Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
যিশাইয় 40-43

ইস্রায়েলের শাস্তি শেষ হবে

40 তোমাদের ঈশ্বর বলেন,
“স্বস্তি, আমার লোকরা স্বস্তিতে থাকো!
জেরুশালেমের প্রতি দয়ালু হয়ে কথা বল।
    জেরুশালেমকে বল, ‘তোমার সেবা করার সময় শেষ।
    তোমার পাপের মূল্য তুমি দিয়েছ।’
জেরুশালেম যত পাপ করেছে তার দ্বিগুণ শাস্তি প্রভু তাকে দিয়েছেন।”

শোন একজন মানুষ চিৎকার করছে!
“মরুর মধ্যেও প্রভুর জন্য পথ প্রস্তুত কর!
    মরুস্তরে আমাদের ঈশ্বরের জন্য পথ তৈরি কর!
প্রত্যেক উপত্যকা পূর্ণ কর।
    প্রত্যেক পাহাড় পর্বতকে কর সমতল।
আঁকা-বাঁকা রাস্তাকে সোজা কর।
    অসমান জমিকে মসৃণ কর।
তখনই প্রভুর মহিমা বুঝতে পারবে।
    সবাই এক সঙ্গে দেখতে পাবে প্রভুর মহিমা।
হ্যাঁ, প্রভু নিজেই বলেছেন এসব কথা!”

একটি কণ্ঠস্বর বলল, “কথা বল!”
    তখন লোকে বলল, “আমাদের কি বলা উচিৎ‌?”
ঐ কণ্ঠস্বর বলল, “মানুষ চিরকাল বাঁচে না, তারা আসলে ঘাসের মতো।
    তাদের ধার্মিকতা বুনো ফুলের মতো।
প্রভুর কাছ থেকে আসা একটি শক্তিশালী বাতাস
    ঘাসের ওপর দিয়ে বয়ে যায়।
    ঘাস মরে যায়, বুনো ফুল ঝরে পড়ে।
হ্যাঁ সমস্ত লোক ঘাসের মতো।
    ঘাস মরে, বুনো ফুল ঝরে পড়ে।
    কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থেকে যায়।”

পরিত্রাণ: ঈশ্বরের সুসমাচার

সিয়োনের প্রতি সুসমাচারের বার্তাবাহক,
    পর্বতের ওপর থেকে চিৎকার করে সুসমাচার ঘোষণা করে দাও।
জেরুশালেমের প্রতি সুসমাচারের বার্তাবাহক,
    ভয় পেও না, চেঁচিয়ে কথা বল!
যিহূদায় সমস্ত শহরে এই খবর ঘোষণা করে দাও:
    “দেখ, এখানে তোমাদের ঈশ্বর আছেন।”
10 প্রভু, আমার সদাপ্রভু ক্ষমতাসহ ফিরে আসছেন।
    সব মানুষকেই শাসন করতে তিনি তাঁর ক্ষমতা ব্যবহার করবেন।
দেখ, তাঁর পুরস্কার তাঁর সঙ্গে রয়েছে
    এবং তাঁর মজুরি তাঁর সামনে রয়েছে।
11 মেষপালক যেভাবে তার মেষদের নেতৃত্ব দেয় প্রভুও তেমনি তাঁর লোকেদের নেতৃত্ব দেবেন।
    নিজের বাহু দিয়ে প্রভু একত্রিত করবেন মেষদের।
তিনি মেষশাবকদের কোলে তুলে রাখবেন।
    তাদের মায়েরা প্রভুর পিছন পিছন হাঁটবে।

বিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বর; তিনি শাসন করেন

12 নিজের হাতে কে সমুদ্র মেপেছেন?
    আকাশ মাপতে কে তাঁর হাত ব্যবহার করেছেন?
পৃথিবীর ধূলিকণা মাপতে কে তাঁর পাত্র ব্যবহার করেছেন?
    কে দাঁড়িপাল্লায় পাহাড় পর্বত ওজন করেছেন?
    প্রভু এসব করেছেন!
13 প্রভুর আত্মার কি করা উচিৎ‌ কেউ কখনও বলেনি।
    যে সব কাজ প্রভু করেছেন তা কিভাবে করতে হবে তা কোন ব্যক্তি প্রভুকে পরামর্শ দেয়নি।
14 প্রভু কি কারও কাছে সাহায্য চেয়েছেন?
    কোন ব্যক্তি কি প্রভুকে ন্যায়পরায়ণ হতে শিখিয়েছে?
কেউ কি কখনও প্রভুকে জ্ঞান দান করেছে?
    কেউ কি কখনও প্রভুকে জ্ঞানী করে তুলেছে?
    না! এইসব প্রভু নিজেই জানতেন।
15 দেখ, পৃথিবীর সব দেশই একটি বালতিতে ছোট এক ফোঁটা জলের মত।
প্রভু যদি তাঁর দূরবর্তী দেশগুলিকে এনে ওজন মাপার যন্ত্রে চাপান
    তাদের অবস্থা হবে ধূলিকণার মত।
16 লিবানোনের সব গাছও প্রভুর জন্য জ্বালানোর পক্ষে যথেষ্ট নয়।
    উৎসর্গের জন্য বধ হতে লিবানোনের সব পশুও যথেষ্ট নয়।
17 ঈশ্বরের তুলনায়, পৃথিবীর সমস্ত জাতিগুলি কিছুই নয়।
    ঈশ্বরের সঙ্গে তুলনা কর, পৃথিবীর সব দেশই মূল্যহীন।

