Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 21-25

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

21 প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে।
    আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশী হয়।
রাজা যা যা চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন।
    প্রভু, রাজা কিছু চেয়েছিল এবং আপনি তাকে ঠিক তাই দিয়েছেন সে যা চেয়েছিল।

প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন।
    আপনিই তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছেন।
ঈশ্বর, রাজা আপনার কাছে জীবন চেয়েছিলো, আপনি তাকে তাই দিয়েছেন!
    আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন, যা যুগ যুগ ধরে চলছে।
আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন।
    আপনি তাকে সম্মান এবং প্রশংসা দিয়েছেন।
ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন।
    যখন রাজা আপনার মুখ দর্শন করে, তখন সে ভীষণ খুশী হয়।
রাজা প্রভুর ওপর আস্থা রাখে।
    হে পরাৎ‌‌পর, তাকে হতাশ করবেন না।
হে ঈশ্বর, আপনি আপনার শত্রুদের দেখাবেন যে আপনি শক্তিমান।
    যারা আপনাকে ঘৃণা করে, আপনার শক্তি তাদের পরাজিত করবে।
হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন,
    তখন সে একটা জ্বলন্ত চুল্লির মত যা সব কিছুকেই পুড়িয়ে দেয়।
তার ক্রোধ লেলিহান আগুনের মত জ্বলতে থাকে
    এবং সে শত্রুদের বিনাশ করে।
10 আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে।
    তারা এই পৃথিবী থেকে সরে যাবে।
11 কেন? কারণ ঐসব লোক প্রভু, আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল
    কিন্তু তারা সফল হতে পারে নি।
12 প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন।
    আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন।
আপনি ওদের গলায় দড়ি পরিয়েছেন।
    আপনি ওদের ক্রীতদাসের মত মাথা নত করিয়েছেন।

13 প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো!
    হে প্রভু, আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হউন!

পরিচালকের প্রতি: “ভোরের হরিণ” গানটির সুরে বসানো দায়ূদের একটি গীত।

22 হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর!
    কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন?
আপনি এত দূরে যে, আমাকে রক্ষা করতে পারবেন না!
    আপনি এত দূরে যে, আমার সাহায্যের জন্য চিৎকারও শুনতে পাবেন না!
ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি।
    কিন্তু আপনি সাড়া দেন নি।
সারারাত ধরে আমি আপনাকে ডেকেছি।

ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন।
    আপনি রাজার মত থেকে যান। ইস্রায়েলের প্রশংসাই আপনার সিংহাসন।
আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন।
    হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন।
ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন
    এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন।
    তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!
সুতরাং, আমি কি কীট, মানুষ নই?
    লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে।
প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে।
    তারা তাদের মাথা নাড়ায় এবং আমায় জিভ ভেঙ্গায়।
তারা আমায় বলে: “প্রভুর কাছে সাহায্য চাও।
    হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন।
    তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন!”

হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য যে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি।
    এমন কি আমি যখন আমার মায়ের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন।
10 যে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর।
    মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি।

11 তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না!
    কারণ সংকট নিকটবর্ত্তী।
    আমাকে সাহায্য করার মত কেউই নেই।
12 আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত
    তারা আমার চারদিকে ঘিরে রয়েছে।
13 তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মত হাঁ করে খোলা,
    যেন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে।

14 মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে।
    আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে।
    আমি আমার সাহস হারিয়ে ফেলেছি!
15 আমার শক্তি[a] ভাঙ্গা মৃত্‌ পাত্রের মতই শুকিয়ে গেছে।
    আমার জিভ তালুতে আটকে যাচ্ছে।
    আপনি আমাকে মৃত্যুর ধূলায় পৌঁছে দিয়েছেন।
16 আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে।
    সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে।
    সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে।
17 আমি আমার হাড়গুলো পর্যন্ত দেখতে পাচ্ছি।
    লোকজন আমার দিকে চেয়ে রয়েছে!
    তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে!
18 ঐ লোকগুলো ওদের মধ্যে আমার কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।
    তারা আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে।

19 প্রভু, আমাকে ছেড়ে যাবেন না!
    আপনিই আমার শক্তি।
    শীঘ্রই আমাকে সাহায্য করুন!
20 প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন।
    ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন।
21 আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন।
    বলদের শিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন।

