Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
ইয়োব 17-20

17 “আমার হৃদয় ভগ্ন হয়েছে,
    আমি প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত।
আমার জীবন প্রায় শেষ হয়ে এসেছে।
    কবর আমার জন্য অপেক্ষা করছে।
লোকে আমার চারপাশে দাঁড়িয়ে আমার প্রতি বিদ্রূপের হাসি হাসছে।
    আমি দেখছি ওরা যেন আমায় টিটকিরি করছে ও অপমান করছে।

“ঈশ্বর, আমাকে মুক্ত করার মূল্য দিন।
    আর কেউ আমায় সাহায্য করতে পারবে না।
আপনি আমার বন্ধুদের বোধশক্তি হরণ করেছেন
    তাই তারা কিছুই বুঝতে পারছে না।
    ওদের জয়ী হতে দেবেন না।
আপনি জানেন লোকে কি বলছে,
    ‘বন্ধুকে সাহায্য করার জন্য একজন লোক তার নিজের সন্তানদের উপেক্ষা করছে।’
    কিন্তু আমার বন্ধু আমার বিরুদ্ধে গেছে।
আমার নামকে ঈশ্বর প্রত্যেকের কাছে একটা মন্দ শব্দে পরিণত করেছেন।
    লোকে আমার মুখের ওপর থুতু দেয়।
আমার চোখ প্রায় অন্ধ হয়ে গেছে কারণ আমি প্রচণ্ড দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি।
    আমার সারা দেহ প্রচণ্ড শীর্ণ হয়ে ছায়ার মতো হয়ে গেছে।
এর ফলে ভালো লোকরা যথার্থই বিহবল হয়ে পড়েছে।
    যারা ঈশ্বরকে মানে না তাদের বিরুদ্ধে, নির্দোষ লোকদের উত্তেজিত করা হচ্ছে।
কিন্তু ভাল লোকরা ভাল জীবনযাপন করবে।
    নিস্পাপ লোকরা আরও শক্তিশালী হবে।

10 “কিন্তু এগিয়ে এসো, তোমরা সবাই এসো এবং আমাকে বুঝিয়ে দাও যে সবই আমার দোষ।
    তোমাদের কেউই জ্ঞানী নও।
11 আমার জীবন শেষ হয়ে যাচ্ছে।
    আমার পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে; আমার আশা চলে গেছে।
12 কিন্তু আমার বন্ধুরা সব গুলিয়ে ফেলেছে।
    তারা ভাবে রাতটাই দিন। তারা ভাবে অন্ধকারই আলোকে দূর করে।

13 “কবরকেই আমি আমার নতুন ঘর বলে হয়তো আশা করতে পারি।
    হয়তো অন্ধকার কবরে আমি আমার শয্যা পাতার আশা করব।
14 আমি কবরকে বলতে পারি, ‘তুমিই আমার পিতা,’
    এবং কৃমিকীটদের বলতে পারি, ‘আমার মা’ ও ‘আমার বোন।’
15 কিন্তু তা যদি আমার একমাত্র আশা হয় তাহলে আমার আর কোন আশাই নেই।
    তাই যদি আমার একমাত্র আশা হয় তাহলে লোকে আমার জন্য আর কোন আশাই দেখবে না।
16 আমার আশাও কি কবরে যাবে?
    আমরা কি এক সঙ্গে ধূলায় মিশে যাবো?”

বিল‌্দদ ইয়োবকে উত্তর দিলেন

18 তখন শূহীয় বিল‌্দদ উত্তর দিলেন:

“ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে?
    শান্ত হও এবং শোন। আমাদের কিছু বলতে দাও।
কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?
ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে।
    লোকে কি শুধু তোমার জন্য পৃথিবী ত্যাগ করবে?
    তুমি কি মনে কর, যে শুধু তোমাকে খুশী করতে ঈশ্বর পর্বতকে সরাবেন?

“হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে।
    তার আগুন দগ্ধ করা বন্ধ করে দেবে।
তার ঘরের আলো অন্ধকারে পরিণত হবে।
    তার নিকটের আলোও নিভে যাবে।
তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না।
    কিন্তু সে আস্তে আস্তে দুর্বলের মত হাঁটবে।
    তার নিজের মন্দ বুদ্ধিই ওর পতন ঘটাবে।
তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে।
    সে ফাঁদের ওপর দিয়েই হাঁটবে এবং ধরা পড়বে।
একটা ফাঁদ নিশ্চয়ই ওর পা ধরবেই।
    একটা ফাঁদ তাকে আঁকড়ে ধরবেই।
10 মাটির কোন একটা দড়ি তাকে ফাঁদে ফেলবেই।
    তার ফাঁদ রাস্তায় ওর জন্য অপেক্ষা করছে।
11 তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে।
    প্রত্যেকটি পদক্ষেপেই ভয় ওকে অনুসরণ করবে।
12 মন্দ সমস্যাসমূহ ওর জন্য ক্ষুধার্তের মত অপেক্ষা করছে।
    ওর পতন হলেই ধ্বংস ও দুর্বিপাক ওর জন্য ওত পেতে আছে।
13 ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে।
    ঐ অসুখ ওর হাত, পা পচিয়ে দেবে।
14 দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে।
    যে ভয়ঙ্করের রাজা তার সঙ্গে দেখা করার জন্য ওকে নিয়ে যাওয়া হবে।
15 তার ঘরে কিছুই পড়ে থাকবে না।
    কেন? জ্বলন্ত গন্ধক ওর বাড়ীর চারপাশে ছড়িয়ে দেওয়া হবে।
16 ওর নিম্নস্থ শিকড় শুকিয়ে যাবে,
    ওর উর্ধস্থ ডালপালাও শুকিয়ে যাবে।
17 পৃথিবীর মানুষ ওকে স্মরণে রাখবে না।
    কোন লোকই আর ওর নাম উল্লেখ করবে না।
18 লোকে তাকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে।
    তারা ওকে ওর জগৎ‌‌ থেকে তাড়িয়ে দেবে।
19 ওর কোন পুত্র বা পৌত্র থাকবে না।
    ওর বাড়ীর কেউই বেঁচে থাকবে না।
20 তার প্রতি কি হয়েছিল দেখে পশ্চিমের লোকরা চমকে উঠবে।
    পূর্বের লোকরাও ভয়ে আড়ষ্ট হয়ে যাবে।
21 দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে।
    যারা ঈশ্বর সম্পর্কে কোন কিছু গ্রাহ্য করে না তাদের ঠিক এই রকমই ঘটবে!”

ইয়োব উত্তর দিলেন

19 তখন ইয়োব উত্তর দিলেন:

“আর কতক্ষণ তোমরা আমায় আঘাত করবে
    এবং বাক্য বাণে আমায় জর্জরিত করবে?
এখন তোমরা আমাকে দশবার অপমান করেছো।
    আমায় আক্রমণের সময় তোমরা লজ্জার লেশমাত্র দেখাও নি!
এমনকি যদি আমি অপরাধ করে থাকি,
    তা আমার সমস্যা।
তোমরা শুধুমাত্র নিজেকে আমার চেয়ে ভালো বলে দেখাতে চাইছো।
    তোমরা বলছো যে আমার সমস্যাগুলি আমারই ত্রুটির ফল।
কিন্তু আমি চাই তোমরা জান যে ঈশ্বর আমার প্রতি ভুল করেছেন।
    আমাকে ধরার জন্য তিনি ফাঁদ পেতেছেন।
আমি চিৎকার করি, ‘ও আমায় আঘাত করেছে!’ কিন্তু আমি কোন উত্তর পাই না।
    এমনকি যদি আমি সাহায্যের জন্য উচ্চস্বরে ডাক দিই, সুবিচার হয় না।
ঈশ্বর আমার পথ রুদ্ধ করে দিয়েছেন তাই আমি এগিয়ে যেতে পারি না।
    তিনি আমার পথকে অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছেন।
ঈশ্বর আমার সম্মান হরণ করে নিয়েছেন।
    আমার মাথা থেকে তিনি মুকুট কেড়ে নিয়েছেন।
10 আমি শেষ না হওয়া পর্যন্ত ঈশ্বর চারদিক থেকে আমার দেওয়ালে আঘাত করবেন।
    শিকড় সমেত উপড়ে দেওয়া গাছের মত
    তিনি আমার সব আশা উৎ‌পাটিত করেছেন।
11 আমার বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ জ্বলছে।
    তিনি আমাকে তাঁর শত্রু বলে অভিহিত করেন।
12 আমাকে আক্রমণ করার জন্য ঈশ্বর তাঁর সৈন্যদের পাঠিয়েছেন।
    আমার বিরুদ্ধে তারা আক্রমণের মঞ্চ গড়েছে।
    আমার তাঁবুর চারদিকে ওরা আস্তানা গেড়েছে।