ঈশ্বর কিসের মত তা লোকরা ধারণা করতে পারে না

18 ঈশ্বরের সঙ্গে কারো কি তুলনা করতে পার?
    না। তুমি কি ঈশ্বরের ছবি আঁকতে পার? না।
19 কাঠ অথবা ধাতু দিয়ে কেউ কেউ মূর্ত্তি বানায়।
    আর সেই মূর্ত্তিকেই তারা দেবতা বলে মনে করে।
একজন শ্রমিক মূর্ত্তি বানায়।
    অন্য শ্রমিকরা সোনা-রূপা দিয়ে মূর্ত্তির জন্য অলঙ্কার বানায়।
20 আসল অংশের জন্য তারা বেছে নেয় বিশেষ কাঠ,
    কারণ বিশেষ ধরণের কাঠের পচন ধরে না।
তারপর তারা দক্ষ কাঠমিস্ত্রীর খোঁজ করে।
    তারপর ছুতোর মিস্ত্রী একটি “মূর্ত্তি” তৈরী করে যেটা পড়ে যাবে না।
21 তুমি নিশ্চয়ই আসল সত্যটা জানো, জানো না কি?
    তোমাকে নিশ্চয়ই অনেক বছর আগে কেউ বলেছে!
    তুমি নিশ্চয়ই বুঝতে পারছ কে পৃথিবীটা তৈরি করেছে!
22 প্রভুই সত্যিকারের ঈশ্বর!
    তিনি পৃথিবীর বৃত্তের ওপর বসে থাকেন।
তাঁর তুলনায় মানুষ ঘাস ফড়িং-এর মতো।
    বস্ত্রখণ্ডের মতো তিনি আকাশকে মেলে ধরেন।
    আকাশের তলায় বসার জন্য তিনি তাকে তাঁবুর মত বিছিয়ে ধরেন।
23 তিনি শাসকদের গুরুত্বহীন করেন,
    তিনি পৃথিবীর বিচারকদের করেন সম্পূর্ণ মূল্যহীন।
24 সেই সব শাসকরা চারা গাছের মতো, তাদের মাটিতে রোপন করা হয়,
    কিন্তু শিকড় গাড়ার আগেই
ঈশ্বর সেই সব চারা “গাছদের” ওপর দিয়ে বয়ে যান
    এবং সেই সব চারা গাছ মরে শুকনো হয়ে যায়।
    বাতাস তাদের খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যায়।
25 পবিত্র ঈশ্বর বলেন: “আমার সঙ্গে কারও তুলনা করতে পারবে কি?
    না! কেউ আমার সমান নয়।”

26 আকাশের দিকে তাকাও।
    তারাগুলি তৈরী করেছে কে?
    আকাশের “সেনাদের” সৃষ্টিকর্তা কে?
    কে সব তারাদের নাম জানে?
সত্যিকারের ঈশ্বর প্রচণ্ড শক্তিশালী ও ক্ষমতাবান,
    তাই কোন তারা হারিয়ে যায় না।

27 যাকোবের লোকরা, এসবই সত্য!
    ইস্রায়েল, তোমারও এইসব বিশ্বাস করা উচিৎ‌!
তবু কেন তোমরা বলছ, “আমরা কেমনভাবে জীবনযাপন করছি তা প্রভু দেখতে পাবেন না
    এবং আমাদের শাস্তি দিতে পারবেন না?”

