Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
যিশাইয় 64-66

64 আপনি যদি আকাশ ছিঁড়ে খুলে ফেলে পৃথিবীতে এসে পড়েন
    তবে সব পরিবর্তন হয়ে যাবে।
    পাহাড় আপনার সামনে গলে যাবে।
জ্বলন্ত গুল্মলতার মতো পাহাড় পুড়বে।
    আগুনের ওপর জলের মতো পাহাড় সেদ্ধ হবে।
তখন আপনার শত্রুরা আপনার বিষয়ে জানতে পারবে।
    তারা যখন আপনাকে দেখবে তখন প্রত্যেক জাতিই ভয় পাবে।
কিন্তু সত্যিই আমরা এসব চাই না।
    আপনার সামনে পাহাড় গলে যাবে।
আপনার লোকরা সত্যিই আপনার কথা শোনেনি।
    আপনার লোকরা কখনও আপনার কথা শোনেনি।
কেউ কখনও আপনার মতো একজন ঈশ্বর দেখেনি।
    আপনিই একমাত্র, আর কোন ঈশ্বর নেই।
যদি লোকরা ধৈর্য্য সহকারে আপনার সাহায্যের জন্য অপেক্ষা করে
    তবেই আপনি তাদের জন্য মহান কাজ করবেন।

যারা ভাল কাজ করে তাদের সঙ্গেই আপনি থাকেন।
    যে পথে আপনি চান সেই পথেই তাঁরা জীবনযাপন করেন।
কিন্তু অতীতে আমরা পাপ করেছি
    এবং তাই আপনি ক্রুদ্ধ ছিলেন।
    কিন্তু এখন আমরা কিভাবে রক্ষা পাবো?
আমরা সবাই পাপের জন্য নোংরা হয়ে উঠেছি।
    এমন কি আমাদের ভাল কাজও অশুদ্ধ।
    আমাদের ভালো কাজগুলো রক্তে রঞ্জিত পোশাকের মত।
আমরা সবাই মরা পাতার মত।
    আমাদের পাপ আমাদের বাতাসের মতো বয়ে নিয়ে চলেছে।
আমরা আপনার উপাসনা করি না।
আমরা আপনার নামে বিশ্বাস রাখি না।
    আমরা আপনাকে অনুসরণ করতে উৎসাহিত নই।
তাই আপনি আপনার মুখ আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন।
    আপনি আমাদের পাপের জন্য আমাদের গলিয়ে দিয়েছেন।
কিন্তু প্রভু আপনি আমাদের পিতা।
    আমরা মাটির পিণ্ডের মতো এবং আপনি মৃৎশিল্পী।
    আপনার হাত আমাদের সৃষ্টি করেছে।
প্রভু, আমাদের ওপর ক্রোধ পুষে রাখবেন না।
    আমাদের পাপ চিরকাল মনে রাখবেন না।
আমাদের দিকে দয়া করে তাকান!
    আমরা আপনারই লোক।
10 আপনার পবিত্র শহরগুলি পরিত্যক্ত।
    সেই শহরগুলি এখন মরুভূমির মতো।
    সিয়োনও একটা মরুভূমি! জেরুশালেম ধ্বংসপ্রাপ্ত!
11 আমাদের পূর্বপুরুষরা আপনার পবিত্র মন্দিরে আপনার উপাসনা করেছে।
    আমাদের মন্দির ছিল চমৎ‌‌কার কিন্তু সেই মন্দির পুড়ে গিয়েছে।
    আমাদের সমস্ত মূল্যবান বিষয় সম্পদগুলি ধ্বংস হয়ে গেছে।
12 এইসব জিনিস কি আপনাকে আমাদের প্রতি আপনার ভালবাসা দেখানো থেকে দূরে রাখবে?
    আপনি কি নীরবতা চালিয়ে যাবেন?
    আপনি কি আমাদের চিরকাল শাস্তি দেবেন?