13 “ঈশ্বর আমার আত্মীয়দের আমার থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন।
    এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধুরা আমার প্রতি অচেনা লোকের মত ব্যবহার করে।
14 আমার আত্মীয়রা আমায় ছেড়ে চলে গেছে।
    বন্ধুরাও আমায় ভুলে গেছে।
15 আমার বাড়ীর দর্শনার্থী এবং দাসীরা এমন ভাবে আমার দিকে তাকায়
    যেন আমি আগন্তুক এবং বিদেশী।
16 আমি আমার ভৃত্যকে ডাকি কিন্তু সে সাড়া দেয় না।
    এখন আমাকে আমার ভৃত্যের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে।
17 আমার স্ত্রী আমার শ্বাসের ঘ্রাণকে ঘৃণা করে।
    আমার নিজের ভাইরা আমাকে ঘৃণা করে।
18 এমনকি ছোট ছোট শিশুরা আমায় নিয়ে মজা করে।
    আমি যখন ওদের কাছে আসি ওরা আমায় বাজে কথা বলে।
19 আমার সব ঘনিষ্ঠ বন্ধু আমায় ঘৃণা করে।
    এমনকি যাদের আমি ভালোবাসি তারাও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

20 “আমি এতই শীর্ণ হয়েছি যে আমার হাড়ে আমার চামড়া ঝুলছে।
    খুবই সামান্য জীবন আমাতে অবশিষ্ট আছে।

21 “দয়া কর, বন্ধুরা আমার, আমায় দয়া কর!
    কেন? কারণ ঈশ্বর আমার বিরুদ্ধে রয়েছেন।
22 যেমন করে ঈশ্বর আমায় তাড়া করেছেন তোমরাও কেন তেমনি করছো?
    তোমরা কি আমায় যথেষ্ট আক্রমণ করনি?

23 “আমার বড় ইচ্ছে করে যে আমার কথাগুলো লেখা থাকবে।
    আমার খুব ইচ্ছে করে সেগুলি গোটানো কাগজে লেখা থাকবে।
24 আমার কথাগুলি যেন সীসা ও লৌহশলাকা দিয়ে
    পাথরে খোদাই করা থাকে যাতে কথাগুলো চিরদিন থাকে।
25 আমি জানি একজন আমার স্বপক্ষে আছে।
    আমি জানি সে বেঁচে আছে।
    এবং শেষ কালে সে এই মাটিতে দাঁড়াবে এবং আমায় প্রতিরক্ষা করবে।
26 আমি আমার দেহ ত্যাগ করে চলে যাবার পরে
    এবং আমার দেহের চামড়া নষ্ট হওয়ার পরেও আমি ঈশ্বরকে দেখবো, আমি তা জানি।
27 আমি নিজের চোখে ঈশ্বরকে দেখবো।
    অন্য কেউ নয়, আমি নিজে ঈশ্বরকে দেখবো, এবং তা আমাকে কতখানি অভিভূত করবে তা আমি বলতে পারবো না!
    আমার শক্তি সম্পূর্ণভাবে চলে গেছে।

28 “তোমরা হয়তো বলবে, ‘আমরা এ বিষয়ে চিন্তা করবো
    এবং আমরা তাকে দোষ দেওয়ার কারণ খুঁজে বার করবো!’
29 কিন্তু একটি তরবারীকে তোমাদের প্রত্যেকেরই নিজের থেকে ভয় পাওয়া উচিৎ‌!
    কেন? কারণ তরবারিই তোমাদের ক্রোধের প্রাপ্য।
    তখন তোমরা বুঝবে, বিচারের সময় বলে কিছু আছে।”

সোফরের উত্তর

20 তখন নামাথার সোফর উত্তর দিলো:

“ইয়োব, তুমি আমার চিন্তাকে তাড়িত করেছো, তাই আমার ভেতরের এই অনুভূতিগুলির জন্য আমি অবশ্যই তোমাকে উত্তর দেবো।
    আমি কি ভাবছি, তা আমি খুব তাড়াতাড়ি বলবো।
তোমার উত্তর দিয়ে তুমি আমাকে অপমানিত করেছো।
    কিন্তু আমি বুদ্ধিমান, আমি জানি কি করে তোমাকে উত্তর দিতে হয়।

4-5 “তুমি জানো যে একজন বদ লোকের আনন্দ দীর্ঘস্থায়ী হয় না।
    তুমি নিশ্চয়ই জান যে যখন থেকে আদমকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, তখন থেকেই এটা সত্য।
    যে লোক ঈশ্বরকে গ্রাহ্য করে না, সে খুব অল্প সময়ের জন্য সুখী হয় মাত্র।
এমনকি যদি বদ লোকের অহঙ্কার আকাশকে স্পর্শ করে
    এবং তার মাথা মেঘকে স্পর্শ করে
তবু তার মলের মতো সেও চির দিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে।
    যে লোকরা তাকে চিনতো তারা বলবে, ‘কোথায় সে?’
সে স্বপ্নের মতোই উড়ে যাবে এবং কেউ তাকে আর খুঁজে পাবে না।
    একটা দুঃস্বপ্নের মতো তাকে জোর করে তাড়ানো হবে এবং লোকে তাকে ভুলে যাবে।
যারা তাকে দেখতো তারা তাকে আর দেখতে পাবে না।
    ওর পরিবার ওর দিকে আর তাকাবে না।
10 বদ লোকদের সন্তানরা দরিদ্র লোকদের কাছে সাহায্য চাইবে।
    মন্দ লোকটি অবশ্যই নিজের হাতে তার সম্পত্তি ফিরিয়ে দেবে।
11 যখন ও যুবক ছিল তখন হয়ত তার হাড়গুলো শক্ত, মজবুত এবং তারুণ্যে ভরা ছিল,
    কিন্তু ওর সঙ্গে ওগুলোও ধূলোয় শুয়ে থাকবে।