28 তোমরা নিশ্চয়ই শুনেছো
    এবং জানো যে প্রভু ঈশ্বর অত্যন্ত জ্ঞানী।
    তিনি যা জানেন মানুষ তা শিখতে পারে না।
প্রভু কখনও ক্লান্ত হন না এবং তাঁর বিশ্রামের প্রয়োজন নেই।
    প্রভু পৃথিবীর সমস্ত প্রত্যন্ত অঞ্চল সৃষ্টি করেছেন।
    তিনি চিরকাল বেঁচে থাকবেন।
29 প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন।
    ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন।
30 যুবকরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়।
    তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়।
31 কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে।
    এইসব লোকরা শত দৌড়লেও দুর্বল হয় না,
    ক্লান্ত হয়ে পড়ে না।

প্রভু সনাতন সৃষ্টিকর্তা

41 প্রভু বলেন,
“দূরবর্তী দেশগুলি শান্ত হও, আমার কাছে এসো।
জাতিগুলি পুনরায় শক্তিমান হয়ে উঠুক।
    আমার কাছে এসে কথা বল।
আমরা একসঙ্গে বসে ঠিক করে নেব
    কে ঠিক কেই বা বেঠিক।
আমাকে এইসব প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ব থেকে আসা লোকটিকে কে জাগিয়েছিল?
    তিনি যেখানেই যান, ন্যায় তাঁর সঙ্গে আছে।
তিনি তাঁর তরবারি দিয়ে জাতিগুলিকে পরাস্ত করেন।
    তারা ধূলো বালিতে পরিণত হয়।
তিনি তাঁর ধনুকের সাহায্যে রাজাদের পরাজিত করেন।
    তারা বাতাসে উড়ে যাওয়া খড়কুটোর মতো পালিয়ে যায়।
তিনি সেনাদের ধাওয়া করেন, কিন্তু কখনও আঘাত পান না।
    যেখানে তিনি কখনও যাননি সে সব স্থানে যাবেন।
এসব ঘটনার কারণ কে?
    কে এইসব করেছেন?
কে প্রথম থেকেই সব মানুষকে ডাক দিয়েছিল?
    আমি প্রভু, এসব করেছিলাম।
    আমি প্রভু, আমিই প্রথম, আমিই শেষ।
তোমরা, দূরবর্তী স্থানের লোকরা তাকাও।
    ভীত হও!
তোমরা পৃথিবীর দূরবর্তী স্থানের লোকেরা
    ভয়ে কাঁপো।
এখানে এসে আমার কথা শোন
    এবং তারা এসেছিল।

“শ্রমিকরা একে অন্যকে সাহায্য করে। শক্তিশালী হতে একে অন্যকে উৎসাহ দেয়। একজন কর্মী মূর্ত্তি বানানোর জন্য কাঠ কাটে। সে স্বর্ণকারদের উৎসাহিত করে। অন্য শ্রমিক হাতুড়ি দিয়ে ধাতুকে মসৃণ করে তোলে। তারপর সেই কর্মীটি অন্য কর্মীকে ভারী ধাতব খোপের মধ্যে ধাতুটি ঢেলে তাকে পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করার জন্য উৎসাহিত করে। ঐ শেষ শ্রমিকটি ধাতব কাজের সম্বন্ধে বলে: ‘এইটি ভালো। এটি খুলে আসবে না।’ তারপর সে মূর্ত্তিটিকে পেরেক দিয়ে কোন একটি ভিত্তির ওপর এমন ভাবে বসিয়ে দেয় যাতে সেটা নড়তে বা পড়তে না পারে!”

একমাত্র প্রভুই আমাদের রক্ষা করতে পারেন

প্রভু বলেন, “ইস্রায়েল, তুমি আমার দাস।
    যাকোব, তোমাকে আমি বেছে নিয়েছি।
    তুমি অব্রাহামের পরিবার থেকে এসেছ যে আমাকে ভালবাসত।
তুমি বহু দূরের দেশে ছিলে,
    কিন্তু আমি তোমার কাছে পৌঁছে যাই।
আমি তোমাকে দূরস্থান থেকে ডেকেছিলাম।
    আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সেবক।
আমি তোমাকে বেছে নিয়েছি
    এবং আমি তোমাকে বাতিল করিনি।
10 চিন্তিত হয়ো না, আমি তোমার সঙ্গে আছি।
    ভীত হবে না, আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তিশালী করব।
    তোমাকে সাহায্য করব।
তোমাকে আমার ভাল দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব।
11 দেখো, কিছু লোক তোমার ওপর ক্রুদ্ধ।
    কিন্তু তারা লজ্জিত হবে।
যারা তোমার সঙ্গে তর্ক করে তারা হেরে যাবে এবং অদৃশ্য হবে।
12 যারা তোমার বিরুদ্ধাচরণ করে
    তাদের তুমি খুঁজবে কিন্তু দেখতে পাবে না।
যে সব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল
    তারা সকলেই পুরোপুরি ভাবে অদৃশ্য হয়ে যাবে।
13 আমি প্রভু তোমার ঈশ্বর,
    তোমার ডান হাত ধরে আমি আছি।
এবং আমি তোমাকে বলি, ‘ভীত হবে না!
    আমি তোমাকে সাহায্য করব।’
14     মূল্যবান যিহূদা ভীত হবে না!
    আমার প্রিয় ইস্রায়েলের লোকরা ভয়চকিত হবে না!
আমি সত্যিই তোমাদের সাহায্য করব।”

