Old/New Testament
9 যদি আমার মাথা ভর্ত্তি জল থাকতো,
যদি আমার চোখ অশ্রু-জলের ঝর্ণা হতো
তাহলে আমি আমার লোকেদের ধ্বংসের জন্য সারা দিনরাত কাঁদতাম।
2 মরুভূমির মাঝে আমার যদি একটা ছোট্ট বাড়ি থাকতো,
যেখানে পথিক ক্লান্ত হয়ে রাত কাটায়,
তাহলে আমি আমার লোকদের ত্যাগ করতে পারতাম।
তাদের কাছ থেকে সরে যেতে পারতাম।
কারণ তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়,
তারা প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে।
3 “জিহ্বা হল তাদের ধনুকের মতো।
আর সেখান থেকে তীরের মতো উড়ে আসে এক রাশি মিথ্যে।
এই দেশে সত্য নয়, চারিদিকে কেবল মিথ্যেরই জয়জয়কার।
এখানকার লোকরা একটা পাপ থেকে আরেকটা পাপের পথে হেঁটেছে।
তারা আমাকে জানে না।”
প্রভু এই কথাগুলি বললেন।
4 “প্রতিবেশীদের লক্ষ্য কর!
নিজের ভাইকেও বিশ্বাস করো না।
কারণ তারা প্রত্যেকে ঠগ, প্রতারক,
প্রত্যেক প্রতিবেশীই ওর পিছনে কথা বলে।
5 প্রত্যেকে তার প্রতিবেশীকে মিথ্যে বলে।
কেউ সত্যি কথা বলে না।
যিহূদার লোকরা শুধু
মিথ্যেই বলতে শিখেছে।
যতক্ষণ না তারা খুব ক্লান্ত হয়ে ফিরে এলো
ততক্ষণ তারা পাপ আচার চালিয়ে গিয়েছিল।
6 মন্দ মন্দকেই অনুসরণ করে
এবং মিথ্যে অনুসরণ করে মিথ্যাকে।
লোকরা আমাকে চিনতে অস্বীকার করেছিল।”
প্রভু এই কথাগুলি বললেন।
7 সুতরাং প্রভু সর্বশক্তিমান বললেন:
“খাঁটি ধাতু কি না তা বোঝার জন্য একজন শ্রমিক আগুনে গালিয়ে দেখে।
যেহেতু আমার আর অন্য কোন বিকল্প নেই
তাই আমি যিহূদার লোকদের এইভাবেই পরীক্ষা করব।
আমার লোকরা পাপ করেছে।
8 তীক্ষ্ণ তীরের ফলার মতো তাদের জিহ্বা।
তা থেকে শুধু মিথ্যেই উচ্চারিত হয়।
প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে বন্ধুভাবে কথা বলে,
কিন্তু সে গোপনে তাকে আঘাত করবার পরিকল্পনা করে।
9 যিহূদার লোকদের আমি শাস্তি দেবই।”
এই হল প্রভুর বার্তা।
“তুমি জানো এই ধরণের লোককে আমার শাস্তি দেওয়া উচিৎ।
তাদের যোগ্য শাস্তিই আমি দেব।”
10 আমি (যিরমিয়) পাহাড়দের জন্য আর্ত চিৎকার করে উঠবো।
শূন্য জমির জন্য শোকের গান গাইব।
কারণ জীবিত সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে।
কোন মানুষ এখন সেখানে হাঁটে না।
কোন গবাদি পশুর আওয়াজ সেখানে শোনা যাবে না।
পশু এবং পাখীরা
দূরে কোথাও চলে গিয়েছে।
11 “আমি (প্রভু) জেরুশালেম শহরকে জঞ্জালের স্তূপে পরিণত করব।
এ হবে শেয়ালদের দেশ।
যিহূদার সমস্ত শহরকে আমি ধ্বংস করব
যাতে সেখানে কেউ বাস করতে না পারে।”
12 এই জিনিসগুলি বোঝার মতো কোন যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছে কি? প্রভুর দ্বারা শিক্ষণপ্রাপ্ত এমন কিছু লোক আছে কি যারা প্রভুর বার্তা ব্যাখ্যা করতে পারবে? কেন সেই দেশটি ধ্বংস হয়ে গেল? কেন তা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছিল? সেখানে কোন মানুষ কেন যেতে পারে না?