লোকরা ঈশ্বর সম্পর্কে জানবে

65 প্রভু বলেন, “যারা আমার কাছে উপদেশ নিতে আসেনি আমি তাদেরও সাহায্য করেছি। আমাকে যারা পেয়েছে তারা কেউ আমার দিকে তাকিয়ে ছিল না। আমি একটা জাতির সঙ্গে কথা বলেছিলাম যারা আমার নামে নামাঙ্কিত নয়। আমি বলেছিলাম, ‘আমি এখানে! আমি এখানে!’

“যারা আমার বিরুদ্ধে গিয়েছিল এমন লোকদের গ্রহণ করার জন্য আমি সারাদিন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলাম। তারা আমার কাছে আসুক—আমি তাদের অপেক্ষায় ছিলাম। কিন্তু তারা আমার কাছ থেকে দূরে ছিল। তারা অসৎ‌ পথে জীবনযাপন চালিয়ে গিয়েছিল। তাদের হৃদয় যা করতে চেয়েছিল তারা তাই করেছিল। তারা আমার সামনে আমাকে সর্বদা ক্রুদ্ধ করেছিল। তারা তাদের বিশেষ বাগানে পশুবলি দিত ও ধূনো জ্বালাত। তারা কবরস্থানে বসে থাকত। তারা মৃত মানুষদের কাছ থেকে ভাল বার্তা পাবার জন্য প্রতীক্ষায় থাকত। মৃতদের সঙ্গেও তারা বসবাস করত। তারা শুয়োরের মাংস খেত। তাদের ছুরি ও কাঁটাচামচ বাজে মাংস খেয়ে নোংরা হয়ে গিয়েছিল। কিন্তু তারা অন্যদের বলত, ‘আমার কাছে আসবে না! আমি যতক্ষণ না তোমাদের পরিষ্কার করছি ততক্ষণ তোমরা আমাকে স্পর্শ করবে না।’ এরা আমার চোখে ধোঁয়ার মত এবং এদের আগুন সর্বদাই জ্বলে।”

ইস্রায়েলকে শাস্তি পেতেই হবে

“দেখ, এখানে হিসাব আছে। মেটাতে হবে। হিসাব অনুযায়ী তুমি তোমার পাপের জন্য দোষী। এই হিসাব না মেটানো পর্যন্ত আমি শান্ত হব না এবং তোমাকে শাস্তি দিয়েই হিসাব পরিশোধ করব।” তোমার ও তোমার পিতার পাপ সবই সমান। প্রভু বলেন, “পর্বতের ওপর ধূপ জ্বালাবার সময় তোমাদের পিতারা পাপ করেছে। তারা ঐ পর্বতগুলোর ওপর আমায় অবমাননা করেছে। এবং আমিই প্রথম যে তাদের শাস্তি দিয়েছিলাম। আমি তাদের উচিৎ‌ প্রাপ্য শাস্তি দিয়েছিলাম।”

প্রভু বলেন, “দ্রাক্ষাতে যখন নতুন সুরা থাকে মানুষ তখন তা বার করে নেয়। কিন্তু তারা দ্রাক্ষাগুলিকে পুরোপুরি ধ্বংস করে না। তারা এইসব করে কারণ দ্রাক্ষা এরপরেও ব্যবহার করা যায়। আমি আমার দাসদের প্রতি ঠিক একই জিনিষ করব। তাদের আমি পুরোপুরি ধ্বংস করবো না। যাকোবের (ইস্রায়েল) কিছু লোককে আমি রক্ষা করব। যিহূদার কিছু মানুষ আমার পাহাড় পাবে। আমার দাসরা সেখানে বাস করবে। আমি পছন্দ করে ঠিক করব কারা ওখানে বাস করবে। 10 তখন পলেষ্টীয় সংলগ্ন শারোণ উপত্যকা হবে মেষদের মাঠ। জেরুশালেমের উত্তরের দশ মাইল আখোর উপত্যকা হবে গরুর পালের বিশ্রামস্থল। এইসব হবে আমার লোকদের জন্য—যেসব লোকরা আমার খোঁজ করে।