প্রভু নিজেই ঐসব বলেন।

ইস্রায়েলের পবিত্রতম (ঈশ্বর)
    যিনি রক্ষাকর্তা তিনিই এইসব বলেছেন:
15 “দেখ, আমি তোমাকে একটা নতুন শস্য মাড়া যন্ত্রের মতো বানিয়েছি।
    সেই যন্ত্রের অনেকগুলো ধারালো ছুরি আছে।
কৃষকরা এইসব ব্যবহার করে খোসা ভাঙার কাজে, যাতে তারা শস্য থেকে আলাদা হতে পারে।
    তুমি পর্বতগুলিকে ঐ শস্য মাড়ার মতো ভেঙে ফেলবে।
16 তুমি তাদের বাতাসে ছুঁড়ে ফেলবে।
    বাতাস তাদের বয়ে নিয়ে দূরে চলে যাবে এবং বিক্ষিপ্ত করবে।
তখন তুমি খুশী হবে এবং প্রভুর মধ্যে স্থিত হয়ে আনন্দ করবে।
    ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বরের জন্য তুমি গর্বিত হবে।”

17 “দরিদ্র ও অভাবী লোকরা জলের জন্য খোঁজ করবে।
    কিন্তু তারা খুঁজে পাবে না।
    তারা তৃষ্ণার্ত, তাদের জিহ্বা শুষ্ক।
আমি, ইস্রায়েলের ঈশ্বর, তাদের প্রার্থনার জবাব দেব।
    আমি তাদের ত্যাগ করব না, মরতে দেব না।
18 আমি শুকনো পাহাড়ের ওপর দিয়ে নদীকে প্রবাহিত করাব।
    উপত্যকায় উপত্যকায় বইয়ে দেব জলভরা নদী।
মরুকে করে তুলব জলে ভরা হ্রদ।
    জলপ্রবাহ বয়ে যাবে শুকনো ভূমিতে।
19 মরুভূমিতে গাছ জন্মাবে।
    সেখানে থাকবে এরস, বাবলা, জলপাই, তাশূর, দেবদারু ও পাইন গাছ।
20 লোকরা এই জিনিসগুলি দেখবে
    এবং তারা জানতে পারবে প্রভুই এই কর্ম করেছেন।
মানুষ এইসব দেখতে পাবে,
    তারা বুঝতে শুরু করবে যে
    ইস্রায়েলের পবিত্রতম (ঈশ্বর) এগুলি সৃষ্টি করেছেন।”

মূর্ত্তিকে প্রভুর প্রত্যাখান

21 যাকোবের রাজা প্রভু বলেন, “এস। আমাকে তোমার যুক্তি বল। আমাকে তোমরা প্রমাণ দেখাও এবং আমরা ঠিক করে দেব কোনটা সঠিক। 22 তোমাদের মূর্ত্তিদের এসে আমাদের বলা উচিৎ‌ কি ঘটেছে। শুরুতে কি কি ঘটেছিল? ভবিষ্যতে কি ঘটবে? বলুক আমাদের! আমরা তাদের কাছ থেকে শুনব। তখন আমরা জানতে পারব পরে কি ঘটবে। 23 পরে কি কি ঘটবে তা তোমরা আমাদের জানাও। তারপর আমরা তোমাদের সত্যিকারের দেবতা বলে বিশ্বাস করব। কিছু কর! ভাল না হয় মন্দ কিছু একটা করে দেখাও! তখন আমরা মেনে নেব তুমি জীবন্ত এবং তোমাকেই আমরা মেনে চলব।

24 “দেখো। তোমরা মূর্ত্তিরা আসলে কিছুই নও। তোমরা কিছুই করতে পারবে না! যে কোন অকর্মণ্য লোকই তোমার পূজা করতে চাইবে।”

প্রভু প্রমাণ করবেন তিনিই একমাত্র ঈশ্বর

25 “আমি উত্তর দিকে একটি লোককে জাগালাম।
    সে পূর্বদিক থেকে, যেখানে সূর্যোদয় হয়, সেখান থেকে আসছে।
    সে আমার নাম জপ করে।
যে মানুষ ঘট তৈরী করে সে ভিজে মাটির ওপর দিয়ে হাঁটে।
    ঠিক একই রকম ভাবে এই বিশেষ লোকটি রাজাদের পদদলিত করে।

