রচারক হিসাবে তোমার কর্তব্য পালন করে চল।

ঈশ্বরের উদ্দেশ্যে আমার জীবন এর মধ্যেই পেয় অর্ঘ্যের মতো ঢালা হয়েছে। আমার যাবার সময় হয়ে এসেছে। আমি ভালভাবেই লড়াই করেছি। নির্দিষ্ট দৌড় শেষ করেছি। অটুট রেখেছি আমার খ্রীষ্ট বিশ্বাস। এখন অবধি সঠিক জীবনযাপন করার জন্য আমার জন্য এক বিজয় মুকুট তোলা আছে, সেই ন্যায়পরায়ণ বিচারক প্রভু সেই মহাদিনে আমাকে তা দেবেন। হ্যাঁ, সেই মুকুট তিনি আমায় দেবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁর পুনরাগমণের জন্য ভালোবাসার সাথে অধীরভাবে প্রতীক্ষা করেছে, এ মুকুট তাদের সকলকে দেবেন।

ব্যক্তিগত কিছু কথা

তুমি যত শিগ্গির পার আমার কাছে চলে এস, 10 কারণ দীমা এই জগতকে ভালবেসে আমাকে ছেড়ে থিষলনীকীতে চলে গিয়েছে। ক্রীষ্কেন্ত গালাতীয়ায় আর তীত দাল্মাতিয়াতে গেছে। 11 একা লূক কেবল আমার সঙ্গে আছেন। তুমি যখন আসবে মার্ককে সঙ্গে করে এস, এখানকার কাজে সে আমায় সাহায্য করতে পারবে। 12 তুখিককে আমি ইফিষে পাঠিয়েছি।

13 ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসার সময় সেটি এবং পুস্তকগুলি, বিশেষ করে চামড়ার ওপর লেখা পুস্তকগুলি সঙ্গে করে এনো; ওগুলি আমার চাই।

14 আলেকসান্দর যে পিতল ও তামার কাজ করে সে আমার অনেক ক্ষতি করেছে। প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন। 15 তুমিও সেই লোক থেকে সাবধান থেকো; কারণ আমরা যা কিছু প্রচার করেছি, সে ভীষণভাবে তার বিরোধিতা করেছে।

16 আমাকে যখন প্রথমবার বিচারকের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন আমায় সাহায্য করতে কেউ আমার পাশে ছিল না; সকলে পালিয়ে গেল। আমি প্রার্থনা করি তাদের এই অপরাধ যেন গন্য না হয়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যাতে আমি সেই বার্তা সম্পূর্ণভাবে প্রচার করতে পারি এবং যেন সমস্ত অইহুদী জনগণ সেই সুসমাচার শুনতে পায়, আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম। 18 কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন। প্রভু তাঁর স্বর্গীয় রাজ্যে আমাকে নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন। যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্। আমেন।

শেষ শুভেচ্ছা

19 প্রিষ্কাকে ও আকিল্লাকে এবং অনীষিফরের পরিবারকে আমার শুভেচ্ছা জানিও। 20 ইরাস্ত করিন্থে থেকে গেছেন, এবং এফিম অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে মিলীতে রেখে এসেছি। 21 তুমি শীতকালের আগে অবশ্যই আসার চেষ্টা করো।

উবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া ও এখানকার সমস্ত ভাই ও বোনেরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছেন।

22 প্রভু তোমার আত্মায় বিরাজ করুন। ঈশ্বরের অনুগ্রহ তোমার সহবর্তী হোক্।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International