13 প্রভু প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। প্রভু বলেছেন, “এসবগুলো ঘটেছে কারণ যিহূদার লোকরা আমার শিক্ষামালা অনুসরণ করা ছেড়ে দিয়েছিল। আমি তাদের শিক্ষামালা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল। তারা আমার শিক্ষামালাকে অনুসরণ করেনি। 14 একগুঁয়ে, জেদী, যিহূদার লোকরা নিজের মতো করে চলেছিল। তারা বালের মূর্ত্তি অনুসরণ করেছিল। মূর্ত্তিদের অনুসরণ করার শিক্ষা তাদের পিতারাই দিয়েছিল।”
15 তাই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “শীঘ্রই আমি যিহূদার লোকদের তিক্ত খাদ্য খেতে বাধ্য করব। আমি তাদের বিষাক্ত জল পান করতে বাধ্য করব। 16 অন্য সমস্ত দেশে আমি যিহূদার লোকদের ছড়িয়ে দেব। অদ্ভুত দেশগুলিতে তারা বাস করবে। তারা এবং তাদের পিতারা কখনোই ঐ সব দেশের কথা শোনেনি বা জানে না। আমি লোকদের তরবারি হাতে পাঠাবো। তারা যিহূদার সব লোকদের হত্যা করবে।”
17 সর্বশক্তিমান প্রভু বলেন:
“এখন এইগুলি নিয়ে ভাবো!
অন্ত্যেষ্টি ক্রিয়ায় কাঁদার জন্য ভাড়াটে মহিলাদের ডাকো (রুদালি)।
যে মহিলারা ভালো কাঁদতে পারে তাদের পাঠাও।
18 লোকরা বলল,
‘তাড়াতাড়ি সেই মহিলারা আসুক
এবং তাদের আমার জন্য কাঁদতে দাও।
তাদের কান্না দেখে আমাদেরও চোখ থেকে ঝর্ণা বয়ে যাবে।’
19 “সিয়োন থেকে চিৎকার করে কান্নার শব্দ শোনা যাচ্ছে।
‘আমরা সত্যিই ধ্বংস হয়ে গিয়েছি!
আমরা সত্যিই লজ্জিত!
আমাদের দেশ ছেড়ে আমাদের চলে যেতেই হবে।
কারণ ঘরবাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে।’”
20 যিহূদার মহিলারা এখন প্রভুর বার্তা শোন।
শোন প্রভুর মুখ নিঃসৃত শব্দ।
প্রভু বলছেন, তোমরা তোমাদের মেয়েদের শেখাও কি করে চিৎকার করে কাঁদতে হয়।
প্রত্যেক মহিলাকেই এই শোক সঙ্গীত গাওয়া শিখতে হবে।
21 “প্রতিটি ঘরের জানালা দিয়ে মৃত্যু ভেতরে এসেছে।
মৃত্যু আমাদের প্রাসাদগুলিতে এসেছে।
মৃত্যু এসেছে রাস্তায় খেলতে থাকা আমাদের সন্তানদের কাছে।
মৃত্যু এসেছে যুবকদের প্রকাশ্য সমাবেশে।”
22 যিরমিয়, এই কথা বল: “প্রভু বলেন,
‘গোবরের মতো মৃতদেহগুলি মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকবে।
চাষীদের কাটা শস্যের মতো মাটিতে পড়ে থাকবে মৃতদেহ।