26 “কে আমাদের এইসব ঘটার আগেই বলেছিল?
    তাকেই আমাদের ঈশ্বর বলা উচিৎ‌।
তোমাদের মধ্যে কোন মূর্ত্তি কি এইসব বলেছিল?
    না! সেই সব মূর্ত্তিদের কেউই কিছু বলতে পারে নি।
সেই সব মূর্ত্তিরা কোন কথাই বলতে পারে নি।
    তারা তোমাদের কোন কথা শুনতেও পায় নি।
27 আমি প্রভু, সর্বপ্রথম সিয়োনকে এইসব ঘটনার কথা বলি।
    আমি জেরুশালেমে এই বার্তা নিয়ে একজন বার্তাবাহক পাঠিয়েছিলাম:
    ‘দেখ তোমাদের লোকরা ফিরে আসছে।’”

28 আমি ঐসব মূর্ত্তিদের দেখেছিলাম।
    তারা কেউই কোন কিছু বলার মত
    যথেষ্ট জ্ঞানী নয়।
আমি তাদের প্রশ্ন করেছিলাম
    কিন্তু তারা কোন উত্তর দিতে পারেনি।
29 এইসব দেবতারা আসলে কিছু নয়।
    তারা কিছুই করতে পারে না।
    সেই সব মূর্ত্তিগুলি আসলে একেবারে মূল্যহীন।

প্রভুর বিশেষ দাস

42 “আমি আমার দাসের দিকে তাকাই!
    আমি তাকে সমর্থন করি।
    সে হচ্ছে সেই জন, যাকে আমি বেছে নিয়েছিলাম।
    আমি তাকে নিয়ে সন্তুষ্ট।
তার ওপর আমি আমার আত্মা রেখেছি।
    সে ন্যায়সঙ্গত ভাবে জাতিসমূহের বিচার করবে।
পথে-ঘাটে সে চিৎকার করবে না।
    সে তীব্র চিৎকার করবে না অথবা তার গলা লোকদের মধ্যে শোনা যাবে এমন করবে না।
সে ভদ্র হবে, জলাশয়ের ধারে গজিয়ে ওঠা আগাছা সে কখনও ভাঙবে না।
    দুর্বল আগুনকেও সে কখনও নিভিয়ে দেবে না।
    সে ন্যায়ভাবে বিচার করবে এবং সত্যকে প্রকাশ করবে।
পৃথিবীতে ন্যায় বিচার না আনা পর্যন্ত সে দুর্বল হবে না,
    অথবা নিষ্পেষিত হবে না।
দূরবর্তী স্থানের লোকরা তার শিক্ষামালায় আস্থাবান হবে।”

প্রভু শাসক, প্রভুই বিশ্বের সৃষ্টিকর্তা

প্রভু প্রকৃত ঈশ্বর, তিনিই এইসব বলেছেন। প্রভু আকাশ বানিয়েছেন। তিনি আকাশকে সারা বিশ্বের ওপর ছড়িয়ে দিয়েছেন। তিনি পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীর ওপর যারা হেঁটে বেড়ায় তাদের প্রত্যেক লোককে তিনি একটি আত্মা দেন।

“আমি তোমাদের প্রভু, সঠিক কাজ করতে তোমাদের ডেকেছিলাম।
    আমি তোমাদের হাত ধরেছি।
আমি তোমাদের রক্ষা করেছি এবং তোমাদের মাধ্যমে আমি লোকদের সঙ্গে একটি চুক্তি করেছি।
    তুমি সমস্ত জাতিগুলির জন্য একটি আলোস্বরূপ হবে।
তুমি অন্ধ লোকের চোখ খুলে দেবে এবং তারা সব কিছু দেখতে পাবে।
    বহুলোক কয়েদখানায় বন্দী; তুমি তাদের মুক্ত করে দেবে।
    বহুলোক বাস করে অন্ধকারে, জেলের থেকে বাইরে আসবার জন্য তাদের তুমি নেতৃত্ব দেবে।

“আমিই প্রভু।
    আমার নাম যিহোবা।
আমার মহিমা আমি অপরকে দেব না।
    যে মহিমা আমার পাওয়া উচিৎ‌ সেই প্রশংসা মূর্ত্তিদের আমি নিতে দেব না।
শুরুতেই আমি বলেছিলাম, কিছু একটা ঘটবে।
    এবং ঐসব জিনিস ঘটেছিল।
এবং এখন অন্য কিছু ঘটার আগেই,
    তোমাদের আমি ভবিষ্যতে কি ঘটবে সে সম্বন্ধে জানাব।”