11 “কিন্তু তোমরা প্রভুকে ত্যাগ করেছো, তাই তোমরা শাস্তি ভোগ করবে। তোমরা আমার পবিত্র সিয়োন পর্বতের কথা ভুলে গিয়েছো। তোমরা ‘ভাগ্য’ ও ‘অদৃষ্ট’ মূর্ত্তিগুলোকে পূজো করতে শুরু করেছিলে। তোমরা তাদের নৈবেদ্য দিয়েছিলে। 12 কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ নির্ণয় করেছি। তোমরা তরবারির দ্বারা শেষ হবে। তোমরা সবাই খুন হবে। কেন? কারণ আমি তোমাদের ডাকলেও তোমরা উত্তর দিতে অস্বীকার করেছিলে! আমি কথা বললেও তোমরা শোন নি। আমি যে সব কাজকে অপকর্ম বলেছিলাম তোমরা সেগুলিই করেছো। আমি যা পছন্দ করি না তাই তোমরা করবে বলে ঠিক করেছিলে।”

13 তাই প্রভু, আমার সদাপ্রভু বলেন,
“যদিও আমার দাসরা খাবে,
    তোমরা ক্ষুধার্ত থেকে যাবে।
আমার দাসরা পান করতে পারলেও
    তোমরা তৃষ্ণার্ত থাকবে।
আমার দাসরা সুখী হলেও
    তোমরা দুষ্ট লোকরা লজ্জিত হবে।
14 আমার দাসরা আনন্দে মাতোয়ারা হবে
    কিন্তু তোমরা দুঃখে কেঁদে ভাসাবে।
তোমাদের হৃদয় ভেঙ্গে যাবে
    এবং তোমরা খুবই দুঃখিত হবে।
15 তোমাদের নাম আমার দাসদের কাছে বাজে শব্দের মতো শোনাবে।”
আমার প্রভু ঈশ্বর তোমাদের হত্যা করবেন।
    আর তাঁর দাসদের দেবেন নতুন নাম।
16 লোকে এখন পৃথিবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করছে।
    কিন্তু ভবিষ্যতে তারা আশীর্বাদ চাইবে আস্থাবান ঈশ্বরের কাছে।
এখন যারা পৃথিবীর নাম নিয়ে কোন প্রতিশ্রুতি করেছে
    তারা ভবিষ্যতে ঈশ্বরের নামে প্রতিশ্রুতি করবে।
কেন? কারণ, অতীতের সমস্যার কথা সবাই ভুলে যাবে।
    তারা আমার চক্ষুর অন্তরালে আছে।

একটি নতুন সময় আসছে

17 “আমি নতুন পৃথিবী ও নতুন স্বর্গ তৈরী করব।
লোকরা অতীতের কথা মনে রাখবে না।
    সেই সব কথা তারা মোটেই চিন্তা করবে না।
18 আমার লোকরা সুখী হবে এবং এখন থেকে চিরকাল তারা আনন্দ করবে।
কেন? আমি তাই করব, জেরুশালেমকে আমি তৈরী করব আনন্দ নগরী
    এবং সেখানকার লোকদের আমি করব খুব সুখী।

19 “তারপর জেরুশালেমের জন্য আমিও সুখী হব।
    আমি আমার নিজের লোকদের জন্য সুখী হব।
শহরে আর কোন কান্না অথবা কান্নার শব্দ
    এবং দুঃখ থাকবে না।
20 দু-চারদিনের আয়ু নিয়ে কোন শিশু জন্মাবে না।
    অল্প সময় বেঁচে থেকে কেউই মরবে না।
প্রতিটি শিশু ও বৃদ্ধ বহু বহু বছর বাঁচবে। 100 বছর বেঁচে থাকার পরও যে কোন ব্যক্তিকে যুবকদের মত লাগবে।
    একজন লোক যদি 100 বছর বয়স পর্যন্ত না বাঁচে লোকে তাকে অভিশপ্ত মানুষ বলে বিবেচনা করবে।

