Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 9-16

পরিচালকের প্রতি: মুৎ‌-লব্বেন স্বরে দায়ূদের একটি গীত।

আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি।
    প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য কার্য সম্পর্কে আমি বলবো।
আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন।
    হে পরাৎ‌‌পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি।
আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে।
    কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে।

আপনি একজন সুবিচারক। আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতই বসেছিলেন।
    হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
আপনি সেসব লোকের সমালোচনা করেছেন।
    প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন।
    যারা বেঁচে রয়েছে, তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন।
শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে!
    প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন!
এখন শুধুমাত্র ভাঙা বাড়ীগুলো পড়ে আছে।
    সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মত কিছুই আর অবশিষ্ট নেই।

কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন।
    প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন।
    পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন।
প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন।
    প্রভু সব জাতিদের সৎ‌ভাবে বিচার করেন।
বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত।
    তাদের সমস্যার ভারের নীচে তারা পিষ্ট হয়ে গেছে।
প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হোন
    যেন তারা আপনার কাছে যেতে পারে।

10 লোকেরা যারা আপনার নাম জানে
    তারা আপনার ওপর বিশ্বাস রাখবে।
প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে,
    আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না।

11 হে সিয়োন-বাসীরা, তোমরা প্রভুর প্রশংসা কর।
    প্রভুর মহৎ‌‌ কর্মের কথা অন্যান্য জাতিকে বল।
12 যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল
    তিনি তাদের কথা মনে রেখেছেন।
সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল।
    প্রভু তাদের ভুলে যান নি।

13 আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম: “প্রভু, আমার প্রতি সদয় হোন।
    দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে।
    আমাকে ‘মৃত্যুর ফটকগুলি’ থেকে রক্ষা করুন।
14 তাহলে, হে প্রভু, জেরুশালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারবো।
    এতে আমি সুখী হবো। কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন।”

15 অন্য সব জাতি, লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে।
    কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে।
অন্যসব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল
    কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে।
16 প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন।
    তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন।

17 যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ।
    তারা পাতালে পতিত হবে।
18 কখনও কখনও এমন মনে হয় যে, সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন।
    এমনও মনে হচ্ছে যে, এইসব দরিদ্র লোকদের কোন আশা বাকী নেই।
    কিন্তু ঈশ্বর কখনই তাদের চিরদিনের মত ভোলেন না।

19 হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন।
    মানুষকে একথা ভাবতে দেবেন না যে তারা শক্তিশালী।
20 লোকদের কিছু শিক্ষা দিন।
    তাদের একথা বুঝতে দিন যে তারা কেবলই মানুষ।

10 প্রভু, আপনি এত দূরে থাকেন কেন?
    সমস্যা জর্জরিত মানুষ আপনাকে দেখতে পায় না।
অহঙ্কারী এবং দুষ্ট লোকরা মন্দ ফন্দি আঁটছে
    এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে।
মন্দ লোকরা যা চায় তার বড়াই করে।
    ঐসব লোভী লোকরা ঈশ্বরের নিন্দা করে।
    এইভাবেই মন্দ লোকেরা প্রকাশ করে যে তারা প্রভুকে ঘৃণা করে।
মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক।
    তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে।
    তারা এমন ভাব করে যেন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই।
মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে।
    এমনকি তারা ঈশ্বরের বিধিসকল ও মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না।[a]
    ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে।
ঐসব লোকজন মনে করে, কোনদিন ওদের খারাপ কিছু হবে না।
    তারা বলে, “আমরা সব দিনই মজা করবো, আমাদের কোন শাস্তি হবে না।”
ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে।
    অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে।
    সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে।
ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে।
    তারা লুকিয়ে থাকে, মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে।
    নির্দোষ লোকদের ওরা হত্যা করে।
মন্দ লোকরা সেই সব সিংহের মত
    যারা তাদের আহার্য পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে।
তারা দরিদ্র লোকদের আক্রমণ করে।
    মন্দ লোকদের তৈরী ফাঁদে দরিদ্র লোকরা ধরা পড়ে।
10 ঐসব লোক হতভাগ্য ও বিড়ম্বিত মানুষকে
    বার বার আঘাত করে।
11 এই কারণে ভাগ্যহত লোকরা ভাবে, “ঈশ্বর আমাদের ভুলেই গেছেন
    আমাদের থেকে তিনি চিরদিনের জন্য বিমুখ হয়েছেন!
    আমাদের ওপর যা যা ঘটে চলেছে প্রভু তা দেখছেন না!”