ঈশ্বরের প্রশংসা গীত

10 প্রভুর উদ্দেশ্যে গাও নতুন গান।
    তোমরা দূর দেশের লোকরা,
    তোমরা দূর দেশের নাবিকরা,
    তোমরা সমুদ্রের প্রাণীরা,
    তোমরা দূরবর্তী জায়গার লোকরা প্রভুর প্রশংসা কর!
11 মরুভূমি ও শহর, পূর্ব ইস্রায়েলের কেদরের গ্রামগুলি
    প্রভুর প্রশংসা কর।
শেলাবাসীরা আনন্দগীত গাও!
    পর্বতশৃঙ্গ থেকে তোমরা গেয়ে ওঠ।
12 তারা প্রভুকে মহিমাম্বিত করুক।
    দূর দেশের লোকরা প্রভুর প্রশংসা করুক।
13 প্রভু বলবান সৈন্যের মত চলে যাবেন!
    তিনি হবেন যুদ্ধ করতে প্রস্তুত মানুষের মত।
তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠবেন।
    তিনি কাঁদবেন, উচ্চস্বরে চিৎকার করবেন এবং তার শত্রুদের পরাজিত করবেন।

ঈশ্বর প্রচণ্ড ধৈর্য্যশীল

14 “দীর্ঘদিন ধরে আমি কিছুই বলিনি।
    আমি নিজেকে সংযত করে রেখেছিলাম, বলিনি কোন কিছুই।
কিন্তু এখন আমি প্রসব করতে যাচ্ছে এমন এক মহিলার মতো চিৎকার করে কাঁদব।
    আমি জোরে জোরে সশব্দে প্রশ্বাস নেব।
15 আমি পাহাড়-পর্বত ধ্বংস করব।
    আমি সেখানে জন্মানো সমস্ত গাছপালাকে শুকিয়ে দেব।
আমি নদীকে পরিণত করব শুকনো জমিতে।
    আমি জলাশয়কে শুকিয়ে দেব।
16 তারপর আমি অন্ধদের নেতৃত্ব দেব এক অজানা পথে
    যে সব স্থানে তারা কখনও যায়নি।
অন্ধদের নিয়ে যাব সেই সব স্থানে।
    তাদের জন্য অন্ধকারকে আলোময় করে দেব।
রুক্ষ জমিকে মসৃণ করে তুলব।
    আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা সবই করব
    এবং আমার লোকদের ছেড়ে যাব না!
17 কিন্তু কেউ কেউ আমাকে মেনে চলা বন্ধ করেছে।
    ঐসব লোকদের সোনায় বাঁধানো মূর্ত্তি আছে।
তারা ঐসব মূর্ত্তিদের বলে, ‘তোমরাই আমাদের দেবতা।’
    যে লোকরা তাদের মূর্ত্তিগুলিতে আস্থা রাখে, তারা মুখ ফিরিয়ে নেবে এবং লজ্জা পাবে।

ঈশ্বরের কথা শুনতে নারাজ ইস্রায়েল

18 “তোমরা, বধির লোকরা আমার কথা তোমাদের শোনা উচিৎ‌।
    অন্ধ লোকরা, তোমাদের আমাকে দেখা এবং আমার দিকে তাকানো উচিৎ‌।
19 সারা পৃথিবীতে আমার সেবক (ইস্রায়েলের লোকজন) সবচেয়ে অন্ধ।
    যে বার্তাবাহককে আমি পৃথিবীতে পাঠিয়েছি সেই সবচেয়ে বধির।
যে লোকটির সঙ্গে আমি বন্দোবস্ত করেছিলাম, প্রভুর দাস সে-ই সবচেয়ে বেশী অন্ধ।
20 আমার দাস অনেক মহান জিনিষ দেখেছে,
    কিন্তু সে সেসবের প্রতি মনোযোগ দেয় না।
সে কানে শুনতে পায়
    কিন্তু সে মানতে চায় না।”
21 প্রভু চান তাঁর সেবকরা ভাল হোক্।
    প্রভু চান তাঁর আশ্চর্যজনক শিক্ষামালাকে তারা শ্রদ্ধা করুক।
22 কিন্তু লোকগুলিকে দেখো।
    অন্য লোকরা তাদের পরাজিত করেছে এবং তাদের জিনিস চুরি করে নিয়েছে।
প্রতিটি যুবক ভীত।
    তারা জেলে বন্দী।
লোকরা তাদের সব টাকা ছিনিয়ে নিয়েছে।
    তাদের রক্ষা করার কেউ নেই।
অন্যরা তাদের টাকা নিয়ে নিয়েছে।
    “এই টাকা ফিরিয়ে দিয়ে যাও,” একথা বলার মতোও কেউ নেই।

