Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 108-114

দায়ূদের প্রশংসা গীতগুলির অন্যতম।

108 ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে
    আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত।
    হে বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য,
    সূর্যকে জাগিয়ে দাও!
হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো।
    অন্যান্য লোকদের মাঝে আমরা আপনার প্রশংসা করবো।
হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু।
    আপনার প্রেম উচ্চতম মেঘের চেয়েও উঁচুতে অবস্থিত।
হে ঈশ্বর, স্বর্গের ওপরে উঠুন!
    সারা বিশ্বকে আপনার মহিমা দেখতে দিন।
হে ঈশ্বর, আপনার মিত্রদের রক্ষার জন্য এটা করুন।
    আমার প্রার্থনার উত্তর দিন এবং আপনার পরাক্রমী শক্তি ব্যবহার করুন।

ঈশ্বর তাঁর মন্দিরে বলেছেন,
    “আমি যুদ্ধে জয়ী হবো এবং জয় করে সুখী হবো!
    আমার লোকজনদের মধ্যে আমি এই ভূখণ্ড ভাগ করে দেবো।
    আমি ওদের শিখিম উপত্যকা দেবো।
    আমি ওদের সুক্কোত উপত্যকা দেবো।
    গিলিয়দ ও মনঃশিও আমার থাকবে।
    ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ হবে।
    যিহূদা হবে আমার বিচারদণ্ড।
    মোয়াব আমার পা ধোয়ার পাত্র হবে।
    ইদোম হবে আমার পাদূকাবাহক দাস।
    আমি পলেষ্টীয়দের পরাজিত করবো এবং জয়ধ্বনি দেবো।”

10-11 কে আমাকে শত্রুর দূর্গে নেতৃত্ব দেবে?
    কে আমাকে ইদোমের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেবে?
ঈশ্বর একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন।
    কিন্তু আপনি আমাদের ত্যাগ করেছেন, আপনি আমাদের সৈন্যদের সঙ্গে যান নি!
12 ঈশ্বর আমাদের শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন!
    লোকেরা আমাদের সাহায্য করতে পারবে না!
13 একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তুলতে পারেন।
    ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি প্রশংসা গীত।

109 ঈশ্বর, আমার প্রার্থনা শোনা থেকে বিরত হবেন না!
দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে।
    যা সত্য নয় ওরা তাই বলছে।
লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে।
    অকারণে লোকরা আমায় আক্রমণ করছে।
আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে।
    তাই ঈশ্বর, এখন আমি আপনার কাছে শরণাগত।
আমি ওইসব লোকেদের জন্য ভাল কাজই করেছিলাম
    কিন্তু ওরা আমার প্রতি মন্দই করেছে।
আমি ওদের ভালোবেসেছিলাম,
    কিন্তু ওরা আমায় ঘৃণা করেছে।

আমার শত্রু যে মন্দ কাজ করেছে তার জন্য ওকে শাস্তি দিন।
    একজন লোককে খুঁজে বার করুন যে প্রমাণ দেবে ও ভুল করেছে।
বিচারককে এই সিদ্ধান্ত নিতে দিন যে আমার শত্রু ভুল করেছে এবং সে দোষী।
    আমার শত্রুরা যা যা বলে তা যেন ওর পক্ষে অহিতকরই হয়।
আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক্।
    অন্য লোকরা তার স্থান নিক।
আমার শত্রুর সন্তানদের অনাথ
    এবং তার স্ত্রীকে বিধবা করে দিন।
10 ওরা যেন ঘর বাড়ী হারিয়ে
    ভিখারী হয়ে যায়।
11 আমার শত্রু যার কাছে ঋণী সে যেন ওর সব কিছু নিয়ে নেয়।
    আমার শত্রু যে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক।
12 কামনা করি, কোন লোক যেন আমার শত্রুর প্রতি সদয় না হয়।
    কামনা করি, কোন লোক যেন ওর ছেলেদের প্রতি ক্ষমা না দেখায়।
13 আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন।
    পরবর্তী প্রজন্ম যেন সব কিছু থেকে ওর নাম মুছে দেয়।
14 প্রভু যেন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন।
    ওর মায়ের পাপও যেন কখনও ধুয়ে না যায়।
15 আমি আশা করি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন।
    এবং আমি আশা করি, আমার শত্রুকে সম্পূর্ণ ভুলে যেতে তিনি লোকদের বাধ্য করবেন।
16 কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি।
    সে কোনদিন কাউকে ভালোবাসে নি।
    দরিদ্র ও অসহায় মানুষের জীবনকে সে কঠিন করে তুলেছিলো।
17 ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত।
    তাই ওর ক্ষেত্রেই ওই সব মন্দ বিষয় ফলতে দিন।
ওই মন্দ লোকটা কোনদিন চায় নি, অন্য কারো ভালো হোক্।
    তাই ওর ভালো হতে দেবেন না।
18 অভিশাপ যেন ওর বস্ত্র হয়।
অভিশাপ যেন ওর তৃষ্ণার জল হয়,
    অভিশাপগুলো যেন ওর দেহে মাখা তেল হয়।
19 দুষ্ট লোকে যে পোশাক পরে অভিশাপগুলো যেন সেই পোশাকসমূহ হয়
    এবং অভিশাপই যেন ওদের কোমরবন্ধ হয়।