21 “শহরে কেউ যদি বাড়ি বানায় সে সেই বাড়িতে বসবাস করতে পারবে।
    কেউ যদি বাগানে দ্রাক্ষা চাষ করে তবে সে সেই দ্রাক্ষা ফল খেতে পারবে।
22 আর কখনও এমন হবে না যে একজন বাড়ী তৈরী করবে
    আর অন্য জন তাতে বাস করবে।
আর কখনও এমন হবে না যে একজন বাগান তৈরী করবে
    আর অন্য জন তার ফল খাবে।
আমার লোকরা গাছের মত দীর্ঘ জীবন পাবে।
    আমার মনোনীত লোকরা যা কিছু করবে তা উপভোগ করবে।
23 একটি মৃত শিশুকে জন্ম দেবার জন্য
    মহিলারা আর কখনও প্রসব যন্ত্রনা ভোগ করবে না।
শিশুর জন্ম দিতে গিয়ে মহিলারা প্রসব যন্ত্রণায় আর ভীত হবে না।
    প্রভু আমার সব লোকদের ও তাদের শিশুদের আশীর্বাদ করবেন।
24 তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা
    এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে।
25 নেকড়ে বাঘ এবং মেষশাবক একসঙ্গে খাবে।
    সিংহ ছোট্ট বলদের সঙ্গে একসঙ্গে বিচালি খাবে।
    আমার পবিত্র পর্বতে সাপ থাকলেও সে কাউকে কামড়াবে না।
এমনকি কারও ভয়েরও কারণ হবে না।”
এইসব প্রভু বলেছেন।

ঈশ্বর সব জাতির বিচার করবেন

66 প্রভু যা বলেছেন তা হল,
“আকাশ আমার সিংহাসন।
    আর পৃথিবী হল আমার পাদানি।
তাই তোমরা কি মনে কর আমার জন্য একটা বাড়ি বানাতে পারবে?
    না, পারবে না।
তোমরা কি আমার জন্য একটি বিশ্রামস্থল বানাতে পারবে?
    না! পারবে না!
আমি নিজেই এইসব সৃষ্টি করেছি।
    যা কিছু এখানে রয়েছে তা সবই আমার সৃষ্টি,” প্রভু নিজে থেকে বলেছেন এইসব কথা।
“আমাকে বল, আমি কোন ধরণের লোকদের জন্য চিন্তা করি?
    আমি গরীবদের প্রতি যত্নবান।
যারা খুব দুঃখী আমি যত্ন নিই তাদের।
    আর যারা আমার কথা মান্য করে আমি তাদেরও যত্ন করি।
কোন কোন লোক বলির জন্য ষাঁড় হত্যা করে
    কিন্তু তারা মানুষকেও নির্যাতন করে।
তারা মেষবলি দিলেও
    কুকুরের ঘাড় মটকে দেয়!
তারা শস্য নৈবেদ্য দিলেও
    শুয়োরের রক্তও নৈবেদ্য দেয়।
সেই মানুষগুলি ধূপ জ্বালালেও
    ভালবাসে মূল্যহীন মূর্ত্তিগুলোকে।
তারা নিজেদের পথে চলতে ভালবাসে
    এবং ভালবাসে তাদের ভয়ঙ্কর মূর্ত্তিগুলিকে।
তাই আমি ঠিক করেছি ওদের নিজেদের কৌশলই ব্যবহার করব।
    মানে আমি বলতে চাইছি ওরা যে সব জিনিসকে ভয় পায় সেই সব জিনিস ব্যবহার করেই ওদের শাস্তি দেব।
আমি ওদের ডেকেছিলাম।
    কিন্তু ওরা শোনে নি।
আমি কথা বলেছিলাম।
    ওরা শোনে নি।
তাই আমি তাদের প্রতি একই জিনিস করব।
    আমি যাকে খারাপ বলি তারা সেই সব জিনিসই করেছিল।
    আমার যা অপছন্দ ওরা সেই কাজই করতে মনস্থ করেছিল।”