23 তোমাদের কেউ কি ঈশ্বরের বাক্য শুনেছিলে? না! কিন্তু তোমাদের উচিৎ‌ কাছ থেকে তাঁর কথা শোনা, এবং যা ঘটেছে সে সম্পর্কে মনোযোগ দেওয়া। 24 যাকোব ও ইস্রায়েল থেকে লোকদের ধনসম্পদ নিতে কে দিয়েছিল? প্রভুই তাদের এসব কাজ করার অনুমতি দিয়েছিলেন। আমরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছিলাম। তাই প্রভু আমাদের ধনসম্পদ নিয়ে নিতে লোকদের অনুমতি দিয়েছিলেন। ইস্রায়েলের লোকরা প্রভুর বিধির প্রতি মনোযোগ দেয় নি। প্রভু যে ভাবে চেয়ে ছিলেন সে ভাবে ইস্রায়েলের লোকরা জীবনযাপন করেনি। 25 তাই প্রভু তাদের ওপর ক্রুদ্ধ হন। তিনি তাদের বিরুদ্ধে শক্তিশালী যুদ্ধ ঘটিয়েছিলেন। এমন হয়েছিল ঠিক যেন ইস্রায়েলের লোকরা আগুন দিয়ে ঘেরা ছিল। কিন্তু তারা কি ঘটছিল তা জানত না। ঘটনাটা ছিল তাদের পুড়ে যাওয়ার মতোই। কিন্তু যা ঘটছিল তারা তা বোঝার চেষ্টা করেনি।

ঈশ্বর সব সময় তার লোকদের সঙ্গে আছেন

43 আমি যাকোব, প্রভু, তোমার সৃষ্টিকর্তা! ইস্রায়েল, প্রভুই তোমার সৃষ্টিকর্তা। এখন প্রভু বলেন, “ভীত হয়ো না। আমি তোমাকে রক্ষা করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি। তুমি আমারই। তুমি যখনই সমস্যায় পড়বে আমি তোমার পাশে থাকব। নদী পার হতেও তোমার কষ্ট হবে না। আগুনের মধ্যে দিয়ে হাঁটার সময়ও তুমি দগ্ধ হবে না; অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না। কারণ আমি, প্রভু তোমার ঈশ্বর। আমি ইস্রায়েলের পবিত্রতম তোমার রক্ষাকর্তা। আমি তোমার জন্য মূল্য দিতে মিশরকে দিয়েছিলাম। আমি তোমাকে আমার করতে কূশ ও সবা দিয়েছিলাম। তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাকে সম্মান করি। আমি তোমাকে ভালবাসি এবং আমি সব দেশসমূহ এবং জাতিগুলি তোমাকে দেব যাতে তুমি বাঁচতে পার।

“সুতরাং ভীত হবে না! আমি তোমার সঙ্গে আছি। আমি একত্রিত করব তোমাদের শিশুদের এবং ফিরিয়েও দেব। আমি তাদের প্রাচ্য ও পাশ্চাত্য থেকে এনে দেব। উত্তরকে আমি বলব: আমার লোকদের আমাকে দিয়ে দাও। দক্ষিণকে বলব: আমার লোকদের বন্দী করে রেখো না। দূরবর্তী স্থান থেকে আমার পুত্রকন্যাদের আমার কাছে ফেরৎ‌ দিয়ে দাও। আমার সব লোকদের যাদের কাছে আমার নাম আছে, আমার কাছে ফিরিয়ে দাও। আমি ঐসব লোকদের নিজের জন্যই সৃষ্টি করেছিলাম। আমি তাদের সৃষ্টিকর্তা, তারা আমারই।”

ঈশ্বর বলেন, “চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ তাদের বাইরে বার কর। কান থাকা সত্ত্বেও যারা বধির তাদের বাইরে বার কর।[a] প্রত্যেক মানুষের ও প্রত্যেক দেশের একত্রিত হওয়া উচিৎ‌। হতে পারে, তাদের কারো মূর্ত্তি বলতে চেয়েছিল প্রথমে কি ঘটেছিল। তাদের উচিৎ‌ তাদের সাক্ষীদের নিয়ে আসা। সাক্ষীদের উচিৎ‌ সত্য কথা বলা। এটা দেখাবে যে তারা সঠিক।”

10 প্রভু বলেন, “তোমরা লোকরা আমার সাক্ষী। তোমরা হচ্ছো সেই দাস, যাদের আমি বেছে নিয়েছিলাম। আমি তোমাদের বেছে নিয়েছিলাম যাতে তোমরা আমাকে জানতে পার এবং আমাকে বিশ্বাস করতে পার। আমি তোমাদের বেছে ছিলাম যাতে তোমরা উপলদ্ধি করতে পার যে ‘আমি হলাম ঈশ্বর।’ আমি সত্যিকারের ঈশ্বর। আমার আগে কোন দেবতা ছিল না এবং আমার পরে কোন দেবতা থাকবে না। 11 আমি নিজেই হলাম প্রভু। অন্য কোন পরিত্রাতা নেই, আমিই একমাত্র পরিত্রাতা। 12 আমিই একমাত্র ঈশ্বর যে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি তোমাদের রক্ষা করেছিলাম। এসব কথা আমি তোমাদের বলেছি। এমন নয় যে তোমাদের সঙ্গে কেউ ছিল যে একজন অপরিচিত লোক। তোমরা আমার সাক্ষী এবং আমি ঈশ্বর।” (প্রভু নিজেই এইসব কথা বলেছেন।) 13 “আমি সব সময়ই ঈশ্বর। যখন আমি কিছু করি তখন আমার কাজের কেউই পরিবর্তন ঘটাতে পারবে না। এমন কি আমার ক্ষমতা থেকে কেউ কোন লোককে রক্ষা করতে পারবে না।”

