Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 140-145

সঙ্গীত পরিচালকের প্রতি। দায়ূদের একটি প্রশংসা গীত।

140 প্রভু মন্দ লোকদের হাত থেকে আমায় রক্ষা করুন।
    নৃশংস লোকের থেকে আমায় রক্ষা করুন।
ওই লোকরা মন্দ কাজ করার পরিকল্পনা করে।
    ওই লোকরা সর্বদাই লড়াই করে।
ওদের জিভ বিষধর সাপের মত।
    ওদের জিভের নীচে সাপের মতই বিষ থাকে।

প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন।
    নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন; ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে।
ওই উদ্ধত লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে।
    আমাকে ধরার জন্য ওরা জাল বিছিয়েছে।
    ওরা আমার পথে ফাঁদ পেতেছে।

প্রভু, আপনিই আমার ঈশ্বর।
    প্রভু আমার প্রার্থনা শুনুন।
প্রভু, আপনি আমার শক্তিশালী প্রভু; আপনি আমার পরিত্রাতা।
    আপনি আমার শিরস্ত্রাণের মত যেটা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে।
ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না।
    তাহলে ওরা নিজেদের ছাড়িয়ে যাবে।
প্রভু, ঐ লোকরা দুষ্ট। ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না।
    ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না; নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে।

হে প্রভু, আমার শত্রুকে জয়ী হতে দেবেন না; ওরা সবসময়েই মন্দ ফন্দি আঁটে।
    ওদের খারাপ ফন্দিগুলো যেন ওদের ক্ষেত্রেই ঘটে।
10 ওদের মাথায় জ্বলন্ত কয়লা ঢেলে দিন।
    আমার শত্রুদের আগুনে ফেলে দিন।
    ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে।
11 প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না।
    ওই মন্দ লোকদের প্রতি যেন মন্দ ঘটনাই ঘটে।
12 আমি জানি প্রভু ন্যায়সঙ্গভাবে দরিদ্রদের বিচার করেন।
    ঈশ্বর সহায়হীনকে সাহায্য করেন।
13 হে প্রভু, সৎ‌ ও ভাল লোকরা আপনার নামের প্রশংসা করবে।
    সৎ‌ লোকরা আপনার উপাসনা করবে।

দায়ূদের প্রশংসা গীতের অন্যতম।

141 প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি।
    যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন।
    শীঘ্রই আমাকে সাহায্য করুন!
প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন; এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়।
    এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মত হয়।

প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই;
    আমি যেন কোন মন্দ কথা না বলি।
মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না।
    মন্দ লোকরা যা করে আনন্দ পায়
    আমাকে তার সামিল হতে দেবেন না।
একজন সৎ‌ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে।
    সেটা তারই দয়া।
আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে।
    সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে; তাও আমি মেনে নেবো।
কিন্তু মন্দ লোকরা যে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো।
ওদের শাসকদের শাস্তি পেতে দিন।
    তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম।

লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়।
    একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে।
হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি।
    আমি আপনাকে বিশ্বাস করি। আমাকে মরে যেতে দেবেন না।
মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে।
    আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না।
    ওরা যেন ওদের ফাঁদে আমার ধরতে না পারে।
10 দুষ্ট লোকরা নিজেরাই যেন নিজেদের ফাঁদে পড়ে।
    এবং আমি যেন অনাহত ভাবে চলে যেতে পারি।

দায়ূদের একটি মস্কীল। যখন তিনি গুহায় ছিলেন সেই সময় থেকে একটি প্রার্থনা।

142 আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকবো।
    আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।
আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো।
    আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো।
আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে।
    আমি সমর্পণ করতে প্রস্তুত।
    কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি হচ্ছে।

আমি চারদিকে দেখি,
    কিন্তু আমি আমার কোন বন্ধু দেখি না।
আমার পালানোর কোন জায়গা নেই।
    কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না।
তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম।
    “প্রভু, আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল।
    প্রভু আপনিই আমায় বাঁচতে দিতে পারেন।”
হে প্রভু, আমার প্রার্থনা শুনুন
    কারণ আমি অসহায়।
যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।
    ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী।
আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন
    যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি।
এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদ্‌যাপন করবে,
    কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন।

দায়ূদের প্রশংসা গীতের অন্যতম।

143 প্রভু, আমার প্রার্থনা শুনুন।
    এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন।
    আমাকে দেখান যে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত।
আমি আপনার দাস, আমাকে বিচার করবেন না।
    কারণ কোন জীবিত ব্যক্তি আপনার সামনে কখনই নির্দোষ বলে বিবেচিত হতে পারে না।
    সারা জীবন ধরে আমি কি কখনও নিষ্পাপ বলে বিবেচিত হব।
কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে।
    তারা আমার জীবনকে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে।
দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত
    ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে।
আমি ত্যাগ করতে প্রস্তুত।
    আমি আমার সাহস হারিয়ে ফেলেছি।
কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে।
    বহু বিষয়, যেগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি।
    আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি।
প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি,
    যেমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি।

শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু।
    আমি সাহস হারিয়েছি।
আমার থেকে বিমুখ হবেন না।
    কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না।
প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন।
    আমি আপনাতে বিশ্বাস রাখি।
আমার যা করণীয় তা আমায় দেখান।
    আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!
প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি।
    শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।
10 আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান।
    আপনি আমার ঈশ্বর।
আপনার মহৎ‌‌ উদ্দীপনা দিয়ে
    আমায় সঠিক পথে এগিয়ে দিন।
11 প্রভু আমাকে বাঁচতে দিন,
    তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে।
আপনি যে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান
    এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।
12 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন
    এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন।
তাদের পরাজিত করুন
    এবং তাদের ধ্বংস করুন।