কিন্তু কেউ তাদের একত্রিত করবে না।’”
23 প্রভু বলেন,
“বিজ্ঞ ব্যক্তিদের তাদের জ্ঞানের বড়াই করা উচিৎ নয়।
শক্তিশালী ব্যক্তিদের তাদের শক্তির বড়াই করা উচিৎ নয়।
ধনী ব্যক্তিদের তাদের ধন নিয়ে বড়াই করা উচিৎ নয়।
24 কিন্তু যদি কেউ বড়াই করতে চায় তাহলে তাদের এগুলির জন্য বড়াই করতে দাও
যে সে আমাকে জানতে শিখেছে তা নিয়ে সে বড়াই করুক।
তাকে বড়াই করতে দাও যে সে বোঝে যে আমি প্রভু,
আমি দয়ালু এবং ন্যায়নিষ্ঠ
এবং আমিই পৃথিবীতে ভালো কাজ করি।
ওগুলিকে আমি ভালোবাসি।”
এই হল প্রভুর বার্তা।
25 এই বার্তাটি প্রভুর কাছ থেকে এসেছে, “সময় আসছে যখন আমি শাস্তি দেব সমস্ত লোকদের যারা শুধুমাত্র শারীরিকভাবে সুন্নৎ করেছে। 26 আমি মিসর, যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এই সমস্ত দেশগুলির লোক এবং মরুভূমিতে বাস করা লোকদের কথা বলছি। ঐ সব দেশগুলির লোকরা শরীরে সত্যিকারের সুন্নৎ করেনি। আর ইস্রায়েলের পরিবারবর্গের লোকরা তাদের হৃদয়ের সুন্নৎ করেনি।”
প্রভু এবং মূর্ত্তিরা
10 ইস্রায়েলীয়রা, প্রভুর কথা শোন! 2 প্রভু যা বলেছেন তা হল:
“ভিন দেশীয়দের মতো বাস কোরো না।
আকাশে বিশেষ চিহ্ন দেখে ভীত হয়ো না।
অন্য দেশের লোকেরা এই চিহ্ন দেখে ভীত।
কিন্তু তোমরা এসব দেখে ভয় পেয়ো না।
3 অন্য দেশের রীতি কোন কিছুর যোগ্য নয়।
কারণ তাদের দেবতা কিছু নয়, শুধু মূর্ত্তি মাত্র।
তাদের মূর্ত্তি প্রতিমা ছোট্ট কাঠের তৈরী।
শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তাকে মূর্ত্তিসমূহের রূপ দিয়েছিল।
4 সেই মূর্ত্তিকে সুন্দর করে তোলার জন্য কাঠের মূর্ত্তিতে সোনা রূপো লাগিয়েছে।
তারপর সেই মূর্ত্তিরা যাতে পড়ে না যায় তার জন্য
তারা হাতুড়ি ও পেরেকের সাহায্যে তাদের মাটিতে আবদ্ধ করেছে।
5 অন্যান্য জাতিসমূহের মূর্ত্তিগুলো তরমুজ ক্ষেতে কাকতাড়ুয়ার মত।
ঐ মূর্ত্তিরা কথা বলতে পারে না।
তারা নিজের পায়ে হাঁটতে পারে না।
তাই লোকরা তাদের কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়।
সুতরাং ঐ মূর্ত্তিদের ভয় পেও না।
তারা তোমাদের যেমন সাহায্য করতে পারবে না,
তেমন কোন ক্ষতিও করতে পারবে না।”
6 প্রভু আপনি মহান!
আপনার মতো আর কেউ নেই।
আপনার নাম হল মহান এবং শক্তিমান!
