Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 133-139

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের গানের অন্যতম।

133 যখন ভাইরা সঙ্ঘবদ্ধ হয়ে একত্রিত বসে
    তখন সেটা কত সুন্দর ও মনোরম।
এটা যেন সেই সুগন্ধি তেলের মত যে তেল হারোণের মাথায় ঢালা হয়েছে
    এবং তার মাথা থেকে মুখ ও দাড়ি বেয়ে তার বিশেষ বস্ত্রে গড়িয়ে পড়েছে।
এটা হর্ম্মোণ পর্বত থেকে আগত মৃদু বৃষ্টির মত যেটা সিয়োন পর্বতের ওপর ঝরে পড়ছে।
    কারণ সিয়োনে প্রভু তাঁর আশীর্বাদ দিয়েছিলেন, অনন্তকালের জীবনের আশীর্বাদ।

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

134 তোমরা প্রভুর দাসরা
    যারা সারা রাত ধরে মন্দিরে তাঁর সেবা কর!
সেবকগণ দুহাত তুলে
    তোমরা প্রভুর প্রশংসা কর।
প্রভু সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন।
    প্রভু আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন।

135 প্রভুর প্রশংসা কর!
প্রভু নামের প্রশংসা কর!
    হে প্রভুর দাসগণ, তাঁর প্রশংসা কর!
তোমরা যারা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছো,
    আমাদের ঈশ্বরের মন্দিরের আঙিনায়, তারা তাঁর প্রশংসা কর।
প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো।
    তাঁর নামের প্রশংসা কর, কারণ তা অত্যন্ত মনোরম।

প্রভু যাকোবকে মনোনীত করেছেন।
    ইস্রায়েল ঈশ্বরের অধিকারভুক্ত।
আমি জানি প্রভু মহান!
    আমাদের প্রভু সব দেবতাদের চেয়ে মহান!
স্বর্গে এবং পৃথিবীতে, সমুদ্র বা গভীর মহাসাগরে
    ঈশ্বর যা চান তাই করতে পারেন।
ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন।
    ঈশ্বরই বৃষ্টি এবং বিদ্যুৎ সৃষ্টি করেন
    এবং ঈশ্বরই বাতাস সৃষ্টি করেন।
ঈশ্বর, মিশরবাসীদের প্রথম সন্তান এবং সেখানকার পশুদের প্রথম শাবককে ধ্বংস করেছিলেন।
ঈশ্বর, মিশরে অনেক চমৎ‌‌কার ও অলৌকিক কাজ করেছিলেন।
    এমনকি ফরৌণ এবং তার আধিকারিকদের জন্যও ঈশ্বর এইসব ঘটনা ঘটিয়েছিলেন।
10 ঈশ্বর অনেক জাতিকে পরাজিত করেছিলেন।
    অনেক শক্তিশালী রাজাকে ঈশ্বর হত্যা করেছিলেন।
11 ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন।
    বাশনের রাজা ওগকে ঈশ্বর পরাজিত করেছিলেন।
    কনানের সব রাজ্যগুলিকে ঈশ্বর পরাস্ত করেছিলেন।
12 এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন।
    তাদের ভূখণ্ড প্রভু তাঁর লোকদের দিয়েছেন।

13 প্রভু আপনার নাম চিরদিন ধরে বিখ্যাত থাকবে!
    প্রভু মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে।
14 প্রভু জাতিগুলিকে শাস্তি দিয়েছিলেন।
    কিন্তু প্রভু তাঁর সেবকদের প্রতি সদয় ছিলেন।
15 অন্যান্য লোকদের দেবতারা শুধুই সোনা ও রূপোর মূর্ত্তি।
    ওদের দেবতারা নিছকই মানুষের হাতের তৈরী মূর্ত্তি মাত্র।
16 ওই মূর্ত্তিগুলোর মুখ ছিলো কিন্তু কথা বলতে পেতো না।
    ওই মূর্ত্তিগুলোর চোখ ছিলো কিন্তু দেখতে পেতো না।
17 ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না।
    ওই মূর্ত্তিগূলোর নাক ছিলো কিন্তু ঘ্রাণ নিতে পারতো না।
18 যে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে!
    কেন? কারণ ওরা বিশ্বাস করে যে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে।

19 হে ইস্রায়েলের পরিবারবর্গ, প্রভুর প্রশংসা কর!
    হে হারোণের পরিবার, প্রভুর প্রশংসা কর!
20 হে লেবীয় পরিবার প্রভুর প্রশংসা কর!
    হে প্রভুর অনুগামীরা, প্রভুর প্রশংসা কর!
21 সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে,
    প্রভু প্রশংসা প্রাপ্ত হন।

প্রভুর প্রশংসা কর!