তোমরা যারা প্রভুর আদেশ মান্য কর
    তাদের উচিৎ‌ প্রভুর কথা শোনা।
“তোমাদের ভাইরা তোমাদের ঘৃণা করেছিল।
    তোমরা যেহেতু আমাকে অনুসরণ করেছিলে সেহেতু তারা তোমাদের বিরুদ্ধাচরণ করেছিল।
তোমাদের ভাইরা বলেছিল, ‘প্রভুকে সম্মান জানাবার সময় আমরা তোমাদের কাছে আসব।
    তখন তোমাদের সঙ্গে আমরাও সুখী হব।’
    ঐ বাজে লোকগুলি শাস্তি পাবে।”

শাস্তি ও একটি নতুন জাতি

শোন! শহর ও মন্দির থেকে একটা জোরালো শব্দ আসছে। সেই শব্দ শত্রুদের প্রভুর শাস্তি প্রদানের। প্রভু নিজের শত্রুদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন।

7-8 “যন্ত্রণা ভোগ করার আগে একজন মহিলা শিশুর জন্ম দিতে পারে না। যাকে জন্ম দিচ্ছে তাকে দেখার আগেই একজন মহিলা অবশ্যই যন্ত্রণা ভোগ করে। একই ভাবে কোন লোক কি এক দিনে নতুন পৃথিবী সৃষ্টি হতে দেখেছে? কোন লোক কি এক দিনে একটি নতুন জাতির সৃষ্টি হতে দেখেছে? প্রসব যন্ত্রণার মত ঐ দেশটিরও প্রথম যন্ত্রণা থাকবে। জন্ম যন্ত্রণার পরই দেশটি তার ছেলেমেয়েদের অর্থাৎ‌ একটি নতুন জাতির জন্ম দেবে। একইভাবে কোন নতুন জিনিসকে জন্মগ্রহণের অনুমতি না দিয়ে আমি কাউকে যন্ত্রণা দেব না।”

প্রভু বলেন, “আমি প্রতিজ্ঞা করছি, কোন নতুন জিনিষকে জন্ম দেওয়া ব্যতিরেকে আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব না।” ঈশ্বর বলেন,

10 জেরুশালেম সুখী হও।
    জেরুশালেমকে যারা ভালবাসে তারা সুখী হও।
দুঃখ জনক ঘটনা জেরুশালেমে ঘটেছে।
    তাই তোমাদের কেউ কেউ বিষন্ণ।
    কিন্তু এখন তোমাদের খুশি হওয়া উচিৎ‌।
11 কেন? কারণ তার স্তন থেকে দুধ বেরিয়ে আসার মতো তোমরা করুণা পাবে।
    সেই “দুধ” সত্যি তোমাদের সন্তুষ্ট করবে।
    তোমরা সেই দুধ পান করে তার সমৃদ্ধিতে নিজেদের সন্তুষ্ট করবে।

12 প্রভু বলেন, “দেখো!
আমি তোমাদের শান্তি দেব, শান্তি আসবে নদীর মতো।
    পৃথিবীর সব জাতির কাছ থেকে আসবে ঐশ্বর্য।
ঐশ্বর্য আসবে বন্যার জলের মতো।
    তোমরা শিশুর মতো সেই ‘দুধ’ পান করবে।
    আমি তোমাদের কোলে তুলে নেব, হাঁটুতে বসিয়ে দোল খাওয়াব।
13 মা যেমন তার ছেলেকে আরাম দেয়, আমি তোমাদের সেই ভাবে আরাম দেব
    এবং তোমরা জেরুশালেমে আরাম পাবে।”