7 হে ঈশ্বর, প্রত্যেকের আপনাকে সম্মান জানানো উচিৎ।
আপনি হলেন সমস্ত দেশের রাজা।
আপনি তাদের সম্মান পাওয়ার যোগ্য।
জাতিগুলির মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, কিন্তু কেউ আপনার মতো বিজ্ঞ নয়।
8 অন্য দেশের সমস্ত লোকরা হল নির্বোধ।
তাদের শিক্ষামালা আসে মূল্যহীন কাঠের মূর্ত্তিসমূহ থেকে।
তাদের দেবতারা হল শুধুমাত্র কাঠের মূর্ত্তি।
9 তারা সেই মূর্ত্তি তৈরী করতে তর্শীশের রূপো
এবং ঊফসের সোনা ব্যবহার করেছে।
ছুতোর মিস্ত্রী এবং স্বর্ণকার শ্রমিকরা তাদের সেই মূর্ত্তিদের তৈরী করেছে।
তারা সেই মূর্ত্তিদের বেগুনী ও নীল রঙের পোশাক পরিয়েছে।
“দক্ষ কারিগররা” ঐ “দেবতাদের” তৈরী করেছে।
10 কিন্তু প্রভুই হলেন সত্যিকারের ঈশ্বর।
তিনিই একমাত্র ঈশ্বর যিনি জীবিত।
তিনি হলেন সর্বকালের রাজা।
ঈশ্বর ক্রুদ্ধ হলে পৃথিবী কেঁপে ওঠে
এবং সেই ক্রোধ থামানোর ক্ষমতা ঐ ভিনদেশীদের নেই।
11 প্রভু বললেন, “এই বার্তা ঐ লোকদের জানিয়ে দাও।
‘ঐ ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরী করেনি।
তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ ও মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে।’”
12 ঈশ্বর হলেন সেই একজন যিনি এই পৃথিবী তৈরী করতে
তাঁর শক্তি ব্যবহার করেছিলেন।
ঈশ্বর তাঁর জ্ঞান দিয়ে এই পৃথিবীকে তৈরী করেছেন।
তাঁর জ্ঞান ও বোধশক্তি দিয়ে পৃথিবীর ওপরে আকাশের আচ্ছাদন তৈরী করেছেন।
13 ঈশ্বরই উচ্চ বজ্রনির্ঘোষ, বন্যা ও বৃষ্টির কারণ।
তিনিই পৃথিবীর সর্বত্র মেঘের সৃষ্টি করেছেন।
তিনিই বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ পাঠান।
তিনিই হাওয়ার সৃষ্টি করেন।
14 মানুষ এতো বোকা!
নিজের হাতে তৈরী মূর্ত্তিদের কাছেই স্বর্ণকার শ্রমিকরা বোকা বনে গেল।
ঐ মূর্ত্তিরা মিথ্যে ছাড়া আর কিছু নয়,
ওরা বোধ-বুদ্ধিহীন।
15 ঐ মূর্ত্তিরা কোন কিছুর যোগ্য নয়।
ওদের নিয়ে কৌতুক করা যায়।
বিচারের সময় ঐ মূর্ত্তিদের ধ্বংস করা হবে।
16 কিন্তু যাকোবের ঈশ্বর ঐ মূর্ত্তিদের মতো নয়।
ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন।
ইস্রায়েলের পরিবারবর্গকে তিনি তাঁর নিজের লোক বলে নির্বাচন করেছিলেন।
ঈশ্বরের নাম হল “প্রভু সর্বশক্তিমান।”
ধ্বংস আসছে
17 তোমাদের যথাসর্বস্ব নিয়ে চলে যাবার জন্য তৈরী হও।
যিহূদার লোকরা তোমরা শহরের মধ্যে বন্দী হয়ে আছো
এবং তোমাদের চারিদিকে শত্রুরা ঘিরে রয়েছে।
18 প্রভু বললেন,
“এই বার আমি যিহূদার লোকদের এই দেশের বাইরে বার করে দেব।
আমি তাদের কাছে যন্ত্রণা ও অশান্তি আনব।
তারা যাতে উচিৎ শিক্ষা পায় তার জন্য আমি এগুলি করব।”
19 হায় আমি (যিরমিয়) খুব বাজেভাবে আঘাত পেয়েছি।
এই আঘাতে আমি আহত এবং সেরে উঠতে পারব না।
তবুও আমি নিজেকে বললাম, “এটা আমার অসুখ
এবং এর মধ্যে দিয়েই আমাকে কষ্ট পেতে হবে।”
20 আমার তাঁবু ধ্বংস হয়ে গিয়েছে।
তাঁবুর সমস্ত দড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।
আমার সন্তানরা আমায় ত্যাগ করে চলে গিয়েছে।
আমার তাঁবু খাটিয়ে দেবার জন্য কোন লোক নেই।
আমাকে স্থায়ী একটা আস্তানা
গড়ে দেবার জন্যও কেউ নেই।
21 মেষপালকরা হল নির্বোধ।
তারা প্রভুকে খোঁজার চেষ্টা করেনি।
তারা জ্ঞানী নয়, তাই তাদের মেষের পাল
বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হারিয়ে গিয়েছে।
22 শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে।
একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে।
যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে।
সেখানে শুধু শেয়াল চরে বেড়াবে।
23 প্রভু, আমি জানি যে লোকরা সত্যি সত্যি জানে না কি করে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হয়।
লোকরা সত্যি সত্যি জানে না কিভাবে সঠিক পথে জীবনযাপন করতে হয়।
24 প্রভু, আমাদের শোধন করুন!
