Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 1-2

প্রথম খণ্ড

(গীতসংহিতা 1–41)

একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে,
    যদি সে পাপীদের মত জীবনযাপন না করে,
    যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে—যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে।
একজন সৎ‌ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে।
    সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে।
এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়।
    যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মত হয়।
সেই লোক, সেই গাছের মতই হয়, যার পাতা কোনদিন ঝরে যায় না।
    সে যা কিছু করে, সবই সফল হয়।

মন্দ লোকরা সে রকম নয়।
    মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত।
সৎ‌ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে।
    সেই পাপীরা, বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না।
কেন? কারণ প্রভু সৎ‌ লোকদের রক্ষা করেন,
    কিন্তু মন্দ লোকদের বিনাশ করেন।

অন্যান্য জাতিগুলোর লোকজন এত ক্রুদ্ধ কেন?
    কেন তারা বোকার মত পরিকল্পনা করছে?
তাদের রাজারা এবং নেতারা,
    প্রভু এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে।
সেই সব নেতা বলছে, “এস আমরা ঈশ্বর এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি।
    এস আমরা ওদের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে নিজেদের মুক্ত করি!”

কিন্তু আমার প্রভু, স্বর্গের রাজা,
    ওদের প্রতি বিদ্রূপের হাসি হেসেছিলেন।
ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন,
“এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি!
    এবং সে সিয়োন পর্বতে রাজত্ব করবে।
সিয়োন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত।”
    এই ঘটনা সেই সব নেতাদের ভীত করলো।

এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো।
প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম!
    এবং তুমি আমার পুত্র।
যদি তুমি আমার কাছে চাও,
    আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব!
ভেঙে যেতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে।
    তুমি তাদের ভেঙে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মত ছড়িয়ে দেবে।”

10 সুতরাং হে রাজন্যবর্গ, জ্ঞানী হও।
    অতএব হে শাসকগণ, চালাক-চতুর হও।
11 ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা কর।
12 ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর যে তুমি ঈশ্বরের পুত্রের প্রতি ভক্তিতে একনিষ্ঠ
    যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমায় বিনাশ করবেন।
সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য।
    কিন্তু অন্যদের সাবধান হতে হবে, কারণ প্রভু তাঁর ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত।

গীতসংহিতা 15

দায়ূদের একটি গীত।

15 প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে?
    কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?
একমাত্র তারাই পারে যারা পবিত্রভাবে জীবনযাপন করে, সৎ‌ কাজ করে,
    এবং তাদের অন্তর থেকে সত্য কথা বলে,
    তারাই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে।
এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না।
    তারা তাদের প্রতিবেশীদের আঘাত করবার জন্য কোন কাজ করে না।
    তারা তাদের খুব কাছের মানুষ সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না।
ঈশ্বরকে যারা খুশী করে না, তারা তাদের সম্মান করে না।
    কিন্তু যারা প্রভুর সেবা করে, তারা তাদের সম্মান প্রদর্শন করে।
যদি তারা প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে,
    তবে তারা তাদের প্রতিশ্রুতি পালন করে।
যদি তারা কাউকে টাকা ধার দেয়,
    তারা সেই ঋণের জন্য সুদ চায় না।
এমনকি, কেউ যদি তাদের নির্দোষ লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য টাকা দিতে চায়
    তবু তারা সে কাজ করতে অস্বীকার করে।

যে কেউ এইভাবে জীবনযাপন করে, সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে।[a]

গীতসংহিতা 22-24

পরিচালকের প্রতি: “ভোরের হরিণ” গানটির সুরে বসানো দায়ূদের একটি গীত।

22 হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর!
    কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন?
আপনি এত দূরে যে, আমাকে রক্ষা করতে পারবেন না!
    আপনি এত দূরে যে, আমার সাহায্যের জন্য চিৎকারও শুনতে পাবেন না!
ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি।
    কিন্তু আপনি সাড়া দেন নি।
সারারাত ধরে আমি আপনাকে ডেকেছি।

ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন।
    আপনি রাজার মত থেকে যান। ইস্রায়েলের প্রশংসাই আপনার সিংহাসন।
আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন।
    হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন।
ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন
    এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন।
    তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!
সুতরাং, আমি কি কীট, মানুষ নই?
    লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে।
প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে।
    তারা তাদের মাথা নাড়ায় এবং আমায় জিভ ভেঙ্গায়।
তারা আমায় বলে: “প্রভুর কাছে সাহায্য চাও।
    হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন।
    তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন!”

হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য যে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি।
    এমন কি আমি যখন আমার মায়ের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন।
10 যে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর।
    মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি।

11 তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না!
    কারণ সংকট নিকটবর্ত্তী।
    আমাকে সাহায্য করার মত কেউই নেই।
12 আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত
    তারা আমার চারদিকে ঘিরে রয়েছে।
13 তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মত হাঁ করে খোলা,
    যেন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে।

14 মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে।
    আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে।
    আমি আমার সাহস হারিয়ে ফেলেছি!
15 আমার শক্তি[a] ভাঙ্গা মৃত্‌ পাত্রের মতই শুকিয়ে গেছে।
    আমার জিভ তালুতে আটকে যাচ্ছে।
    আপনি আমাকে মৃত্যুর ধূলায় পৌঁছে দিয়েছেন।
16 আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে।
    সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে।
    সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে।
17 আমি আমার হাড়গুলো পর্যন্ত দেখতে পাচ্ছি।
    লোকজন আমার দিকে চেয়ে রয়েছে!
    তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে!
18 ঐ লোকগুলো ওদের মধ্যে আমার কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।
    তারা আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে।

19 প্রভু, আমাকে ছেড়ে যাবেন না!
    আপনিই আমার শক্তি।
    শীঘ্রই আমাকে সাহায্য করুন!
20 প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন।
    ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন।
21 আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন।
    বলদের শিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন।

22 প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো।
    মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব।
23 তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর!
    হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর!
    হে ইস্রায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর।
24 কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন।
    প্রভু তাদের জন্য লজ্জিত নন।
    যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে
    তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না।

25 প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে।
    এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উৎসর্গ করবো।
26 দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে।
    তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর!
    তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!
27 তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো
    এবং তাঁর কাছে ফিরে এস!
যে সব মানুষ বিদেশে থাকে তারাও যেন প্রভুরই উপাসনা করে।
28     কেন? কারণ প্রভুই রাজা।
    তিনি সব জাতিকে শাসন করেন।
29 বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে।
    বস্তুতঃ সকলে যারা মারা যাবে
এবং যারা ইতিমধ্যেই মারা গেছে
    তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!
30 এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে।
    লোকে চিরদিন তাঁর কথা বলবে।
31 প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে
    ঈশ্বর যে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে।

দায়ূদের একটি গীত।

23 প্রভুই আমার মেষপালক।
    আমার যা কিছু চাই, সবসময় আমি তা-ই নেব।[b]
তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন।
    তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন।
তাঁর নামের মহিমা উপলদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন।
    তাঁর নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন।
এমনকি, যদি আমি কবরের মত গাঢ় অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই,
    আমি কোন বিপদের দ্বারা ভীত হব না।
কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু।
    আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে।
প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন।
    আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন।
    আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে।
ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে।
    এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো।

দায়ূদের একটি গীত।

24 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর।
    এই জগৎ‌‌ এবং জগতের সব লোকও তাঁর।
প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন।
    তিনি নদীসমূহের ওপর এইসব তৈরী করেছেন।

কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে?
    কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি,
    সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি,
    সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি,
    যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে।
    ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।
সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে।
    তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
কে সেই মহিমান্বিত রাজা?
    প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক।
    প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নায়ক।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
10 কে সেই মহিমান্বিত রাজা?
    সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