12 প্রভু জেগে উঠুন এবং কিছু করুন!
    ঈশ্বর, ঐসব মন্দ লোককে শাস্তি দিন!
    ঐসব বঞ্চিত দরিদ্র লোকদের ভুলে যাবেন না!

13 মন্দ লোকরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে?
    কারণ তারা ভাবে, ঈশ্বর তাদের শাস্তি দেবেন না।
14 প্রভু, মন্দ লোকরা যে সব নির্দয় ও অহিতকর কাজ করে, নিশ্চয় আপনি তা দেখতে পান।
    ঐসবের দিকে দেখুন এবং কিছু করুন!
সমস্যাগ্রস্ত মানুষ আপনার সাহায্যের দিকে চেয়ে রয়েছে।
    হে প্রভু, আপনিই সেইজন যিনি অনাথদের সাহায্য করেন।
    অতএব তাদের সাহায্য করুন!

15 প্রভু, মন্দ লোকদের বিনাশ করুন।
16 প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা।
    বিদেশী জাতিগুলি তাঁর দেশ থেকে অদৃশ্য হয়েছে।
17 হে প্রভু, দরিদ্র লোকরা কি চায় তা আপনি শুনেছেন।
    তাদের প্রার্থনা শুনুন এবং তারা যা চায় তাই করুন!
18 প্রভু পিতৃ-মাতৃহীন সন্তানদের রক্ষা করুন।
    দুঃখী লোকেদের অধিক যন্ত্রণার সম্মুখীন করবেন না।
    এমন করুন যেন মন্দ লোকরা এখানে থাকতে ভয় পায়।

পরিচালকের প্রতি: দায়ূদের গীত।

11 আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি। তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে?
    তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে যেতে!”

মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে।
    তারা ধনুকের ছিলা টেনে ধরে।
    তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ‌ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে।
সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়,
    তবে সৎ‌ লোকরা কি করবে?

প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন।
    প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন।
এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান।
    লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন।
প্রভু সৎ‌ লোকদের খোঁজেন।
    কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকদের পরিত্যাগ করেন।
মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করবেন।
    ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না।
কিন্তু প্রভু ভালো। যেসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন।
    সৎ‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে।

পরিচালকের প্রতি: শমীনীৎ‌ সহযোগে দায়ূদের একটি গীত।

12 হে প্রভু, আমায় রক্ষা করুন!
    ভালো লোকরা সবাই চলে গেছে।
    প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না।
লোকে তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে।
    প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে।
যে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিৎ‌।
    যে জিভ দিয়ে তারা বড় বড় গল্প বলেছে, প্রভুর সেই জিভগুলিও কেটে ফেলা উচিৎ‌।
সেই লোকেরা বলছে, “আমরা প্রকৃত পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব।
আমরা জানি কি বলতে হবে,
    তাই কেউই আমাদের মনিব হবে না।”

কিন্তু প্রভু বলছেন: “মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে।
    নিঃসহায় লোকদের জিনিষ ওরা নিয়ে নিয়েছে।
কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে,
    ঐসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করবো।”

প্রভুর কথাগুলি, জ্বলন্ত আগুনে গলানো রূপোর মত সত্য ও খাঁটি।
    কথাগুলি সেই রূপোর মত খাঁটি
    যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে।

হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন।
    তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!
মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে।
    তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মত ব্যবহার করে।
    এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায়।

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

13 হে প্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন?
    আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন?
আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?
আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ করব?
    আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে?
আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে?