কিন্তু ন্যায়নিষ্ঠ হোন।
ক্রোধে আমাদের আর শাস্তি দেবেন না!
অথবা আপনি আমাদের ধ্বংস করে দেবেন!
25 যদি আপনি ক্রুদ্ধ হন তাহলে অন্য দেশগুলিকে শাস্তি দিন।
তারা আপনাকে চেনে না, সম্মান করে না।
তারা আপনার উপাসনাও করে না।
ওই দেশগুলি যাকোবের পরিবারকে ধ্বংস করেছিল।
ধ্বংস করেছিল ইস্রায়েলকে।
তারা ধ্বংস করেছিল ইস্রায়েলের স্বদেশকে।
বন্দোবস্ত ভঙ্গ হল
11 প্রভুর এই বার্তা যিরমিয়র কাছে এসে পৌঁছালো: 2 “চুক্তির ভাষা শোন যিরমিয়। তুমি যা শুনবে তা যিহূদার লোকেদের বলবে। জেরুশালেম বাসীদেরও বলবে। 3 প্রভু, ইস্রায়েলের ঈশ্বর এইগুলি বললেন: ‘যারা এই চুক্তি মানবে না তাদের অমঙ্গল হবে। 4 তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে আমি যে চুক্তি করেছিলাম তার সম্বন্ধে বলছি। মিশর থেকে যখন তাদের আমি নিয়ে এসেছিলাম তখনই এই চুক্তি করেছিলাম। মিশরের প্রচুর সমস্যা ছিল। লোহা গলানো গরম ছিল সেখানে।’ আমি ওদের বলেছিলাম, ‘আমাকে মেনে চলো এবং আমার আদেশমতো কাজ করো। যদি তা করো তাহলে তোমরা হবে আমার লোক। আমি হব তোমাদের ঈশ্বর।’
5 “আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম তা বজায় রাখতে এটা করেছিলাম। আমি কথা দিয়েছিলাম যে, তাদের এমন উর্বর জমি দেব যা থেকে দুধ আর মধু সংগৃহীত হবে। এবং তোমরা এখন সেই দেশেই বাস করছো।”
আমি (যিরমিয়) উত্তরে জানালাম, “আমেন, প্রভু।”
6 প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এই বার্তা তুমি যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তাগুলিতে ধর্মোপদেশ দ্বারা প্রচার করো। এই হল বার্তা: ‘চুক্তির বয়ান শোন এবং বিধিগুলিকে মান্য করো। 7 আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময় সতর্কবাণী দিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত বারে বারে আমি তাদের সতর্ক করে এসেছি। আমি তাদের আমাকে মেনে চলার কথা বলেছিলাম। 8 কিন্তু তোমাদের পূর্বপুরুষ আমার কথা শোনেনি। তারা ছিল একগুঁয়ে, জেদী। তারা তাদের দুষ্ট অন্তরে যা ভাবত তাই করত। চুক্তিতে বলা হয়েছে যে যদি তারা ঈশ্বরকে অমান্য করে তাহলে তাদের অমঙ্গল হবে। আমি তাদের আদেশ দিয়েছিলাম এই বন্দোবস্ত মানতে। কিন্তু তারা তা মানেনি। তাই আমি তাদের অমঙ্গল ঘটাবো।’”