20 আমার শত্রুর প্রতি প্রভু যেন এসব করেন। যারা আমায় খুন করতে চায় তাদের প্রতি প্রভু যেন এসব করেন।
21 প্রভু, আপনি আমার সদাপ্রভু। তাই আমার প্রতি এমন ব্যবহার করুন যা আপনার নামের মর্যাদা এনে দেবে।
    আপনার প্রেম খুব মহান, তাই আমায় রক্ষা করুন।
22 আমি নিছক একজন অসহায় দরিদ্র মানুষ।
    প্রকৃতই আমি ভগ্ন হৃদয়ের এক দুঃখী মানুষ।
23 আমি এমন অনুভব করি যেন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে।
    আমি নিজেকে অগ্রাহ্য করা ছারপোকার মত মনে করি।
24 ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল।
    ওজন কমে গিয়ে আমি ক্রমশঃই রোগা হয়ে যাচ্ছি।
25 মন্দ লোকরা আমায় অপমান করে।
    আমার দিকে তাকিয়ে ওরা মাথা নাড়ায়।
26 প্রভু আমার ঈশ্বর, আমায় সাহায্য করুন।
    আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় উদ্ধার করুন!
27 তখন ওই লোকরা জানতে পারবে যে আপনি আমায় সাহায্য করেছিলেন।
    ওরা জানতে পারবে যে আপনার শক্তিই আমাকে সাহায্য করেছিলো।
28 ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়।
    কিন্তু আপনি আমায় আশীর্বাদ করতে পারেন প্রভু।
ওরা আমায় আক্রমণ করেছে, তাই ওদের পরাজিত করুন।
    তাহলে আপনার দাস, আমি সুখী হব।
29 আমার শত্রুদের বিব্রত করে দিন!
    ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা যেন ওদের লজ্জাই পরিধান করে।
30 আমি প্রভুকে ধন্যবাদ দিই।
    বহু লোকদের সামনে আমি তাঁর প্রশংসা করি।
31 কেন? কারণ অসহায় লোকদের পাশে প্রভু দাঁড়ান।
    ওদের যারা মৃত্যুদণ্ড দিতে চায়, তাদের থেকে ঈশ্বর ওদের রক্ষা করেন।

দায়ূদের প্রশংসা গীতগুলির অন্যতম।

110 প্রভু আমার মনিবকে বলেছেন,
    “যতক্ষণ পর্যন্ত আমি তোমার শত্রুকে তোমার অধীনে না এনে দিই ততক্ষণ আমার ডান দিকে বস।”

প্রভু তোমার রাজ্য বাড়াতে সাহায্য করবেন, তোমার রাজ্য সিয়োনে শুরু হবে
    যতদিন পর্যন্ত তুমি তোমার শত্রুদের তাদের নিজেদের রাজ্যে শাসন করবে, ততদিন তা বাড়তে থাকবে।
যখন আপনি আপনার সৈন্যদের একত্রিত করবেন,
    তখন আপনার লোকরা স্বেচ্ছায় আপনার সঙ্গে যোগ দেবে।
ওরা ওদের বিশেষ পোশাক পরে অতি প্রত্যুষে মিলিত হবে।
    জমিতে পড়া শিশির কণার মত ওই তরুণরা আপনার চারদিকে থাকবে।

প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন
    এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না।
“তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত,
    যেমন মল্কীষেদক ছিল সেইরকম।”

আমার প্রভু আপনার ডান দিকে রয়েছে।
    যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি অন্যান্য রাজাদের পরাজিত করেন।
ঈশ্বর জাতি সকলের বিচার করবেন।
    জমিটি মৃতদেহে ঢেকে যাবে
    এবং ঈশ্বর শক্তিশালী জাতির নেতাদের শাস্তি দেবেন।

রাস্তার ধারের ঝর্ণা থেকে রাজাকে জল পান করতে হবে।
    তারপর সে বিজয়ী হয়ে তার মাথা তুলবে!