136 প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর।
    তাঁর প্রকৃত প্রেম বিরাজমান থাকে।
যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর!
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর!
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন!
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন!
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
দিনকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
10 মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
11 ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বার করে এনেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
12 ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
13 ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
14 ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম অনন্তকাল অব্যাহত থাকে।
15 ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
16 ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
17 ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
18 ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
19 ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
20 ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
21 ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
22 ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
23 যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
24 ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
25 ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
26 স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর।
    তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

137 বাবিলের নদীগুলির তীরে আমরা বসেছিলাম
    এবং যখন সিয়োনের কথা মনে পড়েছিল, তখন আমরা কেঁদেছিলাম।
আমরা আমাদের বীণাগুলি নিকটবর্তী বাইশী গাছে ঝুলিয়ে রেখেছিলাম।
বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো।
    ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো।
    ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো।
কিন্তু বিদেশ বিভুঁইতে
    আমরা প্রভুর গান গাইতে পারি না!
জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই,
    তাহলে যেন আমি বাজনা বাজাতে ভুলে যাই।
জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই,
    তাহলে যেন আবার আমি গান না গাই।
আমি প্রতিজ্ঞা করছি
    আমি তোমাকে কখনও ভুলবো না।

আমি প্রতিজ্ঞা করছি যে,
    জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে।
হে প্রভু, জেরুশালেমের পতনের দিন ইদোমীয়রা কি করেছিল মনে রাখবেন।
    তারা চিৎকার করে বলেছিল, “ভেঙে ফেলো, আমূল ভেঙে ফেলো!”
বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে!
    সেই লোকই ধন্য যে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়।
সেই মানুষের প্রশংসা হোক্ যে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, যেমন তুমি আমাদের আঘাত করেছিলে।
সেই লোক ধন্য যে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে
    আর তাদের পাথরে পিষে ফেলে।

দায়ূদের একটি গীত।

138 ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি।
    সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো।
ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি।
    আমি আপনার নাম প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি।
কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সব কিছুর ঊর্দ্ধে প্রতিষ্ঠা করেছে।
ঈশ্বর, আমি আপনার সাহায্য চেয়েছিলাম।
    আপনি আমায় সাড়া দিয়েছেন! আপনি আমায় শক্তি দিয়েছেন।

প্রভু, পৃথিবীর প্রত্যেকটা রাজা যখন শুনবে আপনি কি বলেন
    তখন তারা আপনার প্রশংসা করবে।
তারা প্রভুর পথের বন্দনা গান গাইবে
    কারণ প্রভুর মহিমা অত্যন্ত মহান।
যদিও ঈশ্বর মহিমান্বিত
    তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন।
আত্মগর্বী লোকরা কি করে তা ঈশ্বর জানেন,
    কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন।
হে ঈশ্বর, আমি সংকটে পড়েছি, আমায় বাঁচিয়ে রাখবেন।
    শত্রুরা যদি আমার প্রতি ক্রুদ্ধ হয়, ওদের হাত থেকে আমায় রক্ষা করবেন।
প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন।
    প্রভু, আপনার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।
প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন। তাই আমাদের ছেড়ে যাবেন না।

সঙ্গীত পরিচালকের প্রতি। দায়ূদের একটি প্রশংসা গীত।

139 প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন।
    আমার সম্পর্কে আপনি সবই জানেন।
আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন।
    বহু দূর থেকেই আপনি আমার চিন্তা-ভাবনা জানতে পারেন।
প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন।
    আমি যা করি তার সবই আপনি জানেন।
প্রভু, আমি কিছু বলার আগেই
    আপনি বুঝে যান আমি কি বলতে চাই।
প্রভু, আপনি আমার সামনে পিছনে আমার চারদিকে রয়েছেন।
    নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন।
আপনি যা জানেন তাতে আমি বিস্ময়াভিভূত।
    এটা আমার বোধের অতীত।
যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে।
    হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না।
হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন।
    যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন।
প্রভু, যেখানে সূর্যের উদয় হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন।
    যদি আমি পশ্চিমের সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন।
10 সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে
    এবং আমায় পরিচালিত করে।

11 প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি,
    “দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে।
    নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে।”
12 কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়।
    প্রভু, রাত আপনার কাছে দিনের মতই উজ্জ্বল।
13 প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন।
    যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন।
14 প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমৎ‌‌কার ভাবে আমাকে সৃষ্টি করেছেন।
    আমি খুব ভালোভাবে জানি যে আপনি যা কিছু করেছেন সবই চমৎ‌‌কার।

15 আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন।
    মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন।
16 আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন।
    আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন।
প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন।
    তার মধ্যে একটাও হারিয়ে যায় নি।
17 আপনার চিন্তাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।
    ঈশ্বর আপনি কত জানেন!
18 যদি আমি আপনার চিন্তাগুলোকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশী হতো
    এবং যখন আমি শেষ করতাম, তখনও আমি আপনার সঙ্গে থাকতাম।

19 ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন।
ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন।
20     ওই মন্দ লোকরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে।
    ওরা আপনার নাম সম্পর্কে বাজে কথা বলে।
21 প্রভু যারা আপনাকে ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি।
    যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি।
22 আমি তাদের পুরোপুরি ঘৃণা করি!
    আপনার শত্রুরা আমারও শত্রু।
23 হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন।
    আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন।
24 দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা
    এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চির বিরাজমান থাকে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International