9 প্রভু আমাকে বললেন, “যিরমিয়, আমি জানি যিহূদা ও জেরুশালেমের লোকরা গোপন ছক কষেছে। 10 তারা তাদের পূর্বপুরুষদের মতো পাপ কাজ করছে। তাদের পূর্বপুরুষরা আমার বার্তা শুনতে অস্বীকার করেছিল। তারা অন্য দেবতার পূজা করেছিল। আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে যে চুক্তি করেছিলাম তা যিহূদা ও ইস্রায়েলের পরিবার ভঙ্গ করেছে।”
11 তাই প্রভু বললেন, “আমি খুব শীঘ্রই যিহূদার লোকদের ভয়ঙ্কর অনিষ্ট করব। তারা পালাতে পারবে না। তারা অনুতপ্ত হবে এবং তারা আমার কাছে এসে চিৎকার করে সাহায্য চাইবে। কিন্তু আমি তাদের কথা কানেই তুলব না। 12 যিহূদা ও জেরুশালেম শহরের লোকরা তখন সাহায্যের প্রার্থনায় ছুটে যাবে তাদের মূর্ত্তিদের কাছে। ঐ লোকরা মূর্ত্তিদের সামনে ধুপধূনো জ্বালাবে। কিন্তু সেই ভয়ঙ্কর সময় যখন আসবে তখন মূর্ত্তিরা যিহূদার লোকদের কোন সাহায্যই করতে পারবে না।
13 “যিহূদার লোকরা, তোমাদের অসংখ্য মূর্ত্তি আছে। যিহূদার যত শহর আছে ততগুলি সংখ্যক মূর্ত্তি আছে। তোমরা ঐ বিরক্তিকর মূর্ত্তি ‘বাল’ এর জন্য বহু বেদী তৈরী করেছিলে। জেরুশালেমে যতগুলি সংখ্যক রাস্তা আছে ততগুলি বেদী তৈরী করেছিলে।
14 “যিরমিয় তোমায় বলেছি যিহূদার লোকদের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কিছু চেয়ো না। তাদের জন্য প্রার্থনা করলে আমি শুনব না। ওরা কষ্ট পাবেই। কষ্ট পেলে তখন তারা আমার সাহায্যের জন্য কাঁদবে। কিন্তু আমি তাদের কথা শুনব না।
15 “আমার প্রেমিকা (যিহূদা) আমার উপাসনা গৃহে কেন?
তার ওখানে থাকার কোন অধিকার নেই।
সে অনেক পাপ কাজ করেছে।
যিহূদা তুমি কি মনে কর বিশেষ প্রতিশ্রুতিসমূহ ও পশুবলিসমূহ তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে?
তুমি কি মনে কর আমাকে নৈবেদ্য উৎসর্গ করে তুমি শাস্তির হাত থেকে রেহাই পাবে?”
