Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 24

দায়ূদের একটি গীত।

24 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর।
    এই জগৎ‌‌ এবং জগতের সব লোকও তাঁর।
প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন।
    তিনি নদীসমূহের ওপর এইসব তৈরী করেছেন।

কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে?
    কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি,
    সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি,
    সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি,
    যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে।
    ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।
সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে।
    তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
কে সেই মহিমান্বিত রাজা?
    প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক।
    প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নায়ক।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
10 কে সেই মহিমান্বিত রাজা?
    সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

গীতসংহিতা 29

দায়ূদের একটি গীত।

29 হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর!
    তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর।
প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর!
    তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর।
প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়।
    মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত।
প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে।
    প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে।
প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙে টুকরো টুকরো করে দেয়।
    প্রভু লিবানোনের এরস গাছ ভেঙে দিয়েছেন।
প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে।
    শিরিয়োণ[a] প্রকম্পিত হচ্ছে, দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে।
বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে।
প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে।
    প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে।
প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়।
    প্রভু বনস্থলী ধ্বংস করেন।
কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়।

10 প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা
    এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন।
11 প্রভু তাঁর লোকদের শক্তি দেন।
    তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

গীতসংহিতা 8

পরিচালকের প্রতি: গিত্তীৎ‌ সহযোগে দায়ূদের একটি গীত।

হে প্রভু, আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত!
    আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়।

শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে।
    আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন।

আপনি নিজের হাত দিয়ে যে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি।
    আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই।
“লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন?
    কেন আপনি তাদের কথা স্মরণ করেন?
কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?
    আপনি তাদের দিকে তাকিয়েই বা দেখেন কেন?”

কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ!
    আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন।
    এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন।
আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতেই দিয়েছেন।
    সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন।
মেষ, গবাদিপশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরে মানুষ কর্ত্তৃত্ব করেছে।
আকাশের পাখী
    ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে।
হে প্রভু, আমাদের সদাপ্রভু, সমগ্র বিশ্বে আপনার নামই সব থেকে মহিমান্বিত।

গীতসংহিতা 84

সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীৎ সহযোগে কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।

84 হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!
আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না।
    আমি অত্যন্ত উত্তেজিত!
আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়।
হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে।
    আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে।
যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান।
    ওরা এখনও আপনার প্রশংসা করছে।

হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা
    আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!
তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন,
    সেটা পার হয়ে যাত্রা করে।
    শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে।
লোকরা যত ঈশ্বরের কাছে যায়
    তত শক্তিশালী হয়।

হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন।
    হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন।

হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন।
    আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন।
10 অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে
    আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো।
একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে
    আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো।
11 প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা।[a]
    ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন।
যে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে
    ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন।
12 হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!

যিরমিয় 1:1-10

এইগুলি হল যিরমিয়র বার্তাসমূহ। যিরমিয় ছিলেন হিল্কিয়ের পুত্র। যাজক পরিবারের সন্তান যিরমিয় বিন্যামীন পরিবারগোষ্ঠীর অঞ্চল অনাথোৎ‌ শহরে বাস করতেন। যিহূদার রাজা আমোনের পুত্র যোশিয়র ত্রয়োদশ বছরের রাজত্বকালে[a] প্রভু প্রথম যিরমিয়র সঙ্গে কথা বলেছিলেন। যোশিয়র পুত্র সিদিকিয়র একাদশ বছরের রাজত্বকাল পর্যন্ত অর্থাৎ‌ ঐ বছরের পঞ্চম মাসে বন্দীদের জেরুশালেম থেকে নিয়ে আসার সময় পর্যন্ত যিরমিয় ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছিলেন।

ঈশ্বর যিরমিয়কে ডাকলেন

যিরমিয়ের কাছে প্রভুর বার্তা পৌঁছালো।

প্রভুর বার্তা ছিল এই রূপ:
    “তোমাকে আমি তোমার মাতৃগর্ভে রূপ দেবার আগেই জানতাম।
তোমার জন্মের আগে থেকেই
    আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করে রেখেছিলাম।
    আমি তোমাকে জাতিসমূহের ভাববাদী হিসেবে মনোনীত করেছিলাম।”

যিরমিয় তখন বললেন, “কিন্তু প্রভু সর্বশক্তিমান, আমি তো কথাই বলতে জানি না। আমি একজন বালক মাত্র।”

কিন্তু প্রভু আমাকে বললেন,

“নিজেকে বালক বলো না,
    যেখানে আমি তোমাকে পাঠাবো সেখানেই তোমাকে যেতে হবে।
    আমি তোমাকে যা যা বলতে বলব তুমি কেবল তাই-ই বলবে।
কাউকে কখনও ভয় পাবে না।
    আমি সব সময় তোমার সঙ্গেই আছি এবং আমিই তোমাকে রক্ষা করবো।”
এই হল প্রভুর বার্তা।