22 প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো।
    মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব।
23 তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর!
    হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর!
    হে ইস্রায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর।
24 কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন।
    প্রভু তাদের জন্য লজ্জিত নন।
    যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে
    তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না।

25 প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে।
    এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উৎসর্গ করবো।
26 দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে।
    তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর!
    তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!
27 তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো
    এবং তাঁর কাছে ফিরে এস!
যে সব মানুষ বিদেশে থাকে তারাও যেন প্রভুরই উপাসনা করে।
28     কেন? কারণ প্রভুই রাজা।
    তিনি সব জাতিকে শাসন করেন।
29 বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে।
    বস্তুতঃ সকলে যারা মারা যাবে
এবং যারা ইতিমধ্যেই মারা গেছে
    তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!
30 এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে।
    লোকে চিরদিন তাঁর কথা বলবে।
31 প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে
    ঈশ্বর যে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে।

দায়ূদের একটি গীত।

23 প্রভুই আমার মেষপালক।
    আমার যা কিছু চাই, সবসময় আমি তা-ই নেব।[b]
তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন।
    তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন।
তাঁর নামের মহিমা উপলদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন।
    তাঁর নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন।
এমনকি, যদি আমি কবরের মত গাঢ় অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই,
    আমি কোন বিপদের দ্বারা ভীত হব না।
কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু।
    আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে।
প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন।
    আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন।
    আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে।
ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে।
    এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো।

দায়ূদের একটি গীত।

24 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর।
    এই জগৎ‌‌ এবং জগতের সব লোকও তাঁর।
প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন।
    তিনি নদীসমূহের ওপর এইসব তৈরী করেছেন।

কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে?
    কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি,
    সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি,
    সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি,
    যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে।
    ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।
সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে।
    তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
কে সেই মহিমান্বিত রাজা?
    প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক।
    প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নায়ক।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
10 কে সেই মহিমান্বিত রাজা?
    সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

দায়ূদের একটি গীত।

25 প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি।
হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি।
    তাই আমাকে লজ্জিত করবেন না।
    আমার শত্রুরা যেন আমার ওপর জয়লাভ না করে।
যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না।
    কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে।
    তারা কিছুই পাবে না।

হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান।
    আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন।
আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন।
    আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা।
    প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি।
হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন।
    যে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন।
আমার তরুণ বয়সের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না।
    হে প্রভু, আপনার সুনামের জন্য, আমায় ভালোবেসে স্মরণ করবেন।

প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সৎ‌।
    তিনি পাপীদের ঠিক পথে জীবনযাপন করবার শিক্ষা দেন।
যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান।
    তিনি ন্যায়পথে তাদের পরিচালিত করেন।
10 প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে
    তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন।

11 হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি।
    কিন্তু আপনার মহত্ব দেখাবার জন্য, আমি যা যা করেছিলাম, সেগুলো সবই আপনি ক্ষমা করেছেন।

12 যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে,
    তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন।
13 সেই লোক ভাল জিনিস উপভোগ করতে পারবে,
    এবং তাঁর সন্তানরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ড পাবে।
14 প্রভু তাঁর গূঢ় কথা তাঁর অনুগামীদের বলেন।
    তাঁর চুক্তি সম্পর্কে তিনি তাদের শিক্ষা দেন।
15 সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি।
    তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন।

16 হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ।
    আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন।
17 আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন।
    আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন।
18 আমার প্রচেষ্টা ও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন।
    আমার সকল পাপ থেকে আমায় ক্ষমা করে দিন।
19 আমার যেসব শত্রু আছে তাদের দিকে দেখুন।
    তারা আমায় ঘৃণা করে, আমায় আঘাত করতে চায়।
20 হে ঈশ্বর, আমায় রক্ষা করুন এবং আমায় উদ্ধার করুন।
    আমি আপনার ওপর নির্ভর করি।
    দয়া করে আমায় হতাশ করবেন না।
21 হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল।
    আমি আপনাতে নির্ভর করি, তাই আমায় রক্ষা করুন।
22 হে ঈশ্বর, ইস্রায়েলের লোকদের,
    তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International