16 প্রভু তোমাকে একটি নাম দিয়েছিলেন।
তিনি তোমাকে “মনোরম এক হরিৎপর্ণ জিতবৃক্ষ” বলে ডাকতেন।
কিন্তু এক প্রবল ঝড়ের সাহায্যে প্রভু ঐ গাছে আগুন লাগিয়ে
তার শাখাপ্রশাখা পুড়িয়ে ছাই করে দেবেন।
17 প্রভু সর্বশক্তিমান তোমাকে রোপণ করেছিলেন
এবং তিনি বলেছিলেন যে বিপর্যয় তোমার কাছে আসবে।
কারণ ইস্রায়েল ও যিহূদার পরিবার
অনেক ক্ষতিকর অনিষ্ট কাজ করেছে।
তারা বাল মূর্ত্তির উদ্দেশ্যে বলি দিয়েছে
এবং আমাকে ক্রুদ্ধ করেছে।
যিরমিয়র বিরুদ্ধে চক্রান্ত
18 প্রভু আমাকে দেখালেন অনাথোতের মানুষ কিভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। প্রভু আমাকে এইসব দেখালেন, যাতে আমি জানতে পারি যে তারা আমার বিরুদ্ধে। 19 আমার বিরুদ্ধে লোকদের এই ষড়যন্ত্রের কথা প্রভু আমাকে জানাবার আগে আমি ছিলাম একজন নিরীহ মেষশাবকের মত, জবাই এর অপেক্ষারত। আমি এই ষড়যন্ত্রের কথা ঘুণাক্ষরেও টের পাইনি। তারা আমার সম্বন্ধে এই কথাগুলি বলেছিল: “চলো ঐ গাছকে এবং গাছের ফলকে আমরা ধ্বংস করে দিই। চলো তাকে হত্যা করি। তাহলে মানুষ তাকে ভুলে যাবে।” 20 কিন্তু প্রভু আপনি হলেন নিরপেক্ষ বিচারক। আপনি জানেন কিভাবে মানুষের হৃদয় ও মনের পরীক্ষা নিতে হয়। আমি আপনাকে আমার যুক্তিগুলো সাজিয়ে দেব এবং আপনিই আমার হয়ে ওদের যোগ্য শাস্তি দেবেন।
21 অনাথোতের মানুষ যিরমিয়কে হত্যার পরিকল্পনা করেছিল। তারা যিরমিয়কে বলেছিল, “প্রভুর হয়ে ভাববাণী করলে তোমাকে আমরা হত্যা করব।” প্রভু সেই অনাথোতের লোকদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিলেন। 22 প্রভু সর্বশক্তিমান বললেন, “আমি অনাথোতের সেই লোকগুলোকে খুব শীঘ্রই যোগ্য শাস্তি দেব। তাদের যুবকরা যুদ্ধে মারা যাবে। তাদের ছেলেমেয়েরা খাদ্যের অভাবে মারা যাবে। 23 অনাথোত শহরের কেউ বেঁচে থাকবে না। আমি তাদের শাস্তি দেব। আমিই ওদের অমঙ্গল ঘটাবো।”
দাসদের জন্য বিশেষ নির্দেশ
6 যারা দাস, তারা নিজের নিজের মনিবদের যথাযোগ্য সম্মান করুক। তা করলে ঈশ্বরের দান এবং আমাদের শিক্ষার নিন্দা হবে না। 2 যে সব দাসের মনিব বিশ্বাসী, তারা পরস্পর ভাই। তাই বলে দাসরা সম্মানের দিক দিয়ে মনিব ভাইদের কোনভাবে তুচ্ছ না করুক, এবং সেইসব দাসরা তাদের মনিবদের আরো ভাল করে সেবা করুক, কারণ যারা উপকার পাচ্ছে তারাও বিশ্বাসী।
তুমি লোকদের এইসব অবশ্য শেখাবে ও সেই অনুসারে কাজ করতে উৎসাহ দেবে।
ভ্রান্ত শিক্ষা ও সত্যিকারের ধন
3 কিছু লোক আছে যারা অন্যরকম শিক্ষা দেয়; তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সত্য শিক্ষার সঙ্গে একমত নয়, এবং যে শিক্ষা প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবার জন্য পথ দেখায় তা তারা গ্রহণ করে না। 4 যে ব্যক্তির শিক্ষা ভ্রান্ত, সে গর্বে পরিপূর্ণ ও অজ্ঞ। সে নিছক কথা নিয়ে রাগ ও তর্কাতর্কি করতে ভালবাসে। এটাই তার অসুস্থতা, যার ফলশ্রুতি হল ঈর্ষা, ঝগড়া, পরনিন্দা ও কুসন্দেহ। 5 এইসব লোকদের কাছ থেকে শুধু ঝগড়া শোনা যায়, এরা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ এবং সত্যকে হারিয়েছে। তারা মনে করে যে ঈশ্বরের সেবা করা ধনী হবার এক উপায়।