12 “মন্দ লোকদের মুখে খারাপটাই মিষ্টি লাগে।
    তাকে সে জিভের তলায় রাখে।
13 মন্দ লোক খারাপটাকেই উপভোগ করে।
    সুমিষ্ট মিছরীর মতই সে সেটাকে মুখে ধরে রাখে।
14 কিন্তু সেই মন্দটাই ওর পেটের ভেতর গিয়ে বিষ হয়ে উঠবে।
    এটা ওর শরীরের ভেতরে গিয়ে, সাপের বিষের মতোই বিষাক্ত হয়ে উঠবে।
15 মন্দ লোকরা সম্পত্তি গলাধঃকরণ করে, কিন্তু ওরা তা উগরে দেবে।
    ঈশ্বরই ওই লোকদের দিয়ে তা বমি করাবেন।
16 মন্দ লোকরা সাপের বিষ চুষে নেয়।
    সাপের বিষদাঁতই ওদের হত্যা করবে।
    দুষ্ট লোকদের বিষাক্ত সাপ দংশন করবে এবং বিষ তাদের মেরে ফেলবে।
17 যে নদী দুধ এবং মধু সহ প্রবাহিত হয়
    মন্দ লোকরা তা দেখার আনন্দ থেকে বঞ্চিত হবে।
18 মন্দ লোকরা তাদের লাভের অংশ ফিরিয়ে দিতে বাধ্য হবে।
    তারা যার জন্য পরিশ্রম করেছে, তাদের তা উপভোগ করতে দেওয়া হবে না।
19 কেন? কারণ মন্দলোক গরীব লোকদের আঘাত করে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।
    সে তাদের গ্রাহ্য করে না এবং তাদের জিনিস কেড়ে নেয়।
    অন্যের তৈরী বাড়ী সে জবরদখল করে।

20 “দুষ্ট লোকরা কখনও সুখী হয় না।
    তাদের সম্পত্তি তাদের বাঁচাতে পারবে না।
21 যখন তারা খায়, কিছুই অবশিষ্ট থাকে না।
    সুতরাং তাদের সাফল্য দীর্ঘস্থায়ী হবে না।
22 যখন দুষ্ট লোকের হাতে প্রচুর সম্পদ থাকবে তখনই সে সমস্যার দ্বারা ন্যুব্জ হয়ে যাবে।
    ঐ লোকের নিজের সঙ্গেই ওর সমস্যা নেমে আসবে!
23 মন্দ লোকরা তাদের আকাঙ্খার সব কিছু আহার করার পর,
    ঈশ্বর ওদের ওপর তাঁর জ্বলন্ত ক্রোধ বর্ষণ করবেন,
    ঈশ্বর তাদের খাবার হিসেবে শাস্তি বর্ষণ করবেন।
24 দুষ্ট লোকরা হয়তো লৌহ তরবারী থেকে পালিয়ে যেতে পারে,
    কিন্তু পিতল ধনু অতর্কিতে আক্রমণ করবে।
25 তাম্র শর ওদের শরীর ভেদ করে যাবে এবং ওদের পিঠ ফুঁড়ে বের হবে।
    তীরের তীক্ষ্ণ ফলা ওদের প্লীহা ভেদ করে যাবে
    এবং ওরা ভয়ে শিউরে উঠবে।
26 ওদের সমস্ত সম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে।
    একটি আগুন ওদের ধ্বংস করবে—একটি আগুন যা কোন মানুষ শুরু করে নি।
    সেই আগুন বাড়ীর সব কিছুকে ধ্বংস করবে।
27 আকাশ দুষ্ট ব্যক্তির অপরাধ প্রকাশ করে দেবে।
    তার বিরুদ্ধে সাক্ষী হয়ে আকাশ উঠে দাঁড়াবে।
28 ঈশ্বরের ক্রোধর বন্যায়
    ওর বাড়ী ধুয়ে মুছে চলে যাবে।
29 মন্দ লোকদের প্রতি ঈশ্বর এমনটাই করবেন।
    ওদের দেওয়ার জন্য এটাই ঈশ্বরের পরিকল্পনা।”

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International