গীতসংহিতা 47

পরিচালকের প্রতি: কোরহ পরিবারের থেকে একটি গীত।

47 হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও!
    মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!
পরাৎ‌‌পর প্রভু বড় ভয়ঙ্কর।
    তিনি সারা পৃথিবীর মহান রাজা।
তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন।
    ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন।
প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন।
    যাকোব, যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন।

শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু
    তাঁর সিংহাসনে আরোহণ করেন।
ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর, তাঁর প্রশংসা কর।
    আমাদের রাজার প্রশংসাগীত গাও, তাঁর প্রশংসা কর।
ঈশ্বরই সারা পৃথিবীর রাজা।
    তাঁরই প্রশংসা কর।
ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন।
    তিনি সব জাতিকে শাসন করেন।
সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের
    লোকদের সঙ্গে একত্র হয়।
পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন।
    ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!

গীতসংহিতা 68

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি প্রশংসা গীত।

68 ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন।
    তাঁর সব শত্রুরা যেন তাঁর থেকে দূরে পালিয়ে যায়।
ধোঁয়া যেমন বাতাসে উড়ে যায়,
    তেমনি আপনার শত্রুরা যেন ছত্রভঙ্গ হয়।
মোম যেমনভাবে আগুনে গলে যায়,
    তেমনই করে যেন আপনার শত্রুরাও ধ্বংস হয়।
কিন্তু ধার্ম্মিক লোকরা সুখী।
    ধার্ম্মিক লোকরা ঈশ্বরের সঙ্গে আনন্দোল্লাসে সময় কাটাবে।
    ধার্ম্মিক লোকরা নিজেদের উপভোগ করতে পারবে এবং প্রচণ্ড সুখী হবে!
ঈশ্বরের উদ্দেশ্য গান গাও।
    তাঁর নামে প্রশংসা কর। ঈশ্বরের জন্য পথ প্রস্তুত কর।
মরুভূমিতে তিনি রথে চড়ে আসছেন।
    তাঁর নাম “যাঃ।” তাঁর নামের প্রশংসা কর!
তাঁর পবিত্র মন্দিরে তিনিই অনাথের পিতার মত।
    ঈশ্বর বিধবাদের যত্ন নেন।
সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন;
    ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন, তারা ভীষণ সুখী।
    কিন্তু যে লোকরা ঈশ্বরের বিরোধিতা করবে তারা রৌদ্র দগ্ধ মরুভূমিতে বাস করবে।

ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন।
    আপনিই মরুভূমিতে হেঁটে গিয়েছিলেন।
এবং ভূমি কেঁপে উঠেছিল।
    ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর স্বয়ং সীনয় পর্বতে নেমে এলেন এবং আকাশ বিগলিত হল।
একটা পরিশ্রান্ত ও প্রাচীন ভূখণ্ডকে পুনরায় সতেজ করার জন্য
    আপনি বৃষ্টি পাঠিয়েছিলেন।
10 আপনার সব পশু সেই ভূখণ্ডে ফিরে এলো।
    হে ঈশ্বর, সেই জায়গায় দরিদ্র লোকদের আপনি বহু ভাল জিনিস দিয়েছেন।
11 ঈশ্বর আজ্ঞা দিলেন
    এবং বহু লোক সুসমাচার দিতে গেল:
12 “শক্তিশালী রাজার সৈনিকরা পালিয়ে গেছে! সৈনিকরা যুদ্ধ ফেরৎ‌ যে সব জিনিস আনবে, বাড়ীর মহিলারা সেগুলো ভাগ করে নেবে।
    যারা বাড়ীতে আছে তারা সেই সব সম্পদ ভাগ করে নেবে।
13 রূপোয় মোড়া ঘুঘুর ডানা ওরা পাবে।
    সোনায় ঝকঝক্ করা ডানা তারা পাবে।”