14 প্রভু, ইস্রায়েলের পবিত্রতম, তোমাদের ত্রাণকর্ত্তা বলেন, “আমি বাবিলে তোমাদের জন্য সেনা পাঠাব। সমস্ত তালাবন্ধ ফটক আমি ভেঙে ফেলব এবং কল‌্দীয়দের গানগুলি বিলাপে পর্যবসিত হবে। 15 আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর। আমি ইস্রায়েলের সৃষ্টিকর্তা। আমি তোমাদের রাজা।”

ঈশ্বর আবার তাঁর লোকদের বাঁচাবেন

16 প্রভু সমুদ্রের মধ্যে দিয়ে সড়ক বানাবেন। নিজের লোকদের জন্য এমনকি জলের মধ্যে দিয়ে তিনি রাস্তা গড়ে দেবেন। এবং প্রভু বলেন, 17 “যারা যুদ্ধযান, ঘোড়সওয়ার ও সেনাবলে বলীয়ান হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা পরাজিত হবে। তারা আর কখনও উঠতে পারবে না। তাদের বিনাশ ঘটবে। মোমবাতির শিখা যেমন করে নিভিয়ে দেওয়া হয় সেই ভাবে তাদের থামানো হবে। 18 তাই শুরুতে যেসব ঘটনা ঘটেছিল তা আর মনে কোরো না। যা বহুকাল আগে ঘটে গেছে তা আর স্মরণ কোরো না। 19 কেন না এখন আমি নতুন কিছু করব। এখন তোমরা নতুন গাছের মতো বেড়ে উঠবে। তোমরা নিশ্চিত ভাবেই জান এটা সত্য। সত্যিই আমি মরুভূমিতে রাস্তা বানাব। শুষ্ক জমিতে সত্যিই আমি নদী তৈরী করব। 20 মরুভূমিতে জল জোগানোর পর বন্য জন্তুরা, যেমন শিয়াল এবং উটপাখী আমাকে সম্মান জানাবে। আমার বেছে নেওয়া লোকেদের জন্য, আমার নিজের লোকদের জন্য আমি জলের ব্যবস্থা করব। 21 এই লোকদের তো আমিই সৃষ্টিকর্তা এবং এরা আমার প্রশংসা করে গান গাইবে।

22 “যাকোব, তুমি আমার কাছে প্রার্থনা করনি। কেন? কারণ তোমরা ইস্রায়েলের লোকরা আমার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছ। 23 তোমরা তোমাদের মেষকে আমার জন্য উৎসর্গ করতে আন নি। তোমরা আমাকে সম্মান জানাও নি। তোমরা আমার জন্য বলি দাও নি। আমার উদ্দেশ্যে বলি দেবার জন্য আমি তোমাদের বাধ্য করিনি। আমি তোমাদের ধূপ জ্বালাতে বাধ্য করিনি। 24 তাই তোমরা আমাকে সম্মান জানাবার জন্য সামগ্রী ক্রয় করতে অর্থ ব্যয় করনি। হোমবলির চর্বি দিয়ে তোমরা আমাকে সন্তুষ্ট করনি। কিন্তু তোমরা তোমাদের পাপসমূহ দিয়ে আমাকে ভারাক্রান্ত করেছিলে। তোমাদের কুকর্মসমূহ আমাকে খুব পরিশ্রান্ত করে তুলেছে।

25 “আমি, আমিই একমাত্র যে তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। নিজেকে খুশি করতে এইসব আমি করি! তোমাদের পাপের কথা আমি মনে রাখব না। 26 আমাকে মনে করিয়ে দিও (তোমাদের প্রশংসনীয় গুনের কথা)। আমাদের এক সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিৎ‌ কোনটা ঠিক। তোমাদের কৃতকর্মের কথা আমাকে বলা উচিৎ‌ এবং প্রমাণ কর যে তোমরা ঠিক। 27 তোমাদের প্রথম পিতা পাপী। তোমাদের আইনজীবিরা আমার বিরুদ্ধাচরণ করেছে। 28 আমি তোমাদের পবিত্র শাসকদের অপবিত্র করেছি। আমি যাকোবকে ধ্বংসের এবং ইস্রায়েলকে অভিশাপের শাস্তি দিয়েছি।”

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International