111 প্রভুর প্রশংসা কর!

যেখানে সৎ‌ লোকেরা জমায়েত হয়,
    সেই মণ্ডলীতে আমি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই।
প্রভু বিস্ময়কর কাজকর্ম করেন।
    ঈশ্বরের কাছ থেকে যে সব ভালো জিনিস আসে লোকরা তা চায়।
ঈশ্বর প্রকৃতই বিস্ময়কর এবং মহিমাময় কার্য করেন।
    তাঁর ধার্মিকতা চিরদিনই বিরাজ করে।
ঈশ্বর, আশ্চর্য কার্য করেন যাতে আমরা মনে রাখি
    যে প্রভু সত্যিই দয়াময় ও ক্ষমাশীল।
ঈশ্বর, তাঁর অনুগামীদের আহার দেন।
    ঈশ্বর চিরদিন তাঁর চুক্তি স্মরণে রাখেন।
ঈশ্বর যে সব শক্তিশালী জিনিসগুলি করেছেন তা তাঁর লোকজনের কাছে প্রমাণ করেছে
    যে তিনি অন্য জাতিসমূহের অধিকারভুক্ত দেশ তাদের দিয়েছিলেন।
ঈশ্বর যা কিছু করেন সবই সুন্দর ও যথাযথ।
    তাঁর সব আজ্ঞাকেই নির্ভর করা চলে।
ঈশ্বরের আজ্ঞাসমূহ চিরদিন বজায় থাকবে।
    যে কারণে ঈশ্বর আজ্ঞাগুলি দিয়েছিলেন সেগুলি ছিল সৎ‌ ও আন্তরিক।
তাঁর লোকেদের উদ্ধার করার জন্য ঈশ্বর কাউকে পাঠিয়েছিলেন এবং ঈশ্বর তাদের সঙ্গে যে চুক্তি করেছেন তা চিরদিন বজায় থাকবে।
    ঈশ্বরের নাম ভয়ঙ্কর এবং পবিত্র।
10 ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয়।
    যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ।
চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসাগীত গাওয়া হবে।

112 প্রভুর প্রশংসা কর!
    সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে।
    সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে।
তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ‌‌ হবে।
    সৎ‌ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে।
সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে
    এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।
সৎ‌ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত।
    ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো।
একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো।
    একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ‌ থাকা ভালো।
সেই ব্যক্তির কোনদিন পতন হবে না।
    একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে।
সে দুঃসংবাদে ভীত হবে না।
    সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে।
সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়।
    সে কখনও ভয় পাবে না, সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে।
সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে
    এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।
    সে বিরাট সম্মান পাবে।
10 দুষ্ট লোকরা এইসব দেখে রেগে যায়।
    ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়।
    যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না।

113 প্রভুর প্রশংসা কর!

প্রভুর দাসরা, তাঁর প্রশংসা কর!
    প্রভুর নামের প্রশংসা কর।
প্রভুর নাম এখনকার জন্য এবং চিরকালের জন্য ধন্য হোক্।
যেখানে পূর্বদিকে সূর্যোদয় হয়
    সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখান পর্যন্ত প্রভুর নামের প্রশংসা হোক্।
প্রভু, সমস্ত জাতিগুলির উর্দ্ধে।
    তাঁর মহিমা আকাশ পর্যন্ত যায়।
কোন ব্যক্তিই আমাদের প্রভু ঈশ্বরের মত নয়।
    ঈশ্বর স্বর্গের উঁচু আসনে বসেন।
ঈশ্বর আমাদের থেকে এত উঁচুতে আছেন যে আকাশ ও পৃথিবীকে দেখতে হলে
    তাঁকে নীচের দিকে তাকাতে হয়।
ঈশ্বর দরিদ্র লোকদের ধূলো থেকে ওপরে তোলেন।
    আস্তাকুঁড় থেকে ঈশ্বর ভিখারীদের তুলে আনেন।
এবং সেই সব লোকদের ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ করে তোলেন।
    ঈশ্বর তাদের লোকদের ওপর নেতৃত্ব করবার জন্য উচ্চ স্থানগুলি দেন।
একজন নারীর কোন সন্তান না থাকতে পারে।
    কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন।

প্রভুর প্রশংসা কর!

114 ইস্রায়েল মিশর ত্যাগ করলো।
    যাকোব সেই বিদেশ ত্যাগ করলো।
যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো।
    ইস্রায়েল তাঁর রাজত্ব হলো।
এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো।
    যর্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো।
পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো।
    পাহাড়গুলো মেষের মত নেচে উঠেছিলো।

লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে?
    যর্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে?
    পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?

যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো।
ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান।
    ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International