তারপর প্রভু তাঁর বাহু প্রসারিত করে আমার ঠোঁট স্পর্শ করে বললেন,

“যিরমিয়, আমি আমার শব্দ তোমার ঠোঁটে স্থাপন করলাম।
10 আজ থেকে আমি তোমাকে এই জাতিগুলির এবং রাজ্যগুলির ভার দিলাম।
    তুমি তাদের উৎ‌পাটন করবে এবং তাদের ছিঁড়ে ফেলে দেবে।
    তুমি তাদের ধ্বংস করবে এবং ক্ষমতাচ্যুত করবে।
    তুমিই সৃষ্টি করবে এবং বপণ করবে।”

1 করিন্থীয় 3:11-23

11 যে ভিত গাঁথা হয়েছে তা ছাড়া অন্য ভিত্তিমূল কেউ স্থাপন করতে পারে না, সেই ভিত হচ্ছেন যীশু খ্রীষ্ট। 12 এই ভীতের ওপরে কেউ যদি সোনা, রূপো, মূল্যবান পাথর, কাঠ, খড় বা বিছালি দিয়ে গাঁথে 13 তবে প্রত্যেক লোকের নিজস্ব কাজ স্পষ্টরূপে প্রকাশ পাবেই। সেই বিচারের দিন[a] তা প্রকাশ করে দেবে, কারণ সেই দিনটি আসবে আগুন নিয়ে আর সেই আগুনই প্রত্যেকের কাজ কি রকম তা যাচাই করবে। 14 যে যা গেঁথেছে তা যদি টিকে থাকে তবে সে পুরস্কার পাবে, 15 আর যদি কারোর কাজ পুড়ে যায় তবে তাকে ক্ষতি স্বীকার করতে হবে। সে নিজে রক্ষা পাবে; কিন্তু তার অবস্থা আগুনের মধ্য দিয়ে পার হয়ে আসা লোকের মতো হবে।

16 তোমরা কি জান না যে তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন? 17 যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমাদেরই।

18 তোমরা নিজেদের ফাঁকি দিও না। তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই জগতের দিক দিয়ে জ্ঞানী মনে করে, তবে সে মূর্খ হলেও যেন প্রকৃত জ্ঞানী হতে পারে। 19 কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতা স্বরূপ। শাস্ত্রে লেখা আছে: “তিনি (ঈশ্বর) জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরে ফেলেন।”(A) 20 আবার লেখা আছে, “জ্ঞানীদের সমস্ত চিন্তাই যে অসার তা প্রভু জানেন।”(B) 21 তাই কেউ যেন মানুষকে নিয়ে গর্ব না করে, কারণ সবই তো তোমাদের; 22 তা সে পৌল, আপল্লো, কৈফা (পিতর) হোক্ বা এই জগৎ‌ জীবন বা মৃত্যুই হোক্। বর্তমান বা ভবিষ্যত যা কিছু বল সব কিছু তোমাদের, 23 আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের।

মার্ক 3:31-4:9

যীশুর অনুগামীরাই তাঁর যথার্থ পরিবার

(মথি 12:46-50; লূক 8:19-21)

31 সেই সময় তাঁর মা ও ভাইরা তাঁর কাছে এলেন এবং বাইরে দাঁড়িয়ে তাঁরা যীশুকে লোক মারফৎ ডেকে পাঠালেন। 32 তখন তাঁর চারদিকে ভীড় করে যে লোকরা বসেছিল, তারা তাঁকে বলল, “দেখুন, আপনার মা, ভাই ও বোনেরা[a] আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন।”

33 তার উত্তরে তিনি তাদের বললেন, “কে আমার মা? আমার ভাইরা বা কারা?” 34 যারা তাঁকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, “এরাই আমার মা ও ভাই। 35 যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে, সেই আমার মা, ভাই ও বোন।”

একজন চাষীর বীজ বোনার কাহিনী

(মথি 13:1-9; লূক 8:4-8)

পরে আবার তিনি হ্রদের ধারে লোকদের কাছে শিক্ষা দিতে লাগলেন। তাতে এত লোক তাঁর কাছে জড়ো হল যে, তিনি একটা নৌকায় উঠে বসলেন আর হ্রদের পাড়ে সমস্ত লোকরা এসে ভীড় করল। তখন দৃষ্টান্তের মাধ্যমে তিনি তাদের উদ্দেশ্যে শিক্ষা দিতে লাগলেন, বললেন,

“শোন! এক চাষী বীজ বুনতে গেল। বোনার সময় কতকগুলো বীজ পথের পাশে পড়ল, তাতে পাখিরা এসে তা খেয়ে ফেলল। আবার কতকগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশী মাটি ছিল না। বেশী মাটি না থাকাতে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুর বার হল: কিন্তু সূর্য ওঠার সাথে সাথে অঙ্কুরগুলো শুকিয়ে গেল, কারণ এর শেকড় গভীরে ছিল না। কতকগুলো বীজ কাঁটাঝোপের মধ্যে গিয়ে পড়ল, কাঁটাবন বেড়ে গিয়ে চারাগাছগুলোকে বাড়তে দিল না, ফলে সে গাছে কোন ফল হল না। কতকগুলো বীজ ভাল জমিতে পড়ল এবং তার থেকে অঙ্কুর বেরল, আর তা বেড়ে ফল দিল। যা বোনা হয়েছিল তার ত্রিশ গুণ, ষাট গুণ ও একশো গুণ ফল দিল।”

তিনি তাদের বললেন, “যার শোনার মত কান আছে সে শুনুক।”

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International