Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 97

97 প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী।
    দূরদূরান্তের ভূখণ্ডও সুখী।
ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে।
    সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে।
একটা আগুন প্রভুর আগে আগে যায়
    এবং তাঁর শত্রুদের ধ্বংস করে।
তাঁর বিদ্যুৎ আকাশে ঝলক দিয়ে ওঠে।
    তা দেখে লোকে ভয় পায়।
পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়।
    সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!
আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে!
    প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে।
    ওরা ওদের “দেবতার” বড়াই করে।
কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে।
    ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে।
সিয়োন, শোন এবং সুখী হও!
    যিহূদার শহরসমূহ, সুখী হও!
    কেন? কারণ ঈশ্বর যথাযথ সিদ্ধান্ত নেন।
হে পরাৎ‌‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা।
    “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো।
10 যারা প্রভুকে ভালোবাসে, তারা মন্দকে ঘৃণা করবে।
    ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন।
11 ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়।
12 হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও!
    তাঁর পবিত্র নামের সম্মান কর!

গীতসংহিতা 99

99 প্রভুই রাজা।
    তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও।
করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন।
    তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও।
সিয়োনে প্রভু মহান!
    সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা।
সমস্ত লোক আপনার প্রশংসা করুক।
    ঈশ্বরের নাম ভীতিপ্রদ।
    ঈশ্বরই পবিত্র।
শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে।
    ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন।
    আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন।
আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর
    এবং তাঁর পবিত্র পাদপীঠে[a] উপাসনা কর।
মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন
    এবং শমূয়েলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন।
ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো
    এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন।
দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন।
    ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল।
    ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন।
প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।
    আপনি ওদের দেখিয়েছেন যে আপনিই ক্ষমাশীল ঈশ্বর
    এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন।
আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর।
    তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত কর এবং তাঁর উপাসনা কর।
    প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!

গীতসংহিতা 115

115 হে প্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিৎ‌ নয়।
    সব সম্মানই আপনার।
    আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি।
অন্য জাতির লোকরা কি করে বলতে পারে, “কোথায় তোমাদের ঈশ্বর?”
ঈশ্বর স্বর্গে রয়েছেন এবং তিনি যা চান তাই করতে পারেন।
অন্যান্য জাতির “দেবতারা” শুধুই সোনা ও রূপার তৈরী মূর্ত্তি মাত্র।
    ওরা কিছু মানুষের তৈরী মূর্ত্তি মাত্র।
ওই মূর্ত্তিদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না।
    ওদের চোখ আছে কিন্তু দেখতে পায় না।
ওদের কান আছে কিন্তু শুনতে পায় না।
    ওদের নাক আছে কিন্তু ঘ্রাণ নিতে পারে না।
ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না।
    ওদের পা আছে কিন্তু চলতে পারে না
    এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না।
যে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?

হে ইস্রায়েলের লোকরা, প্রভুকে বিশ্বাস কর!
    প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।
10 হারোণের পরিবার প্রভুকে বিশ্বাস কর!
    প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।
11 প্রভুর অনুগামীরা, প্রভুকে বিশ্বাস কর!
    প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

12 প্রভু আমাদের স্মরণে রাখবেন
    এবং আমাদের আশীর্বাদ করবেন।
    প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন।
    প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন।
13 প্রভু তাঁর সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন।
    দীন থেকে মহত্তম পর্যন্ত সকলকেই সমানভাবে আশীর্বাদ করবেন।

14 প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন।
15     প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন
    এবং প্রভু তোমাকে স্বাগত জানাচ্ছেন!
16 স্বর্গ ঈশ্বরের
    কিন্তু মানুষকে তিনি পৃথিবী দিয়েছেন।
17 মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না।
    মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না।
18 কিন্তু আমরা এখন প্রভুকে ধন্যবাদ দিচ্ছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো।

প্রভুর প্রশংসা কর!

মীখা 7:7-15

প্রভুই পরিত্রাতা

সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো!
    আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো!
    আমার ঈশ্বর আমার কথা শুনবেন।
আমার পতন হয়েছে কিন্তু শত্রু আমাকে নিয়ে উপহাস করো না!
    আমি আবার উঠবো।
এখন আমি অন্ধকারে বসে আছি।
    কিন্তু প্রভু আমার জন্য আলোকস্বরূপ হবেন।

প্রভু ক্ষমা করেন

প্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছিলাম।
    তাই তিনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন।
কিন্তু তিনি আদালতে আমার জন্য আমার মামলায় তর্ক করবেন।
    তিনি আমায় নির্দোষ প্রমাণ করবেন
এবং আমাকে আলোয় নিয়ে আসবেন।
    আমি তাঁর ন্যায়পরায়ণতা দেখব।
10 আমার শত্রুরা এটা দেখে লজ্জিত হবে।
কারণ আমার সেই শত্রুরা আমাকে বলেছিল,
    “তোমার প্রভু ঈশ্বর কোথায়?”
আমি তাকে নিয়ে মজা করব।
    রাস্তার কাদার মতো লোকেরা তার ওপর দিয়ে হেঁটে যাবে।

ইহুদীরা ফিরছে

11 সময় আসবে যখন তোমার দেওয়ালগুলো আবার গেঁথে তোলা হবে।
    সেই সময়ে, দেশের সীমা দূরে যাবে বা পরিধি বাড়বে।
12 তোমার লোকেরা তোমার দেশে ফিরে আসবে।
    তারা অশূর থেকে এবং মিশরের শহরগুলি থেকে ফিরে আসবে।
তোমার লোকেরা মিশর
    এবং ফরাৎ নদীর ওপার থেকে আসবে।
তারা পশ্চিম দিকের সমুদ্র হতে
    এবং পূর্বদিকের পর্বত হতে আসবে।