6 একথা সত্যি যে ঈশ্বরের সেবার ফলে মানুষ মহাধনী হতে পারে, যদি তার কাছে যা আছে তাতেই সে সন্তষ্ট থাকে। 7 কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি আর কোন কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না। 8 তাই অন্ন বস্ত্রের সংস্থান পেলে আমরা তাতেই সন্তষ্ট থাকব। 9 কিন্তু যাদের ধনী হবার ইচ্ছা, তারা প্রলোভনে এবং ফাঁদে পড়ে নানারকম মূর্খামির কাজ করে ও ক্ষতিকর বাসনায় আসক্ত হয় যা তাদের ধ্বংস ও বিনাশের পথে ঠেলে দেয়। 10 কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে; আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা নিয়ে এসেছে।
কিছু জিনিস মনে রাখা উচিত
11 কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এইসব থেকে তুমি দূরে থেকো। সত্য পথে চলতে চেষ্টা কর, ঈশ্বরের সেবা কর। বিশ্বাস, ভালবাসা, ধৈর্য্য ও নম্রতা এইসব গুনের অধিকারী হবার জন্য চেষ্টা কর। 12 বিশ্বাস রক্ষা করার দৌড়ে জয়লাভ করতে প্রাণপন চেষ্টা কর। যে জীবন চিরায়ত তা পাবার বিষয়ে সুনিশ্চিত হও। তুমি সেই জীবন গ্রহণ করার জন্য আহুত। 13 অনেক সাক্ষীর সামনে এবং সেই যীশু খ্রীষ্টের সামনে আমি তোমাকে এই আদেশ করছি, পন্তীয় পীলাতের সামনে যীশুও সেই মহান সত্যের পক্ষে নির্ভীক স্বীকারোক্তি দিয়েছিলেন। 14 যা তোমাকে আদেশ করা হয়েছে, তা পালন কর। এখন থেকে প্রভু যীশু পুনরায় না আসা পর্যন্ত অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন করে চল। 15 নিরুপিত সময়ে ঈশ্বর এসমস্ত সম্পন্ন করবেন; তিনি সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র শাসনকর্তা যিনি রাজার রাজা ও প্রভুর প্রভু। 16 যিনি অমরতার একমাত্র অধিকারী এবং অগম্য জ্যোতির মধ্যে বাস করেন, যাঁকে কেউ কোন দিন দেখতে পায় নি, পাবেও না। সম্মান ও অনন্ত পরাক্রম ও কর্তৃত্ত্ব যুগে যুগে তাঁরই হোক্। আমেন।
17 যারা এই যুগে ধনী, তাদের এই আদেশ দাও যেন তারা গর্ব না করে। সেই ধনীদের বলো তারা যেন অনিশ্চিত সম্পদের ওপর আস্থা না রাখে, কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করুক, যিনি আমাদের উদার হাতে সব কিছু ভোগ করতে দিয়েছেন। ধনীদের বল তারা যেন সৎ কর্ম করে। 18 তারা যেন সৎ কাজ রূপ ধনে ধনী হয়ে ওঠে। তাদের উদার হতে ও সম্পদ ভাগ করে নিতে প্রস্তুত হতে বল। 19 এই কাজের দ্বারা তারা স্বর্গে সম্পদ গড়ে তুলবে, সম্পদের ভিতে গড়ে উঠবে তাদের ভবিষ্যত, তখন তারা প্রকৃত জীবনের অধিকারী হতে পারবে।
20 শোন তীমথিয়, তোমার ওপর ঈশ্বর যে ভার দিয়েছেন তা সযত্নে রক্ষা কর। যা তথাকথিত পাণ্ডিত্য নামে পরিচিত, সেই মূর্খ অসার কথা—বার্তার মধ্যে ও তর্কের মধ্যে যেও না। 21 কেউ কেউ জীবনে ঐ জ্ঞানের দাবি করে। ঐসব লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে।
ঈশ্বরের অনুগ্রহ তোমাদের ওপর বিরাজ করুক।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International