14 তোমরা যা দেখবে তাতেই আনন্দ পাবে।
    তোমরা ঘাসের মত মুক্ত এবং বড় হবে।
প্রভুর দাসরা দেখতে পাবে তাঁর ক্ষমতা
    কিন্তু শত্রুরা দেখতে পাবে প্রভুর ক্রোধ।
15 তাকাও, প্রভু আগুন নিয়ে আসছেন।
    ঝড়ের মতো প্রভুর রথ আসছে।
প্রভু সেই সব লোকের ওপর তাঁর শাস্তি প্রদান করবেন।
    যখন তিনি ক্রুদ্ধ, তখন তিনি ওইসব লোকদের আগুনের শিখা দিয়ে শাস্তি দেবেন।
16 প্রভু লোকদের বিচার করবেন।
    তারপর তিনি লোকদের আগুন আর তরবারি দিয়ে ধ্বংস করবেন।
    বহু মানুষেরই তিনি বিনাশ ঘটাবেন।

17 সেই সব লোকরা তাদের বিশেষ বাগানগুলিতে পূজোর আগে নিজেদের শুদ্ধ করবার জন্য স্নান করে। নিজেদের বিশেষ বাগানে তারা একে অন্যকে অনুসরণ করে। যখন তারা তাদের মূর্ত্তির পূজা করবে তখন প্রভু ঐসব লোকদের ধ্বংস করবেন। ঐসব লোকরা শুয়োর ও ইঁদুরের মাংস এবং অন্যান্য নোংরা জিনিস খায়। তবে তারা সবাই একসঙ্গে ধ্বংস হবে। প্রভু স্বয়ং একথা বলেছেন।

18 “ঐসব লোকদের চিন্তায় ও কাজে রয়েছে অপকর্ম। তাই আমি আসছি ওদের শাস্তি দিতে। আমি সব জাতির সব মানুষকে একত্রিত করব। সব লোকরা একসঙ্গে এসে আমার ক্ষমতা দেখবে। আমি কাউকে কাউকে বিশেষ চিহ্ন দিয়ে রাখব এবং তাদের রক্ষা করব। 19 যারা রক্ষা পেয়েছে তাদের কয়েক জনকে আমি তর্শীশ, লিবিয়া, লূদ, তূবল, গ্রীস ও অন্যান্য দূরবর্তী দেশসমূহে পাঠাব। ঐসব লোকরা কখনও আমার সম্বন্ধে শোনেনি। তারা কখনও আমার মহিমা দেখেনি। তাই রক্ষা পাওয়া ওই সব লোকরা অন্যান্য জাতিগুলিকে আমার মহিমার কথা জানাবে। 20 তারাই তোমাদের ভাইবোনদের অন্যান্য সমস্ত জাতি থেকে নিয়ে আসবে। তারা তোমাদের ভাইবোনদের আনবে জেরুশালেমে, আমার পবিত্র পর্বত সিয়োনে। তোমাদের ভাইবোনরা আসবে ঘোড়া, গাধা, উট, যুদ্ধে ব্যবহৃত ছোট ছোট যান প্রভৃতিতে চেপে। প্রভুর মন্দিরে ইস্রায়েলের মানুষরা যেমন উপহার নিয়ে যায় তেমনি তোমাদের ভাই-বোনরা উপহার হয়ে আসবে। 21 আমি বেছে কাউকে যাজক এবং কাউকে যাজকদের সাহায্যকারী বানাবো।” প্রভু স্বয়ং একথাগুলি বলেছেন।

নতুন স্বর্গসমূহ এবং নতুন পৃথিবী

22 “আমি একটি নতুন পৃথিবী তৈরী করব এবং এই নতুন পৃথিবী ও নতুন স্বর্গ থাকবে অনন্তকাল। একই ভাবে তোমাদের নাম ও তোমাদের শিশুরা আমার সঙ্গে থাকবে সর্বক্ষণ। 23 সব লোকরা প্রার্থনার দিনে আমার উপাসনা করতে আসবে। তারা প্রতি মাসের প্রথম দিন এবং বিশ্রামের দিন আমার উপাসনা করতে আসবে।

24 “ঐসব লোকরা থাকবে আমার পবিত্র শহরে এবং তারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ দেখতে পাবে। সেই দেহে কৃমি থাকবে এবং সেই কৃমিরা কখনও মরবে না। আগুন পুড়িয়ে দেবে দেহগুলিকে এবং ঐ আগুন কখনও নিভবে না।”

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International