14 সল্‌মোন পর্বতে ঈশ্বর শত্রু রাজাদের ছত্রভঙ্গ করলেন।
    ওরা হয়েছিল তুষারে ঝরে যাওয়ার মত।
15 বাশন পর্বত অনেকগুলো শৃঙ্গ সম্বলিত এক বিরাট পর্বত।
16 হে বাশন পর্বত, কেন তুমি সিয়োন পর্বতকে নীচু নজরে দেখ?
    ঈশ্বর সিয়োন পর্বতকে ভালোবাসেন।
    প্রভু চিরদিন সেখানে থাকবেন বলে স্থির করেছেন।
17 ঈশ্বর পবিত্র সিয়োন পর্বতে আসেন।
    তাঁর পিছু পিছু লক্ষ লক্ষ রথ আসে।
18 লোকদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য,
    এমনকি যারা তাঁর বিরুদ্ধে গিয়েছিল
তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য
    তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন।
প্রভু ঈশ্বর সেখানে থাকার জন্য গেলেন।
19 প্রভুর প্রশংসা কর!
    দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন।
    ঈশ্বর আমাদের রক্ষা করেন!

20 তিনিই আমাদের ঈশ্বর, তিনি সেই ঈশ্বর যিনি আমাদের রক্ষা করেন।
    প্রভু আমাদের ঈশ্বর, আমাদের মৃত্যু থেকে রক্ষা করেন।
21 ঈশ্বর অবশ্যই দেখাবেন যে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন।
    যারা তাঁর বিরুদ্ধে লড়াই করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন।
22 আমার প্রভু বলেছেন, “বাশন থেকে আমি আমার শত্রুদের নিয়ে আসবো,
    পশ্চিম দেশ থেকে আমি শত্রুদের নিয়ে আসবো।
23 তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে।
    তোমাদের কুকুর ওদের রক্ত চেটে খাবে।”

24 ঈশ্বরের শোভাযাত্রার দিকে তাকিয়ে দেখ।
    আমার ঈশ্বর, আমার রাজার পবিত্র শোভাযাত্রার দিকে তাকিয়ে দেখ।
25 প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ
    যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেয়েরা।[a]
26 মহাসমাবেশে ঈশ্বরের প্রশংসা কর!
    হে ইস্রায়েলের লোকরা, প্রভুর প্রশংসা কর!
27 ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে।
    সেখানে যিহূদার বড় পরিবারও রয়েছে।
    সবূলূন এবং নপ্তালির নেতারাও সেখানে রয়েছেন।

28 ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান!
    যে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন।
29 জেরুশালেমে, আপনার প্রাসাদে আপনাকে উপহার দেবার জন্য
    রাজারা তাঁদের ঐশ্বর্য্য নিয়ে আসবেন।
30 আপনি যা চান আপনার দণ্ড ব্যবহার করে,
    ঐসব জন্তুদের দিয়ে আপনি তাই করান।
ঐসব জাতির ষাঁড় ও গোরুদের
    আপনার অনুগত করুন।
ওই সব জাতিকে আপনি যুদ্ধে পরাজিত করেছেন।
    ওদের দিয়ে আপনার কাছে রূপো আনয়ন করুন।
31 ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন।
    ঈশ্বর, কূশীয়রা যেন ওদের সম্পদ আপনার কাছে নিয়ে আসে।
32 পৃথিবীতে রাজারা যারা আছো, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর!
    আমাদের প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান কর!

33 ঈশ্বরের গীত গাও! তিনি তাঁর রথ প্রাচীন স্বর্গগুলির মধ্য দিয়ে চালান।
    তাঁর পরাক্রান্ত রব শোন!
34 তোমাদের যে কোন দেবতার থেকে
    ঈশ্বর অনেক বেশী শক্তিশালী।
    ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তিশালী করেছেন।
35 তাঁর মন্দিরে ঈশ্বর অবিস্মরণীয়, ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তি এবং ক্ষমতা দিয়েছেন।

ঈশ্বরের প্রশংসা কর!

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International