13 দেশের অধিবাসীরা দেশে বাস করে
    তাদের মন্দ কাজের দ্বারা দেশ ধ্বংস করছে।
14 অতএব দণ্ড দিয়ে তোমার লোকজনদের শাসন কর।
    শাসন কর তোমাদের অধিকারভুক্ত লোকজনদের।
সেই পাল একাকী কর্ম্মিল পর্বতের
    মধ্যবর্তী বনে বাস করছে।
সেই পাল আগে যেমন বাশন এবং গিলিয়দে বাস করত
    এখনও সেই দুটি জায়গাতেই বাস করছে।

ইস্রায়েল তার শত্রুদের পরাজিত করবে

15 আমি যখন তোমাদের মিশর দেশ থেকে বার করে এনেছিলাম তখন অনেক অলৌকিক কাজ করেছিলাম।
    আমি ওইরকম আরো অনেক অলৌকিক ঘটনা তোমাদের দেখাবো।

প্রেরিত 3:1-10

খোঁড়া লোককে পিতর আরোগ্য করলেন

একদিন পিতর ও যোহন মন্দিরে গেলেন, তখন বেলা প্রায় তিনটে। এই সময়েই মন্দিরে রোজ প্রার্থনা হত। যখন তাঁরা মন্দির প্রাঙ্গনে যাচ্ছিলেন, সেখানে একটা লোককে দেখা গেল। সে জন্ম থেকেই খোঁড়া, চলতে পারত না। তার বন্ধুরা প্রতিদিন তাকে মন্দির চত্বরে বয়ে নিয়ে আসত আর মন্দিরের “সুন্দর” নামে যে ফটক আছে সেখানে নিয়ে গিয়ে তাকে বসিয়ে রাখত। যারা মন্দিরে ঢুকত, সে তাদের কাছে কিছু অর্থ ভিক্ষা চাইত। সেদিন এই লোকটা পিতর ও যোহনকে মন্দিরে ঢুকতে দেখে তাদের কাছ থেকে ভিক্ষা চাইতে লাগল।

পিতর ও যোহন সেই খোঁড়া লোকটির দিকে একদৃষ্টে চেয়ে বললেন, “আমাদের দিকে তাকাও!” সেই লোকটা তখন কিছু অর্থ পাবার আশায় তাঁদের দিকে তাকালো। কিন্তু পিতর তাকে বললেন, “আমার কাছে সোনা বা রূপো নেই, আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দিচ্ছি। নাসরতীয় যীশুর নামে তুমি উঠে দাঁড়াও ও হেঁটে বেড়াও।”

এই বলে পিতর তার ডান হাত ধরে তাকে তুললেন, সঙ্গে সঙ্গে সে তার পায়ে ও গোড়ালিতে বল পেল, আর লাফিয়ে উঠে দাঁড়াল ও চলতে লাগল। তারপর সে তাঁদের সঙ্গে মন্দিরের মধ্যে ঢুকে সেখানে হেঁটে লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগল। 9-10 লোকরা দেখল সেই লোকটি হাঁটছে ও ঈশ্বরের প্রশংসা করছে। তারা চিনতে পারল মন্দিরের “সুন্দর” নামে ফটকের সামনে বসে ভিক্ষা করত যে লোক, সেই লোকই হেঁটে বেড়াচ্ছে ও ঈশ্বরের প্রশংসা করছে। ঐ লোকটির জীবনে যা ঘটেছে তা দেখে তারা আশ্চর্য হয়ে গেল, তারা বুঝে উঠতে পারল না এমন বিস্ময়কর ব্যাপার কি করে ঘটল।

যোহন 15:1-11

যীশু এক আঙ্গুরলতা স্বরূপ

15 যীশু বললেন, “আমিই প্রকৃত আঙ্গুর লতা, আর আমার পিতা আঙ্গুর ক্ষেতের প্রকৃত কৃষক। আমার যে শাখাতে ফল ধরে না, তিনি তা কেটে ফেলেন। আর যে শাখাতে ফল ধরে তাতে আরও বেশী করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন। আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তার ফলে তোমরা এখন শুচি হয়েছ। তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাক, আর আমিও তোমাদের সঙ্গে সংযুক্ত থাকব। শাখা যেমন আঙ্গুর লতার সঙ্গে সংযুক্ত না থাকলে ফল ধরতে পারে না, তেমনি তোমরাও আমার সঙ্গে সংযুক্ত না থাকলে ফলবন্ত হতে পারবে না।

“আমিই আঙ্গুরলতা, আর তোমরা শাখা। যে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পার না। যদি কেউ আমাতে না থাকে, তবে তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো ছুঁড়ে ফেলা হয়। তারপর সেই সব শুকনো শাখাকে জড়ো করে তা আগুনে ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হয়। যদি তোমরা আমাতে থাক, আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা কর, তা পাবে। তোমরা প্রচুর ফলে ফলবান হয়ে প্রমাণ কর যে, তোমরা আমার প্রকৃত শিষ্য; আর তাতেই আমার পিতা মহিমান্বিত হবেন।

“পিতা যেমন আমায় ভালবাসেন, আমিও তোমাদের তেমনি ভালবাসি। তোমরা আমার ভালবাসার মধ্যে থাকো। 10 আমি আমার পিতার আদেশ পালন করেছি ও তাঁর ভালবাসায় আছি। একইভাবে তোমরা যদি আমার আদেশ পালন কর তবে তোমরাও আমার ভালবাসায় থাকবে। 11 আমি এসব কথা তোমাদের বললাম, যেন আমার যে আনন্দ আছে তা তোমাদের মধ্যেও থাকে; আর এইভাবে তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International