হে প্রভু আমার ঈশ্বর, আমার দিকে তাকান! আমার প্রশ্নের উত্তর দিন!
    আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন; নয়তো আমি মরে যাবো!
যদি তাই ঘটে, আমার শত্রুরা বলবে, “আমি ওকে মেরেছিলাম!”
    আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশী হবে।

হে প্রভু, আমি আপনার প্রকৃত ভালবাসার ওপর আস্থা রেখেছিলাম।
    আপনি আমায় রক্ষা করেছেন এবং সুখী করেছেন!
আমি প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই,
    কারণ তিনি আমার জন্য হিতকর কাজ করেছেন।

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

14 একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “ঈশ্বর নেই।”
    এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে।
    তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে।

ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে
    এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে
    লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন। (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়।)
কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে।
    সব লোকই, মন্দ লোকে পরিণত হয়েছে।
না, একটা লোকও ভালো কাজ করে নি!

মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে।
    ওই সব মন্দ লোকরা ঈশ্বরকে চেনে না।
মন্দ লোকদের জন্য গলাধঃকরণ করার মত প্রচুর খাদ্য রয়েছে।
    এমনকি তারা প্রভুর উপাসনা পর্যন্ত করে না।
ঐসব মন্দ লোক, একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না।
    কেন? কারণ ওই দরিদ্র লোকটি ঈশ্বরের ওপর নির্ভর করে।
কিন্তু ঈশ্বর তাঁর সৎ‌ লোকদের সঙ্গে থাকেন।
    সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে।

সিয়োন পর্বত থেকে কে ইস্রায়েলকে রক্ষা করে?
    তিনি স্বয়ং প্রভু যিনি ইস্রায়েলকে রক্ষা করেন!
প্রভু যখন আবার তাঁর লোকদের তাদের দেশ থেকে সমৃদ্ধশালী করেন,
    তখন যাকোবের পরিবার আনন্দ করুক।
    ইস্রায়েলের লোকেরা সুখী হোক্।[b]

দায়ূদের একটি গীত।

15 প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে?
    কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?
একমাত্র তারাই পারে যারা পবিত্রভাবে জীবনযাপন করে, সৎ‌ কাজ করে,
    এবং তাদের অন্তর থেকে সত্য কথা বলে,
    তারাই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে।
এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না।
    তারা তাদের প্রতিবেশীদের আঘাত করবার জন্য কোন কাজ করে না।
    তারা তাদের খুব কাছের মানুষ সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না।
ঈশ্বরকে যারা খুশী করে না, তারা তাদের সম্মান করে না।
    কিন্তু যারা প্রভুর সেবা করে, তারা তাদের সম্মান প্রদর্শন করে।
যদি তারা প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে,
    তবে তারা তাদের প্রতিশ্রুতি পালন করে।
যদি তারা কাউকে টাকা ধার দেয়,
    তারা সেই ঋণের জন্য সুদ চায় না।
এমনকি, কেউ যদি তাদের নির্দোষ লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য টাকা দিতে চায়
    তবু তারা সে কাজ করতে অস্বীকার করে।

যে কেউ এইভাবে জীবনযাপন করে, সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে।[c]

দায়ূদের একটি মিকতাম।

16 হে ঈশ্বর, আমায় রক্ষা করুন।
    কারণ আমি আপনার ওপর নির্ভর করি।
আমি প্রভুকে বলেছিলাম,
    “প্রভু, আপনিই আমার সদাপ্রভু।
    যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছে।”
পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন।
    প্রভু দেখিয়ে দেন যে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন।

কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে।
    যে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উৎসর্গ করে, আমি সেই উৎসর্গের সামিল হব না।
    এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না।
না, আমার ভাগের অংশ, আমার পানপাত্র প্রভুর কাছ থেকে আসে।
    প্রভু আপনি আমায় সহায়তা দিয়েছেন।
    আপনি আমায় আমার অংশ দিয়েছেন।
আমার অংশটুকু অবশ্যই চমৎ‌‌কার।
    আমার উত্তরাধিকার সত্যিই সুন্দর।
আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন।
    এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান।

আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি।
    আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না।
তাই, আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত খুশী হবে।
    আমার দেহও নিরাপদে বেঁচে থাকবে।
10 কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না।
    আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না।
11 আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন।
    হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে।
    আপনার ডানদিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International