দায়ূদের একটি গীত।

144 প্রভু আমার শিলা,
    আমার নিরাপদ স্থান; প্রভুর প্রশংসা কর!
প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন।
    তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন।
প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন।
    উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল,
প্রভুই আমায় উদ্ধার করেন।
    প্রভুই আমার ঢাল।
আমি তাঁকে বিশ্বাস করি।
    আমার লোকদের তিনি আমার অধীনস্থ করেন।

প্রভু, লোকরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?
    কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন।
একজন লোকের জীবন বাতাসের ফুত্‌কারের মত।
    একজন মানুষের জীবন চলমান ছায়ার মত।

প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন।
    পর্বত স্পর্শ করুন, পর্বত থেকে ধোঁয়া বেরিয়ে আসবে।
হে প্রভু, আপনি বিদ্যুতের চমক পাঠান এবং আমার শত্রুদের ছত্রভঙ্গ করুন।
    আপনার “তীরগুলি” নিক্ষেপ করুন এবং তাদের পালাতে বাধ্য করুন।
প্রভু, স্বর্গ থেকে নেমে আসুন এবং আমায় রক্ষা করুন!
    শত্রুর সাগরে আমাকে ডুবে যেতে দেবেন না।
    এইসব বিদেশীদের হাত থেকে আমায় রক্ষা করুন।
এই শত্রুরা মিথ্যাবাদী।
    ওরা এমন কথা বলে যা সত্য নয়।

প্রভু যে সব বিস্ময়কর কাজ আপনি করেন, সে সম্পর্কে আমি একটা নতুন গান গাইবো।
    দশতারা বীণা বাজিয়ে আমি আপনার প্রশংসা করবো।
10 রাজাদের তাঁদের যুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন।
    প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন।
11 এই বিদেশীর হাত থেকে আমায় রক্ষা করুন।
    এইসব শত্রুরা মিথ্যাবাদী।
    ওরা এমন কথা বলে যা সত্য নয়।

12 আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত।
    আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মত।
13 আমাদের গোলাগুলি
    সব রকম ফসলে পূর্ণ।
আমাদের চারণক্ষেত্রে
    হাজারে হাজারে মেষ রয়েছে।
14     আমাদের সৈন্যরা সুরক্ষিত।
কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না।
    আমরাও যুদ্ধ করতে যাচ্ছি না।
রাস্তাগুলোতে লোকজন চিৎকার করছে না।

15 এই রকম সময় লোকজন ভীষণ খুশী।
    প্রভু যদি স্বয়ং তাদের ঈশ্বর হন লোকজন ভীষণ খুশী হয়।

দায়ূদের একটি ভজন।

145 হে আমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি।
    চিরদিনের জন্য এবং অনন্তকালের জন্য আমি আপনার নামকে আশীর্বাদ করি।
প্রতিদিন আমি আপনার প্রশংসা করি।
    চিরদিনের জন্য আমি আপনার নামের প্রশংসা করি।
প্রভু মহান; লোকজন ভীষণভাবে তাঁর প্রশংসা করে।
    যে সব মহৎ‌‌ কাজ তিনি করেন, তা আমরা গুনতে পারি না।
প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে।
    আপনি যে মহৎ‌‌ কাজ করেন তার সম্পর্কে তারা বলবে।
আপনার মহত্ব এবং মহিমা দুইই চমৎ‌‌কার।
    আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো।
প্রভু, যে সব বিস্ময়কর কাজ আপনি করেন সে সম্পর্কে লোকে বলবে।
    আপনি যে সব মহৎ‌‌ কাজ করেন সে সম্পর্কে আমি বলবো।
আপনি যেসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকরা বলবে।
    লোকে আপনার ধার্ম্মিকতার গান গাইবে।

প্রভু দয়াময় এবং ক্ষমাশীল।
    প্রভু স্থিতধী এবং প্রেমে পরিপূর্ণ।
প্রতিটি লোকের জন্যই প্রভু মঙ্গলকর।
    প্রভু যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতিটি বস্তুর প্রতি তিনি করুণা প্রদর্শন করেন।
10 প্রভু, আপনি যা করেন, তাই আপনাকে প্রশংসা এনে দেয়।
    আপনার অনুগামীরা আপনার প্রশংসা করে।
11 তারা বলে আপনার রাজত্ব কত মহৎ‌‌।
    তারা আপনার মহত্ব সম্বন্ধে বলে।
12 তাই হে প্রভু, আপনি যে সব মহৎ‌‌ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে
    এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়।
13 প্রভু, আপনার রাজত্ব চির বিরাজমান থাকবে।
    আপনি চিরদিনই রাজত্ব করবেন।

14 পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন।
    যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন।
15 হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে।
    এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন।
16 হে প্রভু, আপনি আপনার হাত খুলে দিন
    এবং জীবিত প্রাণীদের যা কিছু প্রয়োজন তা দিন।
17 প্রভু যা কিছু করেন তা সবই ভালো।
    যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত।
18 যারা তাঁর সাহায্য প্রার্থনা করে, প্রভু ওই সব লোকের কাছেই থাকেন।
    তিনি তাঁর উপাসকদের অন্তরঙ্গ।
19 তাঁর অনুগামীরা যা চান প্রভু তাই করেন।
    তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন।
20 যারা তাঁকে ভালোবাসে, প্রভু তাদের রক্ষা করেন।
    কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন।
21 আমি প্রভুর প্রশংসা করবো!
    সব লোক যেন চিরদিন ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International